
শিগগিরই যুদ্ধ না থামালে এর ক্ষয়ক্ষতি পোষাতে রাশিয়ার কয়েক প্রজন্ম লাগবে বলে হুশিয়ারি দিয়েছেন জেলেনস্কি। একইসঙ্গে নিরাপত্তা বিষয়ে রাশিয়ার সঙ্গে অর্থপূর্ণ ও বিস্তারিত আলোচনা চেয়েছেন তিনি। রাশিয়া কর্তৃক ইউক্রেন আক্রমণের ২৪ দিন হয়ে গেলেও উভয় পক্ষ এখন পর্যন্ত কোনো ঐকমত্যে পৌঁছাতে ব্যর্থ হওয়ার পরিপ্রেক্ষিতে জেলেনস্কি এই আহ্বান জানালেন। সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
আলোচনার এই আহ্বান এমন সময়ে এল যখন ইউক্রেনেরে সেনাবাহিনী রাশিয়ার আক্রমণ অনেকাংশে প্রতিহত করে দিয়েছে এবং রাশিয়ার বিরুদ্ধে ক্রমবর্ধমান হারে নির্বিচারে বিমান ও দূরপাল্লার ক্ষেপণাস্ত্র হামলা চালানোরও অভিযোগ তোলা হয়েছে।
ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি বলেছেন, ‘ইউক্রেন সর্বদা শান্তির জন্য সমস্যা সমাধানের প্রস্তাব দিয়েছে এবং এই সময়ে কোনো দেরি না করেই শান্তি ও নিরাপত্তার বিষয়ে অর্থপূর্ণ ও বিস্তারিত ইতিবাচক আলোচনা চায়। অন্যথায়, যুদ্ধে রাশিয়ার এত ক্ষয়ক্ষতি হবে যে তা পুষিয়ে নিতে কয়েক প্রজন্ম লেগে যাবে।’
শনিবার ভোরে প্রকাশিত এক ভিডিওবার্তায় জেলেনস্কি আরও বলেন, ‘আমি চাই সবাই এখন আমার কথা শুনুক, বিশেষ করে মস্কো। বৈঠকের সময় এসেছে, কথা বলার সময় এসেছে। ইউক্রেনের জন্য আঞ্চলিক অখণ্ডতা ও ন্যায়বিচার পুনরুদ্ধারের সময় এসেছে। অন্যথায়, রাশিয়ার ক্ষতি এত বেশি হবে যে, তা পুনরুদ্ধারে কয়েক প্রজন্ম সময় লাগবে।’
এ দিকে, বিশ্লেষকেরা বলছেন, পশ্চিমা বিশ্ব কর্তৃক আরোপিত অর্থনৈতিক নিষেধাজ্ঞার কারণে রাশিয়ার অর্থনীতি হুমকির মুখে পড়েছে। বহুজাতিক করপোরেশনগুলো রাশিয়া থেকে তাদের ব্যবসা প্রত্যাহার করে নিয়েছে। আন্তর্জাতিক অর্থ স্থানান্তর ব্যবস্থা সুইফট (SWIFT) থেকে বিচ্ছিন্ন হওয়ার পরে রাশিয়ার অর্থনীতি, মুদ্রা রুবল, শেয়ারবাজার নিম্নমুখী ও বৈদেশিক মুদ্রার রিজার্ভ মারাত্মক সংকটে রয়েছে।

শিগগিরই যুদ্ধ না থামালে এর ক্ষয়ক্ষতি পোষাতে রাশিয়ার কয়েক প্রজন্ম লাগবে বলে হুশিয়ারি দিয়েছেন জেলেনস্কি। একইসঙ্গে নিরাপত্তা বিষয়ে রাশিয়ার সঙ্গে অর্থপূর্ণ ও বিস্তারিত আলোচনা চেয়েছেন তিনি। রাশিয়া কর্তৃক ইউক্রেন আক্রমণের ২৪ দিন হয়ে গেলেও উভয় পক্ষ এখন পর্যন্ত কোনো ঐকমত্যে পৌঁছাতে ব্যর্থ হওয়ার পরিপ্রেক্ষিতে জেলেনস্কি এই আহ্বান জানালেন। সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
আলোচনার এই আহ্বান এমন সময়ে এল যখন ইউক্রেনেরে সেনাবাহিনী রাশিয়ার আক্রমণ অনেকাংশে প্রতিহত করে দিয়েছে এবং রাশিয়ার বিরুদ্ধে ক্রমবর্ধমান হারে নির্বিচারে বিমান ও দূরপাল্লার ক্ষেপণাস্ত্র হামলা চালানোরও অভিযোগ তোলা হয়েছে।
ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি বলেছেন, ‘ইউক্রেন সর্বদা শান্তির জন্য সমস্যা সমাধানের প্রস্তাব দিয়েছে এবং এই সময়ে কোনো দেরি না করেই শান্তি ও নিরাপত্তার বিষয়ে অর্থপূর্ণ ও বিস্তারিত ইতিবাচক আলোচনা চায়। অন্যথায়, যুদ্ধে রাশিয়ার এত ক্ষয়ক্ষতি হবে যে তা পুষিয়ে নিতে কয়েক প্রজন্ম লেগে যাবে।’
শনিবার ভোরে প্রকাশিত এক ভিডিওবার্তায় জেলেনস্কি আরও বলেন, ‘আমি চাই সবাই এখন আমার কথা শুনুক, বিশেষ করে মস্কো। বৈঠকের সময় এসেছে, কথা বলার সময় এসেছে। ইউক্রেনের জন্য আঞ্চলিক অখণ্ডতা ও ন্যায়বিচার পুনরুদ্ধারের সময় এসেছে। অন্যথায়, রাশিয়ার ক্ষতি এত বেশি হবে যে, তা পুনরুদ্ধারে কয়েক প্রজন্ম সময় লাগবে।’
এ দিকে, বিশ্লেষকেরা বলছেন, পশ্চিমা বিশ্ব কর্তৃক আরোপিত অর্থনৈতিক নিষেধাজ্ঞার কারণে রাশিয়ার অর্থনীতি হুমকির মুখে পড়েছে। বহুজাতিক করপোরেশনগুলো রাশিয়া থেকে তাদের ব্যবসা প্রত্যাহার করে নিয়েছে। আন্তর্জাতিক অর্থ স্থানান্তর ব্যবস্থা সুইফট (SWIFT) থেকে বিচ্ছিন্ন হওয়ার পরে রাশিয়ার অর্থনীতি, মুদ্রা রুবল, শেয়ারবাজার নিম্নমুখী ও বৈদেশিক মুদ্রার রিজার্ভ মারাত্মক সংকটে রয়েছে।

জাতিসংঘের সর্বোচ্চ আদালত আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) আজ সোমবার থেকে মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গা গণহত্যার অভিযোগে দায়ের করা ঐতিহাসিক মামলার পূর্ণাঙ্গ শুনানি শুরু হচ্ছে। পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়া ২০১৯ সালে এই মামলাটি করে।
২ ঘণ্টা আগে
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গতকাল রোববার বলেছেন, ইসলামিক প্রজাতন্ত্র ইরানে ব্যাপক সরকারবিরোধী বিক্ষোভের মধ্যে সামরিক হস্তক্ষেপের হুমকি দেওয়ার পর দেশটির নেতৃত্ব তাঁর সঙ্গে যোগাযোগ করে ‘আলোচনায় বসতে’ চেয়েছে। তবে তিনি এও বলেছেন যে, আলোচনায় বসার আগেই একটা কিছু করে ফেলতে পারেন তিনি।
২ ঘণ্টা আগে
ভারতের কর্ণাটকের বেঙ্গালুরুতে সপ্তাহখানেক আগে এক নারী সফটওয়্যার প্রকৌশলীর মরদেহ উদ্ধার করা হয় তাঁর ভাড়া বাসায়। উদ্ধারের এক সপ্তাহ পর তদন্তকারীরা চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছেন। পুলিশ জানিয়েছে, যৌন হেনস্তার চেষ্টা প্রতিরোধ করায় ১৮ বছর বয়সী এক তরুণ ওই নারীকে হত্যা করেছে।
৪ ঘণ্টা আগে
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড প্রস্তাবিত গাজা যুদ্ধবিরতির প্রথম ধাপের জন্য নির্ধারিত হলুদ রেখা আরও গভীরে ঠেলে দিতে চায় ইসরায়েল। উদ্দেশ্য অবরুদ্ধ ছিটমহলটির আরও ভূখণ্ড নিজের কবজায় নেওয়া। এ লক্ষ্যে আগামী মার্চে দখলদার বাহিনী গাজায় ফের আগ্রাসন শুরু করতে চায়।
৪ ঘণ্টা আগে