আজকের পত্রিকা ডেস্ক

জাপানি মাঙ্গা শিল্পী রিও তাতসুকি ‘নতুন বাবা ভাঙ্গা’ নামে পরিচিত। এবার তাঁর একটি ভবিষ্যদ্বাণীকে ঘিরে আতঙ্ক সৃষ্টি হয়েছে জাপানে। ভবিষ্যদ্বাণী অনুযায়ী, একটি ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগ আসন্ন—যা আগামী ৫ জুলাই জাপানে আঘাত হানতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এই সতর্কবার্তা ছড়িয়ে পড়ার পর হংকং থেকে জাপানে যাত্রা বাতিলের হার আশঙ্কাজনকভাবে বেড়েছে এবং পর্যটন খাতে ধস নেমেছে।
১৯৯৯ সালের মাঙ্গা সিরিজ ‘দ্য ফিউচার আই স’-এ তাতসুকি পূর্বাভাস দিয়েছিলেন, ২০২৫ সালের ৫ জুলাই জাপানের উপকূলের কাছে সমুদ্রের তলদেশে ফাটল দেখা দেবে এবং সেখান থেকে উৎপন্ন বিশাল ঢেউ তোহোকু ভূমিকম্পের চেয়েও তিন গুণ বেশি উঁচু হবে। এই সতর্কতা বহু মানুষের মনে ভয় সৃষ্টি করেছে।
এই ভবিষ্যদ্বাণীর প্রেক্ষিতে হংকং এয়ারলাইনস জুলাই ও আগস্ট মাসে দক্ষিণ জাপানের শহর কাগোশিমা ও কুমামোতোতে ফ্লাইট স্থগিত করেছে। প্রতিষ্ঠানটি জানিয়েছে, ভবিষ্যদ্বাণীর বিষয়টি প্রকাশ্যে আসার পর যাত্রীদের আগ্রহ মারাত্মকভাবে কমে গেছে।
এদিকে হংকং থেকে জুনের শেষ ও জুলাইয়ের শুরুতে জাপানগামী ফ্লাইট বুকিং ৮৩ শতাংশ কমেছে বলে জানিয়েছে ব্লুমবার্গ ইন্টেলিজেন্স। এপ্রিল ও মে মাসে বসন্তকালীন ছুটির সময়ও বুকিং ছিল আগের বছরের তুলনায় প্রায় অর্ধেক। হংকংয়ের এক ভ্রমণ সংস্থা জানিয়েছে, অনেকে পূর্ব নির্ধারিত যাত্রা বাতিল বা স্থগিত করছেন।
গ্রেটার বে এয়ারলাইনসের জাপান শাখার জেনারেল ম্যানেজার হিরোকি ইতো বলেছেন, ‘আমরা আশা করেছিলাম ৮০ শতাংশ আসন ভরবে। কিন্তু বুকিং হয়েছে মাত্র ৪০ শতাংশ।’
মিয়াগি প্রশাসনের গভর্নর ইয়োশিহিরো মুরাই জনগণকে গুজবে কান না দেওয়ার আহ্বান জানিয়ে বলেছেন, ‘জাপানিরা দেশ ছেড়ে পালিয়ে যাচ্ছে না। দয়া করে এসব গুজব উপেক্ষা করুন এবং জাপান সফরে আসুন।’
রিও তাতসুকি এর আগেও বহু ভবিষ্যদ্বাণী করেছিলেন, যার মধ্যে উল্লেখযোগ্য হলো—২০১১ সালের তোহোকু ভূমিকম্প ও সুনামি, প্রিন্সেস ডায়ানার মৃত্যু, ফ্রেডি মার্কারির মৃত্যু এবং কোভিড-১৯ মহামারির পূর্বাভাস।
তিনি দাবি করেছিলেন, ২০৩০ সালে কোভিডের চেয়েও ভয়াবহ একটি নতুন মহামারি আসবে।

