
দক্ষিণ কোরিয়ার বিমানবাহিনীর দুটি প্রশিক্ষণ উড়োজাহাজের মুখোমুখি সংঘর্ষে অন্তত চারজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। উড়োজাহাজ দুটি দক্ষিণ কোরিয়ার একটি সামরিক ঘাঁটির কাছেই বিধ্বস্ত হয়। বিধ্বস্ত হওয়া দুটি উড়োজাহাজই দক্ষিণ কোরিয়ার নিজস্ব প্রযুক্তিতে তৈরি কেটি-১ সিরিজের প্রশিক্ষণ উড়োজাহাজ। শুক্রবার সংবাদ সংস্থা রয়টার্সের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
দেশটির বিমানবাহিনীর কর্মকর্তারা এক বিবৃতিতে জানিয়েছেন, উড়োজাহাজ দুটি তাঁদের একটি ঘাঁটির কাছে বিধ্বস্ত হয় এবং এতে চারজন নিহত হন। কর্মকর্তারা আরও জানান, উড়োজাহাজ দুটি দক্ষিণ-পূর্ব শহর সাচিওনের একটি বিমানঘাঁটি থেকে একটির পর একটি উড্ডয়ন করে। প্রথম উড়োজাহাজটি উড্ডয়নের প্রায় পাঁচ মিনিট পরে সাচিওন ঘাঁটি থেকে প্রায় ছয় কিলোমিটার দক্ষিণে দ্বিতীয় উড়োজাহাজের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।
দুই ব্যক্তি—একজন প্রশিক্ষক পাইলট এবং একজন প্রশিক্ষক দুটি কেটি-১ উড়োজাহাজের প্রতিটিতে ছিলেন। বিমানবাহিনীর বিবৃতিতে বলা হয়েছে, চারজনই উড়োজাহাজ থেকে বের হয়ে গেলেও পরে মৃত অবস্থায় পাওয়া যায়। নিহত চারজনের দুজন ফার্স্ট লেফটেন্যান্ট এবং তাদের প্রশিক্ষক হিসেবে চিহ্নিত, দুজনেই বিমানবাহিনীর বেসামরিক কর্মচারী।
বিমানবাহিনী বলেছে, তারা সংঘর্ষের কারণ অনুসন্ধান করতে একটি টাস্কফোর্স গঠন করবে। স্থানীয় সরকারি কর্মকর্তাদের বরাত দিয়ে স্থানীয় ইয়োনহাপ নিউজ এজেন্সি জানিয়েছে, ১৩০ জন সৈন্য, ৯৫ জন পুলিশ কর্মকর্তা এবং ৬০ জন ফায়ার সার্ভিস কর্মকর্তা ও তিনটি হেলিকপ্টার দুর্ঘটনাস্থলে অনুসন্ধান শুরু করেছে।
বিমানবাহিনী জানিয়েছে, বিধ্বস্ত হওয়ার ফলে মাটিতে কোনো বেসামরিক হতাহতের ঘটনা ঘটেনি। তবে কোনো বেসামরিক সম্পত্তির ক্ষতি হয়েছে কি না, তা নির্ধারণ করার চেষ্টা করা হচ্ছে।
সাচিওনের পুলিশ কর্মকর্তা লি সিওং-গাইয়ং বলেছেন, ‘একটি যাত্রীবাহী গাড়িও উড়োজাহাজ দুটির ধ্বংসস্তূপের সঙ্গে সংঘর্ষের কারণে বিধ্বস্ত হয়েছে।’

দক্ষিণ কোরিয়ার বিমানবাহিনীর দুটি প্রশিক্ষণ উড়োজাহাজের মুখোমুখি সংঘর্ষে অন্তত চারজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। উড়োজাহাজ দুটি দক্ষিণ কোরিয়ার একটি সামরিক ঘাঁটির কাছেই বিধ্বস্ত হয়। বিধ্বস্ত হওয়া দুটি উড়োজাহাজই দক্ষিণ কোরিয়ার নিজস্ব প্রযুক্তিতে তৈরি কেটি-১ সিরিজের প্রশিক্ষণ উড়োজাহাজ। শুক্রবার সংবাদ সংস্থা রয়টার্সের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
