
ইউক্রেনে রুশ হামলায় সৃষ্ট মানবিক সংকট নিরসনে দ্রুত ব্যবস্থা নেওয়া বিষয়ক জাতিসংঘের প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছে বাংলাদেশ। গতকাল বৃহস্পতিবার জাতিসংঘের সাধারণ পরিষদে প্রস্তাবটি ১৪০ ভোটে পাস হয়েছে। কাতারভিত্তিক গণমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
নিউইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে পরিষদের জরুরি অধিবেশনে প্রস্তাবটি উত্থাপন করেছিল ইউক্রেন। প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছে ১৪০টি দেশ। ভোটদানে বিরত ছিল চীনসহ ৩৮টি দেশ। আর প্রস্তাবের বিপক্ষে ভোট দিয়েছে পাঁচটি দেশ। বিপক্ষে ভোট দেওয়া দেশ পাঁচটি হচ্ছে—রাশিয়া, বেলারুশ, উত্তর কোরিয়া, ইরিত্রিয়া ও সিরিয়া।
জাতিসংঘের ওই প্রস্তাবে বেসামরিক নাগরিক, স্বাস্থ্যকর্মী, সাহায্যকর্মী, সাংবাদিক, হাসপাতাল ও বেসামরিক স্থাপনার সুরক্ষার কথা বলা হয়েছে। একই সঙ্গে অবরুদ্ধ শহরগুলো বিশেষ করে মারিউপোল মুক্ত করার কথাও বলা হয়েছে।
সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে প্রস্তাবটি পাস হলেও তা মানার বাধ্যবাধকতা নেই রাশিয়ার। এর আগেও গত ২ মার্চ ইউক্রেনে রুশ হামলা বন্ধে একটি প্রস্তাব পাস হয়েছিল জাতিসংঘের সাধারণ পরিষদে। তখন প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছিল ১৪১টি দেশ। সেই প্রস্তাবে বাংলাদেশ ভোট দেওয়া থেকে বিরত ছিল।
গতকালের অধিবেশনে ইউক্রেনের ‘মানবিক পরিস্থিতি’ নিয়ে আরেকটি প্রস্তাব উত্থাপন করেছিল রাশিয়া। তবে সে প্রস্তাব গৃহীত হয়নি।
গত ২৪ ফেব্রুয়ারি ভোরে টেলিভিশনে দেওয়া এক ভাষণে পূর্ব ইউক্রেনের বিচ্ছিন্নতাবাদী-নিয়ন্ত্রিত দনবাস অঞ্চলে বিশেষ সামরিক অভিযান শুরুর নির্দেশ দেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। পুতিনের নির্দেশের পরপরই স্থল, আকাশ ও জলপথে ইউক্রেনে হামলা শুরু করে রাশিয়ার সেনারা। গতকাল ২৪ মার্চ রাশিয়া-ইউক্রেন যুদ্ধ এক মাস পূর্তি হয়েছে। বেশ কয়েকবার দুই দেশ যুদ্ধবিরতির জন্য আলোচনার টেবিলে বসলেও কার্যত কোনো সিদ্ধান্ত গৃহীত হয়নি।

ইউক্রেনে রুশ হামলায় সৃষ্ট মানবিক সংকট নিরসনে দ্রুত ব্যবস্থা নেওয়া বিষয়ক জাতিসংঘের প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছে বাংলাদেশ। গতকাল বৃহস্পতিবার জাতিসংঘের সাধারণ পরিষদে প্রস্তাবটি ১৪০ ভোটে পাস হয়েছে। কাতারভিত্তিক গণমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
নিউইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে পরিষদের জরুরি অধিবেশনে প্রস্তাবটি উত্থাপন করেছিল ইউক্রেন। প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছে ১৪০টি দেশ। ভোটদানে বিরত ছিল চীনসহ ৩৮টি দেশ। আর প্রস্তাবের বিপক্ষে ভোট দিয়েছে পাঁচটি দেশ। বিপক্ষে ভোট দেওয়া দেশ পাঁচটি হচ্ছে—রাশিয়া, বেলারুশ, উত্তর কোরিয়া, ইরিত্রিয়া ও সিরিয়া।
জাতিসংঘের ওই প্রস্তাবে বেসামরিক নাগরিক, স্বাস্থ্যকর্মী, সাহায্যকর্মী, সাংবাদিক, হাসপাতাল ও বেসামরিক স্থাপনার সুরক্ষার কথা বলা হয়েছে। একই সঙ্গে অবরুদ্ধ শহরগুলো বিশেষ করে মারিউপোল মুক্ত করার কথাও বলা হয়েছে।
সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে প্রস্তাবটি পাস হলেও তা মানার বাধ্যবাধকতা নেই রাশিয়ার। এর আগেও গত ২ মার্চ ইউক্রেনে রুশ হামলা বন্ধে একটি প্রস্তাব পাস হয়েছিল জাতিসংঘের সাধারণ পরিষদে। তখন প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছিল ১৪১টি দেশ। সেই প্রস্তাবে বাংলাদেশ ভোট দেওয়া থেকে বিরত ছিল।
গতকালের অধিবেশনে ইউক্রেনের ‘মানবিক পরিস্থিতি’ নিয়ে আরেকটি প্রস্তাব উত্থাপন করেছিল রাশিয়া। তবে সে প্রস্তাব গৃহীত হয়নি।
গত ২৪ ফেব্রুয়ারি ভোরে টেলিভিশনে দেওয়া এক ভাষণে পূর্ব ইউক্রেনের বিচ্ছিন্নতাবাদী-নিয়ন্ত্রিত দনবাস অঞ্চলে বিশেষ সামরিক অভিযান শুরুর নির্দেশ দেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। পুতিনের নির্দেশের পরপরই স্থল, আকাশ ও জলপথে ইউক্রেনে হামলা শুরু করে রাশিয়ার সেনারা। গতকাল ২৪ মার্চ রাশিয়া-ইউক্রেন যুদ্ধ এক মাস পূর্তি হয়েছে। বেশ কয়েকবার দুই দেশ যুদ্ধবিরতির জন্য আলোচনার টেবিলে বসলেও কার্যত কোনো সিদ্ধান্ত গৃহীত হয়নি।

ইরানের পাঁচ জ্যেষ্ঠ কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। ওয়াশিংটনের অভিযোগ, এই কর্মকর্তারাই দেশটিতে চলমান বিক্ষোভ দমনের মূল পরিকল্পনাকারী। একই সঙ্গে যুক্তরাষ্ট্র জানিয়েছে, ইরানের শীর্ষ নেতারা বিদেশি ব্যাংকে যে অর্থ পাঠাচ্ছেন, তা–ও তারা নজরদারিতে রেখেছে।
১৯ মিনিট আগে
ভেনেজুয়েলার বিরোধী নেত্রী মারিয়া কোরিনা মাচাদো হোয়াইট হাউসে বৈঠকের সময় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে তাঁর নোবেল শান্তি পুরস্কারের পদক উপহার দিয়েছেন। দক্ষিণ আমেরিকার দেশটির রাজনৈতিক ভবিষ্যৎ নির্ধারণে ট্রাম্প কী ভূমিকা নেবেন, সে বিষয়ে প্রভাব বিস্তারের চেষ্টা হিসেবেই মাচাদোর...
২ ঘণ্টা আগে
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গাজা শাসনের জন্য একটি বোর্ড অব পিস বা শান্তি পরিষদ গঠনের ঘোষণা দিয়েছেন। এটি ইসরায়েলের হাতে অবরুদ্ধ ফিলিস্তিনি ভূখণ্ডে চলমান গণহত্যা বন্ধে যুক্তরাষ্ট্র-সমর্থিত পরিকল্পনার দ্বিতীয় ধাপের একটি গুরুত্বপূর্ণ অংশ। তুরস্কের সংবাদ সংস্থা টিআরটি গ্লোবালের প্রতিবেদন থেকে এ
৩ ঘণ্টা আগে
ট্রাম্প প্রশাসন মনে করছে—ইরানে আরেক দফা হামলার ক্ষেত্রে সময় তাদের অনুকূলে রয়েছে। ইরানের বিরুদ্ধে পরিস্থিতির উত্তেজনার পারদ কখনো বাড়িয়ে আবার কখনো কমিয়ে ‘এসক্যালেশন ল্যাডারে’ উত্তেজনার সিঁড়িতে অবস্থান করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অর্থাৎ, ধীরে ধীরে পরিস্থিতিকে অগ্নিগর্ভ করে...
৪ ঘণ্টা আগে