
ইউক্রেনের রাজধানী কিয়েভের একটি শিশু হাসপাতালসহ দেশটির অন্যান্য শহরে একাধিক রুশ ক্ষেপণাস্ত্র হামলায় শিশুসহ অন্তত ৪১ জন নিহত হয়েছে। নিহতদের সবাই বেসামরিক নাগরিক। এ ছাড়া আহত হয়েছে আরও ১৭০ জনের বেশি। কিয়েভ বলছে, বিগত কয়েক মাসের মধ্যে রাশিয়ার তরফ থেকে চালানো হামলাগুলোর মধ্যে এটি সবচেয়ে ভয়াবহ। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
গতকাল সোমবার স্পষ্ট দিবালোকে কিয়েভে ও হাসপাতালটিতে রুশ হামলা চালায়। হামলার পর স্থানীয় অভিভাবকদের নিজ নিজ সন্তানকে সঙ্গে অথবা কোলে করে নিয়ে হাঁটতে হাঁটতে কাঁদতে দেখা যায়। রাশিয়ার ওই হামলায় হাসপাতালটির বড় একটি অংশই বিধ্বস্ত হয়ে যায়। পরে কিয়েভের অধিবাসীরা এসে হাসপাতালটিতে উদ্ধারকাজে যুক্ত হয়।
এক সন্তানের জননী ৩৩ বছরের সভেতলানা ক্রাভচেঙ্কো এই হামলার পর প্রতিক্রিয়া ব্যক্ত করে রয়টার্সকে বলেন, ‘এটি (হামলা) খুবই ভীতিজনক ছিল। আমি শ্বাস নিতে পারছিলাম না, আমি (আমার শিশুকে) ঢেকে রাখার চেষ্টা করছিলাম। আমি তাকে এই কাপড় দিয়ে ঢেকে দেওয়ার চেষ্টা করছিলাম যাতে সে শ্বাস নিতে পারে।’
এদিকে, কিয়েভে রাশিয়ার এই হামলার ব্যাপারে অবগত আছেন ন্যাটো সম্মেলনে যোগ দিতে ওয়াশিংটনে ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ওয়াশিংটনের পথে পোল্যান্ডে যাত্রাবিরতিকালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি জানান, রাশিয়ার এই হামলায় ৩ শিশুসহ অন্তত ৩৭ জন নিহত হয়েছে। আহত হয়েছে ১৭০ জনের বেশি।
তবে কিয়েভ ছাড়াও বিভিন্ন অঞ্চলে রুশ হামলার কারণে এই ৩৭ জনসহ সব মিলিয়ে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪১। যোগাযোগমাধ্যম টেলিগ্রামে নিজের চ্যানেলে জেলেনস্কি লিখেছেন, কিয়েভের শিশু হাসপাতাল, মাতৃত্ব কেন্দ্র, শিশু নার্সারি এবং একটি ব্যবসাকেন্দ্রসহ শতাধিক ঘরবাড়ি ও অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। ইউক্রেনের প্রেসিডেন্ট নিজের টেলিগ্রাম চ্যানেলে আরও লিখেছেন, ‘রুশ সন্ত্রাসীদের অবশ্যই এর জবাব দিতে হবে।’
এদিকে, ইউক্রেনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, ক্রিভি রিহ এবং দিনিপ্রোসহ ইউক্রেনের দুটি পূর্বাঞ্চলীয় শহর রুশ হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে। অপরদিকে, রুশ হামলায় ব্যাপক প্রাণহানির প্রতি সহমর্মিতা জানিয়ে আজ মঙ্গলবারকে শোক দিবস বলে ঘোষণা দিয়েছে ইউক্রেন সরকার।

ইউক্রেনের রাজধানী কিয়েভের একটি শিশু হাসপাতালসহ দেশটির অন্যান্য শহরে একাধিক রুশ ক্ষেপণাস্ত্র হামলায় শিশুসহ অন্তত ৪১ জন নিহত হয়েছে। নিহতদের সবাই বেসামরিক নাগরিক। এ ছাড়া আহত হয়েছে আরও ১৭০ জনের বেশি। কিয়েভ বলছে, বিগত কয়েক মাসের মধ্যে রাশিয়ার তরফ থেকে চালানো হামলাগুলোর মধ্যে এটি সবচেয়ে ভয়াবহ। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
গতকাল সোমবার স্পষ্ট দিবালোকে কিয়েভে ও হাসপাতালটিতে রুশ হামলা চালায়। হামলার পর স্থানীয় অভিভাবকদের নিজ নিজ সন্তানকে সঙ্গে অথবা কোলে করে নিয়ে হাঁটতে হাঁটতে কাঁদতে দেখা যায়। রাশিয়ার ওই হামলায় হাসপাতালটির বড় একটি অংশই বিধ্বস্ত হয়ে যায়। পরে কিয়েভের অধিবাসীরা এসে হাসপাতালটিতে উদ্ধারকাজে যুক্ত হয়।
