
রাশিয়ার মস্কোতে অবস্থিত রেড স্কোয়ারে একটি আইকনিক চার্চের সামনে বক্ষ উন্মুক্ত করে পোজ দিয়েছিলেন ইউক্রেনীয় ‘অনলিফ্যানস’ মডেল ললিতা বোগদানোভা। এমন কাজের জের ধরে বর্তমানে রাশিয়ার ‘মোস্ট ওয়ান্টেড’ তালিকায় রয়েছেন তিনি। আজ বুধবার নিউইয়র্ক পোস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, এ ধরনের বিদ্বেষের বিরুদ্ধে একটি নতুন ক্র্যাকডাউনের অংশ হিসেবে ললিতাকে খুঁজছে ক্রেমলিন।
প্রতিবেদনে বলা হয়েছে, রাশিয়ার দখল করা ইউক্রেনের মাকিভকা অঞ্চলের বাসিন্দা ছিলেন ললিতা। পুরোনো একটি ভিডিওতে দেখা গেছে, ২৪ বছর বয়সী এই মডেল মস্কোর ঐতিহাসিক সেইন্ট বাসিল ক্যাথেড্রালের সামনে বক্ষ উন্মুক্ত করে পোজ দিচ্ছেন। চার্চটি রাশিয়ার জনপ্রিয় পর্যটন আকর্ষণগুলোর মধ্যে অন্যতম।
একাধিক আউটলেটের দেওয়া তথ্য অনুযায়ী, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরুর আগে ২০২১ সালে রেড স্কোয়ারের ওই চার্চের সামনে পোজটি দিয়েছিলেন ললিতা। এমন পোজের কিছু ছবি ও ভিডিও বেশ কয়েকজন রুশ কর্মকর্তাকে ক্ষুব্ধ করেছে। তারাই ললিতাকে খুঁজে বের করার উদ্যোগ নিয়েছে এবং ক্রেমলিনের আন্তর্জাতিক ওয়ান্টেড তালিকায় তাঁর নাম যুক্ত করেছে।
প্রতিবেদনে বলা হয়েছে, ছবিগুলো প্রকাশের পর ধর্মীয় বিশ্বাসকে আঘাতের জন্য ক্ষমা চেয়েছিলেন সেই সময়ে রাশিয়ায় অবস্থান করা ললিতা। দাবি করেছিলেন—ছবিগুলো তিনি নন, বরং অন্য কেউ ইন্টারনেটে ছেড়ে দিয়েছে।
রাশিয়ায় অবস্থান করলেও ললিতাকে সে সময় আটক করা হয়নি। বিষয়টি নিষ্পত্তি না হওয়ার আগ পর্যন্ত রাশিয়ায় থাকার প্রতিশ্রুতি দিয়ে একটি চুক্তিতে স্বাক্ষর করেছিলেন তিনি। তবে সম্প্রতি ইনস্টাগ্রামে শেয়ার করা তাঁর বিভিন্ন ছবি দেখে ধারণা করা হচ্ছে তিনি যুক্তরাষ্ট্রে পালিয়ে গেছেন।
সাম্প্রতিক সময়ে রাশিয়া ধর্ম সহ ঐতিহ্যগত মূল্যবোধের বিষয়ে কড়াকড়ি নীতি গ্রহণ করছে। ভ্লাদিমির পুতিনের ক্ষমতার প্রথম দুই দশকে এ ধরনের প্রবণতা দেখা যায়নি। রুশ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ও এই নীতির বিষয়ে আকস্মিক তাড়ার কারণ ব্যাখ্যা করেনি।

রাশিয়ার মস্কোতে অবস্থিত রেড স্কোয়ারে একটি আইকনিক চার্চের সামনে বক্ষ উন্মুক্ত করে পোজ দিয়েছিলেন ইউক্রেনীয় ‘অনলিফ্যানস’ মডেল ললিতা বোগদানোভা। এমন কাজের জের ধরে বর্তমানে রাশিয়ার ‘মোস্ট ওয়ান্টেড’ তালিকায় রয়েছেন তিনি। আজ বুধবার নিউইয়র্ক পোস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, এ ধরনের বিদ্বেষের বিরুদ্ধে একটি নতুন ক্র্যাকডাউনের অংশ হিসেবে ললিতাকে খুঁজছে ক্রেমলিন।
প্রতিবেদনে বলা হয়েছে, রাশিয়ার দখল করা ইউক্রেনের মাকিভকা অঞ্চলের বাসিন্দা ছিলেন ললিতা। পুরোনো একটি ভিডিওতে দেখা গেছে, ২৪ বছর বয়সী এই মডেল মস্কোর ঐতিহাসিক সেইন্ট বাসিল ক্যাথেড্রালের সামনে বক্ষ উন্মুক্ত করে পোজ দিচ্ছেন। চার্চটি রাশিয়ার জনপ্রিয় পর্যটন আকর্ষণগুলোর মধ্যে অন্যতম।
