
বিশ্বের সবচেয়ে সম্মানজনক পুরস্কার নোবেলের বিতরণী অনুষ্ঠানে আমন্ত্রণ পাবে না তিন দেশ। সুইডেনের রাজনৈতিক দলগুলোর তীব্র প্রতিবাদের মুখে এই সিদ্ধান্ত নিয়েছে নোবেল কর্তৃপক্ষ। শনিবার নোবেল ফাউন্ডেশন বিষয়টি জানিয়েছে। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
নোবেল ফাউন্ডেশন জানিয়েছে, চলতি বছরে স্টকহোমে অনুষ্ঠিত হতে যাওয়া নোবেল পুরস্কার বিতরণী অনুষ্ঠানে রাশিয়া, বেলারুশ এবং ইরানের রাষ্ট্রদূতকে আমন্ত্রণ জানাবে না। আগের বছরেও রাশিয়া এবং বেলারুশকে নোবেল অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়নি।
এর আগে নোবেল কমিটি জানিয়েছিল, আগামী ডিসেম্বরে অনুষ্ঠিত হতে যাওয়া নোবেল পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তাঁরা এই তিনটি দেশকে আমন্ত্রণ জানাবে। প্রতিষ্ঠানটি বলেছিল, দেশগুলো যদি নোবেল পুরস্কারের মূল্যবোধের সঙ্গে একমত নাও হয় তারপরও তারা দেশগুলোকে আমন্ত্রণ জানাবে।
নোবেল কমিটির এমন বক্তব্যের পর সুইডিশ রাজনৈতিক দলগুলো এ বিষয়ে তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করে। এমনকি নোবেল পুরস্কার বিতরণী অনুষ্ঠান বয়কটেরও ঘোষণা দেয়। পরে রাজনৈতিক দলগুলোর চাপের মুখে সিদ্ধান্ত পাল্টায় নোবেল কমিটি।
শনিবার নোবেল ফাউন্ডেশন এক বিবৃতিতে বলেছে, ‘আমরা সুইডিশদের তরফ থেকে তীব্র বাধা পেয়েছি, আমরা তাদের এই বাধাকে আমলে নিচ্ছি। তাই আমরা গত বছরের সিদ্ধান্তের পুনরাবৃত্তিরই সিদ্ধান্ত নিয়েছি—আমরা রাশিয়া, বেলারুশ এবং ইরানের রাষ্ট্রদূতকে স্টকহোমের অনুষ্ঠানে আমন্ত্রণ জানাব না।’
প্রতিবছর সাধারণত অক্টোবরের শুরুর দিকে নোবেলর ৬টি ক্যাটাগরির মধ্যে পাঁচটির জয়ী ব্যক্তি বা প্রতিষ্ঠানের নাম ঘোষণা করা হয়। ডিসেম্বরে এক অনুষ্ঠানের মাধ্যমে বিজয়ীদের হাতে পদক এবং অর্থ পুরস্কার তুলে ধরা হয়। তবে শান্তিতে নোবেল পুরস্কার দেওয়া হয় আলাদাভাবে এবং এর অনুষ্ঠান হয় নরওয়ের অসলোতে। উল্লেখ্য, নোবেল পুরস্কারের জন্য মনোনীত ব্যক্তিদের কীভাবে মনোনয়ন দেওয়া হয় সে বিষয়টি পরবর্তী ৫০ বছর গোপন রাখা হয়।

বিশ্বের সবচেয়ে সম্মানজনক পুরস্কার নোবেলের বিতরণী অনুষ্ঠানে আমন্ত্রণ পাবে না তিন দেশ। সুইডেনের রাজনৈতিক দলগুলোর তীব্র প্রতিবাদের মুখে এই সিদ্ধান্ত নিয়েছে নোবেল কর্তৃপক্ষ। শনিবার নোবেল ফাউন্ডেশন বিষয়টি জানিয়েছে। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
নোবেল ফাউন্ডেশন জানিয়েছে, চলতি বছরে স্টকহোমে অনুষ্ঠিত হতে যাওয়া নোবেল পুরস্কার বিতরণী অনুষ্ঠানে রাশিয়া, বেলারুশ এবং ইরানের রাষ্ট্রদূতকে আমন্ত্রণ জানাবে না। আগের বছরেও রাশিয়া এবং বেলারুশকে নোবেল অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়নি।
