Ajker Patrika

কাদা মেখে বন্যার খবর সম্প্রচার, ফেঁসে গেলেন স্প্যানিশ ইনফ্লুয়েন্সার

কাদা মেখে বন্যার খবর সম্প্রচার, ফেঁসে গেলেন স্প্যানিশ ইনফ্লুয়েন্সার
স্প্যানিশ ইনফ্লুয়েন্সার রুবেন গিসবার্ট। ছবি: টুইটার

সম্প্রতি বড় ধরনের বন্যা হয়েছে স্পেনে। এই বন্যায় দেশটির সবচেয়ে ক্ষতিগ্রস্ত অঞ্চলগুলোর মধ্যে ভ্যালেন্সিয়া অন্যতম। সেখানেই একটি সংবাদ চ্যানেলের জন্য চিত্রগ্রহণ করছিলেন একজন স্প্যানিশ ইনফ্লুয়েন্সার। কিন্তু ক্যামেরার সামনে দাঁড়ানোর আগে নিজের শরীরে কাদা মেখে ব্যাপক সমালোচনার মুখে পড়েছেন তিনি।

এ বিষয়ে টেলিগ্রাফের এক প্রতিবেদনে বলা হয়েছে, গত রোববার ‘হরিজোন্টে’ নামে একটি সংবাদ প্রোগ্রামের জন্য বন্যা পরিস্থিতি নিয়ে চিত্রগ্রহণ করছিলেন ইনফ্লুয়েন্সার রুবেন গিসবার্ট। কিন্তু সরাসরি সম্প্রচারে যাওয়ার আগে তিনি শরীরে কাদা মাখানোর জন্য কাদার মধ্যে হাঁটু গেড়ে বসেন এবং হাঁটু পর্যন্ত কাদা মাখান।

কিন্তু গিসবার্টের ওই প্রতারণাটি পাশের ভবন থেকে একজনের মোবাইল ক্যামেরায় ধরা পড়ে যায়। পরে ওই ব্যক্তি ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করলে তীব্র সমালোচনার মুখে পড়েন গিসবার্ট।

গিসবার্ট নিজেকে একজন আইনজীবী এবং বিপ্লবী হিসাবে দাবি করেন। সমালোচনার মুখে তিনি যুক্তি দিয়েছেন, আগের শটের সঙ্গে ধারাবাহিকতা রক্ষার জন্যই তিনি কাদা মেখেছিলেন। যদিও বিষয়টি ভুল স্বীকার করে পরে তিনি ক্ষমাও চান।

https://x.com/i/status/1853415869285597364

‘হরিজোন্টে’ প্রোগ্রামটি পরিচালনা এবং উপস্থাপনা করেন প্রবীণ স্প্যানিশ সাংবাদিক ইকার জিমেনেজ। গিসবার্টের প্রতারণা নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন তিনিও। দাবি করেছেন, গিসবার্টকে ভিডিওর জন্য এ ধরনের নাটকীয় কিছু করতে তিনি কখনোই বলেননি।

বিষয়টি নিয়ে অনলাইনে একটি ভিডিও বার্তায় ইকার জিমেনেজ বলেছেন, ‘আমি আর তার (গিসবার্ট) ওপর নির্ভর করতে পারি না। সে আমাকে ব্যর্থ করেছে। ভিডিওটি দেখে আমি হতবাক হয়ে গেছি।’

জানা গেছে, ওই কাণ্ডের জন্য শেষ পর্যন্ত গিসবার্টের চাকরি গেছে। টেলিগ্রাফ এই বিষয়ে তাঁর সঙ্গে যোগাযোগের চেষ্টা করলেও তিনি কোনো সাড়া দেননি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এইচএসসি পাসে অফিসার পদে কর্মী নেবে সজীব গ্রুপ

একটি দলের কার্যকলাপ নিয়ে ‘নাউজুবিল্লাহ’ বললেন তারেক রহমান

সৌদি আরব-পাকিস্তানসহ ট্রাম্পের শান্তি পরিষদে থাকছে যে ৮ মুসলিম দেশ

বাংলাদেশের দাবি আইসিসি না মানলে বিশ্বকাপ বর্জন করবে পাকিস্তানও

ইইউর সঙ্গে ‘উচ্চাভিলাষী’ নিরাপত্তা–প্রতিরক্ষা চুক্তিতে যাচ্ছে ভারত, স্বাক্ষর আগামী সপ্তাহে

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত