
লন্ডনের কেন্দ্রস্থলে অবস্থিত ইরানি দূতাবাসের বাইরে দেশটির সরকারবিরোধী এক বিক্ষোভ চলাকালে হামলার ঘটনা ঘটেছে। আজ শুক্রবার এই হামলার ঘটনায় ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
যুক্তরাজ্যের স্কটল্যান্ড ইয়ার্ডের বরাতে দ্য টাইমস জানিয়েছে, শুক্রবার সকালে সংঘটিত এই ঘটনায় দুজন আহত হয়েছেন। ঘটনাস্থলেই জরুরি চিকিৎসা দেওয়ার পর তাঁদের হাসপাতালে পাঠানো হয়।
বিক্ষোভটি চলমান ইসরায়েল-ইরান উত্তেজনার প্রেক্ষাপটে আয়োজিত হয়েছিল এবং এটি ছিল ইসলামি শাসনব্যবস্থার বিরুদ্ধে একটি প্রতিবাদ। বিক্ষোভকারীদের অনেকেই সাবেক যুবরাজ রেজা পাহলভির সমর্থনে পতাকা ও ব্যানার বহন করছিলেন। সেখানে ১৯৭৯ সালের ইসলামি বিপ্লবের আগের জাতীয় পতাকাও দেখা গেছে।
লন্ডনের পুলিশ এক বিবৃতিতে বলেছে—২০ জুন সকাল ৯টা ৫৩ মিনিটে প্রিন্সেস গেট এলাকায় মারামারির খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে ছয়জনকে গুরুতর শারীরিক আঘাত করার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে। তারা এখনো পুলিশ হেফাজতে রয়েছে।
পুলিশ আরও জানায়, আহত দুই ব্যক্তিকে লন্ডন অ্যাম্বুলেন্স সার্ভিসের সহায়তায় হাসপাতালে পাঠানো হয়েছে এবং ঘটনাস্থল ঘিরে তদন্ত কার্যক্রম শুরু হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ বলেছেন, তিনি ও ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার আজ বৃহস্পতিবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করার পরিকল্পনা করেছেন। পরে তিনি ইউক্রেনের কর্মকর্তাদের সঙ্গেও বৈঠক করবেন।
১৯ মিনিট আগে
ভারত ও ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) গতকাল বুধবার একটি নতুন নিরাপত্তা ও প্রতিরক্ষা অংশীদারত্ব চুক্তিতে সম্মত হয়েছে। এই অংশীদারত্বের আওতায় থাকবে সামুদ্রিক নিরাপত্তা, সাইবার নিরাপত্তা ও সন্ত্রাসবাদ মোকাবিলা। ইইউর সর্বোচ্চ কূটনীতিক কাইয়া ক্যালাস এ তথ্য জানিয়েছেন।
১ ঘণ্টা আগে
মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছেন, ন্যাটো প্রধানের সঙ্গে আলোচনার পর গ্রিনল্যান্ডের ভবিষ্যৎ নিয়ে তিনি একটি সমঝোতায় পৌঁছেছেন। ট্রাম্প বলেন, ন্যাটোর মহাসচিব মার্ক রুটের সঙ্গে ‘খুবই ফলপ্রসূ বৈঠকের’ পর গ্রিনল্যান্ড এবং ‘সমগ্র আর্কটিক অঞ্চল’ নিয়ে একটি ‘ভবিষ্যৎ কাঠামো’তে...
২ ঘণ্টা আগে
সৌদি আরব সোমালিয়া ও মিসরের সঙ্গে এক নতুন সামরিক জোট গঠনের প্রক্রিয়া শুরু করেছে। মার্কিন সংবাদমাধ্যম ব্লুমবার্গের প্রতিবেদনে বলা হয়েছে, এই উদ্যোগের মূল লক্ষ্য হলো—অঞ্চলে সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) প্রভাব কমানো।
২ ঘণ্টা আগে