
গত বছর রাশিয়ায় ১৯৯৯ সালের পর সর্বনিম্ন জন্মহার রেকর্ড করা হয়েছে। এই প্রেক্ষাপটে দেশটির এক স্থানীয় রাজনীতিক নারীদের মিনি স্কার্ট পরার পরামর্শ দিয়ে বিতর্কের জন্ম দিয়েছেন।
রাশিয়ার তারুসা শহরের স্থানীয় পরিষদের সদস্য ইয়েভজেনি রুদেঙ্কো সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, ‘তারুসার নারীদের অনুরোধ করা হচ্ছে, যেন তারা রৌদ্রোজ্জ্বল দিনে বেশি করে মিনি স্কার্ট পরেন, যেন রাশিয়ার জন্মহার বাড়ে।’
তবে রুদেস্কোর এই মন্তব্য অনলাইনে ব্যাপক সমালোচনার মুখে পড়ে। পরে তিনি দাবি করেন, মজার ছলেই তিনি এমন মন্তব্য করেছেন। কারণ, সেদিনের আবহাওয়া খুব সুন্দর ছিল।
পরে অবশ্য নিজের বক্তব্যকে সমর্থন করে তিনি যুক্তি দেন, নারীদের মিনি স্কার্ট তরুণদের আকৃষ্ট করে। এই আকর্ষণ থেকে বিয়ে এবং সন্তান জন্মের দিকে এগিয়ে যান দম্পতিরা।
এদিকে রুদেস্কোর মন্তব্যের কড়া সমালোচনা করে রাশিয়ার সংসদের পরিবার, নারী ও শিশুবিষয়ক কমিটির প্রধান নিনা অস্তানিনা বলেছেন, ‘নারীদের পোশাক নিয়ে মন্তব্য না করে জনগণের প্রকৃত সমস্যার দিকে মনোযোগ দেওয়া উচিত।’
এর আগেও রাশিয়ার সংসদীয় নেতারা জনসংখ্যা বৃদ্ধির জন্য আপত্তিকর ও অযৌক্তিক বিভিন্ন প্রস্তাবের বিরোধিতা করেছেন।
এ বিষয়ে এক প্রতিবেদনে মঙ্গলবার রাশিয়ান টাইমস (আরটি) জানিয়েছে, রাশিয়ায় জন্মহার ক্রমাগত কমছে। ১৯৯৩ সালে দেশটির জনসংখ্যা ছিল ১৪ কোটি ৯০ লাখ। কিন্তু ২০২৩ সালে এটি কমে ১৪ কোটি ৪০ লাখে এসে দাঁড়িয়েছে। এই অবস্থায় দেশটির সরকার জনসংখ্যার সংকট মোকাবিলায় সন্তান জন্ম দেওয়া পরিবারগুলোকে আর্থিক সহায়তা বাড়িয়েছে, ঐতিহ্যবাহী পারিবারিক মূল্যবোধকেও উৎসাহিত করছে এবং সন্তানবিহীন জীবনধারার প্রচার নিষিদ্ধ করেছে।

গত বছর রাশিয়ায় ১৯৯৯ সালের পর সর্বনিম্ন জন্মহার রেকর্ড করা হয়েছে। এই প্রেক্ষাপটে দেশটির এক স্থানীয় রাজনীতিক নারীদের মিনি স্কার্ট পরার পরামর্শ দিয়ে বিতর্কের জন্ম দিয়েছেন।
রাশিয়ার তারুসা শহরের স্থানীয় পরিষদের সদস্য ইয়েভজেনি রুদেঙ্কো সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, ‘তারুসার নারীদের অনুরোধ করা হচ্ছে, যেন তারা রৌদ্রোজ্জ্বল দিনে বেশি করে মিনি স্কার্ট পরেন, যেন রাশিয়ার জন্মহার বাড়ে।’
তবে রুদেস্কোর এই মন্তব্য অনলাইনে ব্যাপক সমালোচনার মুখে পড়ে। পরে তিনি দাবি করেন, মজার ছলেই তিনি এমন মন্তব্য করেছেন। কারণ, সেদিনের আবহাওয়া খুব সুন্দর ছিল।
পরে অবশ্য নিজের বক্তব্যকে সমর্থন করে তিনি যুক্তি দেন, নারীদের মিনি স্কার্ট তরুণদের আকৃষ্ট করে। এই আকর্ষণ থেকে বিয়ে এবং সন্তান জন্মের দিকে এগিয়ে যান দম্পতিরা।
