
রুশ সেনারা যুদ্ধের মাঠে সুবিধা করতে না পেরে ‘জ্বালানি সন্ত্রাস’ শুরু করেছে বলে অভিযোগ করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। শুক্রবার (৪ নভেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানায় বিবিসি।
জেলেনস্কি বলেন, বিদ্যুৎকেন্দ্র লক্ষ্য করে চালানো রুশ হামলায় ইউক্রেনের ৪৫ লাখ মানুষ অন্ধকারে ছিলেন। শুধু গত সপ্তাহে বিদ্যুৎকেন্দ্র লক্ষ্য করে চালানো হামলায় ইউক্রেনের এক-তৃতীয়াংশ বিদ্যুৎকেন্দ্র ধ্বংস হয়েছে। এমন পরিস্থিতিতে দেশের জনগণকে বিদ্যুৎ ব্যবহারে মিতব্যয়ী হওয়ার আহ্বান জানানো হয়েছে।
বিবিসির প্রতিবেদনে বলা হয়, সাম্প্রতিক সপ্তাহগুলোতে ইউক্রেনের বিদ্যুৎকেন্দ্র লক্ষ্য করে হামলা জোরদার করেছে রাশিয়া। দক্ষিণের গুরুত্বপূর্ণ শহর খেরসন থেকে রুশ সেনাদের প্রত্যাহার করে নেওয়া হতে পারে—কর্মকর্তাদের এমন বক্তব্যের পর হামলা বেড়েছে। মূলত যুদ্ধে একের পর এক পরাজয়ের কারণে বিদ্যুৎকেন্দ্র লক্ষ্য করে হামলা চালানো হচ্ছে।
রাশিয়ার এক কর্মকর্তা জানান, দিনিপ্রো নদীর তীরবর্তী খেরসনে থাকা সেনাদের সরিয়ে নিচ্ছে মস্কো।
খেরসনে রাশিয়ার নিয়োগকৃত কর্মকর্তা কিরিল স্রেমোসোভ ক্রেমলিন সমর্থিত একটি অনলাইন পোর্টালকে বলেন, ‘আমাদের বেসামরিক লোকদের এবং রুশ সেনাদের সরিয়ে নেওয়া হবে।’ যদিও মস্কোর পক্ষ থেকে এ বিষয়ে কোনো মন্তব্য করা হয়নি।
এর আগে গত ২৯ অক্টোবর একটি ড্রোন হামলায় ক্রিমিয়ার বন্দর শহর সেভাস্তোপলে একটি রাশিয়ার যুদ্ধজাহাজ ক্ষতিগ্রস্ত হয়। রাশিয়া এ হামলার জন্য ইউক্রেনকে দায়ী করে। এরপরই ইউক্রেনে রাশিয়ার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার মাত্রা বেড়ে যায়।
জেলেনস্কি বলেন, বিদ্যুৎ অবকাঠামো লক্ষ্য করে হামলা চালানো এটি রাশিয়ার ‘দুর্বলতার’ বহিঃপ্রকাশ। তারা সম্মুখ যুদ্ধে জিততে পারবে না। তাই তারা এই পন্থা বেছে নিয়েছে।

রুশ সেনারা যুদ্ধের মাঠে সুবিধা করতে না পেরে ‘জ্বালানি সন্ত্রাস’ শুরু করেছে বলে অভিযোগ করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। শুক্রবার (৪ নভেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানায় বিবিসি।
জেলেনস্কি বলেন, বিদ্যুৎকেন্দ্র লক্ষ্য করে চালানো রুশ হামলায় ইউক্রেনের ৪৫ লাখ মানুষ অন্ধকারে ছিলেন। শুধু গত সপ্তাহে বিদ্যুৎকেন্দ্র লক্ষ্য করে চালানো হামলায় ইউক্রেনের এক-তৃতীয়াংশ বিদ্যুৎকেন্দ্র ধ্বংস হয়েছে। এমন পরিস্থিতিতে দেশের জনগণকে বিদ্যুৎ ব্যবহারে মিতব্যয়ী হওয়ার আহ্বান জানানো হয়েছে।
