Ajker Patrika

কিয়েভে দফায় দফায় বিস্ফোরণ, নিহত অন্তত ৮ 

আপডেট : ১০ অক্টোবর ২০২২, ১৬: ০৭
কিয়েভে দফায় দফায় বিস্ফোরণ, নিহত অন্তত ৮ 

ইউক্রেনের রাজধানী কিয়েভে দফায় দফায় বিস্ফোরণের খবর পাওয়া যাচ্ছে। এতে অন্তত ৮ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। আহত হয়েছেন অনেকে। স্থানীয় সময় সোমবার (১০ অক্টোবর) সকাল আটটার পর বিস্ফোরণের শব্দ পাওয়া যায়।

বিবিসি জানায়, গণমাধ্যমটির কিয়েভ সংবাদদাতা যখন টেলিভিশনে সরাসরি খবর দিচ্ছিলেন তখনো বিস্ফোরণের শব্দ পাওয়া গেছে। হামলায় হতাহতের পাশাপাশি বেশ কিছু যানবাহন ও অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়।

কিয়েভের মেয়র ভিতালি ক্লিৎস্কো জানিয়েছেন, শহরের বেশ কিছু অবকাঠামোতে একের পর এক ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে।

রাজধানীর আঞ্চলিক সামরিক প্রশাসনের প্রধান ওলেকসি কুলেবা বলেন, কিয়েভের ওপর রাশিয়ার বিমান হামলা শেষ হয়নি। সাধারণ মানুষকে সতর্কতা অবলম্বন করার আহ্বান জানিয়েছেন তিনি।

রাজধানী কিয়েভ ছাড়াও অন্যান্য কয়েকটি শহরেও হামলা হয়েছে। ইউক্রেনের কমান্ডার-ইন-চিফ ভ্যালেরি জালুঝনি জানিয়েছেন, রাশিয়া এখন পর্যন্ত ইউক্রেনের লক্ষ্যবস্তুতে ৭৫টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে এবং হামলা অব্যাহত রয়েছে।

গত কয়েক মাসে কিয়েভে কোনো বিস্ফোরণের ঘটনা ঘটেনি। ফেব্রুয়ারিতে যুদ্ধ শুরু হওয়ার পর প্রথম কয়েক সপ্তাহ কিয়েভের আশপাশে হামলা চালিয়েছিল রুশ বাহিনী। কিন্তু এবারের হামলা কিয়েভের মূল কেন্দ্রের কাছে বলে ধারণা করা হচ্ছে।

এর আগে গত শনিবার (৮ অক্টোবর) রাশিয়া-ক্রিমিয়া সংযোগকারী একমাত্র সেতুতে বিস্ফোরণে অন্তত ৩ জন নিহত হন। এ বিষয়ে আজ নিরাপত্তা কাউন্সিলের সঙ্গে বৈঠক করবেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

৫১ বছর পর মার্কিন আকাশে ডুমসডে প্লেন, পারমাণবিক যুদ্ধের শঙ্কায় কাঁপছে সোশ্যাল মিডিয়া

বাংলাদেশে ‘অন্তর্ভুক্তিমূলক ও অংশগ্রহণমূলক’ নির্বাচনের নতুন ব্যাখ্যা দিল ইউরোপীয় ইউনিয়ন

বিদেশে থাকা শীর্ষ সন্ত্রাসীর নির্দেশে খুন হন মুছাব্বির, পাঠানো হয় ১৫ লাখ টাকা

মুছাব্বির হত্যায় গ্রেপ্তারদের মধ্যে দুজন আপন ভাই, আরেক ভাই পলাতক: ডিবি

দ্বিতীয় দিনে প্রার্থিতা ফিরে পেলেন আরও ৫৮ প্রার্থী

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত