
কখনো তাইওয়ানের নিয়ন্ত্রণ নেওয়া হলে সেখানে সৈন্য কিংবা প্রশাসনিক কর্মকর্তা না পাঠানোর প্রতিশ্রুতি দিয়েছিল চীন। সম্প্রতি চীন সেই প্রতিশ্রুতি প্রত্যাহার করে নিয়েছে। স্থানীয় সময় আজ বুধবার বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার চীন প্রকাশিত বেশ কিছু নথিপত্র থেকে এই তথ্য জানা গেছে। ধারণা করা হচ্ছে, এই ঘোষণার মাধ্যমে চীন আগে তাইওয়ানের স্বায়ত্তশাসনের ব্যাপারে যে নমনীয় মনোভাব দেখাত তা আরও কঠোর হতে যাচ্ছে। চীনের প্রেসিডেন্ট সি চিন পিংই এই সিদ্ধান্ত নিয়েছেন বলে জানা গেছে।
তাইওয়ানের বিষয়ে এই সিদ্ধান্ত এমন এক সময়ে এল যার মাত্র একদিন আগে, চীন তাইওয়ানের আশপাশের জলসীমা বেশ কয়েক দিনব্যাপী সরাসরি সামরিক মহড়া চালানো শেষ করে। চীন সব সময়ই তাইওয়ানকে নিজস্ব ভূখণ্ড বলে দাবি করে এসেছে। তবে, সম্প্রতি তাইওয়ানে মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষ হাউস অব রিপ্রেজেনটেটিভসের স্পিকার ন্যান্সি পেলোসির সফরের ফলে চীনের সঙ্গে তাইওয়ান ও যুক্তরাষ্ট্রের বিরোধ তুঙ্গে ওঠে। জবাবে, চীন তাইওয়ানের আশপাশে এক নজিরবিহীন সামরিক মহড়া চালিয়ে এর প্রতিক্রিয়া দেখায়।
এর আগে, চীন ১৯৯৩ এবং ২০০০ সালে দুই দফা শ্বেতপত্র প্রকাশ করেছিল। সেখানে বলা হয়েছিল, বেইজিং যেমনটা চায়—পুনরায় একত্রীকরণ , তা অর্জিত হলে চীন তাইওয়ানের ভূখণ্ডে কখনোই সেনা বা প্রশাসনিক কর্মকর্তা পাঠাবে না।
চীনের এমন অবস্থানের পর বিশ্লেষকেরা ধারণা করছেন, চীন-তাইওয়ান একত্রীকরণের পর তাইওয়ান কতটা স্বায়ত্তশাসন ভোগ করবে সে বিষয়ে কোনো কিছুই উল্লেখ করা হয়নি। এর আগে, চীনের শাসক দল কমিউনিস্ট পার্টি চীন এবং তাইওয়ানের জন্য ‘এক দেশ, দুই নীতি’ প্রস্তাব করেছিল।

কখনো তাইওয়ানের নিয়ন্ত্রণ নেওয়া হলে সেখানে সৈন্য কিংবা প্রশাসনিক কর্মকর্তা না পাঠানোর প্রতিশ্রুতি দিয়েছিল চীন। সম্প্রতি চীন সেই প্রতিশ্রুতি প্রত্যাহার করে নিয়েছে। স্থানীয় সময় আজ বুধবার বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার চীন প্রকাশিত বেশ কিছু নথিপত্র থেকে এই তথ্য জানা গেছে। ধারণা করা হচ্ছে, এই ঘোষণার মাধ্যমে চীন আগে তাইওয়ানের স্বায়ত্তশাসনের ব্যাপারে যে নমনীয় মনোভাব দেখাত তা আরও কঠোর হতে যাচ্ছে। চীনের প্রেসিডেন্ট সি চিন পিংই এই সিদ্ধান্ত নিয়েছেন বলে জানা গেছে।
