
ইউক্রেন নিয়ে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে উত্তেজনা তুঙ্গে। ন্যাটো প্রধান বিবৃতি দিয়ে রাশিয়ার কাছে সেনা প্রত্যাহারের প্রমাণ চেয়েছেন। পশ্চিমা সংবাদমাধ্যমগুলো একের পর এক বারুদে ঠাসা খবর পরিবেশন করছে। এর মধ্যেই ইউক্রেনে রাশিয়ার ‘কথিত’ হামলার ক্ষণ জানতে চাইলেন রুশ কূটনীতিক মারিয়া জাখারোভা।
রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা তাসের প্রতিবেদনে বলা হয়, পশ্চিমা সংবাদমাধ্যমের কাছে কৌতুক করেই ইউক্রেনে রুশ হামলার ক্ষণ জানতে চেয়েছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা। তিনি মার্কিন ও ব্রিটিশ সংবাদমাধ্যমকে অনুরোধ করেছেন, তারা যেন চলতি বছরে ইউক্রেনে ‘রুশ হামলার’ ক্ষণটি অন্তত জানিয়ে দেয়।
সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে দেওয়া পোস্টে মারিয়া লেখেন, ‘ব্লুমবার্গ, নিউইয়র্ক টাইমস ও সান মিডিয়ার মতো মার্কিন ও ব্রিটিশ গুজবমাধ্যমগুলোর কাছ থেকে আমি জানতে চাই, আমাদের আসন্ন হামলাটি চলতি বছর আসলে কখন হবে। আমার ছুটির পরিকল্পনা করার আছে।’
তাসের প্রতিবেদনে বলা হয়, কিয়েভ এবং পশ্চিমা দেশগুলোর সংবাদমাধ্যমগুলো সম্প্রতি ইউক্রেনে রাশিয়ার সম্ভাব্য হামলা নিয়ে একের পর এক খবর পরিবেশন করে আসছে। তারা এমনকি আগ বাড়িয়ে হামলার তারিখও ঘোষণা করছে, যা সময়ে সময়ে পিছিয়েও দেওয়া হয়েছে। এ ক্ষেত্রে মার্কিন সংবাদমাধ্যম পলিটিকোর কথা বিশেষভাবে উল্লেখ করা যায়।
পলিটিকো সম্প্রতি এক প্রতিবেদনে জানিয়েছিল, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন জানিয়েছেন, রাশিয়া ইউক্রেনে ১৬ ফেব্রুয়ারি হামলা চালাতে পারে। প্রসঙ্গটি উল্লেখ করে তাস জানায়, এর প্রভাব পড়েছে কিয়েভের ওপর। তাদের অর্থনীতির ওপর এ ধরনের গুজবের নেতিবাচক প্রভাব পড়েছে। এমন গুজবের প্রভাবে বিনিয়োগ হারাচ্ছে ইউক্রেন।

ইউক্রেন নিয়ে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে উত্তেজনা তুঙ্গে। ন্যাটো প্রধান বিবৃতি দিয়ে রাশিয়ার কাছে সেনা প্রত্যাহারের প্রমাণ চেয়েছেন। পশ্চিমা সংবাদমাধ্যমগুলো একের পর এক বারুদে ঠাসা খবর পরিবেশন করছে। এর মধ্যেই ইউক্রেনে রাশিয়ার ‘কথিত’ হামলার ক্ষণ জানতে চাইলেন রুশ কূটনীতিক মারিয়া জাখারোভা।
রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা তাসের প্রতিবেদনে বলা হয়, পশ্চিমা সংবাদমাধ্যমের কাছে কৌতুক করেই ইউক্রেনে রুশ হামলার ক্ষণ জানতে চেয়েছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা। তিনি মার্কিন ও ব্রিটিশ সংবাদমাধ্যমকে অনুরোধ করেছেন, তারা যেন চলতি বছরে ইউক্রেনে ‘রুশ হামলার’ ক্ষণটি অন্তত জানিয়ে দেয়।
সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে দেওয়া পোস্টে মারিয়া লেখেন, ‘ব্লুমবার্গ, নিউইয়র্ক টাইমস ও সান মিডিয়ার মতো মার্কিন ও ব্রিটিশ গুজবমাধ্যমগুলোর কাছ থেকে আমি জানতে চাই, আমাদের আসন্ন হামলাটি চলতি বছর আসলে কখন হবে। আমার ছুটির পরিকল্পনা করার আছে।’
তাসের প্রতিবেদনে বলা হয়, কিয়েভ এবং পশ্চিমা দেশগুলোর সংবাদমাধ্যমগুলো সম্প্রতি ইউক্রেনে রাশিয়ার সম্ভাব্য হামলা নিয়ে একের পর এক খবর পরিবেশন করে আসছে। তারা এমনকি আগ বাড়িয়ে হামলার তারিখও ঘোষণা করছে, যা সময়ে সময়ে পিছিয়েও দেওয়া হয়েছে। এ ক্ষেত্রে মার্কিন সংবাদমাধ্যম পলিটিকোর কথা বিশেষভাবে উল্লেখ করা যায়।
পলিটিকো সম্প্রতি এক প্রতিবেদনে জানিয়েছিল, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন জানিয়েছেন, রাশিয়া ইউক্রেনে ১৬ ফেব্রুয়ারি হামলা চালাতে পারে। প্রসঙ্গটি উল্লেখ করে তাস জানায়, এর প্রভাব পড়েছে কিয়েভের ওপর। তাদের অর্থনীতির ওপর এ ধরনের গুজবের নেতিবাচক প্রভাব পড়েছে। এমন গুজবের প্রভাবে বিনিয়োগ হারাচ্ছে ইউক্রেন।

গাজা পুনর্গঠনের লক্ষ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষিত শান্তি পর্ষদ নিয়ে বিশ্বজুড়ে তীব্র বিতর্ক ও নানা প্রশ্ন সৃষ্টি হয়েছে। ধ্বংসস্তূপে পরিণত হওয়া গাজাকে পুনরুজ্জীবিত করার কথা বলা হচ্ছে। তবে এই উদ্যোগের আড়ালে ট্রাম্পের ব্যক্তিগত ব্যবসায়িক স্বার্থ এবং ঘনিষ্ঠ মহলের প্রভাব বিস্তারের...
২ ঘণ্টা আগে
ডেনমার্কের গ্রিনল্যান্ড এলাকা দখল নিতে আবারও হুমকি দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি দাবি করেছেন, গ্রিনল্যান্ড দখল না নিয়ে তাঁর পেছনে ফেরার সুযোগ নেই। তবে ইউরোপীয় ইউনিয়নের নেতারাও বলেছেন, ট্রাম্পের হুমকি এবং শুল্কের চাপে ফেলে তাঁদের পিছু হটানো যাবে না। গ্রিনল্যান্ড প্রশ্নে তাঁরা
৩ ঘণ্টা আগে
স্পেনের আন্দালুসিয়া অঞ্চলের আদামুজে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪০ জনে। দেশজুড়ে গতকাল মঙ্গলবার থেকে তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ।
৪ ঘণ্টা আগে
সিরিয়া সরকার ও কুর্দি পরিচালিত সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেসের (এসডিএফ) মধ্যে আবার উত্তেজনা ছড়িয়ে পড়েছে। কয়েক দিন আগেই তাদের মধ্যে যুদ্ধবিরতির চুক্তি হয়েছিল, সেটি ফের ভেস্তে গেল। এই চুক্তির আওতায় ফোরাত নদীর পশ্চিমাঞ্চল থেকে এসডিএফ বাহিনী সরিয়ে নেওয়ার কথা ছিল।
৬ ঘণ্টা আগে