ডয়চে ভেলে

ভূমধ্যসাগরে পাঁচ অভিযানে ১৯৯ অভিবাসনপ্রত্যাশীকে উদ্ধার করা হয়েছে। গত শুক্রবার সন্ধ্যা থেকে গতকাল রোববার ভোর পর্যন্ত এই উদ্ধার অভিযানগুলো পরিচালনা করা হয়।
শুক্রবার সন্ধ্যায় মাল্টার সমুদ্রের অনুসন্ধান ও উদ্ধার এলাকা থেকে সংকটাপন্ন ৩৬ অভিবাসনপ্রত্যাশীকে উদ্ধার করা হয় ৷ দুর্দশাগ্রস্ত নৌকাটি সম্পর্কে হিউম্যানিটি-১ এর ক্যাপ্টেনের কাছে রেডিও বার্তা পাঠায় ভূমধ্যসাগরে টহল দেওয়া বেসামরিক বিমান সি-বার্ড।
বার্তা পেয়েই ঘটনাস্থলের দিকে ছুটে আসে উদ্ধারকারী জাহাজটি ৷ হিউম্যানিটি-১ দাবি করেছে, ঘটনাস্থল মাল্টিজ অনুসন্ধান ও উদ্ধার এলাকা হলেও, অভিযানে মাল্টা কর্তৃপক্ষের কাছ থেকে কোনো সহযোগিতা পায়নি তারা।
সমুদ্রে চলাচলের অনুপযোগী ছোট্ট ধাতব নৌকায় আসা অভিবাসনপ্রত্যাশীদের কারও কাছে কোনো লাইফ জ্যাকেট ছিল না। তিউনিসিয়ার উপকূল থেকে ইউরোপের উদ্দেশে যাত্রা করেছিলেন তাঁরা ৷ কয়েক দিন ধরে সমুদ্রের তীব্র বাতাস ও ঢেউয়ের মধ্যে ছিলেন তাঁরা ৷ এর মধ্যেই নৌকায় থাকা পানি ও খাবার ফুরিয়ে যায়।
সন্ধ্যা থেকে শুরু হওয়া উদ্ধার অভিযান চলতে থাকে মধ্যরাত পর্যন্ত ৷ নৌকায় থাকা সবাইকে উদ্ধার করে হিউম্যানিটি-১ জাহাজে নিয়ে আসা হয়েছে ৷ ২৬ জনের মধ্যে দুজন নারী ও বেশ কয়েকটি অভিভাবকহীন অপ্রাপ্তবয়স্ক ছিল।
হিউম্যানিটি-১ জানিয়েছে, অভিবাসনপ্রত্যাশীদের সবাই পানিশূন্যতায় ভুগছেন ৷ ফলে তাঁরা ভীষণ দুর্বল এবং ক্লান্ত ৷ উদ্ধারকারী জাহাজে তাঁদের পরিচর্যা করা হচ্ছে৷
পরদিন ভোরে আরেকটি কাঠের নৌকায় ৫০ অভিবাসীকে বিপৎসংকুল অবস্থায় দেখতে পায় হিউম্যানিটি-১৷ কিন্তু ইতালি কর্তৃপক্ষের বেঁধে দেওয়া নিয়ম অনুযায়ী তাঁদের উদ্ধারে অংশ নিতে পারেনি ৷ তবে উপকূলরক্ষীরা এসে ওই অভিবাসনপ্রত্যাশীদের উদ্ধারের আগ পর্যন্ত নৌকাটির কাছাকাছি অবস্থান করছিল হিউম্যানিটি-১৷
এদিকে, উদ্ধার অভিযানের পর হিউম্যানিটি-১ কে অরটোনা বন্দরে নোঙর করার অনুমতি দিয়েছে ইতালি ৷ ১ হাজার ২০০ কিলোমিটারের এই বন্দরে পৌঁছাতে অন্তত তিন দিন সময় লাগবে।
গত শনিবার রাতে উদ্ধারকারী সংস্থা এসওএস হিউম্যানিটি ইতালীয় দ্বীপ ল্যাম্পেদুসার কাছে আন্তর্জাতিক জলসীমায় আরও চারটি উদ্ধার অভিযান পরিচালনা করেছে ৷ অভিযান শেষে ১৬০ জনের বেশি অভিবাসীকে নিরাপদে জাহাজে স্থানান্তর করা হয়েছে।
গত শনিবার রাত ৯টার ঠিক আগে আগে একটি ছোট্ট ধাতব নৌকায় গাদাগাদি করে ওঠা ২৭ অভিবাসনপ্রত্যাশীকে উদ্ধার করে জাহাজটি ৷ ইতালির দক্ষিণাঞ্চলীয় দ্বীপ লাম্পেদুসার কাছে আন্তর্জাতিক জলসীমা থেকে তাঁদের উদ্ধার করা হয় ৷ ২৭ জনের মধ্যে ২ জনের শারীরিক অবস্থার অবনতি হলে, ইতালির উপকূলরক্ষীরা তাঁদের চিকিৎসার জন্য লাম্পেদুসায় নিয়ে যায়।
ওই অভিযান শেষ হতে না হতেই, প্রবল বাতাস আর ঢেউয়ের তোড়ে নাজুক একটি নৌকায় থাকা ৩৯ অভিবাসনপ্রত্যাশীকে উদ্ধারে কাজ শুরু করে হিউম্যানিটি-১৷ দুটি উদ্ধার অভিযানই সমন্বয় করে রোমের সমুদ্র উদ্ধার সমন্বয় কেন্দ্র।
মধ্যরাতের পর আরও দুটি দুর্দশাগ্রস্ত নৌকা থেকে অভিবাসনপ্রত্যাশীদের উদ্ধার শুরু করেন হিউম্যানিটি-১-এর উদ্ধারকর্মীরা ৷ একটি নৌকা থেকে ৪৬ জন এবং অপর নৌকা থেকে ৫১ জনকে উদ্ধার করা হয়েছে ৷ রাত ৩টা ১৫ মিনিটের দিকে এসে উদ্ধার অভিযান শেষ হয় ৷ ইতালীয় কর্তৃপক্ষের সহযোগিতায় উদ্ধার অভিযান দুটি পরিচালিত হয়।
সব মিলিয়ে হিউম্যানিটি-১ জাহাজে মোট ১৯৭ জন অভিবাসনপ্রত্যাশী রয়েছেন ৷ তাঁদের মধ্যে একজন গর্ভবতী নারীসহ ২৫ নারী ও পাঁচ কিশোরী রয়েছেন ৷ অপ্রাপ্তবয়স্কের সংখ্যা ৪০-এরও বেশি ৷ তার মধ্যে দুজন শিশু ৷ বেশির ভাগ অপ্রাপ্তবয়স্কের সঙ্গে কোনো অভিভাবক নেই।
গতকাল রোববার ভোরে অরটোনা বন্দরের উদ্দেশে যাত্রা শুরু করেছে হিউম্যানিটি-১। তিন দিনেরও বেশি সময় পর জাহাজটি বন্দরে পৌঁছাবে ৷ ফলে, জাহাজে থাকা অভিবাসনপ্রত্যাশীদের স্বাস্থ্যঝুঁকি বাড়ার শঙ্কা করছেন উদ্ধারকারী জাহাজ কর্তৃপক্ষ। জাহাজের ক্যাপ্টেন কাছের কোনো বন্দরে নামার অনুমতি চাইলে, তাতে সাড়া দেয়নি ইতালি কর্তৃপক্ষ।

ভূমধ্যসাগরে পাঁচ অভিযানে ১৯৯ অভিবাসনপ্রত্যাশীকে উদ্ধার করা হয়েছে। গত শুক্রবার সন্ধ্যা থেকে গতকাল রোববার ভোর পর্যন্ত এই উদ্ধার অভিযানগুলো পরিচালনা করা হয়।
শুক্রবার সন্ধ্যায় মাল্টার সমুদ্রের অনুসন্ধান ও উদ্ধার এলাকা থেকে সংকটাপন্ন ৩৬ অভিবাসনপ্রত্যাশীকে উদ্ধার করা হয় ৷ দুর্দশাগ্রস্ত নৌকাটি সম্পর্কে হিউম্যানিটি-১ এর ক্যাপ্টেনের কাছে রেডিও বার্তা পাঠায় ভূমধ্যসাগরে টহল দেওয়া বেসামরিক বিমান সি-বার্ড।
বার্তা পেয়েই ঘটনাস্থলের দিকে ছুটে আসে উদ্ধারকারী জাহাজটি ৷ হিউম্যানিটি-১ দাবি করেছে, ঘটনাস্থল মাল্টিজ অনুসন্ধান ও উদ্ধার এলাকা হলেও, অভিযানে মাল্টা কর্তৃপক্ষের কাছ থেকে কোনো সহযোগিতা পায়নি তারা।
সমুদ্রে চলাচলের অনুপযোগী ছোট্ট ধাতব নৌকায় আসা অভিবাসনপ্রত্যাশীদের কারও কাছে কোনো লাইফ জ্যাকেট ছিল না। তিউনিসিয়ার উপকূল থেকে ইউরোপের উদ্দেশে যাত্রা করেছিলেন তাঁরা ৷ কয়েক দিন ধরে সমুদ্রের তীব্র বাতাস ও ঢেউয়ের মধ্যে ছিলেন তাঁরা ৷ এর মধ্যেই নৌকায় থাকা পানি ও খাবার ফুরিয়ে যায়।
সন্ধ্যা থেকে শুরু হওয়া উদ্ধার অভিযান চলতে থাকে মধ্যরাত পর্যন্ত ৷ নৌকায় থাকা সবাইকে উদ্ধার করে হিউম্যানিটি-১ জাহাজে নিয়ে আসা হয়েছে ৷ ২৬ জনের মধ্যে দুজন নারী ও বেশ কয়েকটি অভিভাবকহীন অপ্রাপ্তবয়স্ক ছিল।
হিউম্যানিটি-১ জানিয়েছে, অভিবাসনপ্রত্যাশীদের সবাই পানিশূন্যতায় ভুগছেন ৷ ফলে তাঁরা ভীষণ দুর্বল এবং ক্লান্ত ৷ উদ্ধারকারী জাহাজে তাঁদের পরিচর্যা করা হচ্ছে৷
পরদিন ভোরে আরেকটি কাঠের নৌকায় ৫০ অভিবাসীকে বিপৎসংকুল অবস্থায় দেখতে পায় হিউম্যানিটি-১৷ কিন্তু ইতালি কর্তৃপক্ষের বেঁধে দেওয়া নিয়ম অনুযায়ী তাঁদের উদ্ধারে অংশ নিতে পারেনি ৷ তবে উপকূলরক্ষীরা এসে ওই অভিবাসনপ্রত্যাশীদের উদ্ধারের আগ পর্যন্ত নৌকাটির কাছাকাছি অবস্থান করছিল হিউম্যানিটি-১৷
এদিকে, উদ্ধার অভিযানের পর হিউম্যানিটি-১ কে অরটোনা বন্দরে নোঙর করার অনুমতি দিয়েছে ইতালি ৷ ১ হাজার ২০০ কিলোমিটারের এই বন্দরে পৌঁছাতে অন্তত তিন দিন সময় লাগবে।
গত শনিবার রাতে উদ্ধারকারী সংস্থা এসওএস হিউম্যানিটি ইতালীয় দ্বীপ ল্যাম্পেদুসার কাছে আন্তর্জাতিক জলসীমায় আরও চারটি উদ্ধার অভিযান পরিচালনা করেছে ৷ অভিযান শেষে ১৬০ জনের বেশি অভিবাসীকে নিরাপদে জাহাজে স্থানান্তর করা হয়েছে।
গত শনিবার রাত ৯টার ঠিক আগে আগে একটি ছোট্ট ধাতব নৌকায় গাদাগাদি করে ওঠা ২৭ অভিবাসনপ্রত্যাশীকে উদ্ধার করে জাহাজটি ৷ ইতালির দক্ষিণাঞ্চলীয় দ্বীপ লাম্পেদুসার কাছে আন্তর্জাতিক জলসীমা থেকে তাঁদের উদ্ধার করা হয় ৷ ২৭ জনের মধ্যে ২ জনের শারীরিক অবস্থার অবনতি হলে, ইতালির উপকূলরক্ষীরা তাঁদের চিকিৎসার জন্য লাম্পেদুসায় নিয়ে যায়।
ওই অভিযান শেষ হতে না হতেই, প্রবল বাতাস আর ঢেউয়ের তোড়ে নাজুক একটি নৌকায় থাকা ৩৯ অভিবাসনপ্রত্যাশীকে উদ্ধারে কাজ শুরু করে হিউম্যানিটি-১৷ দুটি উদ্ধার অভিযানই সমন্বয় করে রোমের সমুদ্র উদ্ধার সমন্বয় কেন্দ্র।