এক সন্তানের জননী ৩৩ বছরের সভেতলানা ক্রাভচেঙ্কো এই হামলার পর প্রতিক্রিয়া ব্যক্ত করে রয়টার্সকে বলেন, ‘এটি (হামলা) খুবই ভীতিজনক ছিল। আমি শ্বাস নিতে পারছিলাম না, আমি (আমার শিশুকে) ঢেকে রাখার চেষ্টা করছিলাম। আমি তাকে এই কাপড় দিয়ে ঢেকে দেওয়ার চেষ্টা করছিলাম যাতে সে শ্বাস নিতে পারে।’
এদিকে, কিয়েভে রাশিয়ার এই হামলার ব্যাপারে অবগত আছেন ন্যাটো সম্মেলনে যোগ দিতে ওয়াশিংটনে ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ওয়াশিংটনের পথে পোল্যান্ডে যাত্রাবিরতিকালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি জানান, রাশিয়ার এই হামলায় ৩ শিশুসহ অন্তত ৩৭ জন নিহত হয়েছে। আহত হয়েছে ১৭০ জনের বেশি।
তবে কিয়েভ ছাড়াও বিভিন্ন অঞ্চলে রুশ হামলার কারণে এই ৩৭ জনসহ সব মিলিয়ে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪১। যোগাযোগমাধ্যম টেলিগ্রামে নিজের চ্যানেলে জেলেনস্কি লিখেছেন, কিয়েভের শিশু হাসপাতাল, মাতৃত্ব কেন্দ্র, শিশু নার্সারি এবং একটি ব্যবসাকেন্দ্রসহ শতাধিক ঘরবাড়ি ও অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। ইউক্রেনের প্রেসিডেন্ট নিজের টেলিগ্রাম চ্যানেলে আরও লিখেছেন, ‘রুশ সন্ত্রাসীদের অবশ্যই এর জবাব দিতে হবে।’
এদিকে, ইউক্রেনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, ক্রিভি রিহ এবং দিনিপ্রোসহ ইউক্রেনের দুটি পূর্বাঞ্চলীয় শহর রুশ হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে। অপরদিকে, রুশ হামলায় ব্যাপক প্রাণহানির প্রতি সহমর্মিতা জানিয়ে আজ মঙ্গলবারকে শোক দিবস বলে ঘোষণা দিয়েছে ইউক্রেন সরকার।

মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন গাজা যুদ্ধবিরতি চুক্তির দ্বিতীয় ধাপ নিয়ে আলোচনা করতে হামাসের শীর্ষ নেতা ও গাজার অন্যান্য ফিলিস্তিনি সংগঠনের প্রতিনিধিরা মিসরের রাজধানী কায়রোতে অবস্থান করছেন। যুদ্ধবিরতি কার্যত টালমাটাল অবস্থায়। কারণ, ইসরায়েল একের পর এক তা লঙ্ঘন করছে এবং গাজায় গণহত্যামূলক
৪০ মিনিট আগে
যুক্তরাষ্ট্রের মিনেসোটা অঙ্গরাজ্যের মিনিয়াপোলিসে ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট–আইসিই এজেন্টরা একটি গাড়ি থেকে টেনে–হিঁচড়ে বের করে নেওয়ার সময় চিৎকার করতে থাকা যে নারীর ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে, তাঁকে শনাক্ত করা হয়েছে। তিনি একজন প্রযুক্তিবিদ, এলজিবিটি ও বর্ণবৈষম্যবিরোধী অধিকারকর্মী।
১ ঘণ্টা আগে
ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের এক মেডিকেল কলেজ বন্ধ করে দিয়েছে সরকার। মুসলিম শিক্ষার্থীর সংখ্যা বেশি হওয়ায় ডানপন্থী হিন্দু সংগঠনগুলোর টানা প্রতিবাদের পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে মনে করা হচ্ছে। ভারতের চিকিৎসা শিক্ষা ও চিকিৎসা কার্যক্রমের নিয়ন্ত্রক সংস্থা ন্যাশনাল মেডিকেল কমিশন (এনএমসি)...
৩ ঘণ্টা আগে
চীনের সামরিক বাহিনী জানিয়েছে, তারা উন্মুক্ত সাইবারস্পেস থেকে উচ্চমূল্যের সামরিক গোয়েন্দা তথ্য সংগ্রহে কোয়ান্টাম প্রযুক্তি ব্যবহার করছে। চীনের পিপলস লিবারেশন আর্মি (পিএলএ) জানিয়েছে, কোয়ান্টামভিত্তিক ১০টির বেশি পরীক্ষামূলক সাইবার যুদ্ধ সরঞ্জাম বর্তমানে ‘উন্নয়নাধীন।’
৪ ঘণ্টা আগে