অনলাইন ডেস্ক
সম্প্রতি বড় ধরনের বন্যা হয়েছে স্পেনে। এই বন্যায় দেশটির সবচেয়ে ক্ষতিগ্রস্ত অঞ্চলগুলোর মধ্যে ভ্যালেন্সিয়া অন্যতম। সেখানেই একটি সংবাদ চ্যানেলের জন্য চিত্রগ্রহণ করছিলেন একজন স্প্যানিশ ইনফ্লুয়েন্সার। কিন্তু ক্যামেরার সামনে দাঁড়ানোর আগে নিজের শরীরে কাদা মেখে ব্যাপক সমালোচনার মুখে পড়েছেন তিনি।
এ বিষয়ে টেলিগ্রাফের এক প্রতিবেদনে বলা হয়েছে, গত রোববার ‘হরিজোন্টে’ নামে একটি সংবাদ প্রোগ্রামের জন্য বন্যা পরিস্থিতি নিয়ে চিত্রগ্রহণ করছিলেন ইনফ্লুয়েন্সার রুবেন গিসবার্ট। কিন্তু সরাসরি সম্প্রচারে যাওয়ার আগে তিনি শরীরে কাদা মাখানোর জন্য কাদার মধ্যে হাঁটু গেড়ে বসেন এবং হাঁটু পর্যন্ত কাদা মাখান।
কিন্তু গিসবার্টের ওই প্রতারণাটি পাশের ভবন থেকে একজনের মোবাইল ক্যামেরায় ধরা পড়ে যায়। পরে ওই ব্যক্তি ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করলে তীব্র সমালোচনার মুখে পড়েন গিসবার্ট।
গিসবার্ট নিজেকে একজন আইনজীবী এবং বিপ্লবী হিসাবে দাবি করেন। সমালোচনার মুখে তিনি যুক্তি দিয়েছেন, আগের শটের সঙ্গে ধারাবাহিকতা রক্ষার জন্যই তিনি কাদা মেখেছিলেন। যদিও বিষয়টি ভুল স্বীকার করে পরে তিনি ক্ষমাও চান।
https://x.com/i/status/1853415869285597364
‘হরিজোন্টে’ প্রোগ্রামটি পরিচালনা এবং উপস্থাপনা করেন প্রবীণ স্প্যানিশ সাংবাদিক ইকার জিমেনেজ। গিসবার্টের প্রতারণা নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন তিনিও। দাবি করেছেন, গিসবার্টকে ভিডিওর জন্য এ ধরনের নাটকীয় কিছু করতে তিনি কখনোই বলেননি।
বিষয়টি নিয়ে অনলাইনে একটি ভিডিও বার্তায় ইকার জিমেনেজ বলেছেন, ‘আমি আর তার (গিসবার্ট) ওপর নির্ভর করতে পারি না। সে আমাকে ব্যর্থ করেছে। ভিডিওটি দেখে আমি হতবাক হয়ে গেছি।’
জানা গেছে, ওই কাণ্ডের জন্য শেষ পর্যন্ত গিসবার্টের চাকরি গেছে। টেলিগ্রাফ এই বিষয়ে তাঁর সঙ্গে যোগাযোগের চেষ্টা করলেও তিনি কোনো সাড়া দেননি।
সম্প্রতি বড় ধরনের বন্যা হয়েছে স্পেনে। এই বন্যায় দেশটির সবচেয়ে ক্ষতিগ্রস্ত অঞ্চলগুলোর মধ্যে ভ্যালেন্সিয়া অন্যতম। সেখানেই একটি সংবাদ চ্যানেলের জন্য চিত্রগ্রহণ করছিলেন একজন স্প্যানিশ ইনফ্লুয়েন্সার। কিন্তু ক্যামেরার সামনে দাঁড়ানোর আগে নিজের শরীরে কাদা মেখে ব্যাপক সমালোচনার মুখে পড়েছেন তিনি।
এ বিষয়ে টেলিগ্রাফের এক প্রতিবেদনে বলা হয়েছে, গত রোববার ‘হরিজোন্টে’ নামে একটি সংবাদ প্রোগ্রামের জন্য বন্যা পরিস্থিতি নিয়ে চিত্রগ্রহণ করছিলেন ইনফ্লুয়েন্সার রুবেন গিসবার্ট। কিন্তু সরাসরি সম্প্রচারে যাওয়ার আগে তিনি শরীরে কাদা মাখানোর জন্য কাদার মধ্যে হাঁটু গেড়ে বসেন এবং হাঁটু পর্যন্ত কাদা মাখান।
