
তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান বলেছেন, গাজায় ইসরায়েল যে গণহত্যা চালাচ্ছে তার মূল হোতা পশ্চিমা। পশ্চিমা বিশ্বের নেতারা খ্রিষ্টানদের মুসলমানদের বিরুদ্ধে লেলিয়ে দিয়ে আরও একটি ক্রুসেডের পরিস্থিতি সৃষ্টি করতে চাইছে। গতকাল শনিবার এরদোয়ান এ কথা বলেন। তুরস্কের রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থা আনাদোলু এজেন্সির এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
দুই দশকের বেশি সময় ধরে ক্ষমতায় থাকা এরদোয়ান শুরু থেকেই ফিলিস্তিনের স্বাধীনতার বিষয়ে সোচ্চার। তবে গত ৭ অক্টোবর হামাস ইসরায়েলি হামলা চালানোর পর তিনি সতর্ক অবস্থান গ্রহণ করেন। কিন্তু পরে ইসরায়েলি হামলায় গাজায় নিহতদের সংখ্যা বাড়তে থাকায় এরদোয়ান ইসরায়েলের সমালোচনায় মুখর হন।
পশ্চিমা বিশ্বের সমালোচনা করে এরদোয়ান বলেন, ‘গাজায় যে গণহত্যা শুরু হয়েছে তার পেছনের মূল হোতা পশ্চিমা বিশ্ব।’ তিনি আরও বলেন, ‘আমরা যদি পশ্চিমা বিশ্বের কিছু বিবেকবান মানুষের কথা বাদ দেই তাহলে গাজায় গণহত্যা সম্পূর্ণভাবে পশ্চিমাদের কাজ।’ এ সময় তিনি বলেন, ইসরায়েল যুদ্ধাপরাধীদের মতো আচরণ করছে।
ইসরায়েলের আত্মরক্ষার অধিকার রয়েছে উল্লেখ করে তুরস্কের প্রেসিডেন্ট বলেন, ‘অবশ্যই প্রতিটি দেশের নিজেকে রক্ষার অধিকার রয়েছে কিন্তু এই ইস্যুতে ন্যায়বিচার কোথায়?’ তিনি আরও বলেন, পশ্চিমা বিশ্ব ইউক্রেনের বেসামরিক নাগরিকদের জন্য মায়া কান্না কাঁদছে কিন্তু গাজায় বেসামরিক নাগরিকদের মৃত্যুতে চোখ বন্ধ করে রাখছে।
এরদোয়ান আরও বলেন, ‘আমরা সবাই এ ধরনের ডাবল স্ট্যান্ডার্ড ও এ ধরনের ভণ্ডামির বিরুদ্ধে।’ এ সময় তিনি অভিযোগ করেন, ইসরায়েলের পশ্চিমা মিত্ররা খ্রিষ্টানদের মুসলমানদের বিরুদ্ধে লেলিয়ে দিয়ে আরেকটি ক্রুসেড যুদ্ধের মতো পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা করছে। এ সময় তিনি সংলাপের আহ্বান জানিয়ে বলেন, ‘আমাদের সংলাপের আহ্বান শুনুন। কারণ কাউকেই ন্যায়বিচার থেকে বঞ্চিত করা যাবে না।’

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান বলেছেন, গাজায় ইসরায়েল যে গণহত্যা চালাচ্ছে তার মূল হোতা পশ্চিমা। পশ্চিমা বিশ্বের নেতারা খ্রিষ্টানদের মুসলমানদের বিরুদ্ধে লেলিয়ে দিয়ে আরও একটি ক্রুসেডের পরিস্থিতি সৃষ্টি করতে চাইছে। গতকাল শনিবার এরদোয়ান এ কথা বলেন। তুরস্কের রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থা আনাদোলু এজেন্সির এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
