
ফিলিপাইনের ক্যাসিনো খাতে আগামী পাঁচ বছরে দেশি-বিদেশি প্রতিষ্ঠানগুলো ৬০০ কোটি ডলার বিনিয়োগ করবে বলে আশা করছে দেশটি। গেমিং নিয়ন্ত্রক সংস্থার প্রধান বলছেন, ক্রমবর্ধমান প্রতিযোগিতার বাজারে এ বিনিয়োগ এশিয়ার শীর্ষ জুয়া গন্তব্যের মধ্যে ফিলিপাইনের অবস্থান আরও জোরদার হবে।
দেশটিতে এক বছর পর পর অন্তত একটি নতুন ক্যাসিনো রিসোর্ট খোলা হবে বলে জানিয়েছেন ফিলিপাইন অ্যামিউজমেন্ট অ্যান্ড গেমিং কর্প চেয়ারম্যান আলেহান্দ্রো টেংকো। আজ মঙ্গলবার তিনি বলেন, রাজধানীর ম্যানিলার বাইরে সাবেক মার্কিন সামরিক ঘাঁটি হিসেবে ব্যবহৃত এলাকা ক্লার্ক ও দেশের মধ্যাঞ্চলীয় এলাকা কেবুতে এসব ক্যাসিনো রিসোর্ট নির্মাণ করা হবে।
বার্তা সংস্থা রয়টার্সকে টেংকো বলেন, ‘নতুন ক্যাসিনো খোলার এবং ইলেকট্রনিক গেমিং সেগমেন্টের সম্প্রসারণের কারণে আমাদের অর্থনৈতিক প্রবৃদ্ধি অব্যাহত থাকবে।’ ২০২৭ সাল নাগাদ ফিলিপাইন মোট গেমিং রাজস্বে (জিজিআর) ৮০০ থেকে ৯০০ কোটি ডলারের লক্ষ্যমাত্রা অর্জন করবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি, যা প্রত্যাশার চেয়ে এক বছর আগেই।
সরকারি তথ্য অনুসারে, ২০২৩ সালে ফিলিপাইন মোট জিজিআরে রেকর্ড ৫১০ কোটি ডলার আয় করে। করোনা মহামারির কারণে চীনে কড়াকড়ি আরোপের পর জাপান, দক্ষিণ কোরিয়া ও সিঙ্গাপুর এবং ফিলিপাইনের জুয়া খেলোয়াড়েরা চীনাদের জায়গা দখল করে নেয়।
টেংকো বলেন, এ কারণে ব্লুমবেরি রিসোর্টস, জাপানের ইউনিভার্সাল এন্টারটেইনমেন্ট, ফিলিপাইনের এসএম ইনভেস্টমেন্ট ও অ্যালায়েন্স গ্লোবাল গ্রুপের মতো ক্যাসিনো পরিচালকেরা গত বছর ভালো আয় করতে পেরেছে।
ফিলিপাইনের ফ্রিহুইলিং গেমিং শিল্পটি জাপান ও থাইল্যান্ডের সঙ্গে আঞ্চলিক প্রতিযোগিতার জন্য প্রস্তুত হচ্ছে। জাপানে এই প্রথম কোনো ক্যাসিনোকে অনুমোদন দেওয়া হয়েছে এবং থাইল্যান্ডে ক্যাসিনোকে আবারও বৈধতা দেওয়া নিয়ে বিবেচনা করা হচ্ছে।
টেংকো বলেন, ‘আমাদের এই খাত শক্তিশালী ও দৃঢ় করার জন্য প্রায় পাঁচ থেকে ছয় বছর সময় আছে, যেন যখন তারা ক্যাসিনো খুলবে, আমরা তত দিনে পরিপক্ব হয়ে উঠি।’

ফিলিপাইনের ক্যাসিনো খাতে আগামী পাঁচ বছরে দেশি-বিদেশি প্রতিষ্ঠানগুলো ৬০০ কোটি ডলার বিনিয়োগ করবে বলে আশা করছে দেশটি। গেমিং নিয়ন্ত্রক সংস্থার প্রধান বলছেন, ক্রমবর্ধমান প্রতিযোগিতার বাজারে এ বিনিয়োগ এশিয়ার শীর্ষ জুয়া গন্তব্যের মধ্যে ফিলিপাইনের অবস্থান আরও জোরদার হবে।
দেশটিতে এক বছর পর পর অন্তত একটি নতুন ক্যাসিনো রিসোর্ট খোলা হবে বলে জানিয়েছেন ফিলিপাইন অ্যামিউজমেন্ট অ্যান্ড গেমিং কর্প চেয়ারম্যান আলেহান্দ্রো টেংকো। আজ মঙ্গলবার তিনি বলেন, রাজধানীর ম্যানিলার বাইরে সাবেক মার্কিন সামরিক ঘাঁটি হিসেবে ব্যবহৃত এলাকা ক্লার্ক ও দেশের মধ্যাঞ্চলীয় এলাকা কেবুতে এসব ক্যাসিনো রিসোর্ট নির্মাণ করা হবে।