একাধিক আউটলেটের দেওয়া তথ্য অনুযায়ী, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরুর আগে ২০২১ সালে রেড স্কোয়ারের ওই চার্চের সামনে পোজটি দিয়েছিলেন ললিতা। এমন পোজের কিছু ছবি ও ভিডিও বেশ কয়েকজন রুশ কর্মকর্তাকে ক্ষুব্ধ করেছে। তারাই ললিতাকে খুঁজে বের করার উদ্যোগ নিয়েছে এবং ক্রেমলিনের আন্তর্জাতিক ওয়ান্টেড তালিকায় তাঁর নাম যুক্ত করেছে।
প্রতিবেদনে বলা হয়েছে, ছবিগুলো প্রকাশের পর ধর্মীয় বিশ্বাসকে আঘাতের জন্য ক্ষমা চেয়েছিলেন সেই সময়ে রাশিয়ায় অবস্থান করা ললিতা। দাবি করেছিলেন—ছবিগুলো তিনি নন, বরং অন্য কেউ ইন্টারনেটে ছেড়ে দিয়েছে।
রাশিয়ায় অবস্থান করলেও ললিতাকে সে সময় আটক করা হয়নি। বিষয়টি নিষ্পত্তি না হওয়ার আগ পর্যন্ত রাশিয়ায় থাকার প্রতিশ্রুতি দিয়ে একটি চুক্তিতে স্বাক্ষর করেছিলেন তিনি। তবে সম্প্রতি ইনস্টাগ্রামে শেয়ার করা তাঁর বিভিন্ন ছবি দেখে ধারণা করা হচ্ছে তিনি যুক্তরাষ্ট্রে পালিয়ে গেছেন।
সাম্প্রতিক সময়ে রাশিয়া ধর্ম সহ ঐতিহ্যগত মূল্যবোধের বিষয়ে কড়াকড়ি নীতি গ্রহণ করছে। ভ্লাদিমির পুতিনের ক্ষমতার প্রথম দুই দশকে এ ধরনের প্রবণতা দেখা যায়নি। রুশ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ও এই নীতির বিষয়ে আকস্মিক তাড়ার কারণ ব্যাখ্যা করেনি।

সৌদি আরব সমর্থিত ইয়েমেনি সরকারি বাহিনী সংযুক্ত আরব আমিরাত সমর্থিত বিচ্ছিন্নতাবাদী সাউদার্ন ট্রানজিশনাল কাউন্সিলের (এসটিসি) কাছ থেকে হাজরামাউত ও আল-মাহরা গভর্নরেট পুনর্দখল করেছে। ইয়েমেনে উপসাগরীয় দুই আরব শক্তির মধ্যে চলমান উত্তেজনার মধ্যেই এই ঘটনা ঘটল। খবর আল–জাজিরার।
১২ মিনিট আগে
ইরানে জীবনযাত্রার ব্যয়বৃদ্ধির প্রতিবাদে দেশব্যাপী বিক্ষোভের সময় সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৭ জনে। সর্বশেষ, গত শনিবার বিক্ষোভ দমনে অভিযানের সময় অন্তত চারজন নিহত হয়েছেন বলে জানিয়েছে একটি মানবাধিকার সংস্থা।
২৬ মিনিট আগে
ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে ধরে নিয়ে যাওয়ার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছিলেন, যুক্তরাষ্ট্রই ভেনেজুয়েলা চালাবে। কিন্তু তাঁর এ কথার পুরো উল্টো পথে হাঁটলেন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও।
১ ঘণ্টা আগে
ইংল্যান্ডের ব্র্যাডফোর্ডের হিটন রোডে অবস্থিত জামিয়া উসমানিয়া মসজিদ সোশ্যাল মিডিয়ায় বেশ আলোচিত হচ্ছে। এখানে শুধু নিয়মিত পাঁচ ওয়াক্ত নামাজের জামাতই অনুষ্ঠিত হয় না, পাশাপাশি আধুনিক স্বাস্থ্য সচেতনতার এক বৈশ্বিক কেন্দ্র হিসেবে আলোচনায় উঠে এসেছে এই মসজিদ।
২ ঘণ্টা আগে