
মধ্য ইউক্রেনের দিনিপ্রোপেত্রোভস্ক অঞ্চলে রুশ বাহিনীর হামলায় অন্তত ১৩ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। স্থানীয় গভর্নর ভ্যালেনতিন রেজনিচেঙ্কো বলেছেন, বুধবার রাতে এ নৃশংস হামলার ঘটনা ঘটেছে। বার্তা সংস্থা এএফপি আজ বৃহস্পতিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
স্থানীয় গভর্নর ভ্যালেনতিন রেজনিচেঙ্কো সামাজিক মাধ্যম টেলিগ্রামে লিখেছেন, এটি ছিল এক ভয়ানক রাত। রুশ বাহিনীর হামলায় ১১ ব্যক্তি নিহত হয়েছেন। দুজন আহত ছিলেন। রাতের মধ্যে তাঁরাও মারা গেছেন।
আঞ্চলিক পরিষদের প্রধান মাইকোলা লুকাশুক বলেছেন, রুশ বাহিনীর দখল করা জাপোরিঝিয়া পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র থেকে দিনিপার নদীর অন্য পাশে মার্গানেট গ্রামে হামলা করা হয়েছে। এই গ্রামের অন্তত ১২ জন নিহত হয়েছেন।
মাইকোলা লুকাশুক আরও বলেছেন, ‘রুশদের হামলায় কয়েকটি প্রশাসনিক ভবন, একটি স্কুল, একটি সাংস্কৃতিক কেন্দ্র ও একটি সিটি কাউন্সিল ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। শহরের বিদ্যুৎ লাইন বিচ্ছিন্ন হয়ে গেছে। এই গ্রামের কয়েক হাজার মানুষ এখন বিদ্যুৎহীন অবস্থায় আছে।’
এদিকে ভ্যালেনতিন রেজনিচেঙ্কো নাগরিকদের অনুরোধ করে বলেছেন, ‘আপনারা বিমান হামলার সাইরেন শোনামাত্র নিরাপদ আশ্রয়ে চলে যাবেন। আপনাদের অনুরোধ করছি, কিছুতেই রুশদের হাতে নিজের জীবন দেবেন না।’
ইউরোপের অন্যতম বৃহত্তম বিদ্যুৎকেন্দ্র জাপোরিঝিয়া প্ল্যান্ট বেশ কয়েক মাস ধরে রুশ সৈন্যরা দখল করে রেখেছে। এখান থেকে হামলা শুরু করায় বিদ্যুৎকেন্দ্রটি আবার নতুন করে লড়াইয়ের কেন্দ্রে চলে এসেছে। বিদ্যুৎকেন্দ্রটির আশপাশ ঘিরে গোলাবর্ষণ শুরু হয়েছে। এই গোলাবর্ষণের ব্যাপারে রাশিয়া ও ইউক্রেন পরস্পর পরস্পরকে দোষারোপ করছে।

মধ্য ইউক্রেনের দিনিপ্রোপেত্রোভস্ক অঞ্চলে রুশ বাহিনীর হামলায় অন্তত ১৩ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। স্থানীয় গভর্নর ভ্যালেনতিন রেজনিচেঙ্কো বলেছেন, বুধবার রাতে এ নৃশংস হামলার ঘটনা ঘটেছে। বার্তা সংস্থা এএফপি আজ বৃহস্পতিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
স্থানীয় গভর্নর ভ্যালেনতিন রেজনিচেঙ্কো সামাজিক মাধ্যম টেলিগ্রামে লিখেছেন, এটি ছিল এক ভয়ানক রাত। রুশ বাহিনীর হামলায় ১১ ব্যক্তি নিহত হয়েছেন। দুজন আহত ছিলেন। রাতের মধ্যে তাঁরাও মারা গেছেন।
আঞ্চলিক পরিষদের প্রধান মাইকোলা লুকাশুক বলেছেন, রুশ বাহিনীর দখল করা জাপোরিঝিয়া পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র থেকে দিনিপার নদীর অন্য পাশে মার্গানেট গ্রামে হামলা করা হয়েছে। এই গ্রামের অন্তত ১২ জন নিহত হয়েছেন।
