
শিগগিরই সামরিক জোট ন্যাটোতে যোগদানের আবেদন করবে বলে জানিয়েছে ফিনল্যান্ড। তবে ফিনল্যান্ডকে এ ধরনে পদক্ষেপ গ্রহণের ব্যাপারে কড়া হুঁশিয়ারি দিয়েছে রাশিয়া। ফিনল্যান্ড ন্যাটোতে যোগ দিলে সামরিক পদক্ষেপও নিতে পারে বলেও জানিয়েছে। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
ইউরোপের দেশ সুইডেনের সঙ্গেই ন্যাটোতে যোগদানের আবেদন করতে পারে ফিনল্যান্ড। বিশেষ করে নিরাপত্তা বিশ্লেষকদের ধারণা, ইউক্রেন আক্রমণের পর, ন্যাটোর পূর্বমুখী সম্প্রসারণ রুখতে রাশিয়া তার আক্রমণের এলাকা বাড়াতে পারে। নিজেদের নিরাপত্তা নিশ্চিত করতেই নিজেদের দীর্ঘদিনের নিরপেক্ষ অবস্থান ত্যাগ করে ন্যাটোতে যোগদানের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারে দেশ দুটি। তবে মস্কো ফিনল্যান্ডের ঘোষণাকে রাশিয়ার নিরাপত্তার জন্য সরাসরি হুমকি বলে অভিহিত করেছে এবং নিজেদের নিরাপত্তা নিশ্চিতে যে কোনো ‘সামরিক ও প্রযুক্তিগত’ ব্যবস্থা গ্রহণসহ প্রতিশোধের হুমকি দিয়েছে।
তবে ন্যাটোর মহাসচিব জেনস স্টলটেনবার্গ জানিয়েছেন, যে ফিনল্যান্ডকে ন্যাটো ‘উষ্ণতার সঙ্গে স্বাগত জানানো হবে’ এবং দেশটির যোগদান যাতে ‘দ্রুত ও মসৃণ’ হয় তার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ জানিয়েছেন, ন্যাটোতে যোগ দেওয়া বিষয়ে ফিনল্যান্ড যে সিদ্ধান্ত নিয়ে তার প্রতি পূর্ণ সমর্থন করেছেন।
এই নর্ডিক দেশ দুটি স্নায়ুযুদ্ধের সময়কার নিরপেক্ষতা পরিত্যাগ করে ন্যাটোতে যোগদানের সিদ্ধান্ত নিলে তা হবে বিগত কয়েক দশকের মধ্যে ইউরোপীয় অঞ্চলের নিরাপত্তা ব্যবস্থার পরিবর্তনের মধ্যে সবচেয়ে বড় পরিবর্তনগুলোর একটি হবে।
এদিকে, ইউক্রেনের যুদ্ধক্ষেত্রেও বেশ বেকায়দায় রয়েছে রাশিয়া। ইউক্রেনের সেনাবাহিনী দেশটির দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভের আশপাশ থেকে রাশিয়ার সৈন্যদের পশ্চাদপসরণে বাধ্য করেছে।

শিগগিরই সামরিক জোট ন্যাটোতে যোগদানের আবেদন করবে বলে জানিয়েছে ফিনল্যান্ড। তবে ফিনল্যান্ডকে এ ধরনে পদক্ষেপ গ্রহণের ব্যাপারে কড়া হুঁশিয়ারি দিয়েছে রাশিয়া। ফিনল্যান্ড ন্যাটোতে যোগ দিলে সামরিক পদক্ষেপও নিতে পারে বলেও জানিয়েছে। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
