
দক্ষিণ কোরিয়ায় ছারপোকার উপদ্রবে অতিষ্ঠ জনগণ। দেশজুড়ে উদ্বেগ কমাতে এবং ছারপোকার উপদ্রব নিয়ন্ত্রণে সরকার কাজ করছে বলে বিবিসি জানিয়েছে।
স্থানীয় সংবাদমাধ্যমের বরাতে বিবিসির খবরে বলা হয়, ৫ নভেম্বরে রাজধানী সিউল, বুসান ও ইনচিওনের অন্তত ১৭টি স্থানে ছারপোকার উপদ্রব ছড়ানোর খবর পাওয়া গেছে।
ছারপোকা দমনে শুধু সিউলের জন্য ৫০ কোটি ওন (কোরিয়ান মুদ্রা) বাজেট করেছে এবং জরুরি বাহিনী তৈরি করেছে। দক্ষিণ কোরিয়ার আগেও ফ্রান্স ও যুক্তরাজ্যে ছারপোকার উপদ্রবের কথা বেশ আলোচনায় আসে। সেসব দেশেও ছারপোকা জনগণের মধ্যে বেশ আতঙ্ক ও অসন্তোষ তৈরি করে।
এর আগে সেপ্টেম্বরে দক্ষিণ কোরিয়ার দক্ষিণ-পশ্চিমাঞ্চলের দায়েগু শহরের বিশ্ববিদ্যালয়ে ছারপোকার হঠাৎ উপদ্রবের কথা উঠে আসে। এরপর বিভিন্ন পর্যটন এলাকায় ও জনশৌচাগারে রক্তচোষা পোকাগুলোর দেখা মেলে।
ছারপোকার ভয়ে দক্ষিণ কোরিয়ায় অনেক সিনেমা হল বা গণপরিবহন এড়িয়ে চলছে জনসাধারণ।
ইডেইলিনিউজের প্রতিবেদনে বলা হয়, আপাতত কাপড়ের তৈরি আসনবিশিষ্ট সাবওয়ে ট্রেনে যাতায়াত এড়িয়ে চলছেন ৩৪ বছর বয়সী সিউলের বাসিন্দা চই। এমনকি তিনি ছারপোকার ভয়ে সারা ঘরে কীটনাশক ছিটাচ্ছেন।
আরেক প্রতিবেদনে বলা হয়, সিও নামের আরেকজন বাসিন্দা আপাতত ছারপোকার ভয়ে তাঁর বান্ধবীসহ ঘরেই অবস্থান করছেন।
এর আগে ১৯৬০-এর দশকে দক্ষিণ কোরিয়ায় ছারপোকা দমন করার জন্য দেশব্যাপী নির্মূল অভিযান চালানো হয়। ছারপোকা কোনো ধরনের রোগ না ছড়ালেও এর কামড়ের কারণে তীব্র চুলকানি হতে পারে। স্বস্তি পেতে চুলকানোর কারণে ক্ষতের সৃষ্টি হতে পারে এবং তা থেকে সংক্রমণ বা দাগ হতে পারে।
রক্তচোষা এ কীটগুলো উড়তে না পারলেও বিছানা তোশক বা গদির মধ্যে বাসা বেঁধে থাকে। এগুলো মানসিক চাপেরও সৃষ্টি করে। যাঁরা ছারপোকার কামড়ে সংক্রমিত, তাঁরা প্রায়ই অস্বস্তি, উদ্বেগ ও নিদ্রাহীনতায় ভুগছেন।
স্থানীয় সংবাদমাধ্যম বলছে, ছারপোকার কামড় পরীক্ষা করতে ও প্রতিকারে প্রয়োজনীয় পদক্ষেপের পরামর্শ নিতে সিউলের বাসিন্দারা গণস্বাস্থ্যকেন্দ্রে ছুটছেন।
সিউলের মেট্রোপলিটন সরকার স্যানিটারি ব্যবস্থা যাচাই করার জন্য হোটেল ও স্নানাগারসহ প্রায় ৩ হাজার ২০০ গণপরিষেবা পরিদর্শনের সিদ্ধান্ত নিয়েছে। এ ছাড়া ছারপোকা নিয়ন্ত্রণের জন্য সবচেয়ে কার্যকর উপায় বের করতে বিশেষজ্ঞদের সঙ্গেও সরকার বসবে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।
সাধারণ কাপড়ের আসনের পরিবর্তে সাবওয়েগুলোতে হট-স্টিম ফ্যাব্রিক ব্যবহারের পরিকল্পনা করছে সিউল।

দক্ষিণ কোরিয়ায় ছারপোকার উপদ্রবে অতিষ্ঠ জনগণ। দেশজুড়ে উদ্বেগ কমাতে এবং ছারপোকার উপদ্রব নিয়ন্ত্রণে সরকার কাজ করছে বলে বিবিসি জানিয়েছে।
স্থানীয় সংবাদমাধ্যমের বরাতে বিবিসির খবরে বলা হয়, ৫ নভেম্বরে রাজধানী সিউল, বুসান ও ইনচিওনের অন্তত ১৭টি স্থানে ছারপোকার উপদ্রব ছড়ানোর খবর পাওয়া গেছে।
ছারপোকা দমনে শুধু সিউলের জন্য ৫০ কোটি ওন (কোরিয়ান মুদ্রা) বাজেট করেছে এবং জরুরি বাহিনী তৈরি করেছে। দক্ষিণ কোরিয়ার আগেও ফ্রান্স ও যুক্তরাজ্যে ছারপোকার উপদ্রবের কথা বেশ আলোচনায় আসে। সেসব দেশেও ছারপোকা জনগণের মধ্যে বেশ আতঙ্ক ও অসন্তোষ তৈরি করে।
এর আগে সেপ্টেম্বরে দক্ষিণ কোরিয়ার দক্ষিণ-পশ্চিমাঞ্চলের দায়েগু শহরের বিশ্ববিদ্যালয়ে ছারপোকার হঠাৎ উপদ্রবের কথা উঠে আসে। এরপর বিভিন্ন পর্যটন এলাকায় ও জনশৌচাগারে রক্তচোষা পোকাগুলোর দেখা মেলে।
