
অস্ট্রেলিয়ার বিভিন্ন বড় শহরগুলোতে লকডাউন-বিরোধী বিক্ষোভে অংশ নিয়েছেন হাজার হাজার মানুষ। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে এমনটি বলা হয়েছে।
বিবিসির প্রতিবেদনে বলা হয়, অস্ট্রেলিয়ার মেলবোর্ন, ব্রিসবেন এবং সিডনিতে লকডাউন বিরোধী বিক্ষোভে অংশ নিয়েছিলেন হাজার হাজার বিক্ষোভকারী। বিক্ষোভের সময় বিভিন্ন শহরে পুলিশের উপস্থিতি লক্ষ্য করা গেছে।
সিডনিতে বিক্ষোভকারীরা স্বাধীনতা চাই বলে স্লোগান দিতে থাকে। অস্ট্রেলিয়া পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, সিডনি থেকে ৫৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ নিশ্চিত করেছে যে, বিক্ষোভকারীরা ব্যারিকেড ভেঙে বিক্ষোভ, প্লাস্টিকের বোতল ও গাছ নিক্ষেপ করেছে। এরপরেই বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে।
করোনার ডেলটার ধরনের সংক্রমণ বেড়ে যাওয়ায় অস্ট্রেলিয়ার বিভিন্ন রাজ্যে লকডাউন জারি করা হয়েছে। উন্নত দেশগুলোর মধ্যে করোনার টিকার দেওয়ার হার অস্ট্রেলিয়ার সবচেয়ে কম। দেশটিতে এ পর্যন্ত মাত্র ১৪ শতাংশ মানুষ করোনার টিকা নিইয়েছেন।
এদিকে অস্ট্রেলিয়ার মেলবোর্নেও হাজার হাজার মানুষ মাস্ক ছাড়াই বিক্ষোভ করেছেন। পাশাপাশি ব্রিসবেনে পার্লামেন্ট হাউসের সামনেও বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। সিডনিতে গত চার সপ্তাহ ধরে লকডাউন চললেও সেখানে সংক্রমণ কমেনি। গত শনিবার অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস রাজ্যে নতুন করে ১৬৩ জন করোনা রোগী শনাক্ত করা হয়েছে ।
এ নিয়ে নিউ সাউথ ওয়েলস রাজ্যের ব্র্যাড হ্যাজার্ড বলেন, যদি আমাদের রাজ্যে অবস্থা খারাপ হয় তাহলে এটি পুরো দেশেই খারাপ অবস্থায় ফেলে দিতে পারে।
যুক্তরাষ্ট্রের জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুযায়ী, অস্ট্রেলিয়ায় এ পর্যন্ত ৩১ হাজার ৫৯৪ জন করোনা রোগী শনাক্ত করা হয়েছে। দেশটিতে এ পর্যন্ত করোনায় মারা গেছেন ৯১৬ জন।

অস্ট্রেলিয়ার বিভিন্ন বড় শহরগুলোতে লকডাউন-বিরোধী বিক্ষোভে অংশ নিয়েছেন হাজার হাজার মানুষ। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে এমনটি বলা হয়েছে।
বিবিসির প্রতিবেদনে বলা হয়, অস্ট্রেলিয়ার মেলবোর্ন, ব্রিসবেন এবং সিডনিতে লকডাউন বিরোধী বিক্ষোভে অংশ নিয়েছিলেন হাজার হাজার বিক্ষোভকারী। বিক্ষোভের সময় বিভিন্ন শহরে পুলিশের উপস্থিতি লক্ষ্য করা গেছে।
সিডনিতে বিক্ষোভকারীরা স্বাধীনতা চাই বলে স্লোগান দিতে থাকে। অস্ট্রেলিয়া পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, সিডনি থেকে ৫৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ নিশ্চিত করেছে যে, বিক্ষোভকারীরা ব্যারিকেড ভেঙে বিক্ষোভ, প্লাস্টিকের বোতল ও গাছ নিক্ষেপ করেছে। এরপরেই বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে।