এর আগে নোবেল কমিটি জানিয়েছিল, আগামী ডিসেম্বরে অনুষ্ঠিত হতে যাওয়া নোবেল পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তাঁরা এই তিনটি দেশকে আমন্ত্রণ জানাবে। প্রতিষ্ঠানটি বলেছিল, দেশগুলো যদি নোবেল পুরস্কারের মূল্যবোধের সঙ্গে একমত নাও হয় তারপরও তারা দেশগুলোকে আমন্ত্রণ জানাবে।
নোবেল কমিটির এমন বক্তব্যের পর সুইডিশ রাজনৈতিক দলগুলো এ বিষয়ে তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করে। এমনকি নোবেল পুরস্কার বিতরণী অনুষ্ঠান বয়কটেরও ঘোষণা দেয়। পরে রাজনৈতিক দলগুলোর চাপের মুখে সিদ্ধান্ত পাল্টায় নোবেল কমিটি।
শনিবার নোবেল ফাউন্ডেশন এক বিবৃতিতে বলেছে, ‘আমরা সুইডিশদের তরফ থেকে তীব্র বাধা পেয়েছি, আমরা তাদের এই বাধাকে আমলে নিচ্ছি। তাই আমরা গত বছরের সিদ্ধান্তের পুনরাবৃত্তিরই সিদ্ধান্ত নিয়েছি—আমরা রাশিয়া, বেলারুশ এবং ইরানের রাষ্ট্রদূতকে স্টকহোমের অনুষ্ঠানে আমন্ত্রণ জানাব না।’
প্রতিবছর সাধারণত অক্টোবরের শুরুর দিকে নোবেলর ৬টি ক্যাটাগরির মধ্যে পাঁচটির জয়ী ব্যক্তি বা প্রতিষ্ঠানের নাম ঘোষণা করা হয়। ডিসেম্বরে এক অনুষ্ঠানের মাধ্যমে বিজয়ীদের হাতে পদক এবং অর্থ পুরস্কার তুলে ধরা হয়। তবে শান্তিতে নোবেল পুরস্কার দেওয়া হয় আলাদাভাবে এবং এর অনুষ্ঠান হয় নরওয়ের অসলোতে। উল্লেখ্য, নোবেল পুরস্কারের জন্য মনোনীত ব্যক্তিদের কীভাবে মনোনয়ন দেওয়া হয় সে বিষয়টি পরবর্তী ৫০ বছর গোপন রাখা হয়।

ভেনেজুয়েলায় মার্কিন সামরিক অভিযান ও প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটকের পর আটলান্টিকের দুই তীরের সম্পর্কের ফাটল এখন প্রকাশ্যে। জার্মানির প্রেসিডেন্ট ফ্রাঙ্ক ভাল্টার স্টাইনমায়ার মার্কিন পররাষ্ট্রনীতির কড়া সমালোচনা করে বলেছেন, ওয়াশিংটনের বর্তমান আচরণ বিশ্বব্যবস্থাকে একটি ‘ডাকাতের আস্তানায়’ পরিণত...
৬ ঘণ্টা আগে
ইরানে চলমান বিক্ষোভের প্রেক্ষাপটে দেশটির শাসকগোষ্ঠী সম্ভাব্য অস্থিতিশীল পরিস্থিতির জন্য বিদেশে বিকল্প পরিকল্পনা (কনটিনজেন্সি প্ল্যান) প্রস্তুত করছে কি না—এ নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে জল্পনা তীব্র হয়েছে। একাধিক পশ্চিমা গণমাধ্যম ও রাজনৈতিক সূত্রে উঠে আসা প্রতিবেদনে বলা হচ্ছে, ইরানের নেতৃত্ব সম্পদ...
৬ ঘণ্টা আগে
জাহাজটি আগে ‘বেলা-১’ নামে পরিচিত ছিল এবং গায়ানার পতাকাবাহী হিসেবে চলাচল করত। মার্কিন কোস্ট গার্ডের নজরদারি এড়াতে কয়েক সপ্তাহ ধরে জাহাজটি সাগরে লুকোচুরি খেলছিল। এমনকি নজরদারি এড়াতে জাহাজটির গায়ে নতুন রং মাখিয়ে ‘মেরিনেরা’ নাম দেওয়া হয় এবং রাশিয়ার পতাকা ব্যবহার শুরু করা হয়।
৭ ঘণ্টা আগে
রেনি নিকোল গুড ওল্ড ডোমিনিয়ন ইউনিভার্সিটি থেকে ইংরেজি সাহিত্যে স্নাতক ডিগ্রি অর্জন করেন। ২০২০ সালে ‘একাডেমি অব আমেরিকান পোয়েটস’ থেকে তিনি একটি আন্ডারগ্র্যাজুয়েট পুরস্কারও জিতেছিলেন।
৮ ঘণ্টা আগে