‘অনলি-ফ্যানস’ খুলে দিয়েছে চীন, বেকারদের হাসি-ঠাট্টা

অনলাইন ডেস্ক    
Thumbnail image
ছবি: সিএনএন

অনলি-ফ্যানস যৌন বিষয়বস্তুর জন্য বেশি পরিচিত হলেও, আয়ের জন্য এই প্ল্যাটফর্মে সংগীত বা ফিটনেস ভিডিও সহ বিভিন্ন কনটেন্ট পোস্ট করা হয়। আজ বৃহস্পতিবার সিএনএন জানিয়েছে, বিশ্বব্যাপী জনপ্রিয় সাবস্ক্রিপশন-ভিত্তিক ওয়েবসাইট ‘অনলি-ফ্যানস’ এখন চীন থেকেও প্রবেশযোগ্য।

এর আগে লন্ডন-ভিত্তিক এই মাধ্যমটি চীনা সরকারের সেন্সরশিপের কারণে দেশটিতে ব্লক ছিল।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীরাই প্রথম দাবি করে, সাইটটি চীনে কাজ করছে। বৃহস্পতিবার সিএনএন এই বিষয়ে নিশ্চিত হয়।

এক প্রতিবেদনে মার্কিন সংবাদমাধ্যমটি জানিয়েছে, চীন থেকেও এখন অনলি-ফ্যানসের অ্যাকাউন্ট দেখা যাচ্ছে। চীনের ইন্টারনেট স্বাধীনতা পর্যবেক্ষণকারী একটি সংস্থা জানিয়েছে, গত ২৯ নভেম্বর থেকে চীনে আনব্লক হয়েছে সাইটটি।

শুরুর দিকে কিছু সময়ের জন্য সাইটটি চীনে অ্যাক্সেসযোগ্য ছিল। ধারণা করা হচ্ছে, এখন থেকে দীর্ঘ সময়ের জন্যই এই ওয়েবসাইটটি চীনে উন্মুক্ত হয়েছে।

কড়াকড়ি সেন্সরশিপের মাধ্যমে চীনের সরকার হাজার হাজার ওয়েবসাইট ব্লক করে রেখেছে। এর মধ্যে পর্নোগ্রাফি দেখানো সাইটগুলোও অন্তর্ভুক্ত। পর্নোগ্রাফি চীনে সম্পূর্ণ নিষিদ্ধ এবং দেশটির সরকার এই বিষয়ে শূন্য-সহনশীলতার নীতি অবলম্বন করছে।

সিএনএন জানিয়েছে, অনলি-ফ্যানস চীনে অ্যাক্সেসযোগ্য হওয়ার খবরে অনলাইনে নানা প্রতিক্রিয়া দেখা গেছে। চীনা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম উইবোতে অনেকেই মজার ছলে বলেছেন—এটি যেন নতুন স্নাতকদের জন্য চাকরির সুযোগ তৈরির একটি মহৎ উদ্যোগ।

একজন লিখেছেন, ‘এটা কি আরেকটা কর্মসংস্থানের উদ্যোগ নয়?’

আরেকজন মন্তব্য করেছেন, ‘এই কোম্পানি কনটেন্ট ক্রিয়েটরদের আয়ের ৯০ ভাগ ফেরত দেয়। এটা কি আসল চাকরির চেয়ে ভালো নয়?’

চীনের বেকারত্ব সম্পর্কে জানা যায়, গত অক্টোবরে ১৬ থেকে ২৪ বছর বয়সী শিক্ষার্থীরা ছাড়া দেশটির তরুণদের মধ্যে বেকারত্বের হার ছিল ১৭.১ শতাংশ। তবে এই হার গত আগস্টে প্রকাশিত উচ্চ হার থেকে কিছুটা কম। গত বছর দেশটিতে যুব বেকারত্বের হার রেকর্ড উচ্চতায় পৌঁছেছিল।

গত বছর অনলি-ফ্যানস পর্নোগ্রাফি-মুক্ত অনলাইন স্ট্রিমিং সেবাও চালু করেছিল, যেখানে কৌতুক ও ক্রীড়া বিষয়ক অনুষ্ঠানগুলো অন্তর্ভুক্ত আছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত