
ইন্দোনেশিয়ার সাগরে সার্ফিং করছিলেন গিউলিয়া ম্যানফ্রিনি। এ সময় একটি ধারালো ঠোঁটের মাছের খোঁচা খান তিনি বুকে। আর এই আঘাতের কারণেই মৃত্যু ঘটে ৩৬ বছর বয়স্ক ইতালীয় এই নারীর।
ঘটনাটি ঘটে পশ্চিম সুমাত্রার দুর্গম মেনতাওয়ায়ি দ্বীপপুঞ্জে। সেখানে ‘অদ্ভুত’ এক দুর্ঘটনার শিকার হয়েছেন বলে জানান তাঁর ব্যবসায়িক অংশীদার জেমস কলস্টন।
‘দুর্ভাগ্যজনকভাবে তাঁর সঙ্গী সার্ফার, স্থানীয় রিসোর্ট কর্মী এবং চিকিৎসকদের দুঃসাহসী প্রচেষ্টার পরও গিউলিয়াকে বাঁচানো যায়নি। আমরা বিশ্বাস করছি, যে জায়গাটিকে সে ভালোবাস, সেখানে যা করা পছন্দ সেটা করতে করতেই মৃত্যু হয়েছে তাঁর।’ গত রোববার ইনস্টাগ্রামে এক বিবৃতিতে বলেন কলস্টন।
এসব তথ্য জানা যায় মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের এক প্রতিবেদনে।
ইন্দোনেশিয়ার রাষ্ট্রীয় সংবাদসংস্থা আনতারা মেনতাওয়ায়ি দ্বীপপুঞ্জের দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার প্রধান লাহমুদিন সিরেগারের সূত্র জানায়, সিবেরুত দ্বীপের দক্ষিণ প্রান্তের সাগরে সার্ফিং করছিলেন ম্যানফ্রিনি। স্থানীয় সময় সকাল সাড়ে ৯টার দিকে একটি সোর্ডফিশ তাঁর বুকে খোঁচা দেয়।
সংস্থাটি আরও জানায়, মেডিকেল রিপোর্ট অনুসারে তাঁর বুকের বাঁ দিকে প্রায় পাঁচ সেন্টিমিটার গভীরতার ধারালো কিছুর ক্ষত পাওয়া গেছে।
কলস্টন ও ম্যানফ্রিনি একত্রে একটি ট্রাভেল কোম্পানি গড়ে তোলেন। প্রতিষ্ঠানটি সার্ফিংয়ের জন্য জনপ্রিয় বিভিন্ন গন্তব্যে ট্যুর পরিচালনা করে। এসব এলাকার মধ্যে আছে মেনতাওয়ায়ি দ্বীপপুঞ্জও।
মেনতাওয়ায়ি দ্বীপপুঞ্জের হিডেন বে রিসোর্ট এক ইনস্টাগ্রাম পোস্টে জানিয়েছে, তাদের গ্রাহক ও বন্ধু বুকে একটি নিডল ফিশের খোঁচা খাওয়ার পরপরই মারা যান।
এখানে জানিয়ে রাখা ভালো, নিডল ফিশ ও সোর্ড ফিশ দুটিরই লম্বা ঠোঁট আছে। আর এরা লাফিয়ে পানির ওপরে শূন্যে শরীর তুলে দিতে পারে। তাদের শারীরিক গঠন মানুষের জন্য বিপজ্জনক হলেও প্রাণহানির ঘটনা একেবারেই কম।
সিবেরাত পুলিশের বরাত দিয়ে আনতারা জানায়, দুর্ঘটনাটির দুজন প্রত্যক্ষদর্শী ছিলেন। তাঁরা তাঁকে দ্রুত পেই পেই পাসাকিয়াত তাইলেলেও স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান। তবে তাঁকে বাঁচানো সম্ভব হয়নি।
ম্যানফ্রিনির ট্রাভেল কোম্পানিটির ওয়েবসাইট জানিয়েছে, ম্যানফ্রিনি ছিলেন একজন পেশাদার স্নো বোর্ডার। সার্ফিংয়ের প্রতি তাঁর প্রচণ্ড একটি আকর্ষণ ছিল। আর এতেই ঢেউয়ের পিছু তাড়া করে বিশ্বের নানা প্রান্তের সাগর চষে বেড়াতেন।
