
ইউক্রেন দাবি করেছে, রাশিয়ার সৈন্যরা খেরসন ছেড়ে যাচ্ছে ঠিকই তবে যাওয়ার আগে বুবি ট্র্যাপ তৈরি করে যাচ্ছে। যার ফলে সামরিক বাহিনীর লোক তো বটেই বেসামরিক লোকজনেরও প্রাণহানি হচ্ছে। রাশিয়ার ফেলে যাওয়া বুবি ট্র্যাপ খেরসনকে ‘মৃত্যুর নগরীতে’ পরিণত করেছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির উপদেষ্টা মিখাইলো পদোলিয়াক এক টুইটে বলেছেন, রাশিয়া খেরসনেকে মৃত্যুর নগরীতে পরিণত করতে চায়। স্থানীয় সময় আজ বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে রাশিয়ার সৈন্য প্রত্যাহারের বিষয়টি ভুয়া উল্লেখ করে এই টুইট করেন।
পদোলিয়াক তাঁর টুইটে দাবি করেন, রাশিয়ার সৈন্যরা বাসা-বাড়ি, নালা যেখানে পারছে সবখানেই মাইন পেতে রেখে গেছে। তিনি আরও বলেছেন, ‘রুশ গোলন্দাজ বাহিনীর সদস্যরা নিপার নদীর বাম তীরে গিয়ে অবস্থান নিয়েছে এবং পরিকল্পনা করেছে শহরটিকে ধ্বংসস্তূপে পরিণত করবে।’ পদোলিয়াক আরও বলেন, ‘রাশিয়ার মোতায়েন করা সৈন্যরা খেরসন শহরে এসে লুটপাট করেছে, উৎসব পালন করেছে, মানুষকে হত্যা করেছে, সেগুলো দেখেছে এবং শহরটিকে ধ্বংসস্তূপ বানিয়ে চলে গেছে।
এদিকে, ইউক্রেনের গুরুত্বপূর্ণ শহর খেরসন থেকে সৈন্য প্রত্যাহার শুরু হয়েছে বলে জানিয়েছে রাশিয়া। স্থানীয় সময় আজ বৃহস্পতিবার রাশিয়ার সেনাবাহিনী বিষয়টি জানিয়েছে। গতকাল বুধবার দেওয়া ঘোষণা অনুসারে এই প্রত্যাহার শুরু হয়েছে বলে দাবি করেছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়।
তবে রাশিয়ার ঘোষণা ভুয়া বলে আখ্যা দিয়ে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির উপদেষ্টা মিখাইলো পদোলিয়াক বলেছিলেন তিনি রুশ সৈন্য প্রত্যাহারের কোনো লক্ষণ দেখছেন না। তিনি সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে লিখেছেন, ‘আমরা কোনো লক্ষণ দেখছি না যে—রাশিয়া যুদ্ধ ছাড়াই খেরসন ছেড়ে চলে যাচ্ছে।’

ইউক্রেন দাবি করেছে, রাশিয়ার সৈন্যরা খেরসন ছেড়ে যাচ্ছে ঠিকই তবে যাওয়ার আগে বুবি ট্র্যাপ তৈরি করে যাচ্ছে। যার ফলে সামরিক বাহিনীর লোক তো বটেই বেসামরিক লোকজনেরও প্রাণহানি হচ্ছে। রাশিয়ার ফেলে যাওয়া বুবি ট্র্যাপ খেরসনকে ‘মৃত্যুর নগরীতে’ পরিণত করেছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির উপদেষ্টা মিখাইলো পদোলিয়াক এক টুইটে বলেছেন, রাশিয়া খেরসনেকে মৃত্যুর নগরীতে পরিণত করতে চায়। স্থানীয় সময় আজ বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে রাশিয়ার সৈন্য প্রত্যাহারের বিষয়টি ভুয়া উল্লেখ করে এই টুইট করেন।
