
চীনা সংসদের বার্ষিক বৈঠকে নতুন প্রধানমন্ত্রী হিসেবে ৬৩ বছর বয়সী লি কিয়াংকে মনোনীত করেছেন তৃতীয়বারের মতো ক্ষমতায় বসা প্রেসিডেন্ট সি চিনপিং। এর অর্থ হচ্ছে, চীনের নতুন প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন লি কিয়াং। দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়ার বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ গণমাধ্যম দ্য গার্ডিয়ান।
লি কিয়াং বর্তমান প্রধানমন্ত্রী লি কেকিয়াংয়ের স্থলাভিষিক্ত হবেন। লি কেকিয়াং ২০১৩ সাল থেকে চীনের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন। আগামী সোমবার তাঁর মেয়াদ শেষ হবে। তিনি দুই মেয়াদে ১০ বছর চীনের প্রধানমন্ত্রী ছিলেন।
লি কিয়াং চীনের বৃহত্তম শহর সাংহাইয়ের সাবেক কমিউনিস্ট পার্টির প্রধান। তিনি সি চিনপিংয়ের ঘনিষ্ঠ মিত্র হিসেবে পরিচিত। ২০০৪ থেকে ২০০৭ সাল পর্যন্ত তিনি সির চিফ অব স্টাফ হিসেবে দায়িত্ব পালন করেছেন। ওই সময়ে সি চীনের ঝেজিয়াং প্রদেশের কমিউনিস্ট পার্টির সেক্রেটারি ছিলেন।
প্রতি পাঁচ বছর পর কমিউনিস্ট পার্টির কংগ্রেস অনুষ্ঠিত হয়। গত বছরের অক্টোবরে কমিউনিস্ট পার্টি কংগ্রেসের সময় লি কিয়াংকে পলিটব্যুরোর স্থায়ী কমিটির দ্বিতীয় শীর্ষ পদে নিয়োগ দেওয়া হয়। তখনই বোঝা গিয়েছিল লি কিয়াং হতে যাচ্ছেন চীনের পরবর্তী প্রধানমন্ত্রী।
গত এক দশকে সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে নিজের অনুগত ব্যক্তিদের নিয়োগ দিয়েছেন সি চিনপিং। গতকাল শুক্রবার তিনি তৃতীয় মেয়াদে প্রেসিডেন্ট হয়েছেন। ফলে তাঁর ক্ষমতা আরও সুসংহত হয়েছে।
সিনহুয়া জানিয়েছে, আজ শনিবার লি কিয়াংকে প্রধানমন্ত্রী হিসেবে মনোনয়ন দেওয়ার পাশাপাশি লিউ জিনগুওকে ন্যাশনাল কমিশন অব সুপারভিশনের পরিচালক হিসেবে মনোনয়ন দিয়েছেন সি চিনপিং। এ ছাড়া ঝাং জুনকে সুপ্রিম পিপলস কোর্টের প্রেসিডেন্ট প্রার্থী এবং ইং ইয়ংকে প্রকিউরেটর জেনারেলের প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়া হয়েছে।
দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়েছে, বিদায়ী প্রধানমন্ত্রী লি কেকিয়াং অপেক্ষাকৃত উদারপন্থী হিসেবে পরিচিত ছিলেন। তবে প্রেসিডেন্ট সি চিনপিং নানাভাবে তাঁর ক্ষমতা সংকুচিত করেছিলেন। ফলে দুই মেয়াদে ক্ষমতায় থাকলেও তিনি চীনের রাজনৈতিক-সামাজিক পরিসরে খুব একটা পরিবর্তন আনতে পারেননি।

চীনা সংসদের বার্ষিক বৈঠকে নতুন প্রধানমন্ত্রী হিসেবে ৬৩ বছর বয়সী লি কিয়াংকে মনোনীত করেছেন তৃতীয়বারের মতো ক্ষমতায় বসা প্রেসিডেন্ট সি চিনপিং। এর অর্থ হচ্ছে, চীনের নতুন প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন লি কিয়াং। দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়ার বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ গণমাধ্যম দ্য গার্ডিয়ান।
লি কিয়াং বর্তমান প্রধানমন্ত্রী লি কেকিয়াংয়ের স্থলাভিষিক্ত হবেন। লি কেকিয়াং ২০১৩ সাল থেকে চীনের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন। আগামী সোমবার তাঁর মেয়াদ শেষ হবে। তিনি দুই মেয়াদে ১০ বছর চীনের প্রধানমন্ত্রী ছিলেন।