এখানে জানিয়ে রাখা ভালো, স্নোবোর্ডিং হচ্ছে এমন একটি খেলা, যাতে একটি কাঠ বা মসৃণ তক্তা দিয়ে বানানো বোর্ডে সওয়ার হয়ে প্রতিযোগী বরফ বা তুষারের ঢালের ওপর পিছলে চলেন।
‘গিওলিয়া মানুষের সঙ্গ পছন্দ করতেন। যাঁরাই তাঁর সঙ্গে ভ্রমণ করতেন, গিওলিয়ার হাসি আর অফুরন্ত প্রাণশক্তিতে মুগ্ধ হতেন।’ কলস্টন বলেন, ‘আমরা তোমাকে ভালোবাসি গিওলিয়া। তোমাকে বিদায় জানানোটা খুবই কষ্টের।’

ইন্দোনেশিয়ার সাগরে সার্ফিং করছিলেন গিউলিয়া ম্যানফ্রিনি। এ সময় একটি ধারালো ঠোঁটের মাছের খোঁচা খান তিনি বুকে। আর এই আঘাতের কারণেই মৃত্যু ঘটে ৩৬ বছর বয়স্ক ইতালীয় এই নারীর।
ঘটনাটি ঘটে পশ্চিম সুমাত্রার দুর্গম মেনতাওয়ায়ি দ্বীপপুঞ্জে। সেখানে ‘অদ্ভুত’ এক দুর্ঘটনার শিকার হয়েছেন বলে জানান তাঁর ব্যবসায়িক অংশীদার জেমস কলস্টন।
‘দুর্ভাগ্যজনকভাবে তাঁর সঙ্গী সার্ফার, স্থানীয় রিসোর্ট কর্মী এবং চিকিৎসকদের দুঃসাহসী প্রচেষ্টার পরও গিউলিয়াকে বাঁচানো যায়নি। আমরা বিশ্বাস করছি, যে জায়গাটিকে সে ভালোবাস, সেখানে যা করা পছন্দ সেটা করতে করতেই মৃত্যু হয়েছে তাঁর।’ গত রোববার ইনস্টাগ্রামে এক বিবৃতিতে বলেন কলস্টন।
এসব তথ্য জানা যায় মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের এক প্রতিবেদনে।
ইন্দোনেশিয়ার রাষ্ট্রীয় সংবাদসংস্থা আনতারা মেনতাওয়ায়ি দ্বীপপুঞ্জের দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার প্রধান লাহমুদিন সিরেগারের সূত্র জানায়, সিবেরুত দ্বীপের দক্ষিণ প্রান্তের সাগরে সার্ফিং করছিলেন ম্যানফ্রিনি। স্থানীয় সময় সকাল সাড়ে ৯টার দিকে একটি সোর্ডফিশ তাঁর বুকে খোঁচা দেয়।
সংস্থাটি আরও জানায়, মেডিকেল রিপোর্ট অনুসারে তাঁর বুকের বাঁ দিকে প্রায় পাঁচ সেন্টিমিটার গভীরতার ধারালো কিছুর ক্ষত পাওয়া গেছে।
কলস্টন ও ম্যানফ্রিনি একত্রে একটি ট্রাভেল কোম্পানি গড়ে তোলেন। প্রতিষ্ঠানটি সার্ফিংয়ের জন্য জনপ্রিয় বিভিন্ন গন্তব্যে ট্যুর পরিচালনা করে। এসব এলাকার মধ্যে আছে মেনতাওয়ায়ি দ্বীপপুঞ্জও।
মেনতাওয়ায়ি দ্বীপপুঞ্জের হিডেন বে রিসোর্ট এক ইনস্টাগ্রাম পোস্টে জানিয়েছে, তাদের গ্রাহক ও বন্ধু বুকে একটি নিডল ফিশের খোঁচা খাওয়ার পরপরই মারা যান।
এখানে জানিয়ে রাখা ভালো, নিডল ফিশ ও সোর্ড ফিশ দুটিরই লম্বা ঠোঁট আছে। আর এরা লাফিয়ে পানির ওপরে শূন্যে শরীর তুলে দিতে পারে। তাদের শারীরিক গঠন মানুষের জন্য বিপজ্জনক হলেও প্রাণহানির ঘটনা একেবারেই কম।
সিবেরাত পুলিশের বরাত দিয়ে আনতারা জানায়, দুর্ঘটনাটির দুজন প্রত্যক্ষদর্শী ছিলেন। তাঁরা তাঁকে দ্রুত পেই পেই পাসাকিয়াত তাইলেলেও স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান। তবে তাঁকে বাঁচানো সম্ভব হয়নি।
ম্যানফ্রিনির ট্রাভেল কোম্পানিটির ওয়েবসাইট জানিয়েছে, ম্যানফ্রিনি ছিলেন একজন পেশাদার স্নো বোর্ডার। সার্ফিংয়ের প্রতি তাঁর প্রচণ্ড একটি আকর্ষণ ছিল। আর এতেই ঢেউয়ের পিছু তাড়া করে বিশ্বের নানা প্রান্তের সাগর চষে বেড়াতেন।
এখানে জানিয়ে রাখা ভালো, স্নোবোর্ডিং হচ্ছে এমন একটি খেলা, যাতে একটি কাঠ বা মসৃণ তক্তা দিয়ে বানানো বোর্ডে সওয়ার হয়ে প্রতিযোগী বরফ বা তুষারের ঢালের ওপর পিছলে চলেন।
‘গিওলিয়া মানুষের সঙ্গ পছন্দ করতেন। যাঁরাই তাঁর সঙ্গে ভ্রমণ করতেন, গিওলিয়ার হাসি আর অফুরন্ত প্রাণশক্তিতে মুগ্ধ হতেন।’ কলস্টন বলেন, ‘আমরা তোমাকে ভালোবাসি গিওলিয়া। তোমাকে বিদায় জানানোটা খুবই কষ্টের।’

ভারতীয় জনতা পার্টির (বিজেপি) নেতা ও কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তীব্র অভিযোগ এনেছে। তিনি দাবি করেছেন, মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গকে ‘বাংলাদেশে পরিণত করার চেষ্টা করছেন’ এবং তিনি সংবিধানের বিরুদ্ধে কাজ করছেন।
১ ঘণ্টা আগে
এমিরেটলিকস নামের এক অনুসন্ধানী প্ল্যাটফর্মের হাতে আসা ফাঁস হওয়া নথিতে দেখা গেছে, গাজায় চলমান যুদ্ধের পুরো সময়জুড়ে ইসরায়েলকে সরাসরি সামরিক, গোয়েন্দা ও লজিস্টিক সহায়তা দিতে লোহিত সাগর এলাকায় নিজেদের সামরিক ঘাঁটি ব্যবহারের প্রস্তাব দিয়েছিল সংযুক্ত আরব আমিরাত (ইউএই) সরকার। মধ্যপ্রাচ্যকেন্দ্রিক
২ ঘণ্টা আগে
তাঁর গায়ে ছিল লম্বা কালো ওভারকোট। ভিডিওতে দেখা যায়, নিচ থেকে কিছু চিৎকার শোনার পর ট্রাম্প কারখানার মেঝেতে থাকা ওই বিক্ষোভকারীর দিকে আঙুল তুলে তাকান। এরপর তিনি বিরক্ত মুখভঙ্গিতে কয়েকটি কড়া শব্দ বলেন এবং মাঝের আঙুল তুলে দেখান। এ সময় তাঁকে ওই ব্যক্তির উদ্দেশে ‘এফ-বম্ব’ তথা ‘ফাক ইউ’ উচ্চারণ করতে
৩ ঘণ্টা আগে
ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের কঠোর ভিসা নীতি এবং বিদেশি শিক্ষার্থীদের ওপর নানাবিধ বিধিনিষেধ সত্ত্বেও যুক্তরাষ্ট্রের ঐতিহ্যবাহী হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে চীনা শিক্ষার্থীদের সংখ্যা গত বছরের তুলনায় উল্লেখযোগ্য সংখ্যায় বেড়েছে। গত শুক্রবার হার্ভার্ড কর্তৃপক্ষ কর্তৃক প্রকাশিত তথ্যে এই চিত্র উঠে এসেছে। বাণিজ্য
৩ ঘণ্টা আগে