
ইউক্রেনের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় রাশিয়ার অন্তত ৬ জন নিহত ও শতাধিক আহত হয়েছেন। এর মধ্যে রুশ অধিকৃত ক্রিমিয়ার বন্দর শহর সেভাস্টিপোলে ইউক্রেনের ছোড়া পাঁচটি ক্ষেপণাস্ত্র গুলি করে ভূপাতিত করার সময় এগুলোর ধ্বংসস্তূপে চাপা পড়ে দুই শিশুসহ পাঁচজন নিহত হয়েছে বলে জানিয়েছেন শহরটির গভর্নর মিখাইল রাজভোজায়েভ।
রাশিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে রাষ্ট্রীয় বার্তা সংস্থা আরআইএ নভোস্তি ১২৪ জন আহত হওয়ার খবর দিয়েছে। বাংলাদেশ সময় রোববার রাতে স্কাই নিউজের এক প্রতিবেদনে একটি ভিডিও প্রকাশ করা হয়েছে। ভিডিওতে বিস্ফোরণের মতো শব্দ শোনা ছাড়াও সেভাস্টিপোলের একটি সৈকতে নারী-পুরুষ ও শিশুদের দৌড়াতে দেখা গেছে।
এদিকে ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ার বেলগোরোদ অঞ্চলে আরও একজন নিহত ও তিনজন আহত হয়েছেন। বেলগোরোদের গ্রেভোরন শহরের আঞ্চলিক গভর্নর ভ্যাচেস্লাভ গ্ল্যাডকভ হতাহতের বিষয়টি নিশ্চিত করেছেন।
সেভাস্টিপোলে বেসামরিক রুশ নাগরিকদের বিরুদ্ধে ইউক্রেনের ক্ষেপণাস্ত্র হামলার জন্য প্রাথমিকভাবে যুক্তরাষ্ট্রকে দায়ী করেছে রুশ কর্তৃপক্ষ। মস্কোর প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তাদের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা দ্বারা ভূপাতিত করা ক্ষেপণাস্ত্রগুলো ক্লাস্টার যুদ্ধাস্ত্রে সজ্জিত ছিল। আর ওই ক্ষেপণাস্ত্রগুলো যুক্তরাষ্ট্রের তৈরি দূরপাল্লার অ্যাটাকমস ক্ষেপণাস্ত্র হিসেবে চিহ্নিত করা হয়েছে।
সেভাস্টিপোলের ক্ষেপণাস্ত্র হামলা সম্পর্কে এক বিবৃতিতে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে—অতএব, সেভাস্টিপোলে বেসামরিক নাগরিকদের ওপর ইচ্ছাকৃত ক্ষেপণাস্ত্র হামলার দায়ভার মূলত ওয়াশিংটনের। ইউক্রেনকে এই অস্ত্রগুলো তারা সরবরাহ করেছে।
ইউক্রেনের কর্মকর্তারা এই হামলা ও হতাহতের বিষয়ে এখনো কোনো মন্তব্য করেননি। সম্প্রতি দেশটিকে আত্মরক্ষার প্রয়োজনে নিজেদের ক্ষেপণাস্ত্র রাশিয়ার অভ্যন্তরে নিক্ষেপ করার অনুমতি দিয়েছিল যুক্তরাষ্ট্র।

ইউক্রেনের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় রাশিয়ার অন্তত ৬ জন নিহত ও শতাধিক আহত হয়েছেন। এর মধ্যে রুশ অধিকৃত ক্রিমিয়ার বন্দর শহর সেভাস্টিপোলে ইউক্রেনের ছোড়া পাঁচটি ক্ষেপণাস্ত্র গুলি করে ভূপাতিত করার সময় এগুলোর ধ্বংসস্তূপে চাপা পড়ে দুই শিশুসহ পাঁচজন নিহত হয়েছে বলে জানিয়েছেন শহরটির গভর্নর মিখাইল রাজভোজায়েভ।
রাশিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে রাষ্ট্রীয় বার্তা সংস্থা আরআইএ নভোস্তি ১২৪ জন আহত হওয়ার খবর দিয়েছে। বাংলাদেশ সময় রোববার রাতে স্কাই নিউজের এক প্রতিবেদনে একটি ভিডিও প্রকাশ করা হয়েছে। ভিডিওতে বিস্ফোরণের মতো শব্দ শোনা ছাড়াও সেভাস্টিপোলের একটি সৈকতে নারী-পুরুষ ও শিশুদের দৌড়াতে দেখা গেছে।