দেশটির বিমানবাহিনীর কর্মকর্তারা এক বিবৃতিতে জানিয়েছেন, উড়োজাহাজ দুটি তাঁদের একটি ঘাঁটির কাছে বিধ্বস্ত হয় এবং এতে চারজন নিহত হন। কর্মকর্তারা আরও জানান, উড়োজাহাজ দুটি দক্ষিণ-পূর্ব শহর সাচিওনের একটি বিমানঘাঁটি থেকে একটির পর একটি উড্ডয়ন করে। প্রথম উড়োজাহাজটি উড্ডয়নের প্রায় পাঁচ মিনিট পরে সাচিওন ঘাঁটি থেকে প্রায় ছয় কিলোমিটার দক্ষিণে দ্বিতীয় উড়োজাহাজের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।
দুই ব্যক্তি—একজন প্রশিক্ষক পাইলট এবং একজন প্রশিক্ষক দুটি কেটি-১ উড়োজাহাজের প্রতিটিতে ছিলেন। বিমানবাহিনীর বিবৃতিতে বলা হয়েছে, চারজনই উড়োজাহাজ থেকে বের হয়ে গেলেও পরে মৃত অবস্থায় পাওয়া যায়। নিহত চারজনের দুজন ফার্স্ট লেফটেন্যান্ট এবং তাদের প্রশিক্ষক হিসেবে চিহ্নিত, দুজনেই বিমানবাহিনীর বেসামরিক কর্মচারী।
বিমানবাহিনী বলেছে, তারা সংঘর্ষের কারণ অনুসন্ধান করতে একটি টাস্কফোর্স গঠন করবে। স্থানীয় সরকারি কর্মকর্তাদের বরাত দিয়ে স্থানীয় ইয়োনহাপ নিউজ এজেন্সি জানিয়েছে, ১৩০ জন সৈন্য, ৯৫ জন পুলিশ কর্মকর্তা এবং ৬০ জন ফায়ার সার্ভিস কর্মকর্তা ও তিনটি হেলিকপ্টার দুর্ঘটনাস্থলে অনুসন্ধান শুরু করেছে।
বিমানবাহিনী জানিয়েছে, বিধ্বস্ত হওয়ার ফলে মাটিতে কোনো বেসামরিক হতাহতের ঘটনা ঘটেনি। তবে কোনো বেসামরিক সম্পত্তির ক্ষতি হয়েছে কি না, তা নির্ধারণ করার চেষ্টা করা হচ্ছে।
সাচিওনের পুলিশ কর্মকর্তা লি সিওং-গাইয়ং বলেছেন, ‘একটি যাত্রীবাহী গাড়িও উড়োজাহাজ দুটির ধ্বংসস্তূপের সঙ্গে সংঘর্ষের কারণে বিধ্বস্ত হয়েছে।’

ভেনেজুয়েলায় মার্কিন সামরিক অভিযান ও প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটকের পর আটলান্টিকের দুই তীরের সম্পর্কের ফাটল এখন প্রকাশ্যে। জার্মানির প্রেসিডেন্ট ফ্রাঙ্ক ভাল্টার স্টাইনমায়ার মার্কিন পররাষ্ট্রনীতির কড়া সমালোচনা করে বলেছেন, ওয়াশিংটনের বর্তমান আচরণ বিশ্বব্যবস্থাকে একটি ‘ডাকাতের আস্তানায়’ পরিণত...
৭ ঘণ্টা আগে
ইরানে চলমান বিক্ষোভের প্রেক্ষাপটে দেশটির শাসকগোষ্ঠী সম্ভাব্য অস্থিতিশীল পরিস্থিতির জন্য বিদেশে বিকল্প পরিকল্পনা (কনটিনজেন্সি প্ল্যান) প্রস্তুত করছে কি না—এ নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে জল্পনা তীব্র হয়েছে। একাধিক পশ্চিমা গণমাধ্যম ও রাজনৈতিক সূত্রে উঠে আসা প্রতিবেদনে বলা হচ্ছে, ইরানের নেতৃত্ব সম্পদ...
৮ ঘণ্টা আগে
জাহাজটি আগে ‘বেলা-১’ নামে পরিচিত ছিল এবং গায়ানার পতাকাবাহী হিসেবে চলাচল করত। মার্কিন কোস্ট গার্ডের নজরদারি এড়াতে কয়েক সপ্তাহ ধরে জাহাজটি সাগরে লুকোচুরি খেলছিল। এমনকি নজরদারি এড়াতে জাহাজটির গায়ে নতুন রং মাখিয়ে ‘মেরিনেরা’ নাম দেওয়া হয় এবং রাশিয়ার পতাকা ব্যবহার শুরু করা হয়।
৯ ঘণ্টা আগে
রেনি নিকোল গুড ওল্ড ডোমিনিয়ন ইউনিভার্সিটি থেকে ইংরেজি সাহিত্যে স্নাতক ডিগ্রি অর্জন করেন। ২০২০ সালে ‘একাডেমি অব আমেরিকান পোয়েটস’ থেকে তিনি একটি আন্ডারগ্র্যাজুয়েট পুরস্কারও জিতেছিলেন।
৯ ঘণ্টা আগে