
ইউক্রেনের পাল্টা জবাবের পরও দেশটিতে রাশিয়ার দাবিকৃত বিশেষ সামরিক অভিযান শেষ করার বা এ বিষয়ে অন্য কোনো পরিকল্পনা নেই। এমনকি ইউক্রেনের অভিযান শেষ করারও কোনো পরিকল্পনা নেই। স্থানীয় সময় আজ শুক্রবার উজবেকিস্তানের সমরখন্দে এক সম্মেলনে পুতিন এ কথা জানিয়েছেন। বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
সাংবাদিকদের সঙ্গে আলাপকালে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, ‘এটি (ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযান) সমন্বয় করার মতো কোনো বিষয় নয়। দনবাসে আমাদের আক্রমণাত্মক অভিযান স্বাভাবিক কারণেই থামতে পারে না। যদিও খুবই ধীর অগ্রগতি হচ্ছে, তার পরও রাশিয়ার সৈন্যরা নতুন থেকে নতুনতর জায়গা নিজেদের দখলে আনছে।’
যুদ্ধ শেষ করার বিষয়ে কোনো তাড়া রয়েছে কি না—এমন প্রশ্নের জবাবে পুতিন বলেন, ‘আমাদের কোনো তাড়াহুড়ো নেই.... ফলে এ বিষয়ে কোনো পরিবর্তন নেই।’ পুতিন সংবাদ সম্মেলনে আরও জানান, রাশিয়া তার সমগ্র সেনাবাহিনী নিয়ে লড়ছে না। কেবল দেশটির চুক্তিভিত্তিক সৈন্যরাই এই যুদ্ধে লড়ছে। পুতিন জানান, এই মুহূর্তে তাদের লক্ষ্য হলো দনবাস অঞ্চলকে স্বাধীন করা। এ সময় তিনি ইউক্রেনের সেনাবাহিনীকে ‘সন্ত্রাসবাদী কর্মকাণ্ডের’ দায়ে অভিযুক্ত করেন।
এদিকে একই দিনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠকের সময় পুতিন দ্রুত এই সংকট শেষ করার প্রত্যয় ব্যক্ত করেন। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে আলাপকালে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছিলেন, বর্তমান যুগ যুদ্ধের যুগ নয়।
বৈঠকে মোদি বলেন, ‘মহামান্য, আমি জানি আজকের এই সময় কোনোভাবেই যুদ্ধের সময় নয়।’ মোদির এই মন্তব্যের জবাবে পুতিন জানান, তিনি যত দ্রুত সম্ভব ইউক্রেন-সংকটের অবসান চান এবং তিনি বিষয়টি নিয়ে ভারতের উদ্বেগও বুঝতে পারেন। পুতিন বলেন, ‘আমি ইউক্রেন-সংকটের বিষয়ে আপনাদের অবস্থান বুঝতে পারি.... যত দ্রুত সম্ভব এই সংকট সমাধানে আমরা সর্বোচ্চ চেষ্টা করব।’
উল্লেখ্য, ইউক্রেনে যুদ্ধ শুরু হয়েছে প্রায় ৯ মাস হলো। যুদ্ধের মধ্যেই উজবেকিস্তানে অনুষ্ঠিত হচ্ছে সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশন (এসসিও) সম্মেলন। সেই সম্মেলনে যোগ দিয়েছেন চীন ও ভারতের মতো দেশগুলোর নেতারা। সম্মেলনের পাশাপাশি এক বৈঠকে মিলিত হয়েছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

ইউক্রেনের পাল্টা জবাবের পরও দেশটিতে রাশিয়ার দাবিকৃত বিশেষ সামরিক অভিযান শেষ করার বা এ বিষয়ে অন্য কোনো পরিকল্পনা নেই। এমনকি ইউক্রেনের অভিযান শেষ করারও কোনো পরিকল্পনা নেই। স্থানীয় সময় আজ শুক্রবার উজবেকিস্তানের সমরখন্দে এক সম্মেলনে পুতিন এ কথা জানিয়েছেন। বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
সাংবাদিকদের সঙ্গে আলাপকালে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, ‘এটি (ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযান) সমন্বয় করার মতো কোনো বিষয় নয়। দনবাসে আমাদের আক্রমণাত্মক অভিযান স্বাভাবিক কারণেই থামতে পারে না। যদিও খুবই ধীর অগ্রগতি হচ্ছে, তার পরও রাশিয়ার সৈন্যরা নতুন থেকে নতুনতর জায়গা নিজেদের দখলে আনছে।’
