
জার্মানির উত্তর রাইন-ওয়েস্টেফেলিয়া রাজ্যের প্রাচীন শহর ডুসেলডর্ফে মিলেছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার একটি বোমা। এর ওজন আনুমানিক ৫০০ কিলোগ্রাম। গতকাল সোমবার রাতে বোমাটির সন্ধান পাওয়ার পর ঘটনাস্থলের আশপাশের এলাকা থেকে প্রায় ১৩ হাজার লোককে সরিয়ে নেওয়া হয়েছে।
ডুসেলডর্ফের ফায়ার ফাইটার বিভাগ জানিয়েছে, যে বোমাটি পাওয়া গেছে, সেটি প্রায় ৫০০ কেজি ওজনের। বোমাটি যুক্তরাষ্ট্রের নির্মিত। বোমাটি এখনো সক্রিয়।
ডুসেলডর্ফ শহরের কর্তৃপক্ষ জানিয়েছে, অগ্নিনির্বাপক বাহিনীর কর্মীরা বোমাটি দ্রুতই নিষ্ক্রিয় করে সরিয়ে নিতে পারবে বলে আশা করা হচ্ছে। যেখানে বোমাটি পাওয়া গেছে, সেখানে আশপাশের ৫০ মিটার পর্যন্ত এলাকার লোকজনকে সরিয়ে নেওয়া হয়েছে এবং সব রাস্তা বন্ধ করে দিয়েছে পুলিশ।
ঘটনাস্থল থেকে একটু দূরের একটি স্কুলে সরিয়ে নেওয়াদের আবাসনের ব্যবস্থা করা হয়েছে। বোমাটি শনাক্ত করার ঘটনার পর বেশ কয়েকটি দূরপাল্লার ট্রেন চলাচল ব্যাহত হয়েছে এবং বেশ কয়েকটি স্থানীয় বাস ও ট্রাম চলাচল বন্ধ হয়ে যায়।
এখনো জার্মানিতে বিপুল পরিমাণ বোমা অবিস্ফোরিত অবস্থায় রয়ে গেছে। বিভিন্ন শহরে প্রায়ই বিভিন্ন অবকাঠামো নির্মাণের লক্ষ্যে খননকাজ চালাতে গেলে প্রায়ই দ্বিতীয় বিশ্বযুদ্ধের আমলের বোমা পাওয়া যায়।
এর আগে, ২০২২ সালে জার্মানির আরেক শহর ফ্রাঙ্কফুর্টে একই আকারের একটি বোমা পাওয়া যাওয়ার পর ১৩ হাজার লোককে সরিয়ে নেওয়া হয়। পরে ২০২১ সালের ডিসেম্বরে মিউনিখেও দ্বিতীয় বিশ্বযুদ্ধের আমলের আরও একটি বোমা পাওয়া যায়। পরে বোমাটি বিস্ফোরিত হয়ে চারজন আহত হয়।

জার্মানির উত্তর রাইন-ওয়েস্টেফেলিয়া রাজ্যের প্রাচীন শহর ডুসেলডর্ফে মিলেছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার একটি বোমা। এর ওজন আনুমানিক ৫০০ কিলোগ্রাম। গতকাল সোমবার রাতে বোমাটির সন্ধান পাওয়ার পর ঘটনাস্থলের আশপাশের এলাকা থেকে প্রায় ১৩ হাজার লোককে সরিয়ে নেওয়া হয়েছে।
ডুসেলডর্ফের ফায়ার ফাইটার বিভাগ জানিয়েছে, যে বোমাটি পাওয়া গেছে, সেটি প্রায় ৫০০ কেজি ওজনের। বোমাটি যুক্তরাষ্ট্রের নির্মিত। বোমাটি এখনো সক্রিয়।
ডুসেলডর্ফ শহরের কর্তৃপক্ষ জানিয়েছে, অগ্নিনির্বাপক বাহিনীর কর্মীরা বোমাটি দ্রুতই নিষ্ক্রিয় করে সরিয়ে নিতে পারবে বলে আশা করা হচ্ছে। যেখানে বোমাটি পাওয়া গেছে, সেখানে আশপাশের ৫০ মিটার পর্যন্ত এলাকার লোকজনকে সরিয়ে নেওয়া হয়েছে এবং সব রাস্তা বন্ধ করে দিয়েছে পুলিশ।