বিবিসির প্রতিবেদনে বলা হয়, সাম্প্রতিক সপ্তাহগুলোতে ইউক্রেনের বিদ্যুৎকেন্দ্র লক্ষ্য করে হামলা জোরদার করেছে রাশিয়া। দক্ষিণের গুরুত্বপূর্ণ শহর খেরসন থেকে রুশ সেনাদের প্রত্যাহার করে নেওয়া হতে পারে—কর্মকর্তাদের এমন বক্তব্যের পর হামলা বেড়েছে। মূলত যুদ্ধে একের পর এক পরাজয়ের কারণে বিদ্যুৎকেন্দ্র লক্ষ্য করে হামলা চালানো হচ্ছে।
রাশিয়ার এক কর্মকর্তা জানান, দিনিপ্রো নদীর তীরবর্তী খেরসনে থাকা সেনাদের সরিয়ে নিচ্ছে মস্কো।
খেরসনে রাশিয়ার নিয়োগকৃত কর্মকর্তা কিরিল স্রেমোসোভ ক্রেমলিন সমর্থিত একটি অনলাইন পোর্টালকে বলেন, ‘আমাদের বেসামরিক লোকদের এবং রুশ সেনাদের সরিয়ে নেওয়া হবে।’ যদিও মস্কোর পক্ষ থেকে এ বিষয়ে কোনো মন্তব্য করা হয়নি।
এর আগে গত ২৯ অক্টোবর একটি ড্রোন হামলায় ক্রিমিয়ার বন্দর শহর সেভাস্তোপলে একটি রাশিয়ার যুদ্ধজাহাজ ক্ষতিগ্রস্ত হয়। রাশিয়া এ হামলার জন্য ইউক্রেনকে দায়ী করে। এরপরই ইউক্রেনে রাশিয়ার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার মাত্রা বেড়ে যায়।
জেলেনস্কি বলেন, বিদ্যুৎ অবকাঠামো লক্ষ্য করে হামলা চালানো এটি রাশিয়ার ‘দুর্বলতার’ বহিঃপ্রকাশ। তারা সম্মুখ যুদ্ধে জিততে পারবে না। তাই তারা এই পন্থা বেছে নিয়েছে।

থাইল্যান্ডের উত্তর-পূর্বাঞ্চলে নির্মাণাধীন ওভারহেড রেলপথের ক্রেন ভেঙে চলন্ত যাত্রীবাহী ট্রেনের ওপর পড়ে নিহতের সংখ্যা বেড়ে ৩২ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ৬৬ জন। আহতদের মধ্যে এক বছরের একটি শিশু ও ৮৫ বছর বয়সী একজন বৃদ্ধও রয়েছেন। আহত সাতজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
১৪ মিনিট আগে
২০২৮ সালের লন্ডন মেয়র নির্বাচনে বর্তমান মেয়র সাদিক খানের বিরুদ্ধে লড়তে কোমর বেঁধে মাঠে নেমেছে রিফর্ম ইউকে। দলটির পক্ষ থেকে ওয়েস্টমিনস্টার সিটি কাউন্সিলের বর্তমান কাউন্সিলর লায়লা কানিংহামের নাম ঘোষণা করা হয়েছে।
১৮ মিনিট আগে
ইরানের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে স্নায়ুযুদ্ধ এখন সংঘাতের দোরগোড়ায়। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিক্ষোভকারীদের সমর্থনে সামরিক হস্তক্ষেপের প্রচ্ছন্ন হুমকি দেওয়ার পর তেহরান সাফ জানিয়ে দিয়েছে, হামলা হলে তারা কেবল যুক্তরাষ্ট্র নয়, বরং যেসব প্রতিবেশী দেশে মার্কিন..
১ ঘণ্টা আগে
দুই বছরের বেশি সময় ধরে চলা ইসরায়েলি সামরিক অভিযানে গাজা উপত্যকা আজ শিশুদের জন্য এক ভয়াবহ নরকে পরিণত হয়েছে। আহত, পঙ্গু ও মানসিকভাবে বিপর্যস্ত ফিলিস্তিনি শিশুরা এক অনিশ্চিত ভবিষ্যতের দিকে তাকিয়ে আছে—যেখানে শৈশব, শিক্ষা ও স্বপ্ন সবই ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে গেছে।
১ ঘণ্টা আগে