
জার্মানির উত্তর রাইন-ওয়েস্টেফেলিয়া রাজ্যের প্রাচীন শহর ডুসেলডর্ফে মিলেছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার একটি বোমা। এর ওজন আনুমানিক ৫০০ কিলোগ্রাম। গতকাল সোমবার রাতে বোমাটির সন্ধান পাওয়ার পর ঘটনাস্থলের আশপাশের এলাকা থেকে প্রায় ১৩ হাজার লোককে সরিয়ে নেওয়া হয়েছে।
ডুসেলডর্ফের ফায়ার ফাইটার বিভাগ জানিয়েছে, যে বোমাটি পাওয়া গেছে, সেটি প্রায় ৫০০ কেজি ওজনের। বোমাটি যুক্তরাষ্ট্রের নির্মিত। বোমাটি এখনো সক্রিয়।
ডুসেলডর্ফ শহরের কর্তৃপক্ষ জানিয়েছে, অগ্নিনির্বাপক বাহিনীর কর্মীরা বোমাটি দ্রুতই নিষ্ক্রিয় করে সরিয়ে নিতে পারবে বলে আশা করা হচ্ছে। যেখানে বোমাটি পাওয়া গেছে, সেখানে আশপাশের ৫০ মিটার পর্যন্ত এলাকার লোকজনকে সরিয়ে নেওয়া হয়েছে এবং সব রাস্তা বন্ধ করে দিয়েছে পুলিশ।
ঘটনাস্থল থেকে একটু দূরের একটি স্কুলে সরিয়ে নেওয়াদের আবাসনের ব্যবস্থা করা হয়েছে। বোমাটি শনাক্ত করার ঘটনার পর বেশ কয়েকটি দূরপাল্লার ট্রেন চলাচল ব্যাহত হয়েছে এবং বেশ কয়েকটি স্থানীয় বাস ও ট্রাম চলাচল বন্ধ হয়ে যায়।
এখনো জার্মানিতে বিপুল পরিমাণ বোমা অবিস্ফোরিত অবস্থায় রয়ে গেছে। বিভিন্ন শহরে প্রায়ই বিভিন্ন অবকাঠামো নির্মাণের লক্ষ্যে খননকাজ চালাতে গেলে প্রায়ই দ্বিতীয় বিশ্বযুদ্ধের আমলের বোমা পাওয়া যায়।
এর আগে, ২০২২ সালে জার্মানির আরেক শহর ফ্রাঙ্কফুর্টে একই আকারের একটি বোমা পাওয়া যাওয়ার পর ১৩ হাজার লোককে সরিয়ে নেওয়া হয়। পরে ২০২১ সালের ডিসেম্বরে মিউনিখেও দ্বিতীয় বিশ্বযুদ্ধের আমলের আরও একটি বোমা পাওয়া যায়। পরে বোমাটি বিস্ফোরিত হয়ে চারজন আহত হয়।

জার্মানির উত্তর রাইন-ওয়েস্টেফেলিয়া রাজ্যের প্রাচীন শহর ডুসেলডর্ফে মিলেছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার একটি বোমা। এর ওজন আনুমানিক ৫০০ কিলোগ্রাম। গতকাল সোমবার রাতে বোমাটির সন্ধান পাওয়ার পর ঘটনাস্থলের আশপাশের এলাকা থেকে প্রায় ১৩ হাজার লোককে সরিয়ে নেওয়া হয়েছে।
ডুসেলডর্ফের ফায়ার ফাইটার বিভাগ জানিয়েছে, যে বোমাটি পাওয়া গেছে, সেটি প্রায় ৫০০ কেজি ওজনের। বোমাটি যুক্তরাষ্ট্রের নির্মিত। বোমাটি এখনো সক্রিয়।
