
রাশিয়ার একটি অন্যতম বৃহৎ যুদ্ধজাহাজ কৃষ্ণসাগরে ডুবে গেছে বলে জানিয়েছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়। গত বুধবার জাহাজটিতে বিস্ফোরণজনিত কারণে আগুন লাগার পর গতকাল বৃহস্পতিবার এটি ডুবে যায়। বার্তা সংস্থা রয়টার্স ও ব্রিটিশ গণমাধ্যম বিবিসির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
ইউক্রেন দাবি করেছে, মস্কোভা নামের জাহাজটিকে লক্ষ্য করে তারা ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছিল। সে জন্যই জাহাজটিতে বিস্ফোরণের ঘটনা ঘটে এবং অবশেষে ডুবে যায়। তবে রাশিয়া ক্ষেপণাস্ত্র হামলার ব্যাপারে কোনো তথ্য দেয়নি। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, আগুন লাগার পর মস্কোভা গতকাল ডুবে গেছে।
বার্তা সংস্থা রয়টার্স রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে জানিয়েছে, আগুন লাগার পর মস্কোভাকে বন্দরের দিকে নিয়ে যাওয়ার সময় ঝোড়ো আবহাওয়ার মধ্যে সেটি ডুবে যায়।
রাশিয়া এর আগে বলেছিল, গোলাবারুদ বিস্ফোরিত হয়ে আগুন লাগার পর সোভিয়েত যুগের ক্ষেপণাস্ত্র ক্রুজার মস্কোভায় থাকা পাঁচ শতাধিক ক্রুকে সরিয়ে নেওয়া হয়। তবে ইউক্রেনের সামরিক কর্মকর্তারা জানিয়েছেন, তাঁরা নেপচুন অ্যান্টি-শিপ ক্ষেপণাস্ত্র দিয়ে যুদ্ধজাহাজটিতে আঘাত করেছিলেন।
এ ব্যাপারে রাশিয়া বলেছে, তারা বিস্ফোরণের ঘটনাটি তদন্ত করে দেখছে। এদিকে রয়টার্স লিখেছে, জাহাজটি ডুবে গেছে কি না এবং এ সংক্রান্ত তথ্যগুলো এখনো তারা যাচাই করতে পারেনি।
গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেন আগ্রাসনের প্রথম দিনেই মস্কোভা যুদ্ধজাহাজ থেকে কৃষ্ণসাগরে স্নেক আইল্যান্ড রক্ষাকারী ইউক্রেনীয় সীমান্ত সৈন্যদের আত্মসমর্পণের আহ্বান জানানো হয়েছিল। বিস্ফোরকবোঝাই সেই জাহাজ অবশেষে ডুবে গেল।

রাশিয়ার একটি অন্যতম বৃহৎ যুদ্ধজাহাজ কৃষ্ণসাগরে ডুবে গেছে বলে জানিয়েছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়। গত বুধবার জাহাজটিতে বিস্ফোরণজনিত কারণে আগুন লাগার পর গতকাল বৃহস্পতিবার এটি ডুবে যায়। বার্তা সংস্থা রয়টার্স ও ব্রিটিশ গণমাধ্যম বিবিসির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
ইউক্রেন দাবি করেছে, মস্কোভা নামের জাহাজটিকে লক্ষ্য করে তারা ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছিল। সে জন্যই জাহাজটিতে বিস্ফোরণের ঘটনা ঘটে এবং অবশেষে ডুবে যায়। তবে রাশিয়া ক্ষেপণাস্ত্র হামলার ব্যাপারে কোনো তথ্য দেয়নি। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, আগুন লাগার পর মস্কোভা গতকাল ডুবে গেছে।
বার্তা সংস্থা রয়টার্স রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে জানিয়েছে, আগুন লাগার পর মস্কোভাকে বন্দরের দিকে নিয়ে যাওয়ার সময় ঝোড়ো আবহাওয়ার মধ্যে সেটি ডুবে যায়।
রাশিয়া এর আগে বলেছিল, গোলাবারুদ বিস্ফোরিত হয়ে আগুন লাগার পর সোভিয়েত যুগের ক্ষেপণাস্ত্র ক্রুজার মস্কোভায় থাকা পাঁচ শতাধিক ক্রুকে সরিয়ে নেওয়া হয়। তবে ইউক্রেনের সামরিক কর্মকর্তারা জানিয়েছেন, তাঁরা নেপচুন অ্যান্টি-শিপ ক্ষেপণাস্ত্র দিয়ে যুদ্ধজাহাজটিতে আঘাত করেছিলেন।
এ ব্যাপারে রাশিয়া বলেছে, তারা বিস্ফোরণের ঘটনাটি তদন্ত করে দেখছে। এদিকে রয়টার্স লিখেছে, জাহাজটি ডুবে গেছে কি না এবং এ সংক্রান্ত তথ্যগুলো এখনো তারা যাচাই করতে পারেনি।
গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেন আগ্রাসনের প্রথম দিনেই মস্কোভা যুদ্ধজাহাজ থেকে কৃষ্ণসাগরে স্নেক আইল্যান্ড রক্ষাকারী ইউক্রেনীয় সীমান্ত সৈন্যদের আত্মসমর্পণের আহ্বান জানানো হয়েছিল। বিস্ফোরকবোঝাই সেই জাহাজ অবশেষে ডুবে গেল।

মিনেসোটায় মার্কিন সরকারের অভিবাসনবিরোধী অভিযানের বিরুদ্ধে শুরু হওয়া বিক্ষোভ চরম আকার ধারণ করেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আলাস্কাভিত্তিক সেনাবাহিনীর ১১তম এয়ারবোর্ন ডিভিশনের দুটি পদাতিক ব্যাটালিয়নকে ‘প্রিপেয়ার-টু-ডিপ্লয়’ বা মোতায়েনের জন্য প্রস্তুত থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
২ ঘণ্টা আগে
রয়টার্স নয়াদিল্লির একটি জ্যেষ্ঠ সরকারি সূত্রের বরাতে জানিয়েছে, ভারতকে এই বৈশ্বিক শান্তি উদ্যোগের অংশ হওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে। তবে ভারত এই জোটে আনুষ্ঠানিকভাবে যোগ দেবে কি না, তা নিয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত বা প্রতিক্রিয়া জানায়নি দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়।
২ ঘণ্টা আগে
গ্রিনল্যান্ড দখলে বাধা দেওয়ায় ইউরোপের আটটি দেশের ওপর ১০ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্পের এই পদক্ষেপের জবাব দেওয়ার প্রস্তুতি নিচ্ছে ইউরোপীয় ইউনিয়ন।
৫ ঘণ্টা আগে
চীনের প্রস্তাবিত এই দূতাবাস হবে ইউরোপে তাদের বৃহত্তম কূটনৈতিক মিশন। তবে এই প্রকল্পের নকশা নিয়ে নিরাপত্তা বিশেষজ্ঞদের মধ্যে গভীর উদ্বেগ রয়েছে। ২০ হাজার বর্গমিটার এলাকাজুড়ে বিস্তৃত এই কমপ্লেক্স লন্ডনের প্রধান আর্থিক কেন্দ্র ও গুরুত্বপূর্ণ ডেটা কেব্লের খুব কাছে অবস্থিত। বিরোধীদের দাবি, এটি কেবল
৭ ঘণ্টা আগে