পদোলিয়াক তাঁর টুইটে দাবি করেন, রাশিয়ার সৈন্যরা বাসা-বাড়ি, নালা যেখানে পারছে সবখানেই মাইন পেতে রেখে গেছে। তিনি আরও বলেছেন, ‘রুশ গোলন্দাজ বাহিনীর সদস্যরা নিপার নদীর বাম তীরে গিয়ে অবস্থান নিয়েছে এবং পরিকল্পনা করেছে শহরটিকে ধ্বংসস্তূপে পরিণত করবে।’ পদোলিয়াক আরও বলেন, ‘রাশিয়ার মোতায়েন করা সৈন্যরা খেরসন শহরে এসে লুটপাট করেছে, উৎসব পালন করেছে, মানুষকে হত্যা করেছে, সেগুলো দেখেছে এবং শহরটিকে ধ্বংসস্তূপ বানিয়ে চলে গেছে।
এদিকে, ইউক্রেনের গুরুত্বপূর্ণ শহর খেরসন থেকে সৈন্য প্রত্যাহার শুরু হয়েছে বলে জানিয়েছে রাশিয়া। স্থানীয় সময় আজ বৃহস্পতিবার রাশিয়ার সেনাবাহিনী বিষয়টি জানিয়েছে। গতকাল বুধবার দেওয়া ঘোষণা অনুসারে এই প্রত্যাহার শুরু হয়েছে বলে দাবি করেছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়।
তবে রাশিয়ার ঘোষণা ভুয়া বলে আখ্যা দিয়ে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির উপদেষ্টা মিখাইলো পদোলিয়াক বলেছিলেন তিনি রুশ সৈন্য প্রত্যাহারের কোনো লক্ষণ দেখছেন না। তিনি সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে লিখেছেন, ‘আমরা কোনো লক্ষণ দেখছি না যে—রাশিয়া যুদ্ধ ছাড়াই খেরসন ছেড়ে চলে যাচ্ছে।’

গ্রিনল্যান্ডকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও ইউরোপের দেশগুলোর মধ্যে বাণিজ্যিক ও কূটনৈতিক যুদ্ধ এক নতুন উচ্চতায় পৌঁছেছে। আজ সোমবার এক টেলিফোন সাক্ষাৎকারে এনবিসি নিউজ যখন ট্রাম্পকে সরাসরি জিজ্ঞেস করে, তিনি কি সামরিক শক্তি প্রয়োগ করে গ্রিনল্যান্ড দখল করবেন?
৮ ঘণ্টা আগে
টেলিগ্রাফের প্রতিবেদনে বলা হয়েছে, বর্তমানে এই তিন কারাগারে প্রায় ৯ হাজার দুর্ধর্ষ আইএস যোদ্ধা, শামীমা বেগমসহ প্রায় ৪০ হাজার নারী ও শিশু রয়েছে। কোনো কারণে এই তিন কারাগারের নিরাপত্তাব্যবস্থা ভেঙে গেলে এই আইএস যোদ্ধারা মুক্ত হয়ে যাবেন এবং বড় ধরনের ‘সন্ত্রাসী বাহিনী’ হিসেবে তাঁদের পুনরুত্থান ঘটাতে পারেন
৮ ঘণ্টা আগে
চিঠিতে প্রেসিডেন্ট ট্রাম্প লিখেছেন, ‘যেহেতু আপনার দেশ (নরওয়ে) আমাকে আটটির বেশি যুদ্ধ থামানোর পরও নোবেল দেয়নি, তাই আমি আর শান্তির তোয়াক্কা করি না। এখন আমি তা-ই করব, যা যুক্তরাষ্ট্রের জন্য ভালো ও সঠিক।’
১১ ঘণ্টা আগে
আজ সোমবার এক সংবাদ সম্মেলনে তাকাইচি বলেন, ‘এই নির্বাচনের মাধ্যমে আমি প্রধানমন্ত্রী হিসেবে নিজের রাজনৈতিক ভবিষ্যৎ বাজি রাখছি। জনগণ সরাসরি বিচার করুক—তারা আমাকে দেশ পরিচালনার দায়িত্ব দিতে চায় কি না।’
১১ ঘণ্টা আগে