বার্তা সংস্থা রয়টার্সকে টেংকো বলেন, ‘নতুন ক্যাসিনো খোলার এবং ইলেকট্রনিক গেমিং সেগমেন্টের সম্প্রসারণের কারণে আমাদের অর্থনৈতিক প্রবৃদ্ধি অব্যাহত থাকবে।’ ২০২৭ সাল নাগাদ ফিলিপাইন মোট গেমিং রাজস্বে (জিজিআর) ৮০০ থেকে ৯০০ কোটি ডলারের লক্ষ্যমাত্রা অর্জন করবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি, যা প্রত্যাশার চেয়ে এক বছর আগেই।
সরকারি তথ্য অনুসারে, ২০২৩ সালে ফিলিপাইন মোট জিজিআরে রেকর্ড ৫১০ কোটি ডলার আয় করে। করোনা মহামারির কারণে চীনে কড়াকড়ি আরোপের পর জাপান, দক্ষিণ কোরিয়া ও সিঙ্গাপুর এবং ফিলিপাইনের জুয়া খেলোয়াড়েরা চীনাদের জায়গা দখল করে নেয়।
টেংকো বলেন, এ কারণে ব্লুমবেরি রিসোর্টস, জাপানের ইউনিভার্সাল এন্টারটেইনমেন্ট, ফিলিপাইনের এসএম ইনভেস্টমেন্ট ও অ্যালায়েন্স গ্লোবাল গ্রুপের মতো ক্যাসিনো পরিচালকেরা গত বছর ভালো আয় করতে পেরেছে।
ফিলিপাইনের ফ্রিহুইলিং গেমিং শিল্পটি জাপান ও থাইল্যান্ডের সঙ্গে আঞ্চলিক প্রতিযোগিতার জন্য প্রস্তুত হচ্ছে। জাপানে এই প্রথম কোনো ক্যাসিনোকে অনুমোদন দেওয়া হয়েছে এবং থাইল্যান্ডে ক্যাসিনোকে আবারও বৈধতা দেওয়া নিয়ে বিবেচনা করা হচ্ছে।
টেংকো বলেন, ‘আমাদের এই খাত শক্তিশালী ও দৃঢ় করার জন্য প্রায় পাঁচ থেকে ছয় বছর সময় আছে, যেন যখন তারা ক্যাসিনো খুলবে, আমরা তত দিনে পরিপক্ব হয়ে উঠি।’

ভেনেজুয়েলার বিরোধীদলীয় নেতা মারিয়া কোরিনা মাচাদো শিগগির দেশে ফেরার ঘোষণা দিয়েছেন এবং যুক্তরাষ্ট্র-সমর্থিত অন্তর্বর্তী প্রেসিডেন্ট হিসেবে সাবেক ভাইস প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজের কর্তৃত্ব প্রত্যাখ্যান করেছেন। নিকোলাস মাদুরোকে ক্ষমতা থেকে জোরপূর্বক সরিয়ে নেওয়ার পর রাজনৈতিক পটপরিবর্তনের মধ্যে দেওয়া
৫ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ক্রমবর্ধমান চাপ ও শুল্ক হুমকির মধ্যেও রাশিয়ার অপরিশোধিত তেল আমদানিতে ভারত এখনো শক্ত অবস্থানে। সাম্প্রতিক ছয় মাসে রাশিয়া থেকে ভারতের তেল আমদানি উল্লেখযোগ্যভাবে কমে গেলেও মোট আমদানির প্রায় এক-চতুর্থাংশ এখনো রুশ তেল থেকেই আসছে।
৬ ঘণ্টা আগে
ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক সামরিক অভিযানের পর লাতিন আমেরিকায় নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। এই প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে প্রকাশ্য চ্যালেঞ্জ জানিয়েছেন কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো। এক কড়া বক্তব্যে তিনি বলেছেন, ‘এসে ধরুন আমাকে। আমি এখানেই আপনাদের জন্য
৭ ঘণ্টা আগে
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতের প্রধানমন্ত্রীকে ‘ভেনেজুয়েলার নিকোলাস মাদুরোর মতো অপহরণ করতে পারেন কি না’—এমন মন্তব্য করে তীব্র বিতর্ক ও সমালোচনার মুখে পড়েছেন ভারতের কংগ্রেস নেতা পৃথ্বীরাজ চবন। সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর এই মন্তব্যকে অনেকেই ‘অবাস্তব’, ‘হাস্যকর’ ও ‘দেশের জন্য অপমানজনক’ বলে
৮ ঘণ্টা আগে