ঘটনাস্থল থেকে একটু দূরের একটি স্কুলে সরিয়ে নেওয়াদের আবাসনের ব্যবস্থা করা হয়েছে। বোমাটি শনাক্ত করার ঘটনার পর বেশ কয়েকটি দূরপাল্লার ট্রেন চলাচল ব্যাহত হয়েছে এবং বেশ কয়েকটি স্থানীয় বাস ও ট্রাম চলাচল বন্ধ হয়ে যায়।
এখনো জার্মানিতে বিপুল পরিমাণ বোমা অবিস্ফোরিত অবস্থায় রয়ে গেছে। বিভিন্ন শহরে প্রায়ই বিভিন্ন অবকাঠামো নির্মাণের লক্ষ্যে খননকাজ চালাতে গেলে প্রায়ই দ্বিতীয় বিশ্বযুদ্ধের আমলের বোমা পাওয়া যায়।
এর আগে, ২০২২ সালে জার্মানির আরেক শহর ফ্রাঙ্কফুর্টে একই আকারের একটি বোমা পাওয়া যাওয়ার পর ১৩ হাজার লোককে সরিয়ে নেওয়া হয়। পরে ২০২১ সালের ডিসেম্বরে মিউনিখেও দ্বিতীয় বিশ্বযুদ্ধের আমলের আরও একটি বোমা পাওয়া যায়। পরে বোমাটি বিস্ফোরিত হয়ে চারজন আহত হয়।

মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গতকাল মঙ্গলবার বলেছেন, ইরান যদি তাঁকে হত্যার চেষ্টা করে, তাহলে তিনি ‘এই পৃথিবীর বুক থেকে দেশটিকে মুছে ফেলার নির্দেশ’ দেবেন। মার্কিন সংবাদমাধ্যম নিউজনেশনের অনুষ্ঠান কেটি প্যাভলিচ টু–নাইটে দেওয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন তিনি।
২ ঘণ্টা আগে
ভারতের নয়ডায় ৭০ ফুট গভীর গর্তে ডুবে এক যুবকের মৃত্যু হয়েছে। প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, নিহত ওই যুবক ঘণ্টার পর ঘণ্টা সাহায্যের জন্য চিৎকার করলেও উদ্ধারকর্মীরা পানি ‘খুব ঠান্ডা’ এই অজুহাত দেখিয়ে তাঁকে উদ্ধারের জন্য নামেননি। ইনডিপেনডেন্টের প্রতিবেদনে জানা যায়, গত শুক্রবার এই দুর্ঘটনা ঘটে।
২ ঘণ্টা আগে
ডোনাল্ড ট্রাম্প গ্রিনল্যান্ড দখলের পরিকল্পনা নিয়ে আবারও আগ্রাসী অবস্থান নেওয়ায়, এক ডেনিশ আইনপ্রণেতা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের প্রতি নিজের ক্ষোভ প্রকাশ করে ভাইরাল হয়েছেন। ইউরোপীয় ইউনিয়নের আইনসভা ইউরোপীয় পার্লামেন্টে সাম্প্রতিক এক বিতর্কে পার্লামেন্ট সদস্য আন্দার্স ভিস্তিসেন সরাসরি ট্রাম্পকে উদ্দেশ
২ ঘণ্টা আগে
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গ্রিনল্যান্ডের নিয়ন্ত্রণ নেওয়ার হুমকি আরও জোরালো করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি বলেছেন, গ্রিনল্যান্ডের নিয়ন্ত্রণ গ্রহণের পথ থেকে যুক্তরাষ্ট্রের ‘পিছু হটার সুযোগ নেই’ এবং ‘গ্রিনল্যান্ড অত্যন্ত গুরুত্বপূর্ণ।’
৪ ঘণ্টা আগে