
শিল্পকর্মের ভেতর দিয়ে মূলত আয় বৈষম্য, অভিবাসন এবং কর্মপরিবেশ ফুটিয়ে তোলেন ড্যানিশ শিল্পী জেন্স হ্যানিং। সেই বিবেচনা থেকেই তাঁর সবচেয়ে বিখ্যাত ২০০৭ সালের একটি চিত্রকর্ম আবারও এঁকে দেওয়ার অনুরোধ করেছিল ডেনমার্কের কুনস্টেন জাদুঘর। বিনিময়ে তাঁকে দেওয়া হয়েছিল ৬৭ হাজার ইউরো। বাংলাদেশি মুদ্রায় যা পৌনে এক কোটি টাকারও বেশি।
হ্যানিং নির্ধারিত সময়ের মধ্যেই তাঁর চিত্রকর্মটি জাদুঘরের কাছে হস্তান্তর করেন। পরে জাদুঘরের কর্মীরা আবিষ্কার করেন—ওই ক্যানভাসে কোনো তুলির আঁচড়ই পড়েনি, পুরোপুরি ফাঁকা। আর ফাঁকা ওই ক্যানভাসটির শিরোনাম ছিল, ‘টেক দ্য মানি অ্যান্ড রান’ (টাকা নিয়ে ভাগো) !
শেষ পর্যন্ত ওই ফাঁকা ক্যানভাসই কয়েক দিন ঝুলিয়ে রেখেছিল জাদুঘর কর্তৃপক্ষ। আর চুক্তি ভঙ্গ করার দায়ে চিত্রকর্মের বিনিময়ে নেওয়া অর্থ হ্যানিংয়ের কাছে ফেরত চেয়েছিলেন তারা। কিন্তু হ্যানিং ওই অর্থ ফেরত দিতে অস্বীকার করেন। পরে যাদুঘর কর্তৃপক্ষ টাকা ফেরত পেতে আদালতের দ্বারস্থ হয়।
মঙ্গলবার ইউরো নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, আদালত জেন্স হ্যানিংয়ের বিরুদ্ধে রায় দিয়েছেন এবং চিত্রকর্ম এঁকে দেওয়ার বিনিময়ে নেওয়া ৬৭ হাজার ইউরো ফেরত দেওয়ার নির্দেশ দিয়েছেন।
একটি ড্যানিশ রেডিও স্টেশনের সঙ্গে সাম্প্রতিক এক সাক্ষাৎকারে ফাঁকা ক্যানভাস দিয়ে অর্থ হাতিয়ে নেওয়ার বিষয়ে হ্যানিং বলেছিলেন, ‘ওই কাজটি ছিল কাজের অবস্থার একটি বিবৃতি।’
তিনি মনে করেন, মালিকেরা অন্যায্য কিছু করলে শ্রমিকদেরও তাঁর মতো কিছু একটা করা উচিত। মালিকপক্ষের অর্থ মেরে দেওয়া উচিত।

শিল্পকর্মের ভেতর দিয়ে মূলত আয় বৈষম্য, অভিবাসন এবং কর্মপরিবেশ ফুটিয়ে তোলেন ড্যানিশ শিল্পী জেন্স হ্যানিং। সেই বিবেচনা থেকেই তাঁর সবচেয়ে বিখ্যাত ২০০৭ সালের একটি চিত্রকর্ম আবারও এঁকে দেওয়ার অনুরোধ করেছিল ডেনমার্কের কুনস্টেন জাদুঘর। বিনিময়ে তাঁকে দেওয়া হয়েছিল ৬৭ হাজার ইউরো। বাংলাদেশি মুদ্রায় যা পৌনে এক কোটি টাকারও বেশি।
হ্যানিং নির্ধারিত সময়ের মধ্যেই তাঁর চিত্রকর্মটি জাদুঘরের কাছে হস্তান্তর করেন। পরে জাদুঘরের কর্মীরা আবিষ্কার করেন—ওই ক্যানভাসে কোনো তুলির আঁচড়ই পড়েনি, পুরোপুরি ফাঁকা। আর ফাঁকা ওই ক্যানভাসটির শিরোনাম ছিল, ‘টেক দ্য মানি অ্যান্ড রান’ (টাকা নিয়ে ভাগো) !
