
রুশ সেনাবাহিনীকে ইউক্রেনে হামলা স্থগিত করা নির্দেশ দিয়েছিলেন পুতিন। শুক্রবার ইউক্রেনের সঙ্গে আলোচনা হতে পারে এমন সম্ভাবনা তৈরি হওয়ায় তিনি এই নির্দেশ দিয়েছিলেন। কিন্তু ইউক্রেন সরকার আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করায় আক্রমণ বন্ধের নির্দেশ তুলে নেওয়া হয়। শনিবার রাশিয়ার রাষ্ট্রপতির কার্যালয় ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ এই তথ্য জানিয়েছেন। মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
সিএনএনের ওই প্রতিবেদনে বলা হয়, যুদ্ধ বন্ধে রাশিয়ার তরফ থেকে আলোচনার প্রস্তাবের বিপরীতে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির এক উপদেষ্টা শনিবার ভোরে—ইউক্রেন আলোচনা করতে অস্বীকার করেছে এমন অভিযোগ অস্বীকার করেন।
তবে শনিবার পেসকভ সংবাদ সম্মেলনে বলেন, ‘ইউক্রেনের নেতৃত্বের সঙ্গে আলোচনা চালিয়ে নিতে রুশ সেনাবাহিনীর সর্বাধিনায়ক ও প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সেনাবাহিনীকে ইউক্রেনে সশস্ত্র অভিযান স্থগিত করার নির্দেশ দিয়েছিলেন।’
তিনি আরও বলেন, কিন্তু ইউক্রেন আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করায় পরিকল্পনা অনুযায়ী সামরিক অভিযান আজ আবারও শুরু হয়েছে।’
এ দিকে ইউক্রেনের শহর মেলিতোপোল দখল করতে পারেনি রাশিয়ার বাহিনী। এমনকি রুশ সৈন্যদের কিয়েভে প্রবেশেও প্রবল বাঁধা দিয়েছে ইউক্রেনের সেনাবাহিনী। শনিবার ব্রিটিশ সশস্ত্র বাহিনী বিষয়ক মন্ত্রী জেমস হিপি ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি রেডিওকে দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেছেন।
হিপি বলেছেন, ব্রিটেনের মূল্যায়ন হলো—রাশিয়া বৃহস্পতিবার যে লক্ষ্যে নিয়ে ইউক্রেন আক্রমণ করেছিল তা এখন পর্যন্ত অর্জন করতে পারেনি।
বিবিসি রেডিওকে হিপি বলেন, ‘এমনকি মেলিতোপোল শহর—যা রাশিয়ানরা দখল করেছে বলে দাবি করেছে, কিন্তু তাঁরা এটি প্রমাণ করতে পারবে না। সবই এখনো ইউক্রেনের হাতে রয়েছে। এ ছাড়া কিয়েভের উপকণ্ঠে যে যুদ্ধের কথা বলা হয়েছে, তা মূলত রুশ সেনাবাহিনীর বিশেষ একটি দল ও প্যারাট্রুপারদের অবতরণ।’
তিনি আরও বলেন, ‘বাস্তবতা হলো বেলারুশ থেকে রুশ সেনাবাহিনীর যে সাঁজোয়া বহর নেমে এসে থেকে কিয়েভকে ঘিরে ফেলতে যাচ্ছিল সেগুলো এখনো কিছুটা উত্তরে রয়েছে। ইউক্রেনের সৈন্যরা তাঁদের অবিশ্বাস্যভাবে প্রতিরোধ করেছে।’

রুশ সেনাবাহিনীকে ইউক্রেনে হামলা স্থগিত করা নির্দেশ দিয়েছিলেন পুতিন। শুক্রবার ইউক্রেনের সঙ্গে আলোচনা হতে পারে এমন সম্ভাবনা তৈরি হওয়ায় তিনি এই নির্দেশ দিয়েছিলেন। কিন্তু ইউক্রেন সরকার আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করায় আক্রমণ বন্ধের নির্দেশ তুলে নেওয়া হয়। শনিবার রাশিয়ার রাষ্ট্রপতির কার্যালয় ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ এই তথ্য জানিয়েছেন। মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
সিএনএনের ওই প্রতিবেদনে বলা হয়, যুদ্ধ বন্ধে রাশিয়ার তরফ থেকে আলোচনার প্রস্তাবের বিপরীতে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির এক উপদেষ্টা শনিবার ভোরে—ইউক্রেন আলোচনা করতে অস্বীকার করেছে এমন অভিযোগ অস্বীকার করেন।