করোনার ডেলটার ধরনের সংক্রমণ বেড়ে যাওয়ায় অস্ট্রেলিয়ার বিভিন্ন রাজ্যে লকডাউন জারি করা হয়েছে। উন্নত দেশগুলোর মধ্যে করোনার টিকার দেওয়ার হার অস্ট্রেলিয়ার সবচেয়ে কম। দেশটিতে এ পর্যন্ত মাত্র ১৪ শতাংশ মানুষ করোনার টিকা নিইয়েছেন।
এদিকে অস্ট্রেলিয়ার মেলবোর্নেও হাজার হাজার মানুষ মাস্ক ছাড়াই বিক্ষোভ করেছেন। পাশাপাশি ব্রিসবেনে পার্লামেন্ট হাউসের সামনেও বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। সিডনিতে গত চার সপ্তাহ ধরে লকডাউন চললেও সেখানে সংক্রমণ কমেনি। গত শনিবার অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস রাজ্যে নতুন করে ১৬৩ জন করোনা রোগী শনাক্ত করা হয়েছে ।
এ নিয়ে নিউ সাউথ ওয়েলস রাজ্যের ব্র্যাড হ্যাজার্ড বলেন, যদি আমাদের রাজ্যে অবস্থা খারাপ হয় তাহলে এটি পুরো দেশেই খারাপ অবস্থায় ফেলে দিতে পারে।
যুক্তরাষ্ট্রের জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুযায়ী, অস্ট্রেলিয়ায় এ পর্যন্ত ৩১ হাজার ৫৯৪ জন করোনা রোগী শনাক্ত করা হয়েছে। দেশটিতে এ পর্যন্ত করোনায় মারা গেছেন ৯১৬ জন।

ইরানে চলমান অস্থিরতায় প্রায় দুই হাজার মানুষের মৃত্যু হয়েছে বলে স্বীকার করেছেন দেশটির একজন ঊর্ধ্বতন কর্মকর্তা। মঙ্গলবার (১৩ জানুয়ারি) বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এই তথ্য জানান। দেশজুড়ে টানা দুই সপ্তাহ ধরে চলা বিক্ষোভ ও কঠোর দমন-পীড়নে মৃত্যুর এই সংখ্যা প্রথমবারের মতো কর্তৃপক্ষ
৩৩ মিনিট আগে
ভারতের সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী বলেছেন, বাংলাদেশে চলমান পরিস্থিতির ওপর নয়াদিল্লি নিবিড়ভাবে নজর রাখছে এবং কোনো ধরনের ‘ভুল-বোঝাবুঝি বা ভুল ব্যাখ্যা’ এড়াতে দুই দেশের সামরিক বাহিনীর মধ্যে যোগাযোগের সব চ্যানেল খোলা রাখা হয়েছে। আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি) বিকেলে ভারতীয় সশস্ত্র বাহিনীর বার্ষিক সং
১ ঘণ্টা আগে
তাঁর এই মন্তব্য শুধু সংবেদনশীল সময়ে বিজয়ের পাশে দাঁড়ানোই নয়, একই সঙ্গে জল্পনা আরও জোরদার করেছে যে—রাজ্যে ক্ষমতাসীন দ্রাবিড়া মুন্নেত্রা কাজাগামের (ডিএমকে) সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রেখেও কংগ্রেস হয়তো বিজয়ের দল তামিলগা ভেত্রি কড়গম বা টিভিকের সঙ্গে রাজনৈতিক সমঝোতার পথ খোলা রাখছে।
২ ঘণ্টা আগে
অপরাধমূলক কর্মকাণ্ডের অভিযোগে অভিবাসনের বিরুদ্ধে কঠোর অভিযানের অংশ হিসেবে ২০২৫ সালে ১ লাখের বেশি ভিসা বাতিল করেছে যুক্তরাষ্ট্র। এর মধ্যে শিক্ষার্থী ভিসা রয়েছে প্রায় ৮ হাজারের বেশি। গতকাল সোমবার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে স্টেট ডিপার্টমেন্ট জানায়...
৫ ঘণ্টা আগে