ইউরোপের দেশ সুইডেনের সঙ্গেই ন্যাটোতে যোগদানের আবেদন করতে পারে ফিনল্যান্ড। বিশেষ করে নিরাপত্তা বিশ্লেষকদের ধারণা, ইউক্রেন আক্রমণের পর, ন্যাটোর পূর্বমুখী সম্প্রসারণ রুখতে রাশিয়া তার আক্রমণের এলাকা বাড়াতে পারে। নিজেদের নিরাপত্তা নিশ্চিত করতেই নিজেদের দীর্ঘদিনের নিরপেক্ষ অবস্থান ত্যাগ করে ন্যাটোতে যোগদানের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারে দেশ দুটি। তবে মস্কো ফিনল্যান্ডের ঘোষণাকে রাশিয়ার নিরাপত্তার জন্য সরাসরি হুমকি বলে অভিহিত করেছে এবং নিজেদের নিরাপত্তা নিশ্চিতে যে কোনো ‘সামরিক ও প্রযুক্তিগত’ ব্যবস্থা গ্রহণসহ প্রতিশোধের হুমকি দিয়েছে।
তবে ন্যাটোর মহাসচিব জেনস স্টলটেনবার্গ জানিয়েছেন, যে ফিনল্যান্ডকে ন্যাটো ‘উষ্ণতার সঙ্গে স্বাগত জানানো হবে’ এবং দেশটির যোগদান যাতে ‘দ্রুত ও মসৃণ’ হয় তার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ জানিয়েছেন, ন্যাটোতে যোগ দেওয়া বিষয়ে ফিনল্যান্ড যে সিদ্ধান্ত নিয়ে তার প্রতি পূর্ণ সমর্থন করেছেন।
এই নর্ডিক দেশ দুটি স্নায়ুযুদ্ধের সময়কার নিরপেক্ষতা পরিত্যাগ করে ন্যাটোতে যোগদানের সিদ্ধান্ত নিলে তা হবে বিগত কয়েক দশকের মধ্যে ইউরোপীয় অঞ্চলের নিরাপত্তা ব্যবস্থার পরিবর্তনের মধ্যে সবচেয়ে বড় পরিবর্তনগুলোর একটি হবে।
এদিকে, ইউক্রেনের যুদ্ধক্ষেত্রেও বেশ বেকায়দায় রয়েছে রাশিয়া। ইউক্রেনের সেনাবাহিনী দেশটির দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভের আশপাশ থেকে রাশিয়ার সৈন্যদের পশ্চাদপসরণে বাধ্য করেছে।

সিরিয়া সরকার ও কুর্দি পরিচালিত সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেসের (এসডিএফ) মধ্যে আবার উত্তেজনা ছড়িয়ে পড়েছে। কয়েক দিন আগেই তাদের মধ্যে যুদ্ধবিরতির চুক্তি হয়েছিল, সেটি ফের ভেস্তে গেল। এই চুক্তির আওতায় ফোরাত নদীর পশ্চিমাঞ্চল থেকে এসডিএফ বাহিনী সরিয়ে নেওয়ার কথা ছিল।
১ ঘণ্টা আগে
আফগানিস্তানের রাজধানী কাবুলের অত্যন্ত সুরক্ষিত এলাকায় চীনাদের পরিচালিত একটি রেস্তোরাঁয় গতকাল সোমবারের বোমা হামলায় ইসলামিক স্টেটের (আইএস) আফগান শাখা দায় স্বীকার করেছে। এই বিস্ফোরণে সাতজন নিহত এবং এক ডজনেরও বেশি আহত হয়েছে।
২ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফরাসি মদ ও শ্যাম্পেনের ওপর ২০০ শতাংশ শুল্ক আরোপের হুমকি দিয়েছেন। বিশ্বজুড়ে সংঘাত নিরসনের লক্ষ্যে তাঁর প্রস্তাবিত বোর্ড অব পিস বা শান্তি পরিষদে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ যোগ দিতে চাপ দিতেই এই হুমকি দেওয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে, ফরাসি
৫ ঘণ্টা আগে
সংযুক্ত আরব আমিরাত (ইউএই) ইয়েমেনের বন্দরনগরী মুকাল্লার কাছে এক বিমানঘাঁটিতে বিস্ফোরক মজুত করেছে এবং সেখানে একটি গোপন ভূগর্ভস্থ বন্দিশালা পরিচালনা করছে, এমন অভিযোগ করেছেন ইয়েমেন সরকারের এক জ্যেষ্ঠ কর্মকর্তা।
৭ ঘণ্টা আগে