ডুসেলডর্ফ শহরের কর্তৃপক্ষ জানিয়েছে, অগ্নিনির্বাপক বাহিনীর কর্মীরা বোমাটি দ্রুতই নিষ্ক্রিয় করে সরিয়ে নিতে পারবে বলে আশা করা হচ্ছে। যেখানে বোমাটি পাওয়া গেছে, সেখানে আশপাশের ৫০ মিটার পর্যন্ত এলাকার লোকজনকে সরিয়ে নেওয়া হয়েছে এবং সব রাস্তা বন্ধ করে দিয়েছে পুলিশ।
ঘটনাস্থল থেকে একটু দূরের একটি স্কুলে সরিয়ে নেওয়াদের আবাসনের ব্যবস্থা করা হয়েছে। বোমাটি শনাক্ত করার ঘটনার পর বেশ কয়েকটি দূরপাল্লার ট্রেন চলাচল ব্যাহত হয়েছে এবং বেশ কয়েকটি স্থানীয় বাস ও ট্রাম চলাচল বন্ধ হয়ে যায়।
এখনো জার্মানিতে বিপুল পরিমাণ বোমা অবিস্ফোরিত অবস্থায় রয়ে গেছে। বিভিন্ন শহরে প্রায়ই বিভিন্ন অবকাঠামো নির্মাণের লক্ষ্যে খননকাজ চালাতে গেলে প্রায়ই দ্বিতীয় বিশ্বযুদ্ধের আমলের বোমা পাওয়া যায়।
এর আগে, ২০২২ সালে জার্মানির আরেক শহর ফ্রাঙ্কফুর্টে একই আকারের একটি বোমা পাওয়া যাওয়ার পর ১৩ হাজার লোককে সরিয়ে নেওয়া হয়। পরে ২০২১ সালের ডিসেম্বরে মিউনিখেও দ্বিতীয় বিশ্বযুদ্ধের আমলের আরও একটি বোমা পাওয়া যায়। পরে বোমাটি বিস্ফোরিত হয়ে চারজন আহত হয়।

তাইওয়ানকে ঘিরে চীনের বিশাল সামরিক মহড়া ‘জাস্টিস মিশন ২০২৫’ শেষ হওয়ার মাত্র এক দিন পরই সি চিন পিংয়ের এই কড়া বার্তা এল। উল্লেখ্য, চীন তাইওয়ানকে নিজের অবিচ্ছেদ্য অংশ বলে দাবি করে এবং প্রয়োজনে শক্তি প্রয়োগ করে তা দখলের হুমকি দিয়ে আসছে।
৩ ঘণ্টা আগে
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বাম হাতে কালশিটে বা কালচে দাগ দেখা দেওয়ায় তাঁর শারীরিক অবস্থা নিয়ে নতুন করে জল্পনা শুরু হয়েছে। শপথ নেওয়ার এক বছরের মাথায় ও ৮০ বছরে পা দেওয়ার ঠিক আগমুহূর্তে প্রেসিডেন্টের এই শারীরিক পরিবর্তনগুলো নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন চিকিৎসা বিশেষজ্ঞ ও রাজনৈতিক বিশ্লেষকেরা।
৪ ঘণ্টা আগে
প্রতিবছর নভেম্বর ও ডিসেম্বর মাসে দক্ষিণ আফ্রিকার খোসা, এনদেবেলে, সোথো ও ভেন্ডা সম্প্রদায়ের কিশোর ও তরুণেরা ঐতিহ্যবাহী এই উৎসবে অংশ নেয়। দক্ষিণ আফ্রিকার শিশু আইন (২০০৫) অনুযায়ী, সাধারণত ১৬ বছরের বেশি বয়সীদের খতনা করানো হয়। এর নিচে খতনা করানো দেশটিতে আইনত নিষিদ্ধ।
৫ ঘণ্টা আগে
এই হামলার ঘটনা প্রথম প্রকাশ পায় গত সেপ্টেম্বরে, যখন রাজপরিবার নিয়ে লেখা একটি বই দ্য টাইমস পত্রিকায় ধারাবাহিকভাবে ছাপা হয়। তবে এর আগে বাকিংহাম প্যালেস থেকে বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়নি।
৫ ঘণ্টা আগে