
করোনার সংক্রমণ নিয়ন্ত্রণে আনতে লড়াই চালিয়ে যাচ্ছে চীনের সাংহাই শহর কর্তৃপক্ষ। শহরটিতে করোনায় আক্রান্তদের বাড়ি ধাতব বেড়া দিয়ে ঘিরে দেওয়া হচ্ছে। চীনের সামাজিক যোগাযোগমাধ্যমগুলোতে এ নিয়ে তীব্র সমালোচনা হচ্ছে। বলা হচ্ছে, কঠোর লকডাউনের নামে লোহার বেড়া দিয়ে মানুষের সঙ্গে পশুর মতো আচরণ করছে কর্তৃপক্ষ।
ওয়েইবো ও চীনের অন্যান্য সামাজিক যোগাযোগমাধ্যমে এসংক্রান্ত বিভিন্ন ছবি পোস্ট করা হয়েছে। সেখানে দেখা যাচ্ছে, স্বাস্থ্যকর্মীরা সবুজ ধাতব বেড়া দিয়ে বাড়ি ঘিরে দিচ্ছেন, যাতে বাসিন্দারা বের হতে না পারে।
একজন বাসিন্দা যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম নিউ ইয়র্ক পোস্টকে বলেন, ‘ধাতব বেড়া দিয়ে গৃহপালিত পশুর মতো লোকজনকে আটকে রাখা অসম্মানজনক।’
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়, একটি ভবনে একজন করোনা রোগী শনাক্ত করা হলেই সেটি ধাতব বেড়া দিয়ে ঘিরে দেওয়া হচ্ছে।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, গত শনিবার সংহাইয়ে করোনায় ৪০ জনের মৃত্যু হয়। শহরটিতে এটি ছিল করোনায় সর্বোচ্চ মৃত্যু।
এদিকে সাংহাইয়ে যাঁরা করোনায় আক্রান্ত হচ্ছেন, তাঁদের জোরপূর্বক কোয়ারেন্টিন সেন্টারে নিয়ে যাওয়া হচ্ছে। করোনা সংক্রমণের শুরু থেকেই ‘জিরো কোভিড’ নীতি নিয়ে চলছে চীন সরকার। এই নীতি অনুসারে সাংহাইয়ে কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়েছে। রোবট কুকুর ও স্বাস্থ্যকর্মীরা রাস্তায় টহল দিচ্ছে, যাতে লোকেরা তাদের বাড়ি থেকে বের না হতে পারে।
চীনের স্বাস্থ্য কর্মকর্তা প্যাং জিংহুও বার্তা সংস্থা এএফপিকে বলেন, প্রাথমিক পর্যবেক্ষণে দেখা গেছে, কোভিড এক সপ্তাহ ধরে শহরে অদৃশ্যভাবে ছড়িয়ে পড়ছে। বেইজিংয়ের করোনা আক্রান্ত রোগীদের এক চতুর্থাংশের বয়স ৬০ বছরের বেশি। আর সংক্রমিত বয়স্কদের অর্ধেক করোনার টিকা পাননি।

করোনার সংক্রমণ নিয়ন্ত্রণে আনতে লড়াই চালিয়ে যাচ্ছে চীনের সাংহাই শহর কর্তৃপক্ষ। শহরটিতে করোনায় আক্রান্তদের বাড়ি ধাতব বেড়া দিয়ে ঘিরে দেওয়া হচ্ছে। চীনের সামাজিক যোগাযোগমাধ্যমগুলোতে এ নিয়ে তীব্র সমালোচনা হচ্ছে। বলা হচ্ছে, কঠোর লকডাউনের নামে লোহার বেড়া দিয়ে মানুষের সঙ্গে পশুর মতো আচরণ করছে কর্তৃপক্ষ।
ওয়েইবো ও চীনের অন্যান্য সামাজিক যোগাযোগমাধ্যমে এসংক্রান্ত বিভিন্ন ছবি পোস্ট করা হয়েছে। সেখানে দেখা যাচ্ছে, স্বাস্থ্যকর্মীরা সবুজ ধাতব বেড়া দিয়ে বাড়ি ঘিরে দিচ্ছেন, যাতে বাসিন্দারা বের হতে না পারে।
একজন বাসিন্দা যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম নিউ ইয়র্ক পোস্টকে বলেন, ‘ধাতব বেড়া দিয়ে গৃহপালিত পশুর মতো লোকজনকে আটকে রাখা অসম্মানজনক।’