তাইওয়ানের বিষয়ে এই সিদ্ধান্ত এমন এক সময়ে এল যার মাত্র একদিন আগে, চীন তাইওয়ানের আশপাশের জলসীমা বেশ কয়েক দিনব্যাপী সরাসরি সামরিক মহড়া চালানো শেষ করে। চীন সব সময়ই তাইওয়ানকে নিজস্ব ভূখণ্ড বলে দাবি করে এসেছে। তবে, সম্প্রতি তাইওয়ানে মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষ হাউস অব রিপ্রেজেনটেটিভসের স্পিকার ন্যান্সি পেলোসির সফরের ফলে চীনের সঙ্গে তাইওয়ান ও যুক্তরাষ্ট্রের বিরোধ তুঙ্গে ওঠে। জবাবে, চীন তাইওয়ানের আশপাশে এক নজিরবিহীন সামরিক মহড়া চালিয়ে এর প্রতিক্রিয়া দেখায়।
এর আগে, চীন ১৯৯৩ এবং ২০০০ সালে দুই দফা শ্বেতপত্র প্রকাশ করেছিল। সেখানে বলা হয়েছিল, বেইজিং যেমনটা চায়—পুনরায় একত্রীকরণ , তা অর্জিত হলে চীন তাইওয়ানের ভূখণ্ডে কখনোই সেনা বা প্রশাসনিক কর্মকর্তা পাঠাবে না।
চীনের এমন অবস্থানের পর বিশ্লেষকেরা ধারণা করছেন, চীন-তাইওয়ান একত্রীকরণের পর তাইওয়ান কতটা স্বায়ত্তশাসন ভোগ করবে সে বিষয়ে কোনো কিছুই উল্লেখ করা হয়নি। এর আগে, চীনের শাসক দল কমিউনিস্ট পার্টি চীন এবং তাইওয়ানের জন্য ‘এক দেশ, দুই নীতি’ প্রস্তাব করেছিল।

জাতিসংঘের সর্বোচ্চ বিচারিক সংস্থা আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) সোমবার (১২ জানুয়ারি) গাম্বিয়া অভিযোগ করেছে, মিয়ানমার পরিকল্পিতভাবে সংখ্যালঘু মুসলিম রোহিঙ্গাদের ধ্বংসের লক্ষ্যবস্তুতে পরিণত করেছে এবং তাদের জীবনকে এক ভয়াবহ দুঃস্বপ্নে রূপ দিয়েছে।
১ ঘণ্টা আগে
ইরানে সরকারবিরোধী বিক্ষোভ চলাকালে এক ছাত্রীকে খুব কাছ থেকে মাথায় গুলি করে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে একটি মানবাধিকার সংগঠন। নিহত ওই শিক্ষার্থীর নাম রুবিনা আমিনিয়ান। বয়স ২৩ বছর। তিনি তেহরানের শারিয়াতি কলেজের শিক্ষার্থী ছিলেন এবং টেক্সটাইল ও ফ্যাশন ডিজাইন বিষয়ে পড়াশোনা করছিলেন।
২ ঘণ্টা আগে
সার্জিও গোর ট্রাম্পের অত্যন্ত ঘনিষ্ঠ হিসেবে পরিচিত। তিনি বলেন, ‘আমি প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে সারা বিশ্ব ভ্রমণ করেছি এবং আমি হলফ করে বলতে পারি যে, প্রধানমন্ত্রী মোদির সঙ্গে তাঁর বন্ধুত্ব অত্যন্ত গভীর ও অকৃত্রিম। আমাদের দুই দেশ শুধু অভিন্ন স্বার্থেই নয়, বরং সর্বোচ্চ পর্যায়ের এক দৃঢ় সম্পর্কের...
৩ ঘণ্টা আগে
যাত্রীর নিরাপত্তা নিয়ে গুরুতর প্রশ্নের মুখে পড়তে যাচ্ছে রাইড শেয়ার কোম্পানি উবার। যুক্তরাষ্ট্রের অ্যারিজোনার ফিনিক্সে চলতি সপ্তাহে শুরু হচ্ছে একটি যৌন নিপীড়ন মামলার শুনানি, যেখানে উবারের মাধ্যমে বুক করা গাড়ির চালকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এনেছেন এক নারী।
৫ ঘণ্টা আগে