এদিকে ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ার বেলগোরোদ অঞ্চলে আরও একজন নিহত ও তিনজন আহত হয়েছেন। বেলগোরোদের গ্রেভোরন শহরের আঞ্চলিক গভর্নর ভ্যাচেস্লাভ গ্ল্যাডকভ হতাহতের বিষয়টি নিশ্চিত করেছেন।
সেভাস্টিপোলে বেসামরিক রুশ নাগরিকদের বিরুদ্ধে ইউক্রেনের ক্ষেপণাস্ত্র হামলার জন্য প্রাথমিকভাবে যুক্তরাষ্ট্রকে দায়ী করেছে রুশ কর্তৃপক্ষ। মস্কোর প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তাদের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা দ্বারা ভূপাতিত করা ক্ষেপণাস্ত্রগুলো ক্লাস্টার যুদ্ধাস্ত্রে সজ্জিত ছিল। আর ওই ক্ষেপণাস্ত্রগুলো যুক্তরাষ্ট্রের তৈরি দূরপাল্লার অ্যাটাকমস ক্ষেপণাস্ত্র হিসেবে চিহ্নিত করা হয়েছে।
সেভাস্টিপোলের ক্ষেপণাস্ত্র হামলা সম্পর্কে এক বিবৃতিতে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে—অতএব, সেভাস্টিপোলে বেসামরিক নাগরিকদের ওপর ইচ্ছাকৃত ক্ষেপণাস্ত্র হামলার দায়ভার মূলত ওয়াশিংটনের। ইউক্রেনকে এই অস্ত্রগুলো তারা সরবরাহ করেছে।
ইউক্রেনের কর্মকর্তারা এই হামলা ও হতাহতের বিষয়ে এখনো কোনো মন্তব্য করেননি। সম্প্রতি দেশটিকে আত্মরক্ষার প্রয়োজনে নিজেদের ক্ষেপণাস্ত্র রাশিয়ার অভ্যন্তরে নিক্ষেপ করার অনুমতি দিয়েছিল যুক্তরাষ্ট্র।

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শ্রদ্ধা জানাতে আজ বৃহস্পতিবার (১ জানুয়ারি) নয়াদিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশন পরিদর্শন করেছেন ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। মিশন প্রাঙ্গণে রাখা শোক বইয়ে স্বাক্ষর করে তিনি বাংলাদেশের অন্যতম প্রভাবশালী এই রাজনৈতিক
২১ মিনিট আগে
গত বছরের নভেম্বরে ইউরোপের বাইরে ১৯টি দেশের নাগরিকদের সব ধরনের ভিসা আবেদন স্থগিত করে যুক্তরাষ্ট্র। এর মধ্যে গ্রিন কার্ড ও মার্কিন নাগরিকত্বের আবেদনও ছিল। জাতীয় নিরাপত্তা ও জননিরাপত্তার উদ্বেগ দেখিয়ে ট্রাম্প প্রশাসন এ সিদ্ধান্ত নেয়। তালিকায় আফ্রিকার একাধিক দেশও ছিল।
১ ঘণ্টা আগে
ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, নিহত ব্যক্তির নাম আমিরহোসাম খোদায়ারি ফার্দ (২১)। তিনি ইরানের আধা সামরিক বাহিনী বাসিজের সদস্য ছিলেন। তবে বিক্ষোভ দমন করতে গিয়ে তিনি প্রাণ হারান বলে দাবি করা হলেও বার্তা সংস্থা রয়টার্স স্বতন্ত্রভাবে এ তথ্যের সত্যতা যাচাই করতে পারেনি।
২ ঘণ্টা আগে
বিশ্বমঞ্চে আরেকটি গুরুত্বপূর্ণ মাইলফলকে পৌঁছেছে ভারতের অর্থনীতি। দেশটির সরকারের বার্ষিক অর্থনৈতিক পর্যালোচনা অনুযায়ী, মোট দেশজ উৎপাদন (জিডিপি) বিবেচনায় ভারত জাপানকে ছাড়িয়ে বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনীতিতে পরিণত হয়েছে। বর্তমানে ভারতের জিডিপির আকার দাঁড়িয়েছে প্রায় ৪.১৮ ট্রিলিয়ন মার্কিন ডলার।
২ ঘণ্টা আগে