
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, রাশিয়া ইউক্রেন থেকে সব সৈন্য প্রত্যাহার করলে কালই শান্তি আলোচনায় বসবে কিয়েভ। তবে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যুদ্ধ থামাবেন না বলে তাঁকে যেকোনো উপায়ে যুদ্ধ বন্ধে বাধ্য করা হবে বলেও মন্তব্য করেন তিনি।
সুইজারল্যান্ডে অনুষ্ঠিত ইউক্রেন শান্তি সম্মেলন শেষে এ কথা বলেন তিনি। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে খবরটি দিয়েছে।
জেলেনস্কি বলেন, রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে জিততে পশ্চিমা সহায়তা যথেষ্ট ছিল না। কিন্তু এই শান্তি সম্মেলন দেখিয়েছে যে, ইউক্রেনের প্রতি আন্তর্জাতিক সম্প্রদায়ের সমর্থন দুর্বল হয়ে যায়নি।
ইউক্রেনের আঞ্চলিক অখণ্ডতার প্রতিশ্রুতি দিয়ে কয়েক ডজন দেশ বৈঠকটি শেষ করেছে। সম্মেলনে গৃহীত চূড়ান্ত নথিতে যুদ্ধের ব্যাপক দুর্ভোগ ও ধ্বংসের জন্য রাশিয়াকে শক্তভাবে দায়ী করা হয়েছে। তবে এই নথিতে স্বাক্ষর করেনি ভারত, দক্ষিণ আফ্রিকা, সৌদি আরবসহ বেশ কয়েকটি দেশ।
এই সম্মেলনে রাশিয়াকে আমন্ত্রণ জানানো হয়নি। এ ছাড়া, মস্কোর সবচেয়ে বড় সমর্থক চীনও উপস্থিত ছিল না। তাই কেউ কেউ এই শীর্ষ সম্মেলনের কার্যকারিতা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন।
শীর্ষ সম্মেলনের পর সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ভলোদিমির জেলেনস্কি উপস্থিত বিশ্বনেতাদের ধন্যবাদ জানিয়ে বলেন, ইউক্রেন থেকে তাঁদের দূরে থাকার জন্য রাশিয়ার চাপ সত্ত্বেও বিশ্বনেতারা আসায় তিনি কৃতজ্ঞ। তিনি বলেন, ‘এই শীর্ষ সম্মেলন প্রমাণ করে যে, ইউক্রেনের জন্য আন্তর্জাতিক সমর্থন দুর্বল হচ্ছে না।’
যুদ্ধক্ষেত্রে ইউক্রেনের দুর্বল অবস্থান তাঁকে কূটনৈতিক পথে এগোতে বাধ্য করেছে কি না—এই প্রশ্নের জবাবে জেলেনস্কি বলেন, ‘বিষয়টি এমন নয়। ইউক্রেন সব সময়ই শান্তির কথা বলে আসছে।’
ইউক্রেনের প্রেসিডেন্ট বলেন, ‘রাশিয়া আগামীকাল আলোচনা শুরু করতে পারে, যদি তারা আমাদের অঞ্চল থেকে সরে আসে। আলোচনায় মস্কোর উপস্থিতি শান্তির জন্য রাশিয়ার আগ্রহকেই প্রতিফলিত করবে।’
বেইজিংকে শান্তি প্রস্তাবে গুরুত্ব দিয়ে জড়িত হওয়ার আহ্বান জানিয়ে জেলেনস্কি বলেন, ‘চীন ইউক্রেনের শত্রু নয়। আমরা চীন ও তার আঞ্চলিক অখণ্ডতাকে সম্মান করি। আমরা চাই চীন আমাদের জন্যও একই কাজ করুক।’
অন্যদিকে, ইউক্রেন শান্তি সম্মেলনকে সময়ের অপচয় হিসেবে আখ্যা দিয়ে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন গত শুক্রবার বলেছেন, রাশিয়া আংশিকভাবে দখল করেছে এবং দখলের দাবি করেছে এমন চারটি অঞ্চল থেকে ইউক্রেন সেনা প্রত্যাহার করলে তিনি যুদ্ধবিরতিতে সম্মতি দেবেন।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, রাশিয়া ইউক্রেন থেকে সব সৈন্য প্রত্যাহার করলে কালই শান্তি আলোচনায় বসবে কিয়েভ। তবে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যুদ্ধ থামাবেন না বলে তাঁকে যেকোনো উপায়ে যুদ্ধ বন্ধে বাধ্য করা হবে বলেও মন্তব্য করেন তিনি।
সুইজারল্যান্ডে অনুষ্ঠিত ইউক্রেন শান্তি সম্মেলন শেষে এ কথা বলেন তিনি। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে খবরটি দিয়েছে।
জেলেনস্কি বলেন, রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে জিততে পশ্চিমা সহায়তা যথেষ্ট ছিল না। কিন্তু এই শান্তি সম্মেলন দেখিয়েছে যে, ইউক্রেনের প্রতি আন্তর্জাতিক সম্প্রদায়ের সমর্থন দুর্বল হয়ে যায়নি।