জাপানি মাঙ্গা শিল্পী রিও তাতসুকি ‘নতুন বাবা ভাঙ্গা’ নামে পরিচিত। এবার তাঁর একটি ভবিষ্যদ্বাণীকে ঘিরে আতঙ্ক সৃষ্টি হয়েছে জাপানে। ভবিষ্যদ্বাণী অনুযায়ী, একটি ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগ আসন্ন—যা আগামী ৫ জুলাই জাপানে আঘাত হানতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এই সতর্কবার্তা ছড়িয়ে পড়ার পর হংকং থেকে জাপানে যাত্রা বাতিলের হার আশঙ্কাজনকভাবে বেড়েছে এবং পর্যটন খাতে ধস নেমেছে।
১৯৯৯ সালের মাঙ্গা সিরিজ ‘দ্য ফিউচার আই স’-এ তাতসুকি পূর্বাভাস দিয়েছিলেন, ২০২৫ সালের ৫ জুলাই জাপানের উপকূলের কাছে সমুদ্রের তলদেশে ফাটল দেখা দেবে এবং সেখান থেকে উৎপন্ন বিশাল ঢেউ তোহোকু ভূমিকম্পের চেয়েও তিন গুণ বেশি উঁচু হবে। এই সতর্কতা বহু মানুষের মনে ভয় সৃষ্টি করেছে।
এই ভবিষ্যদ্বাণীর প্রেক্ষিতে হংকং এয়ারলাইনস জুলাই ও আগস্ট মাসে দক্ষিণ জাপানের শহর কাগোশিমা ও কুমামোতোতে ফ্লাইট স্থগিত করেছে। প্রতিষ্ঠানটি জানিয়েছে, ভবিষ্যদ্বাণীর বিষয়টি প্রকাশ্যে আসার পর যাত্রীদের আগ্রহ মারাত্মকভাবে কমে গেছে।
এদিকে হংকং থেকে জুনের শেষ ও জুলাইয়ের শুরুতে জাপানগামী ফ্লাইট বুকিং ৮৩ শতাংশ কমেছে বলে জানিয়েছে ব্লুমবার্গ ইন্টেলিজেন্স। এপ্রিল ও মে মাসে বসন্তকালীন ছুটির সময়ও বুকিং ছিল আগের বছরের তুলনায় প্রায় অর্ধেক। হংকংয়ের এক ভ্রমণ সংস্থা জানিয়েছে, অনেকে পূর্ব নির্ধারিত যাত্রা বাতিল বা স্থগিত করছেন।
গ্রেটার বে এয়ারলাইনসের জাপান শাখার জেনারেল ম্যানেজার হিরোকি ইতো বলেছেন, ‘আমরা আশা করেছিলাম ৮০ শতাংশ আসন ভরবে। কিন্তু বুকিং হয়েছে মাত্র ৪০ শতাংশ।’
মিয়াগি প্রশাসনের গভর্নর ইয়োশিহিরো মুরাই জনগণকে গুজবে কান না দেওয়ার আহ্বান জানিয়ে বলেছেন, ‘জাপানিরা দেশ ছেড়ে পালিয়ে যাচ্ছে না। দয়া করে এসব গুজব উপেক্ষা করুন এবং জাপান সফরে আসুন।’
রিও তাতসুকি এর আগেও বহু ভবিষ্যদ্বাণী করেছিলেন, যার মধ্যে উল্লেখযোগ্য হলো—২০১১ সালের তোহোকু ভূমিকম্প ও সুনামি, প্রিন্সেস ডায়ানার মৃত্যু, ফ্রেডি মার্কারির মৃত্যু এবং কোভিড-১৯ মহামারির পূর্বাভাস।
তিনি দাবি করেছিলেন, ২০৩০ সালে কোভিডের চেয়েও ভয়াবহ একটি নতুন মহামারি আসবে।

ইরানে গত রাতের দেশজুড়ে বিক্ষোভ চলাকালে রাষ্ট্রীয় দমনপীড়ন ও সহিংসতার মাত্রা খুবই তীব্র ছিল বলে জানিয়েছে বিবিসি পারসিয়ান। বিভিন্ন শহর থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে সংবাদ সংস্থাটি বলছে, নিরাপত্তা বাহিনীর গুলিতে অনেক বিক্ষোভকারী নিহত ও আহত হয়েছেন।
৭ ঘণ্টা আগে
দেশজুড়ে সরকারবিরোধী বিক্ষোভ ছড়িয়ে পড়ার পর জাতীয় পর্যায়ে ইন্টারনেট সংযোগ বন্ধের সিদ্ধান্ত নেওয়ার কথা আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছে ইরান সরকার। শুক্রবার (৯ জানুয়ারি) রাতে ইরানের যোগাযোগ মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, দেশের ‘বর্তমান পরিস্থিতির’ কারণে নিরাপত্তা কর্তৃপক্ষের সিদ্ধান্তে এই ইন্টারনেট...
৮ ঘণ্টা আগে
কঠোর নিরাপত্তা অভিযান ও দমন–পীড়নের পরও শুক্রবার রাতে (১৩ তম দিন) আবারও ব্যাপক বিক্ষোভ ছড়িয়ে পড়েছে ইরানের রাজধানী তেহরানে। প্রত্যক্ষদর্শীদের বর্ণনায় উঠে এসেছে, শহরের বিভিন্ন এলাকায় হাজার হাজার মানুষ রাস্তায় নেমে এসে সরকারবিরোধী স্লোগান দিচ্ছে এবং নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে জড়িয়েছে।
৮ ঘণ্টা আগে
ইরানে চলমান সরকারবিরোধী বিক্ষোভে এখন পর্যন্ত অন্তত ৪৮ বিক্ষোভকারী নিহত হয়েছেন বলে দাবি করেছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো। একই সঙ্গে নিহত হয়েছেন ১৪ নিরাপত্তা সদস্য; এমন তথ্য জানিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্ট নিউজ এজেন্সি (এইচআরএএনএ)।
৮ ঘণ্টা আগে