পঞ্চায়েত ভোটের প্রার্থীর দেওয়া ভেজাল মদপানে পাঁচজনের মৃত্যু হয়েছে এবং আরও কয়েকজন অসুস্থ হয়েছেন। এ ঘটনায় হাসপাতালে ভর্তি হওয়া কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে পুলিশ।
গতকাল শনিবার ভারতের উত্তরাখণ্ড রাজ্যের হরিদ্বার শহরের ফুলগড় ও শিবগড় নামের দুটি গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় নিহতরা হলেন রাজু, আম্রপাল, ভোলা, মনোজ ও কাকা।
পিটিআইয়ের বরাত দিয়ে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে এই তথ্য জানায়।
পাথরি থানার স্টেশন হাউস কর্মকর্তা জানান, ফুলগড় ও শিবগড় গ্রামে নির্বাচন স্থগিত করা হয়েছে। এ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুজনক গ্রেপ্তার করেছে পুলিশ।
এদিকে মুখ্যমন্ত্রীর কার্যালয় থেকে একটি প্রতিবেদনে বলা হয়েছে, প্রাথমিক তদন্তে মৃত্যুর কারণ হিসেবে ভেজাল মদপানের বিষয়টি পাওয়া যায়নি। রাজ্য সরকার বিষয়টি নিয়ে আদালতে প্রমাণের জন্য তদন্তের নির্দেশ দিয়েছে।
অন্যদিকে হরিদ্বারের সিনিয়র পুলিশ সুপার (এসএসপি) যোগেন্দ্র যাদব জানিয়েছেন, ভেজাল মদপানে ফুলগড় গ্রামের রাজু, আম্রপাল ও ভোলা এবং শিবগড় গ্রামের মনোজ ও কাকার মৃত্যু হয়। এতে আরও কয়েকজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এসএসপি জানান, মদের গুণমান খতিয়ে দেখা হচ্ছে। মৃত্যুর কারণ অতিরিক্ত মদ্যপান কি না, সেটিও খতিয়ে দেখা হচ্ছে।
যাদব আরও জানান, পঞ্চায়েত নির্বাচনের একজন প্রার্থী গ্রামবাসীদের মধ্যে মদ বিতরণ করেছিলেন। তাঁকে শনাক্ত করার চেষ্টা চলছে।
তিনি আরও বলেন, ঘটনার সঙ্গে জড়িত দুজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং পাথরি থানার এসএইচও রবীন্দ্র সিংকে বরখাস্ত করা হয়েছে।
এদিকে বিষয়টি নিয়ে তদন্ত করবেন হরিদ্বারের সাবডিভিশনাল ম্যাজিস্ট্রেট পুরম সিং রানা। এ বিষয়ে ১৫ দিনের মধ্যে তিনি একটি প্রতিবেদন জমা দেবেন।
উল্লেখ্য, ২০১৯ সালে হরিদ্বারের পাঁচটি গ্রামে ভেজাল মদ খেয়ে ৪০ জনের মৃত্যু হয়।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইউক্রেন যুদ্ধের অবসান হওয়াই রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের প্রতি তাঁর মূল বার্তা। সুইজারল্যান্ডের দাভোসে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলদিমির জেলেনস্কির সঙ্গে বৈঠকের পর বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সাংবাদিকদের এই কথা জানান ট্রাম্প। তিনি জানান, জেলেনস্কির...
৩০ মিনিট আগে
গত ১ ডিসেম্বর ঢাকায় নারী সাংবাদিকদের সঙ্গে এক রুদ্ধদার বৈঠকে মার্কিন কূটনীতিক বলেন, বাংলাদেশ ‘ইসলামঘেঁষা’ হয়ে উঠেছে এবং আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনে জামায়াতে ইসলামীর ফলাফল অতীতের যেকোনো সময়ের চেয়ে ভালো হবে। ওই কূটনীতিক বলেন, ‘আমরা চাই তারা আমাদের বন্ধু হোক।’
১ ঘণ্টা আগে
ট্রাম্পের আমন্ত্রণে সাড়া দিয়ে ইতিমধ্যে ২৫টির বেশি দেশ এই বোর্ডে যোগদানের বিষয়ে নিশ্চিত করেছে। তাদের মধ্যে উল্লেখযোগ্য হলো মধ্যপ্রাচ্য ও আরব বিশ্বের সৌদি আরব, কাতার, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, জর্ডান, মিসর ও তুরস্ক। এশিয়ার মধ্যে পাকিস্তান, ইন্দোনেশিয়া, ভিয়েতনাম, মঙ্গোলিয়া, কাজাখস্তান ও উজবেকিস্তান।
২ ঘণ্টা আগে
জম্মু ও কাশ্মীরের ডোডা জেলায় এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ১০ ভারতীয় সেনার মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে ভাদেরওয়াহ-চাম্বা আন্তরাজ্য সড়কের ৯ হাজার ফুট উচ্চতাবিশিষ্ট খানি টপ এলাকায় ১৭ থেকে ২১ জন জওয়ানকে বহনকারী একটি বুলেটপ্রুফ সাঁজোয়া সমতল থেকে উঁচু চৌকির দিকে যাচ্ছিল।
৩ ঘণ্টা আগে