তবে শনিবার পেসকভ সংবাদ সম্মেলনে বলেন, ‘ইউক্রেনের নেতৃত্বের সঙ্গে আলোচনা চালিয়ে নিতে রুশ সেনাবাহিনীর সর্বাধিনায়ক ও প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সেনাবাহিনীকে ইউক্রেনে সশস্ত্র অভিযান স্থগিত করার নির্দেশ দিয়েছিলেন।’
তিনি আরও বলেন, কিন্তু ইউক্রেন আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করায় পরিকল্পনা অনুযায়ী সামরিক অভিযান আজ আবারও শুরু হয়েছে।’
এ দিকে ইউক্রেনের শহর মেলিতোপোল দখল করতে পারেনি রাশিয়ার বাহিনী। এমনকি রুশ সৈন্যদের কিয়েভে প্রবেশেও প্রবল বাঁধা দিয়েছে ইউক্রেনের সেনাবাহিনী। শনিবার ব্রিটিশ সশস্ত্র বাহিনী বিষয়ক মন্ত্রী জেমস হিপি ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি রেডিওকে দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেছেন।
হিপি বলেছেন, ব্রিটেনের মূল্যায়ন হলো—রাশিয়া বৃহস্পতিবার যে লক্ষ্যে নিয়ে ইউক্রেন আক্রমণ করেছিল তা এখন পর্যন্ত অর্জন করতে পারেনি।
বিবিসি রেডিওকে হিপি বলেন, ‘এমনকি মেলিতোপোল শহর—যা রাশিয়ানরা দখল করেছে বলে দাবি করেছে, কিন্তু তাঁরা এটি প্রমাণ করতে পারবে না। সবই এখনো ইউক্রেনের হাতে রয়েছে। এ ছাড়া কিয়েভের উপকণ্ঠে যে যুদ্ধের কথা বলা হয়েছে, তা মূলত রুশ সেনাবাহিনীর বিশেষ একটি দল ও প্যারাট্রুপারদের অবতরণ।’
তিনি আরও বলেন, ‘বাস্তবতা হলো বেলারুশ থেকে রুশ সেনাবাহিনীর যে সাঁজোয়া বহর নেমে এসে থেকে কিয়েভকে ঘিরে ফেলতে যাচ্ছিল সেগুলো এখনো কিছুটা উত্তরে রয়েছে। ইউক্রেনের সৈন্যরা তাঁদের অবিশ্বাস্যভাবে প্রতিরোধ করেছে।’

জাতিসংঘের সর্বোচ্চ আদালত আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) আজ সোমবার থেকে মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গা গণহত্যার অভিযোগে দায়ের করা ঐতিহাসিক মামলার পূর্ণাঙ্গ শুনানি শুরু হচ্ছে। পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়া ২০১৯ সালে এই মামলাটি করে।
১ ঘণ্টা আগে
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গতকাল রোববার বলেছেন, ইসলামিক প্রজাতন্ত্র ইরানে ব্যাপক সরকারবিরোধী বিক্ষোভের মধ্যে সামরিক হস্তক্ষেপের হুমকি দেওয়ার পর দেশটির নেতৃত্ব তাঁর সঙ্গে যোগাযোগ করে ‘আলোচনায় বসতে’ চেয়েছে। তবে তিনি এও বলেছেন যে, আলোচনায় বসার আগেই একটা কিছু করে ফেলতে পারেন তিনি।
১ ঘণ্টা আগে
ভারতের কর্ণাটকের বেঙ্গালুরুতে সপ্তাহখানেক আগে এক নারী সফটওয়্যার প্রকৌশলীর মরদেহ উদ্ধার করা হয় তাঁর ভাড়া বাসায়। উদ্ধারের এক সপ্তাহ পর তদন্তকারীরা চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছেন। পুলিশ জানিয়েছে, যৌন হেনস্তার চেষ্টা প্রতিরোধ করায় ১৮ বছর বয়সী এক তরুণ ওই নারীকে হত্যা করেছে।
৩ ঘণ্টা আগে
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড প্রস্তাবিত গাজা যুদ্ধবিরতির প্রথম ধাপের জন্য নির্ধারিত হলুদ রেখা আরও গভীরে ঠেলে দিতে চায় ইসরায়েল। উদ্দেশ্য অবরুদ্ধ ছিটমহলটির আরও ভূখণ্ড নিজের কবজায় নেওয়া। এ লক্ষ্যে আগামী মার্চে দখলদার বাহিনী গাজায় ফের আগ্রাসন শুরু করতে চায়।
৩ ঘণ্টা আগে