
জ্বালানি তেল আমদানির ক্ষেত্রে রেকর্ড করেছে চীন। গত জুন মাসে প্রতিদিন ২০ লাখ ব্যারেল তেল রিজার্ভ করে দেশটি নতুন এই রেকর্ড গড়েছে। আর দেশটির এই তেলের মূল উৎসই ছিল রাশিয়া। দেশটি থেকে বেইজিং অনেক সস্তায় তেল কিনে নিজের ভান্ডার পূর্ণ করে রাখছে। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
বার্তা সংস্থা রয়টার্সের জ্বালানি বিশেষজ্ঞ ক্লাইড রাসেল জানিয়েছেন, বিগত তিন বছরের মধ্যে গত মাসেই চীন সবচেয়ে বেশি পরিমাণ জ্বালানি তেল মজুত করেছে। তাঁর মতে, বিশ্বের দ্বিতীয় বৃহত্তম এই জ্বালানি তেল ব্যবহারকারী দেশটি তেল মজুত করার মধ্য দিয়ে ভবিষ্যতের যেকোনো বিপদ থেকে নিজেদের মুক্ত রাখার উদ্যোগ নিচ্ছে।
চীন এমন সময়ে এই রিজার্ভ বাড়াচ্ছে, যার কয়েক দিন আগেই সৌদি আরব স্বেচ্ছায় প্রতিদিন ১০ লাখ ব্যারেল তেল কম উৎপাদন করার ঘোষণা দিয়েছে। বিপরীতে রাশিয়াও তার ‘উরাল ব্লেন্ড’ জ্বালানি তেল খুব সস্তায় ছেড়ে দিচ্ছে—প্রতি ব্যারেল মাত্র ৬০ ডলারে।
চীনা কাস্টমস কর্তৃপক্ষের দেওয়া তথ্যানুসারে, গত মাসে চীনের তেল আমদানি নতুন একটি রেকর্ড করেছে। অন্য যেকোনো সময়ের তুলনায় ৪৫ দশমিক ৩ গুণ বেড়ে জুন মাসে দেশটি প্রতিদিন গড়ে ১ কোটি ২০ লাখ ৬৭ হাজার ব্যারেল জ্বালানি তেল আমদানি করেছে। জুন মাসে সব জ্বালানি চাহিদা মেটানোর পরও দেশটির মোট রিজার্ভ ছিল ৫ কোটি ২০ লাখ ব্যারেল।
বিশ্লেষকেরা বলছেন, চীন মূলত এ কাজ করছে দুটি বিবেচনায়। প্রথমটি হলো—যদি কখনো বিশ্ববাজারে তেলের দাম বাড়ে কিংবা সরবরাহ কমে যায়, তখন ঝুঁকিমুক্ত থাকা এবং দ্বিতীয়ত, প্রয়োজন অনুসারে কখনো কখনো বাজারে মজুতকৃত তেল ছেড়ে দিয়ে মূল্য নিয়ন্ত্রণ করা।
চীন কেবল জ্বালানি তেল কিনেই ক্ষান্ত হয়নি। দেশটি তাদের জ্বালানি তেল পরিশোধনের ব্যবস্থাকেও শক্তিশালী করেছে। গত জুন মাসে দেশটি ১ কোটি ৪০ লাখ ৮৩ হাজার ব্যারেল তেল পরিশোধন করেছে।

জ্বালানি তেল আমদানির ক্ষেত্রে রেকর্ড করেছে চীন। গত জুন মাসে প্রতিদিন ২০ লাখ ব্যারেল তেল রিজার্ভ করে দেশটি নতুন এই রেকর্ড গড়েছে। আর দেশটির এই তেলের মূল উৎসই ছিল রাশিয়া। দেশটি থেকে বেইজিং অনেক সস্তায় তেল কিনে নিজের ভান্ডার পূর্ণ করে রাখছে। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
বার্তা সংস্থা রয়টার্সের জ্বালানি বিশেষজ্ঞ ক্লাইড রাসেল জানিয়েছেন, বিগত তিন বছরের মধ্যে গত মাসেই চীন সবচেয়ে বেশি পরিমাণ জ্বালানি তেল মজুত করেছে। তাঁর মতে, বিশ্বের দ্বিতীয় বৃহত্তম এই জ্বালানি তেল ব্যবহারকারী দেশটি তেল মজুত করার মধ্য দিয়ে ভবিষ্যতের যেকোনো বিপদ থেকে নিজেদের মুক্ত রাখার উদ্যোগ নিচ্ছে।
চীন এমন সময়ে এই রিজার্ভ বাড়াচ্ছে, যার কয়েক দিন আগেই সৌদি আরব স্বেচ্ছায় প্রতিদিন ১০ লাখ ব্যারেল তেল কম উৎপাদন করার ঘোষণা দিয়েছে। বিপরীতে রাশিয়াও তার ‘উরাল ব্লেন্ড’ জ্বালানি তেল খুব সস্তায় ছেড়ে দিচ্ছে—প্রতি ব্যারেল মাত্র ৬০ ডলারে।
চীনা কাস্টমস কর্তৃপক্ষের দেওয়া তথ্যানুসারে, গত মাসে চীনের তেল আমদানি নতুন একটি রেকর্ড করেছে। অন্য যেকোনো সময়ের তুলনায় ৪৫ দশমিক ৩ গুণ বেড়ে জুন মাসে দেশটি প্রতিদিন গড়ে ১ কোটি ২০ লাখ ৬৭ হাজার ব্যারেল জ্বালানি তেল আমদানি করেছে। জুন মাসে সব জ্বালানি চাহিদা মেটানোর পরও দেশটির মোট রিজার্ভ ছিল ৫ কোটি ২০ লাখ ব্যারেল।
বিশ্লেষকেরা বলছেন, চীন মূলত এ কাজ করছে দুটি বিবেচনায়। প্রথমটি হলো—যদি কখনো বিশ্ববাজারে তেলের দাম বাড়ে কিংবা সরবরাহ কমে যায়, তখন ঝুঁকিমুক্ত থাকা এবং দ্বিতীয়ত, প্রয়োজন অনুসারে কখনো কখনো বাজারে মজুতকৃত তেল ছেড়ে দিয়ে মূল্য নিয়ন্ত্রণ করা।
চীন কেবল জ্বালানি তেল কিনেই ক্ষান্ত হয়নি। দেশটি তাদের জ্বালানি তেল পরিশোধনের ব্যবস্থাকেও শক্তিশালী করেছে। গত জুন মাসে দেশটি ১ কোটি ৪০ লাখ ৮৩ হাজার ব্যারেল তেল পরিশোধন করেছে।

মুসলিম ব্রাদারহুডের মিসর ও জর্ডান শাখাকে সন্ত্রাসী সংগঠন হিসেবে এবং লেবাননের শাখাকে আরও কঠোর শ্রেণি ভুক্তি অনুযায়ী ‘বিদেশি সন্ত্রাসী সংগঠন’ হিসেবে ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। মঙ্গলবার (১৩ জানুয়ারি) এই সংক্রান্ত ঘোষণা দেয় মার্কিন পররাষ্ট্র দপ্তর।
৬ ঘণ্টা আগে
ইরানের সঙ্গে বাণিজ্য করা দেশগুলোর ওপর যুক্তরাষ্ট্র ২৫ শতাংশ শুল্ক আরোপ করতে পারে—এমন ঘোষণা দিয়ে নতুন করে আন্তর্জাতিক বাণিজ্য ও ভূরাজনীতিতে আলোড়ন সৃষ্টি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানে সরকারবিরোধী বিক্ষোভ দমন ও মানবাধিকার পরিস্থিতির অবনতির প্রেক্ষাপটে এই হুঁশিয়ারি দিয়েছেন তিনি।
৬ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানে চলমান সরকারবিরোধী বিক্ষোভের প্রেক্ষাপটে দেশটির জনগণের প্রতি বিক্ষোভ চালিয়ে যাওয়ার সরাসরি আহ্বান জানিয়েছেন। তিনি ইরানিদের নিজ নিজ রাষ্ট্রীয় প্রতিষ্ঠান দখল করে নেওয়ার কথা বলেন এবং বিক্ষোভ চালিয়ে যাওয়ার অনুরোধ জানান।
৮ ঘণ্টা আগে
২০২৫ সালে ভারতে সংখ্যালঘুদের বিরুদ্ধে ঘৃণাত্মক বক্তব্যের এক নতুন নজির স্থাপন করেছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক একটি গবেষণা সংস্থা। ওয়াশিংটন ডিসিভিত্তিক ‘সেন্টার ফর দ্য স্টাডি অব অর্গানাইজড হেট’ পরিচালিত ‘ইন্ডিয়া হেট ল্যাব’ (আইএইচএল) এর এক নতুন প্রতিবেদনে বলা হয়েছে—গত বছর জুড়ে ভারতে মুসলিম
৯ ঘণ্টা আগে