শেষ পর্যন্ত ওই ফাঁকা ক্যানভাসই কয়েক দিন ঝুলিয়ে রেখেছিল জাদুঘর কর্তৃপক্ষ। আর চুক্তি ভঙ্গ করার দায়ে চিত্রকর্মের বিনিময়ে নেওয়া অর্থ হ্যানিংয়ের কাছে ফেরত চেয়েছিলেন তারা। কিন্তু হ্যানিং ওই অর্থ ফেরত দিতে অস্বীকার করেন। পরে যাদুঘর কর্তৃপক্ষ টাকা ফেরত পেতে আদালতের দ্বারস্থ হয়।
মঙ্গলবার ইউরো নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, আদালত জেন্স হ্যানিংয়ের বিরুদ্ধে রায় দিয়েছেন এবং চিত্রকর্ম এঁকে দেওয়ার বিনিময়ে নেওয়া ৬৭ হাজার ইউরো ফেরত দেওয়ার নির্দেশ দিয়েছেন।
একটি ড্যানিশ রেডিও স্টেশনের সঙ্গে সাম্প্রতিক এক সাক্ষাৎকারে ফাঁকা ক্যানভাস দিয়ে অর্থ হাতিয়ে নেওয়ার বিষয়ে হ্যানিং বলেছিলেন, ‘ওই কাজটি ছিল কাজের অবস্থার একটি বিবৃতি।’
তিনি মনে করেন, মালিকেরা অন্যায্য কিছু করলে শ্রমিকদেরও তাঁর মতো কিছু একটা করা উচিত। মালিকপক্ষের অর্থ মেরে দেওয়া উচিত।

প্রায় অর্ধশতাব্দী ধরে চলা ধর্মীয় শাসনের বিরুদ্ধে কখনোই এক হতে পারেনি ইরানের বিভক্ত বিরোধী রাজনীতি। তবে এবার দেশটিতে সাম্প্রতিক বছরগুলোর সবচেয়ে বড় সরকারবিরোধী বিক্ষোভ ছড়িয়ে পড়ার পর আলোচনার কেন্দ্রে উঠে এসেছেন সর্বশেষ শাহের ছেলে রেজা পাহলভি।
১ ঘণ্টা আগে
নিউইয়র্কের নবনির্বাচিত মেয়র জোহরান মামদানিকে ‘নিজের চরকায় তেল দেওয়ার’ পরামর্শ দিয়ে কঠোর তিরস্কার করেছে ভারত। দিল্লিতে কারাবন্দী সাবেক ছাত্রনেতা উমর খালিদকে সংহতি জানিয়ে একটি ব্যক্তিগত চিরকুট পাঠানোয় মামদানির ওপর চটেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়।
২ ঘণ্টা আগে
সোমালিয়ার প্রতিরক্ষামন্ত্রী আহমেদ মোয়ালিম ফিকি অভিযোগ করেছেন, ইসরায়েল ফিলিস্তিনিদের জোরপূর্বক বাস্তুচ্যুত করে বিচ্ছিন্নতাবাদী অঞ্চল সোমালিল্যান্ডে পাঠানোর পরিকল্পনা করছে। এই কথিত পরিকল্পনাকে তিনি আন্তর্জাতিক আইনের ‘গুরুতর লঙ্ঘন’ হিসেবে অভিহিত করে এর তীব্র নিন্দা জানিয়েছেন।
৩ ঘণ্টা আগে
চার বছর ধরে চলা যুদ্ধ ইউক্রেনীয়দের জীবনের প্রায় সব সিদ্ধান্তই পাল্টে দিয়েছে। সম্পর্ক, বিয়ে কিংবা সন্তান নেওয়ার মতো ব্যক্তিগত সিদ্ধান্তও এখন যুদ্ধের বাস্তবতায় আটকে যাচ্ছে। এর প্রভাব পড়ছে দেশের ভবিষ্যতের ওপর—ইউক্রেনে কমছে বিয়ে ও জন্মহার।
৩ ঘণ্টা আগে