ইউক্রেনের আঞ্চলিক অখণ্ডতার প্রতিশ্রুতি দিয়ে কয়েক ডজন দেশ বৈঠকটি শেষ করেছে। সম্মেলনে গৃহীত চূড়ান্ত নথিতে যুদ্ধের ব্যাপক দুর্ভোগ ও ধ্বংসের জন্য রাশিয়াকে শক্তভাবে দায়ী করা হয়েছে। তবে এই নথিতে স্বাক্ষর করেনি ভারত, দক্ষিণ আফ্রিকা, সৌদি আরবসহ বেশ কয়েকটি দেশ।
এই সম্মেলনে রাশিয়াকে আমন্ত্রণ জানানো হয়নি। এ ছাড়া, মস্কোর সবচেয়ে বড় সমর্থক চীনও উপস্থিত ছিল না। তাই কেউ কেউ এই শীর্ষ সম্মেলনের কার্যকারিতা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন।
শীর্ষ সম্মেলনের পর সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ভলোদিমির জেলেনস্কি উপস্থিত বিশ্বনেতাদের ধন্যবাদ জানিয়ে বলেন, ইউক্রেন থেকে তাঁদের দূরে থাকার জন্য রাশিয়ার চাপ সত্ত্বেও বিশ্বনেতারা আসায় তিনি কৃতজ্ঞ। তিনি বলেন, ‘এই শীর্ষ সম্মেলন প্রমাণ করে যে, ইউক্রেনের জন্য আন্তর্জাতিক সমর্থন দুর্বল হচ্ছে না।’
যুদ্ধক্ষেত্রে ইউক্রেনের দুর্বল অবস্থান তাঁকে কূটনৈতিক পথে এগোতে বাধ্য করেছে কি না—এই প্রশ্নের জবাবে জেলেনস্কি বলেন, ‘বিষয়টি এমন নয়। ইউক্রেন সব সময়ই শান্তির কথা বলে আসছে।’
ইউক্রেনের প্রেসিডেন্ট বলেন, ‘রাশিয়া আগামীকাল আলোচনা শুরু করতে পারে, যদি তারা আমাদের অঞ্চল থেকে সরে আসে। আলোচনায় মস্কোর উপস্থিতি শান্তির জন্য রাশিয়ার আগ্রহকেই প্রতিফলিত করবে।’
বেইজিংকে শান্তি প্রস্তাবে গুরুত্ব দিয়ে জড়িত হওয়ার আহ্বান জানিয়ে জেলেনস্কি বলেন, ‘চীন ইউক্রেনের শত্রু নয়। আমরা চীন ও তার আঞ্চলিক অখণ্ডতাকে সম্মান করি। আমরা চাই চীন আমাদের জন্যও একই কাজ করুক।’
অন্যদিকে, ইউক্রেন শান্তি সম্মেলনকে সময়ের অপচয় হিসেবে আখ্যা দিয়ে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন গত শুক্রবার বলেছেন, রাশিয়া আংশিকভাবে দখল করেছে এবং দখলের দাবি করেছে এমন চারটি অঞ্চল থেকে ইউক্রেন সেনা প্রত্যাহার করলে তিনি যুদ্ধবিরতিতে সম্মতি দেবেন।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গ্রিনল্যান্ডের নিয়ন্ত্রণ নেওয়ার হুমকি আরও জোরালো করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি বলেছেন, গ্রিনল্যান্ডের নিয়ন্ত্রণ গ্রহণের পথ থেকে যুক্তরাষ্ট্রের ‘পিছু হটার সুযোগ নেই’ এবং ‘গ্রিনল্যান্ড অত্যন্ত গুরুত্বপূর্ণ।’
৪৩ মিনিট আগে
অধিকৃত পূর্ব জেরুজালেমে জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থীবিষয়ক সংস্থার (ইউএনআরডব্লিউএ) সদর দপ্তর গতকাল মঙ্গলবার ভেঙে দিয়েছে ইসরায়েলি বাহিনী। ইসরায়েলের জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন-গভিরের নেতৃত্বে স্থানীয় সময় সকাল প্রায় ৭টায় ইসরায়েলি বাহিনী ওই কম্পাউন্ডে অভিযান চালায়। অভিযান শেষে মূল ভবনের ওপর
১ ঘণ্টা আগে
ঢাকায় ভারতীয় হাইকমিশনসহ খুলনা, রাজশাহী, চট্টগ্রাম ও সিলেটে দেশটির সহকারী হাইকমিশন রয়েছে। এসব মিশন থেকেই কূটনীতিক ও অন্য কর্মকর্তাদের পরিবারের সদস্যদের ফিরিয়ে নিচ্ছে ভারত। নিরাপত্তা নিয়ে উদ্বেগের কারণে কূটনীতিকদের জন্য বাংলাদেশকে ‘নন-ফ্যামিলি’ পোস্টিং ঘোষণা করার সিদ্ধান্ত নিয়েছে নয়াদিল্লি।
১ ঘণ্টা আগে
গাজা পুনর্গঠনের লক্ষ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষিত শান্তি পর্ষদ নিয়ে বিশ্বজুড়ে তীব্র বিতর্ক ও নানা প্রশ্ন সৃষ্টি হয়েছে। ধ্বংসস্তূপে পরিণত হওয়া গাজাকে পুনরুজ্জীবিত করার কথা বলা হচ্ছে। তবে এই উদ্যোগের আড়ালে ট্রাম্পের ব্যক্তিগত ব্যবসায়িক স্বার্থ এবং ঘনিষ্ঠ মহলের প্রভাব বিস্তারের...
১১ ঘণ্টা আগে