কিন্তু গিসবার্টের ওই প্রতারণাটি পাশের ভবন থেকে একজনের মোবাইল ক্যামেরায় ধরা পড়ে যায়। পরে ওই ব্যক্তি ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করলে তীব্র সমালোচনার মুখে পড়েন গিসবার্ট।
গিসবার্ট নিজেকে একজন আইনজীবী এবং বিপ্লবী হিসাবে দাবি করেন। সমালোচনার মুখে তিনি যুক্তি দিয়েছেন, আগের শটের সঙ্গে ধারাবাহিকতা রক্ষার জন্যই তিনি কাদা মেখেছিলেন। যদিও বিষয়টি ভুল স্বীকার করে পরে তিনি ক্ষমাও চান।
https://x.com/i/status/1853415869285597364
‘হরিজোন্টে’ প্রোগ্রামটি পরিচালনা এবং উপস্থাপনা করেন প্রবীণ স্প্যানিশ সাংবাদিক ইকার জিমেনেজ। গিসবার্টের প্রতারণা নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন তিনিও। দাবি করেছেন, গিসবার্টকে ভিডিওর জন্য এ ধরনের নাটকীয় কিছু করতে তিনি কখনোই বলেননি।
বিষয়টি নিয়ে অনলাইনে একটি ভিডিও বার্তায় ইকার জিমেনেজ বলেছেন, ‘আমি আর তার (গিসবার্ট) ওপর নির্ভর করতে পারি না। সে আমাকে ব্যর্থ করেছে। ভিডিওটি দেখে আমি হতবাক হয়ে গেছি।’
জানা গেছে, ওই কাণ্ডের জন্য শেষ পর্যন্ত গিসবার্টের চাকরি গেছে। টেলিগ্রাফ এই বিষয়ে তাঁর সঙ্গে যোগাযোগের চেষ্টা করলেও তিনি কোনো সাড়া দেননি।
ভারতের পাঞ্জাব ও হরিয়ানার কৃষকেরা ফের আন্দোলন শুরু করেছেন। তাঁরা আবারও ‘দিল্লি চলো’ মিছিল শুরু করেছেন। লক্ষ্য ভারতের পার্লামেন্ট। তবে তাঁরা সেখানে পৌঁছাতে না পারলেও তাঁদের মিছিলের কারণে দিল্লির প্রবেশমুখগুলোতে ব্যাপক যানজট সৃষ্টি হয়েছে। বলা যায়, একপ্রকার স্থবিরই...
১ ঘণ্টা আগেমার্কিন যুক্তরাষ্ট্রের রাজনীতিতে নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সমর্থন দিয়েছেন। কেবল তাই নয়, ট্রাম্পের নির্বাচনী প্রচারণায় বিপুল পরিমাণ তহবিলও জুগিয়েছেন। এবার মার্কিন এই ধনকুবের ব্রিটিশ রাজনীতিতে নজর দিয়েছেন। যুক্তরাজ্যের সংস্কারপন্থী রাজনৈতিক দল রিফর্ম ইউকে পার্টির প্রধান নাইজেল ফারাজকে
২ ঘণ্টা আগেগাজায় ইসরায়েল ও হামাসের মধ্যে চলমান সংঘাতের ফলে উপত্যকাটি এক ভয়াবহ মানবিক সংকটের মুখে পড়েছে। ত্রাণকর্মীদের হত্যা, ত্রাণবাহী যানবাহনের ওপর হামলা এবং ক্রমবর্ধমান নিরাপত্তাহীনতার কারণে জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থী সংস্থা (ইউএনআরডব্লিউএ) গাজার প্রধান ক্রসিং কারেম শালোম দিয়ে ত্রাণ সরবরাহ বন্ধের ঘোষণা
২ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রের বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন তাঁর ছেলে হান্টার বাইডেনের দুটি মামলা নির্বাহী আদেশে বাতিল করে দিয়েছেন। স্থানীয় সময় গতকাল রোববার তিনি এই আদেশে স্বাক্ষর করেন। তবে এর আগে, বাইডেন বলেছিলেন, তিনি তাঁর ছেলের বিরুদ্ধে চলমান মামলায় হস্তক্ষেপ করবেন না। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন থেকে...
৩ ঘণ্টা আগে