লি কিয়াং চীনের বৃহত্তম শহর সাংহাইয়ের সাবেক কমিউনিস্ট পার্টির প্রধান। তিনি সি চিনপিংয়ের ঘনিষ্ঠ মিত্র হিসেবে পরিচিত। ২০০৪ থেকে ২০০৭ সাল পর্যন্ত তিনি সির চিফ অব স্টাফ হিসেবে দায়িত্ব পালন করেছেন। ওই সময়ে সি চীনের ঝেজিয়াং প্রদেশের কমিউনিস্ট পার্টির সেক্রেটারি ছিলেন।
প্রতি পাঁচ বছর পর কমিউনিস্ট পার্টির কংগ্রেস অনুষ্ঠিত হয়। গত বছরের অক্টোবরে কমিউনিস্ট পার্টি কংগ্রেসের সময় লি কিয়াংকে পলিটব্যুরোর স্থায়ী কমিটির দ্বিতীয় শীর্ষ পদে নিয়োগ দেওয়া হয়। তখনই বোঝা গিয়েছিল লি কিয়াং হতে যাচ্ছেন চীনের পরবর্তী প্রধানমন্ত্রী।
গত এক দশকে সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে নিজের অনুগত ব্যক্তিদের নিয়োগ দিয়েছেন সি চিনপিং। গতকাল শুক্রবার তিনি তৃতীয় মেয়াদে প্রেসিডেন্ট হয়েছেন। ফলে তাঁর ক্ষমতা আরও সুসংহত হয়েছে।
সিনহুয়া জানিয়েছে, আজ শনিবার লি কিয়াংকে প্রধানমন্ত্রী হিসেবে মনোনয়ন দেওয়ার পাশাপাশি লিউ জিনগুওকে ন্যাশনাল কমিশন অব সুপারভিশনের পরিচালক হিসেবে মনোনয়ন দিয়েছেন সি চিনপিং। এ ছাড়া ঝাং জুনকে সুপ্রিম পিপলস কোর্টের প্রেসিডেন্ট প্রার্থী এবং ইং ইয়ংকে প্রকিউরেটর জেনারেলের প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়া হয়েছে।
দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়েছে, বিদায়ী প্রধানমন্ত্রী লি কেকিয়াং অপেক্ষাকৃত উদারপন্থী হিসেবে পরিচিত ছিলেন। তবে প্রেসিডেন্ট সি চিনপিং নানাভাবে তাঁর ক্ষমতা সংকুচিত করেছিলেন। ফলে দুই মেয়াদে ক্ষমতায় থাকলেও তিনি চীনের রাজনৈতিক-সামাজিক পরিসরে খুব একটা পরিবর্তন আনতে পারেননি।

ইরানের রাজধানীর তেহরানের বাসিন্দা ৩৫ বছর বয়সী পারিসা। গত শুক্রবার রাতে বিক্ষোভে যোগ দিয়ে স্লোগান দিচ্ছিলেন ‘স্বৈরাচার নিপাত যাক’। বিক্ষোভ শান্তিপূর্ণ ছিল। হঠাৎ এই বিক্ষোভে গুলি চালান নিরাপত্তা বাহিনীর চার সদস্য। এই বিক্ষোভে কিশোর ছেলেকে সঙ্গে নিয়ে যোগ দিয়েছিলেন এক বাবা। গুলিতে তিনি মারা যান।
২ ঘণ্টা আগে
লস অ্যাঞ্জেলেসের আকাশে দীর্ঘ ৫১ বছর পর দেখা গেল মার্কিন সামরিক বাহিনীর সবচেয়ে সুরক্ষিত ও রহস্যময় বিমান বোয়িং ই-৪বি ‘নাইটওয়াচ’। গত বৃহস্পতিবার (৮ জানুয়ারি) বিকেলে লস অ্যাঞ্জেলেস আন্তর্জাতিক বিমানবন্দরে বিমানটি অবতরণ করে। এরপর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে পারমাণবিক ‘যুদ্ধ আসন্ন কি না’ তা নিয়ে শুরু হয়
৪ ঘণ্টা আগে
ইরানে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে শুরু হওয়া বিক্ষোভ এখন রক্তক্ষয়ী গণ-অভ্যুত্থানে রূপ নিয়েছে। গত দুই সপ্তাহের নজিরবিহীন এই অস্থিরতায় নিহতের সংখ্যা ৫০০ ছাড়িয়ে গেছে বলে দাবি করেছে মানবাধিকার সংস্থা এইচআরএএনএ। এমন পরিস্থিতিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিক্ষোভকারীদের পাশে দাঁড়ানোর ঘোষণা
৪ ঘণ্টা আগে
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানে চলমান সরকারবিরোধী বিক্ষোভের প্রেক্ষাপটে সম্ভাব্য সামরিক হস্তক্ষেপের নানা বিকল্প বিবেচনা করছেন। যুক্তরাষ্ট্রের দুই কর্মকর্তা সিএনএনকে জানিয়েছেন, ইরানি কর্তৃপক্ষ যদি বিক্ষোভকারীদের বিরুদ্ধে প্রাণঘাতী শক্তি প্রয়োগ অব্যাহত রাখে, সে ক্ষেত্রে তেহরানের বিরুদ্ধে...
৫ ঘণ্টা আগে