দুই দশকের বেশি সময় ধরে ক্ষমতায় থাকা এরদোয়ান শুরু থেকেই ফিলিস্তিনের স্বাধীনতার বিষয়ে সোচ্চার। তবে গত ৭ অক্টোবর হামাস ইসরায়েলি হামলা চালানোর পর তিনি সতর্ক অবস্থান গ্রহণ করেন। কিন্তু পরে ইসরায়েলি হামলায় গাজায় নিহতদের সংখ্যা বাড়তে থাকায় এরদোয়ান ইসরায়েলের সমালোচনায় মুখর হন।
পশ্চিমা বিশ্বের সমালোচনা করে এরদোয়ান বলেন, ‘গাজায় যে গণহত্যা শুরু হয়েছে তার পেছনের মূল হোতা পশ্চিমা বিশ্ব।’ তিনি আরও বলেন, ‘আমরা যদি পশ্চিমা বিশ্বের কিছু বিবেকবান মানুষের কথা বাদ দেই তাহলে গাজায় গণহত্যা সম্পূর্ণভাবে পশ্চিমাদের কাজ।’ এ সময় তিনি বলেন, ইসরায়েল যুদ্ধাপরাধীদের মতো আচরণ করছে।
ইসরায়েলের আত্মরক্ষার অধিকার রয়েছে উল্লেখ করে তুরস্কের প্রেসিডেন্ট বলেন, ‘অবশ্যই প্রতিটি দেশের নিজেকে রক্ষার অধিকার রয়েছে কিন্তু এই ইস্যুতে ন্যায়বিচার কোথায়?’ তিনি আরও বলেন, পশ্চিমা বিশ্ব ইউক্রেনের বেসামরিক নাগরিকদের জন্য মায়া কান্না কাঁদছে কিন্তু গাজায় বেসামরিক নাগরিকদের মৃত্যুতে চোখ বন্ধ করে রাখছে।
এরদোয়ান আরও বলেন, ‘আমরা সবাই এ ধরনের ডাবল স্ট্যান্ডার্ড ও এ ধরনের ভণ্ডামির বিরুদ্ধে।’ এ সময় তিনি অভিযোগ করেন, ইসরায়েলের পশ্চিমা মিত্ররা খ্রিষ্টানদের মুসলমানদের বিরুদ্ধে লেলিয়ে দিয়ে আরেকটি ক্রুসেড যুদ্ধের মতো পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা করছে। এ সময় তিনি সংলাপের আহ্বান জানিয়ে বলেন, ‘আমাদের সংলাপের আহ্বান শুনুন। কারণ কাউকেই ন্যায়বিচার থেকে বঞ্চিত করা যাবে না।’

ব্লুমবার্গের প্রতিবেদনে বলা হয়েছে, হোয়াইট হাউসের নীতিনির্ধারকেরা গ্যাবার্ডের পূর্বতন রাজনৈতিক অবস্থান নিয়ে সন্দিহান ছিলেন। তাই তাঁকে এই অভিযানের পরিকল্পনায় সম্পৃক্ত করা হয়নি।
৫ ঘণ্টা আগে
ফক্স নিউজকে ট্রাম্প বলেন, ‘সে (মাচাদো) আগামী সপ্তাহে আমার সঙ্গে দেখা করতে আসছে। আমি তার সঙ্গে দেখা করার জন্য অপেক্ষা করছি। আমি নোবেলের বিষয়টি শুনেছি। যদি সে এমন কিছু করে, তবে এটি বড় সম্মানের বিষয় হবে।’
৬ ঘণ্টা আগে
ইরানে চলমান সরকারবিরোধী বিক্ষোভ দমনে কঠোর অবস্থান নিয়েছে দেশটির ইসলামি বিপ্লবী গার্ডস (আইআরজিসি)। শনিবার (১০ জানুয়ারি) এক বিবৃতিতে তারা বিক্ষুব্ধ জনতার উদ্দেশ্যে রেডলাইন ঘোষণা করে।
৮ ঘণ্টা আগে
মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ কিউবার বর্তমান অর্থনৈতিক ও রাজনৈতিক পরিস্থিতিকে অত্যন্ত ‘শোচনীয়’ হিসেবে বর্ণনা করলেও, দেশটির কমিউনিস্ট সরকারের পতন এখন সময়ের ব্যাপার—এমন কোনো প্রমাণ পায়নি। গত সপ্তাহে ভেনেজুয়েলায় মার্কিন সামরিক অভিযানের পর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছিলেন, কারাকাসের সমর্থন...
৯ ঘণ্টা আগে