
জার্মানির উত্তর রাইন-ওয়েস্টেফেলিয়া রাজ্যের প্রাচীন শহর ডুসেলডর্ফে মিলেছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার একটি বোমা। এর ওজন আনুমানিক ৫০০ কিলোগ্রাম। গতকাল সোমবার রাতে বোমাটির সন্ধান পাওয়ার পর ঘটনাস্থলের আশপাশের এলাকা থেকে প্রায় ১৩ হাজার লোককে সরিয়ে নেওয়া হয়েছে।
ডুসেলডর্ফের ফায়ার ফাইটার বিভাগ জানিয়েছে, যে বোমাটি পাওয়া গেছে, সেটি প্রায় ৫০০ কেজি ওজনের। বোমাটি যুক্তরাষ্ট্রের নির্মিত। বোমাটি এখনো সক্রিয়।
ডুসেলডর্ফ শহরের কর্তৃপক্ষ জানিয়েছে, অগ্নিনির্বাপক বাহিনীর কর্মীরা বোমাটি দ্রুতই নিষ্ক্রিয় করে সরিয়ে নিতে পারবে বলে আশা করা হচ্ছে। যেখানে বোমাটি পাওয়া গেছে, সেখানে আশপাশের ৫০ মিটার পর্যন্ত এলাকার লোকজনকে সরিয়ে নেওয়া হয়েছে এবং সব রাস্তা বন্ধ করে দিয়েছে পুলিশ।
ঘটনাস্থল থেকে একটু দূরের একটি স্কুলে সরিয়ে নেওয়াদের আবাসনের ব্যবস্থা করা হয়েছে। বোমাটি শনাক্ত করার ঘটনার পর বেশ কয়েকটি দূরপাল্লার ট্রেন চলাচল ব্যাহত হয়েছে এবং বেশ কয়েকটি স্থানীয় বাস ও ট্রাম চলাচল বন্ধ হয়ে যায়।
এখনো জার্মানিতে বিপুল পরিমাণ বোমা অবিস্ফোরিত অবস্থায় রয়ে গেছে। বিভিন্ন শহরে প্রায়ই বিভিন্ন অবকাঠামো নির্মাণের লক্ষ্যে খননকাজ চালাতে গেলে প্রায়ই দ্বিতীয় বিশ্বযুদ্ধের আমলের বোমা পাওয়া যায়।
এর আগে, ২০২২ সালে জার্মানির আরেক শহর ফ্রাঙ্কফুর্টে একই আকারের একটি বোমা পাওয়া যাওয়ার পর ১৩ হাজার লোককে সরিয়ে নেওয়া হয়। পরে ২০২১ সালের ডিসেম্বরে মিউনিখেও দ্বিতীয় বিশ্বযুদ্ধের আমলের আরও একটি বোমা পাওয়া যায়। পরে বোমাটি বিস্ফোরিত হয়ে চারজন আহত হয়।

জার্মানির উত্তর রাইন-ওয়েস্টেফেলিয়া রাজ্যের প্রাচীন শহর ডুসেলডর্ফে মিলেছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার একটি বোমা। এর ওজন আনুমানিক ৫০০ কিলোগ্রাম। গতকাল সোমবার রাতে বোমাটির সন্ধান পাওয়ার পর ঘটনাস্থলের আশপাশের এলাকা থেকে প্রায় ১৩ হাজার লোককে সরিয়ে নেওয়া হয়েছে।
ডুসেলডর্ফের ফায়ার ফাইটার বিভাগ জানিয়েছে, যে বোমাটি পাওয়া গেছে, সেটি প্রায় ৫০০ কেজি ওজনের। বোমাটি যুক্তরাষ্ট্রের নির্মিত। বোমাটি এখনো সক্রিয়।
ডুসেলডর্ফ শহরের কর্তৃপক্ষ জানিয়েছে, অগ্নিনির্বাপক বাহিনীর কর্মীরা বোমাটি দ্রুতই নিষ্ক্রিয় করে সরিয়ে নিতে পারবে বলে আশা করা হচ্ছে। যেখানে বোমাটি পাওয়া গেছে, সেখানে আশপাশের ৫০ মিটার পর্যন্ত এলাকার লোকজনকে সরিয়ে নেওয়া হয়েছে এবং সব রাস্তা বন্ধ করে দিয়েছে পুলিশ।