মধ্যরাতের পর আরও দুটি দুর্দশাগ্রস্ত নৌকা থেকে অভিবাসনপ্রত্যাশীদের উদ্ধার শুরু করেন হিউম্যানিটি-১-এর উদ্ধারকর্মীরা ৷ একটি নৌকা থেকে ৪৬ জন এবং অপর নৌকা থেকে ৫১ জনকে উদ্ধার করা হয়েছে ৷ রাত ৩টা ১৫ মিনিটের দিকে এসে উদ্ধার অভিযান শেষ হয় ৷ ইতালীয় কর্তৃপক্ষের সহযোগিতায় উদ্ধার অভিযান দুটি পরিচালিত হয়।
সব মিলিয়ে হিউম্যানিটি-১ জাহাজে মোট ১৯৭ জন অভিবাসনপ্রত্যাশী রয়েছেন ৷ তাঁদের মধ্যে একজন গর্ভবতী নারীসহ ২৫ নারী ও পাঁচ কিশোরী রয়েছেন ৷ অপ্রাপ্তবয়স্কের সংখ্যা ৪০-এরও বেশি ৷ তার মধ্যে দুজন শিশু ৷ বেশির ভাগ অপ্রাপ্তবয়স্কের সঙ্গে কোনো অভিভাবক নেই।
গতকাল রোববার ভোরে অরটোনা বন্দরের উদ্দেশে যাত্রা শুরু করেছে হিউম্যানিটি-১। তিন দিনেরও বেশি সময় পর জাহাজটি বন্দরে পৌঁছাবে ৷ ফলে, জাহাজে থাকা অভিবাসনপ্রত্যাশীদের স্বাস্থ্যঝুঁকি বাড়ার শঙ্কা করছেন উদ্ধারকারী জাহাজ কর্তৃপক্ষ। জাহাজের ক্যাপ্টেন কাছের কোনো বন্দরে নামার অনুমতি চাইলে, তাতে সাড়া দেয়নি ইতালি কর্তৃপক্ষ।

ঢাকায় ভারতীয় হাইকমিশনসহ খুলনা, রাজশাহী, চট্টগ্রাম ও সিলেটে দেশটির সহকারী হাইকমিশন রয়েছে। এ সব মিশন থেকেই কূটনীতিক ও অন্য কর্মকর্তাদের পরিবারের সদস্যদের ফিরিয়ে নিচ্ছে ভারত। নিরাপত্তা নিয়ে উদ্বেগের কারণে কূটনীতিকদের জন্য বাংলাদেশকে ‘নন–ফ্যামিলি’ পোস্টিং ঘোষণা করার সিদ্ধান্ত নিয়েছে নয়াদিল্লি।
১১ মিনিট আগে
গাজা পুনর্গঠনের লক্ষ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষিত শান্তি পর্ষদ নিয়ে বিশ্বজুড়ে তীব্র বিতর্ক ও নানা প্রশ্ন সৃষ্টি হয়েছে। ধ্বংসস্তূপে পরিণত হওয়া গাজাকে পুনরুজ্জীবিত করার কথা বলা হচ্ছে। তবে এই উদ্যোগের আড়ালে ট্রাম্পের ব্যক্তিগত ব্যবসায়িক স্বার্থ এবং ঘনিষ্ঠ মহলের প্রভাব বিস্তারের...
১০ ঘণ্টা আগে
ডেনমার্কের গ্রিনল্যান্ড এলাকা দখল নিতে আবারও হুমকি দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি দাবি করেছেন, গ্রিনল্যান্ড দখল না নিয়ে তাঁর পেছনে ফেরার সুযোগ নেই। তবে ইউরোপীয় ইউনিয়নের নেতারাও বলেছেন, ট্রাম্পের হুমকি এবং শুল্কের চাপে ফেলে তাঁদের পিছু হটানো যাবে না। গ্রিনল্যান্ড প্রশ্নে তাঁরা
১০ ঘণ্টা আগে
স্পেনের আন্দালুসিয়া অঞ্চলের আদামুজে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪০ জনে। দেশজুড়ে গতকাল মঙ্গলবার থেকে তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ।
১২ ঘণ্টা আগে