
রুশ সেনারা যুদ্ধের মাঠে সুবিধা করতে না পেরে ‘জ্বালানি সন্ত্রাস’ শুরু করেছে বলে অভিযোগ করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। শুক্রবার (৪ নভেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানায় বিবিসি।
জেলেনস্কি বলেন, বিদ্যুৎকেন্দ্র লক্ষ্য করে চালানো রুশ হামলায় ইউক্রেনের ৪৫ লাখ মানুষ অন্ধকারে ছিলেন। শুধু গত সপ্তাহে বিদ্যুৎকেন্দ্র লক্ষ্য করে চালানো হামলায় ইউক্রেনের এক-তৃতীয়াংশ বিদ্যুৎকেন্দ্র ধ্বংস হয়েছে। এমন পরিস্থিতিতে দেশের জনগণকে বিদ্যুৎ ব্যবহারে মিতব্যয়ী হওয়ার আহ্বান জানানো হয়েছে।
বিবিসির প্রতিবেদনে বলা হয়, সাম্প্রতিক সপ্তাহগুলোতে ইউক্রেনের বিদ্যুৎকেন্দ্র লক্ষ্য করে হামলা জোরদার করেছে রাশিয়া। দক্ষিণের গুরুত্বপূর্ণ শহর খেরসন থেকে রুশ সেনাদের প্রত্যাহার করে নেওয়া হতে পারে—কর্মকর্তাদের এমন বক্তব্যের পর হামলা বেড়েছে। মূলত যুদ্ধে একের পর এক পরাজয়ের কারণে বিদ্যুৎকেন্দ্র লক্ষ্য করে হামলা চালানো হচ্ছে।
রাশিয়ার এক কর্মকর্তা জানান, দিনিপ্রো নদীর তীরবর্তী খেরসনে থাকা সেনাদের সরিয়ে নিচ্ছে মস্কো।
খেরসনে রাশিয়ার নিয়োগকৃত কর্মকর্তা কিরিল স্রেমোসোভ ক্রেমলিন সমর্থিত একটি অনলাইন পোর্টালকে বলেন, ‘আমাদের বেসামরিক লোকদের এবং রুশ সেনাদের সরিয়ে নেওয়া হবে।’ যদিও মস্কোর পক্ষ থেকে এ বিষয়ে কোনো মন্তব্য করা হয়নি।
এর আগে গত ২৯ অক্টোবর একটি ড্রোন হামলায় ক্রিমিয়ার বন্দর শহর সেভাস্তোপলে একটি রাশিয়ার যুদ্ধজাহাজ ক্ষতিগ্রস্ত হয়। রাশিয়া এ হামলার জন্য ইউক্রেনকে দায়ী করে। এরপরই ইউক্রেনে রাশিয়ার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার মাত্রা বেড়ে যায়।
জেলেনস্কি বলেন, বিদ্যুৎ অবকাঠামো লক্ষ্য করে হামলা চালানো এটি রাশিয়ার ‘দুর্বলতার’ বহিঃপ্রকাশ। তারা সম্মুখ যুদ্ধে জিততে পারবে না। তাই তারা এই পন্থা বেছে নিয়েছে।

রুশ সেনারা যুদ্ধের মাঠে সুবিধা করতে না পেরে ‘জ্বালানি সন্ত্রাস’ শুরু করেছে বলে অভিযোগ করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। শুক্রবার (৪ নভেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানায় বিবিসি।
জেলেনস্কি বলেন, বিদ্যুৎকেন্দ্র লক্ষ্য করে চালানো রুশ হামলায় ইউক্রেনের ৪৫ লাখ মানুষ অন্ধকারে ছিলেন। শুধু গত সপ্তাহে বিদ্যুৎকেন্দ্র লক্ষ্য করে চালানো হামলায় ইউক্রেনের এক-তৃতীয়াংশ বিদ্যুৎকেন্দ্র ধ্বংস হয়েছে। এমন পরিস্থিতিতে দেশের জনগণকে বিদ্যুৎ ব্যবহারে মিতব্যয়ী হওয়ার আহ্বান জানানো হয়েছে।