ঘটনাস্থল থেকে একটু দূরের একটি স্কুলে সরিয়ে নেওয়াদের আবাসনের ব্যবস্থা করা হয়েছে। বোমাটি শনাক্ত করার ঘটনার পর বেশ কয়েকটি দূরপাল্লার ট্রেন চলাচল ব্যাহত হয়েছে এবং বেশ কয়েকটি স্থানীয় বাস ও ট্রাম চলাচল বন্ধ হয়ে যায়।
এখনো জার্মানিতে বিপুল পরিমাণ বোমা অবিস্ফোরিত অবস্থায় রয়ে গেছে। বিভিন্ন শহরে প্রায়ই বিভিন্ন অবকাঠামো নির্মাণের লক্ষ্যে খননকাজ চালাতে গেলে প্রায়ই দ্বিতীয় বিশ্বযুদ্ধের আমলের বোমা পাওয়া যায়।
এর আগে, ২০২২ সালে জার্মানির আরেক শহর ফ্রাঙ্কফুর্টে একই আকারের একটি বোমা পাওয়া যাওয়ার পর ১৩ হাজার লোককে সরিয়ে নেওয়া হয়। পরে ২০২১ সালের ডিসেম্বরে মিউনিখেও দ্বিতীয় বিশ্বযুদ্ধের আমলের আরও একটি বোমা পাওয়া যায়। পরে বোমাটি বিস্ফোরিত হয়ে চারজন আহত হয়।

গাজায় ভয়াবহ শীতকালীন ঝড়ে ইসরায়েলি হামলায় ক্ষতিগ্রস্ত ভবনগুলো ধসে পড়ে অন্তত পাঁচ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এ ছাড়া তীব্র ঠান্ডায় প্রাণ হারিয়েছে আরও অন্তত ছয় শিশু। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা ও তুরস্কের রাষ্ট্র পরিচালিত সংবাদ সংস্থা আনাদোলুর প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
৩ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, তিনি ইরানি কর্মকর্তাদের সঙ্গে সব ধরনের বৈঠক বাতিল করেছেন। একই সঙ্গে তেহরানের দমনপীড়নের মুখে বিক্ষোভকারীদের ‘আপনাদের প্রতিষ্ঠানগুলো দখল করে নিন’ বলে আহ্বান জানিয়েছেন। বিক্ষোভকারীদের ‘আশ্বাস দিয়ে’ বলেছেন, ‘সাহায্য আসছে।’
৩ ঘণ্টা আগে
মুসলিম ব্রাদারহুডের মিসর ও জর্ডান শাখাকে সন্ত্রাসী সংগঠন হিসেবে এবং লেবাননের শাখাকে আরও কঠোর শ্রেণি ভুক্তি অনুযায়ী ‘বিদেশি সন্ত্রাসী সংগঠন’ হিসেবে ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। মঙ্গলবার (১৩ জানুয়ারি) এই সংক্রান্ত ঘোষণা দেয় মার্কিন পররাষ্ট্র দপ্তর।
১২ ঘণ্টা আগে
ইরানের সঙ্গে বাণিজ্য করা দেশগুলোর ওপর যুক্তরাষ্ট্র ২৫ শতাংশ শুল্ক আরোপ করতে পারে—এমন ঘোষণা দিয়ে নতুন করে আন্তর্জাতিক বাণিজ্য ও ভূরাজনীতিতে আলোড়ন সৃষ্টি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানে সরকারবিরোধী বিক্ষোভ দমন ও মানবাধিকার পরিস্থিতির অবনতির প্রেক্ষাপটে এই হুঁশিয়ারি দিয়েছেন তিনি।
১৩ ঘণ্টা আগে