যুদ্ধ শেষ করার বিষয়ে কোনো তাড়া রয়েছে কি না—এমন প্রশ্নের জবাবে পুতিন বলেন, ‘আমাদের কোনো তাড়াহুড়ো নেই.... ফলে এ বিষয়ে কোনো পরিবর্তন নেই।’ পুতিন সংবাদ সম্মেলনে আরও জানান, রাশিয়া তার সমগ্র সেনাবাহিনী নিয়ে লড়ছে না। কেবল দেশটির চুক্তিভিত্তিক সৈন্যরাই এই যুদ্ধে লড়ছে। পুতিন জানান, এই মুহূর্তে তাদের লক্ষ্য হলো দনবাস অঞ্চলকে স্বাধীন করা। এ সময় তিনি ইউক্রেনের সেনাবাহিনীকে ‘সন্ত্রাসবাদী কর্মকাণ্ডের’ দায়ে অভিযুক্ত করেন।
এদিকে একই দিনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠকের সময় পুতিন দ্রুত এই সংকট শেষ করার প্রত্যয় ব্যক্ত করেন। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে আলাপকালে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছিলেন, বর্তমান যুগ যুদ্ধের যুগ নয়।
বৈঠকে মোদি বলেন, ‘মহামান্য, আমি জানি আজকের এই সময় কোনোভাবেই যুদ্ধের সময় নয়।’ মোদির এই মন্তব্যের জবাবে পুতিন জানান, তিনি যত দ্রুত সম্ভব ইউক্রেন-সংকটের অবসান চান এবং তিনি বিষয়টি নিয়ে ভারতের উদ্বেগও বুঝতে পারেন। পুতিন বলেন, ‘আমি ইউক্রেন-সংকটের বিষয়ে আপনাদের অবস্থান বুঝতে পারি.... যত দ্রুত সম্ভব এই সংকট সমাধানে আমরা সর্বোচ্চ চেষ্টা করব।’
উল্লেখ্য, ইউক্রেনে যুদ্ধ শুরু হয়েছে প্রায় ৯ মাস হলো। যুদ্ধের মধ্যেই উজবেকিস্তানে অনুষ্ঠিত হচ্ছে সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশন (এসসিও) সম্মেলন। সেই সম্মেলনে যোগ দিয়েছেন চীন ও ভারতের মতো দেশগুলোর নেতারা। সম্মেলনের পাশাপাশি এক বৈঠকে মিলিত হয়েছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

ভারতের কর্ণাটকের বেঙ্গালুরুতে সপ্তাহখানেক আগে এক নারী সফটওয়্যার প্রকৌশলীর মরদেহ উদ্ধার করা হয় তাঁর ভাড়া বাসায়। উদ্ধারের এক সপ্তাহ পর তদন্তকারীরা চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছেন। পুলিশ জানিয়েছে, যৌন হেনস্তার চেষ্টা প্রতিরোধ করায় ১৮ বছর বয়সী এক তরুণ ওই নারীকে হত্যা করেছে।
২ ঘণ্টা আগে
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড প্রস্তাবিত গাজা যুদ্ধবিরতির প্রথম ধাপের জন্য নির্ধারিত হলুদ রেখা আরও গভীরে ঠেলে দিতে চায় ইসরায়েল। উদ্দেশ্য অবরুদ্ধ ছিটমহলটির আরও ভূখণ্ড নিজের কবজায় নেওয়া। এ লক্ষ্যে আগামী মার্চে দখলদার বাহিনী গাজায় ফের আগ্রাসন শুরু করতে চায়।
২ ঘণ্টা আগে
ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান দেশের ক্রমবর্ধমান অর্থনৈতিক সংকট সমাধানের প্রতিশ্রুতি দিয়েছেন। তিনি বলেছেন, সরকার বিক্ষোভকারীদের কথা ‘শুনতে প্রস্তুত।’ তবে একই সঙ্গে তিনি জনগণকে সতর্ক করে দিয়েছেন যেন ‘দাঙ্গাকারী’ এবং ‘সন্ত্রাসী উপাদানগুলো’ দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে। খবর আল–জাজিরার।
২ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইরানে চলমান বিক্ষোভের প্রতিক্রিয়ায় ওয়াশিংটন দেশটিতে সামরিক হস্তক্ষেপসহ ‘কঠোর পদক্ষেপের’ কথা বিবেচনা করছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল–জাজিরার প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
৩ ঘণ্টা আগে