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়, একটি ভবনে একজন করোনা রোগী শনাক্ত করা হলেই সেটি ধাতব বেড়া দিয়ে ঘিরে দেওয়া হচ্ছে।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, গত শনিবার সংহাইয়ে করোনায় ৪০ জনের মৃত্যু হয়। শহরটিতে এটি ছিল করোনায় সর্বোচ্চ মৃত্যু।
এদিকে সাংহাইয়ে যাঁরা করোনায় আক্রান্ত হচ্ছেন, তাঁদের জোরপূর্বক কোয়ারেন্টিন সেন্টারে নিয়ে যাওয়া হচ্ছে। করোনা সংক্রমণের শুরু থেকেই ‘জিরো কোভিড’ নীতি নিয়ে চলছে চীন সরকার। এই নীতি অনুসারে সাংহাইয়ে কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়েছে। রোবট কুকুর ও স্বাস্থ্যকর্মীরা রাস্তায় টহল দিচ্ছে, যাতে লোকেরা তাদের বাড়ি থেকে বের না হতে পারে।
চীনের স্বাস্থ্য কর্মকর্তা প্যাং জিংহুও বার্তা সংস্থা এএফপিকে বলেন, প্রাথমিক পর্যবেক্ষণে দেখা গেছে, কোভিড এক সপ্তাহ ধরে শহরে অদৃশ্যভাবে ছড়িয়ে পড়ছে। বেইজিংয়ের করোনা আক্রান্ত রোগীদের এক চতুর্থাংশের বয়স ৬০ বছরের বেশি। আর সংক্রমিত বয়স্কদের অর্ধেক করোনার টিকা পাননি।

১৯৭০-এর দশকে বিশ্বজুড়ে বাড়তে থাকা সন্ত্রাসবাদ মোকাবিলার জন্য একটি বিশেষায়িত ইউনিটের প্রয়োজনীয়তা অনুভব করে পেন্টাগন। ভিয়েতনাম যুদ্ধের অভিজ্ঞতাসম্পন্ন কর্নেল চার্লস বেকউইথ ব্রিটিশ বিশেষ বাহিনী ‘এসএএস’-এর আদলে ১৯৭৭ সালে এই ডেল্টা ফোর্স গঠন করেন। উত্তর ক্যারোলিনার ফোর্ট ব্র্যাগে এর প্রধান কার্যালয়।
২৮ মিনিট আগে
ভেনেজুয়েলায় বড় ধরনের সামরিক আগ্রাসন চালিয়ে প্রেসিডেন্ট মাদুরো ও তাঁর স্ত্রীকে ধরে নিয়ে যাওয়া হয়েছে বলে দাবি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এটি সত্য হলে সবার দৃষ্টি নিবদ্ধ হবে একটি প্রশ্নে— ভেনেজুয়েলার শাসনভার এখন কার হাতে।
৪৪ মিনিট আগে
ভেনেজুয়েলায় মার্কিন যুক্তরাষ্ট্রের ‘সরাসরি সশস্ত্র আগ্রাসনের’ তীব্র নিন্দা জানিয়েছে রাশিয়া। আজ শনিবার (৩ জানুয়ারি) এক বিবৃতিতে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, প্রেসিডেন্ট ট্রাম্পের নির্দেশে মাদুরোকে অপহরণ করে দেশ থেকে সরিয়ে নেওয়ার ঘটনাটি একটি স্বাধীন দেশের সার্বভৌমত্বের ওপর...
৩ ঘণ্টা আগে
নজিরবিহীন সামরিক আগ্রাসন চালিয়ে স্ত্রীসহ প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে ভেনেজুয়েলা থেকে তুলে নেওয়ার পর তাকে মাদক ও অস্ত্রের মামলায় অভিযুক্ত করেছে যুক্তরাষ্ট্রের আদালত। আজ শনিবার নিউইয়র্কের সাদার্ন ডিস্ট্রিক্ট আদালতে তাকে অভিযুক্ত করা হয় বলে জানান মার্কিন অ্যাটর্নি জেনারেল প্যাম বন্ডি।
৩ ঘণ্টা আগে