এদিকে রুদেস্কোর মন্তব্যের কড়া সমালোচনা করে রাশিয়ার সংসদের পরিবার, নারী ও শিশুবিষয়ক কমিটির প্রধান নিনা অস্তানিনা বলেছেন, ‘নারীদের পোশাক নিয়ে মন্তব্য না করে জনগণের প্রকৃত সমস্যার দিকে মনোযোগ দেওয়া উচিত।’
এর আগেও রাশিয়ার সংসদীয় নেতারা জনসংখ্যা বৃদ্ধির জন্য আপত্তিকর ও অযৌক্তিক বিভিন্ন প্রস্তাবের বিরোধিতা করেছেন।
এ বিষয়ে এক প্রতিবেদনে মঙ্গলবার রাশিয়ান টাইমস (আরটি) জানিয়েছে, রাশিয়ায় জন্মহার ক্রমাগত কমছে। ১৯৯৩ সালে দেশটির জনসংখ্যা ছিল ১৪ কোটি ৯০ লাখ। কিন্তু ২০২৩ সালে এটি কমে ১৪ কোটি ৪০ লাখে এসে দাঁড়িয়েছে। এই অবস্থায় দেশটির সরকার জনসংখ্যার সংকট মোকাবিলায় সন্তান জন্ম দেওয়া পরিবারগুলোকে আর্থিক সহায়তা বাড়িয়েছে, ঐতিহ্যবাহী পারিবারিক মূল্যবোধকেও উৎসাহিত করছে এবং সন্তানবিহীন জীবনধারার প্রচার নিষিদ্ধ করেছে।

২০২৫ সালে ভারতে সংখ্যালঘুদের বিরুদ্ধে ঘৃণাত্মক বক্তব্যের এক নতুন নজির স্থাপন করেছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক একটি গবেষণা সংস্থা। ওয়াশিংটন ডিসিভিত্তিক ‘সেন্টার ফর দ্য স্টাডি অব অর্গানাইজড হেট’ পরিচালিত ‘ইন্ডিয়া হেট ল্যাব’ (আইএইচএল) এর এক নতুন প্রতিবেদনে বলা হয়েছে—গত বছর জুড়ে ভারতে মুসলিম
৪১ মিনিট আগে
ইরানের গোয়েন্দা সংস্থা দাবি করেছে, দেশটির বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে একাধিক বাড়ি থেকে যুক্তরাষ্ট্রের অস্ত্র ও বিস্ফোরক সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। সংস্থাটি জানায়, এসব অস্ত্র ও বিস্ফোরক তথাকথিত ‘সেল সদস্যরা’ গোপনে নিজেদের বাড়িতে লুকিয়ে রেখেছিল।
২ ঘণ্টা আগে
ইরানে চলমান অস্থিরতায় প্রায় দুই হাজার মানুষের মৃত্যু হয়েছে বলে স্বীকার করেছেন দেশটির একজন ঊর্ধ্বতন কর্মকর্তা। আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি) বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ তথ্য জানান। দেশজুড়ে টানা দুই সপ্তাহ ধরে চলা বিক্ষোভ ও কঠোর দমন-পীড়নে মৃত্যুর এই সংখ্যা প্রথমবারের মতো কর্তৃপক্ষ
৩ ঘণ্টা আগে
ভারতের সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী বলেছেন, বাংলাদেশে চলমান পরিস্থিতির ওপর নয়াদিল্লি নিবিড়ভাবে নজর রাখছে এবং কোনো ধরনের ‘ভুল-বোঝাবুঝি বা ভুল ব্যাখ্যা’ এড়াতে দুই দেশের সামরিক বাহিনীর মধ্যে যোগাযোগের সব চ্যানেল খোলা রাখা হয়েছে। আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি) বিকেলে ভারতীয় সশস্ত্র বাহিনীর বার্ষিক সং
৩ ঘণ্টা আগে