বিবিসির প্রতিবেদনে বলা হয়, সাম্প্রতিক সপ্তাহগুলোতে ইউক্রেনের বিদ্যুৎকেন্দ্র লক্ষ্য করে হামলা জোরদার করেছে রাশিয়া। দক্ষিণের গুরুত্বপূর্ণ শহর খেরসন থেকে রুশ সেনাদের প্রত্যাহার করে নেওয়া হতে পারে—কর্মকর্তাদের এমন বক্তব্যের পর হামলা বেড়েছে। মূলত যুদ্ধে একের পর এক পরাজয়ের কারণে বিদ্যুৎকেন্দ্র লক্ষ্য করে হামলা চালানো হচ্ছে।
রাশিয়ার এক কর্মকর্তা জানান, দিনিপ্রো নদীর তীরবর্তী খেরসনে থাকা সেনাদের সরিয়ে নিচ্ছে মস্কো।
খেরসনে রাশিয়ার নিয়োগকৃত কর্মকর্তা কিরিল স্রেমোসোভ ক্রেমলিন সমর্থিত একটি অনলাইন পোর্টালকে বলেন, ‘আমাদের বেসামরিক লোকদের এবং রুশ সেনাদের সরিয়ে নেওয়া হবে।’ যদিও মস্কোর পক্ষ থেকে এ বিষয়ে কোনো মন্তব্য করা হয়নি।
এর আগে গত ২৯ অক্টোবর একটি ড্রোন হামলায় ক্রিমিয়ার বন্দর শহর সেভাস্তোপলে একটি রাশিয়ার যুদ্ধজাহাজ ক্ষতিগ্রস্ত হয়। রাশিয়া এ হামলার জন্য ইউক্রেনকে দায়ী করে। এরপরই ইউক্রেনে রাশিয়ার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার মাত্রা বেড়ে যায়।
জেলেনস্কি বলেন, বিদ্যুৎ অবকাঠামো লক্ষ্য করে হামলা চালানো এটি রাশিয়ার ‘দুর্বলতার’ বহিঃপ্রকাশ। তারা সম্মুখ যুদ্ধে জিততে পারবে না। তাই তারা এই পন্থা বেছে নিয়েছে।

স্পেনের আন্দালুসিয়া অঞ্চলের আদামুজে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪০ জনে। দেশজুড়ে গতকাল মঙ্গলবার থেকে তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ।
৩১ মিনিট আগে
সিরিয়া সরকার ও কুর্দি পরিচালিত সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেসের (এসডিএফ) মধ্যে আবার উত্তেজনা ছড়িয়ে পড়েছে। কয়েক দিন আগেই তাদের মধ্যে যুদ্ধবিরতির চুক্তি হয়েছিল, সেটি ফের ভেস্তে গেল। এই চুক্তির আওতায় ফোরাত নদীর পশ্চিমাঞ্চল থেকে এসডিএফ বাহিনী সরিয়ে নেওয়ার কথা ছিল।
২ ঘণ্টা আগে
আফগানিস্তানের রাজধানী কাবুলের অত্যন্ত সুরক্ষিত এলাকায় চীনাদের পরিচালিত একটি রেস্তোরাঁয় গতকাল সোমবারের বোমা হামলায় ইসলামিক স্টেটের (আইএস) আফগান শাখা দায় স্বীকার করেছে। এই বিস্ফোরণে সাতজন নিহত এবং এক ডজনেরও বেশি আহত হয়েছে।
৩ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফরাসি মদ ও শ্যাম্পেনের ওপর ২০০ শতাংশ শুল্ক আরোপের হুমকি দিয়েছেন। বিশ্বজুড়ে সংঘাত নিরসনের লক্ষ্যে তাঁর প্রস্তাবিত বোর্ড অব পিস বা শান্তি পরিষদে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ যোগ দিতে চাপ দিতেই এই হুমকি দেওয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে, ফরাসি
৬ ঘণ্টা আগে