মাইকোলা লুকাশুক আরও বলেছেন, ‘রুশদের হামলায় কয়েকটি প্রশাসনিক ভবন, একটি স্কুল, একটি সাংস্কৃতিক কেন্দ্র ও একটি সিটি কাউন্সিল ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। শহরের বিদ্যুৎ লাইন বিচ্ছিন্ন হয়ে গেছে। এই গ্রামের কয়েক হাজার মানুষ এখন বিদ্যুৎহীন অবস্থায় আছে।’
এদিকে ভ্যালেনতিন রেজনিচেঙ্কো নাগরিকদের অনুরোধ করে বলেছেন, ‘আপনারা বিমান হামলার সাইরেন শোনামাত্র নিরাপদ আশ্রয়ে চলে যাবেন। আপনাদের অনুরোধ করছি, কিছুতেই রুশদের হাতে নিজের জীবন দেবেন না।’
ইউরোপের অন্যতম বৃহত্তম বিদ্যুৎকেন্দ্র জাপোরিঝিয়া প্ল্যান্ট বেশ কয়েক মাস ধরে রুশ সৈন্যরা দখল করে রেখেছে। এখান থেকে হামলা শুরু করায় বিদ্যুৎকেন্দ্রটি আবার নতুন করে লড়াইয়ের কেন্দ্রে চলে এসেছে। বিদ্যুৎকেন্দ্রটির আশপাশ ঘিরে গোলাবর্ষণ শুরু হয়েছে। এই গোলাবর্ষণের ব্যাপারে রাশিয়া ও ইউক্রেন পরস্পর পরস্পরকে দোষারোপ করছে।

ভেনেজুয়েলার বিরোধীদলীয় নেতা মারিয়া কোরিনা মাচাদো শিগগির দেশে ফেরার ঘোষণা দিয়েছেন এবং যুক্তরাষ্ট্র-সমর্থিত অন্তর্বর্তী প্রেসিডেন্ট হিসেবে সাবেক ভাইস প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজের কর্তৃত্ব প্রত্যাখ্যান করেছেন। নিকোলাস মাদুরোকে ক্ষমতা থেকে জোরপূর্বক সরিয়ে নেওয়ার পর রাজনৈতিক পটপরিবর্তনের মধ্যে দেওয়া
৬ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ক্রমবর্ধমান চাপ ও শুল্ক হুমকির মধ্যেও রাশিয়ার অপরিশোধিত তেল আমদানিতে ভারত এখনো শক্ত অবস্থানে। সাম্প্রতিক ছয় মাসে রাশিয়া থেকে ভারতের তেল আমদানি উল্লেখযোগ্যভাবে কমে গেলেও মোট আমদানির প্রায় এক-চতুর্থাংশ এখনো রুশ তেল থেকেই আসছে।
৬ ঘণ্টা আগে
ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক সামরিক অভিযানের পর লাতিন আমেরিকায় নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। এই প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে প্রকাশ্য চ্যালেঞ্জ জানিয়েছেন কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো। এক কড়া বক্তব্যে তিনি বলেছেন, ‘এসে ধরুন আমাকে। আমি এখানেই আপনাদের জন্য
৮ ঘণ্টা আগে
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতের প্রধানমন্ত্রীকে ‘ভেনেজুয়েলার নিকোলাস মাদুরোর মতো অপহরণ করতে পারেন কি না’—এমন মন্তব্য করে তীব্র বিতর্ক ও সমালোচনার মুখে পড়েছেন ভারতের কংগ্রেস নেতা পৃথ্বীরাজ চবন। সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর এই মন্তব্যকে অনেকেই ‘অবাস্তব’, ‘হাস্যকর’ ও ‘দেশের জন্য অপমানজনক’ বলে
৯ ঘণ্টা আগে