ছারপোকার ভয়ে দক্ষিণ কোরিয়ায় অনেক সিনেমা হল বা গণপরিবহন এড়িয়ে চলছে জনসাধারণ।
ইডেইলিনিউজের প্রতিবেদনে বলা হয়, আপাতত কাপড়ের তৈরি আসনবিশিষ্ট সাবওয়ে ট্রেনে যাতায়াত এড়িয়ে চলছেন ৩৪ বছর বয়সী সিউলের বাসিন্দা চই। এমনকি তিনি ছারপোকার ভয়ে সারা ঘরে কীটনাশক ছিটাচ্ছেন।
আরেক প্রতিবেদনে বলা হয়, সিও নামের আরেকজন বাসিন্দা আপাতত ছারপোকার ভয়ে তাঁর বান্ধবীসহ ঘরেই অবস্থান করছেন।
এর আগে ১৯৬০-এর দশকে দক্ষিণ কোরিয়ায় ছারপোকা দমন করার জন্য দেশব্যাপী নির্মূল অভিযান চালানো হয়। ছারপোকা কোনো ধরনের রোগ না ছড়ালেও এর কামড়ের কারণে তীব্র চুলকানি হতে পারে। স্বস্তি পেতে চুলকানোর কারণে ক্ষতের সৃষ্টি হতে পারে এবং তা থেকে সংক্রমণ বা দাগ হতে পারে।
রক্তচোষা এ কীটগুলো উড়তে না পারলেও বিছানা তোশক বা গদির মধ্যে বাসা বেঁধে থাকে। এগুলো মানসিক চাপেরও সৃষ্টি করে। যাঁরা ছারপোকার কামড়ে সংক্রমিত, তাঁরা প্রায়ই অস্বস্তি, উদ্বেগ ও নিদ্রাহীনতায় ভুগছেন।
স্থানীয় সংবাদমাধ্যম বলছে, ছারপোকার কামড় পরীক্ষা করতে ও প্রতিকারে প্রয়োজনীয় পদক্ষেপের পরামর্শ নিতে সিউলের বাসিন্দারা গণস্বাস্থ্যকেন্দ্রে ছুটছেন।
সিউলের মেট্রোপলিটন সরকার স্যানিটারি ব্যবস্থা যাচাই করার জন্য হোটেল ও স্নানাগারসহ প্রায় ৩ হাজার ২০০ গণপরিষেবা পরিদর্শনের সিদ্ধান্ত নিয়েছে। এ ছাড়া ছারপোকা নিয়ন্ত্রণের জন্য সবচেয়ে কার্যকর উপায় বের করতে বিশেষজ্ঞদের সঙ্গেও সরকার বসবে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।
সাধারণ কাপড়ের আসনের পরিবর্তে সাবওয়েগুলোতে হট-স্টিম ফ্যাব্রিক ব্যবহারের পরিকল্পনা করছে সিউল।

ভারতের নয়ডায় ৭০ ফুট গভীর গর্তে ডুবে এক যুবকের মৃত্যু হয়েছে। প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, নিহত ওই যুবক ঘণ্টার পর ঘণ্টা সাহায্যের জন্য চিৎকার করলেও উদ্ধারকর্মীরা পানি ‘খুব ঠান্ডা’ এই অজুহাত দেখিয়ে তাঁকে উদ্ধারের জন্য নামেননি। ইন্ডিপেনডেন্টের প্রতিবেদনে জানা যায়, গত শুক্রবার এই দুর্ঘটনা ঘটে।
৪ মিনিট আগে
ডোনাল্ড ট্রাম্প গ্রিনল্যান্ড দখলের পরিকল্পনা নিয়ে আবারও আগ্রাসী অবস্থান নেওয়ায়, এক ডেনিশ আইনপ্রণেতা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের প্রতি নিজের ক্ষোভ প্রকাশ করে ভাইরাল হয়েছেন। ইউরোপীয় ইউনিয়নের আইনসভা ইউরোপীয় পার্লামেন্টে সাম্প্রতিক এক বিতর্কে পার্লামেন্ট সদস্য আন্দার্স ভিস্তিসেন সরাসরি ট্রাম্পকে উদ্দেশ
৮ মিনিট আগে
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গ্রিনল্যান্ডের নিয়ন্ত্রণ নেওয়ার হুমকি আরও জোরালো করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি বলেছেন, গ্রিনল্যান্ডের নিয়ন্ত্রণ গ্রহণের পথ থেকে যুক্তরাষ্ট্রের ‘পিছু হটার সুযোগ নেই’ এবং ‘গ্রিনল্যান্ড অত্যন্ত গুরুত্বপূর্ণ।’
২ ঘণ্টা আগে
অধিকৃত পূর্ব জেরুজালেমে জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থীবিষয়ক সংস্থার (ইউএনআরডব্লিউএ) সদর দপ্তর গতকাল মঙ্গলবার ভেঙে দিয়েছে ইসরায়েলি বাহিনী। ইসরায়েলের জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন-গভিরের নেতৃত্বে স্থানীয় সময় সকাল প্রায় ৭টায় ইসরায়েলি বাহিনী ওই কম্পাউন্ডে অভিযান চালায়। অভিযান শেষে মূল ভবনের ওপর
৩ ঘণ্টা আগে