
আফগানিস্তানের রাজধানী কাবুলের দুটি উচ্চবিদ্যালয়ে আজ মঙ্গলবার পর পর তিনটি ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে ছয়জন নিহত এবং ১১ জন আহত হয়েছে। দেশটির পুলিশ কর্মকর্তাদের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
কাবুল পুলিশের মুখপাত্র খালিদ জাদরান বলেছেন, ‘কাবুলের উচ্চবিদ্যালেয় তিনটি বিস্ফোরণ ঘটেছে। আমাদের শিয়া সম্প্রদায়ের বেশ কয়েকজন হতাহত হয়েছেন।’ এদিকে স্থানীয় হাসপাতালের নার্সিং বিভাগের প্রধান (নাম প্রকাশে অনিচ্ছুক) বলেছেন, ‘বিস্ফোরণে অন্তত চারজন নিহত হয়েছেন। আহত হয়েছন প্রায় ১৪ জন।’
বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, রাজধানীর পশ্চিমাঞ্চলীয় এলাকার আবদুল রহিম শহীদ উচ্চবিদ্যালয়ের বাইরে দুটি ইম্প্রোভাইজড বিস্ফোরক ডিভাইস রাখা হয়েছিল। একজন প্রত্যক্ষদর্শী বলেছেন, শিক্ষার্থীরা যখন তাদের সকালের ক্লাস থেকে বের হচ্ছিল, তখন বিস্ফোরণ ঘটে।
এদিকে ভারতীয় বার্তা সংস্থা এএনআই এক প্রতিবেদনে জানিয়েছে, কাবুলের পশ্চিমাঞ্চলে অবস্থিত বিদ্যালয়টির নাম মুমতাজ স্কুল। প্রথম হামলাটি সেখানেই ঘটে। পরে দাশত-ই-বারচি জেলায় আরেকটি স্কুলের কাছে দ্বিতীয় হামলা ঘটেছে। একজন প্রত্যক্ষদর্শী বলেছেন, ‘এই হামলায় বেশ কয়েকজন আহত হয়েছেন।’
রয়টার্স জানিয়েছে, বিস্ফোরণের কারণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি। এখন পর্যন্ত কেউ দায় স্বীকার করেনি। হামলা হওয়া এলাকার পাশেই সংখ্যালঘু শিয়া জনগোষ্ঠী হাজারা সম্প্রদায়ের বহু মানুষ বসবাস করে থাকে।
কাবুল পুলিশের মুখপাত্র খালিদ জাদরান টুইটারে লিখেছেন, পর পর তিনটি বিস্ফোরণ কাবুলের স্কুল কেঁপে উঠেছে। এটি মূলত শিয়া হাজারা সম্প্রদায় অধ্যুষিত একটি অঞ্চল। এখানে আইএস গোষ্ঠী প্রায়ই হামলা করে থাকে।
আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রতাহারের পর থেকে দেশটিতে প্রায়ই হামলার ঘটনা ঘটছে। তবে তালেবান সরকার দাবি করেছে, গত আগস্টে ক্ষমতাগ্রহণের পর থেকে তারা দেশটির সুরক্ষা নিশ্চিত করেছে। আন্তর্জাতিক বিশ্লেষকেরা মনে করেন, আফগানিস্তানে সন্ত্রাসবাদের পুনরুত্থানের ঝুঁকি রয়ে গেছে।

আফগানিস্তানের রাজধানী কাবুলের দুটি উচ্চবিদ্যালয়ে আজ মঙ্গলবার পর পর তিনটি ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে ছয়জন নিহত এবং ১১ জন আহত হয়েছে। দেশটির পুলিশ কর্মকর্তাদের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
কাবুল পুলিশের মুখপাত্র খালিদ জাদরান বলেছেন, ‘কাবুলের উচ্চবিদ্যালেয় তিনটি বিস্ফোরণ ঘটেছে। আমাদের শিয়া সম্প্রদায়ের বেশ কয়েকজন হতাহত হয়েছেন।’ এদিকে স্থানীয় হাসপাতালের নার্সিং বিভাগের প্রধান (নাম প্রকাশে অনিচ্ছুক) বলেছেন, ‘বিস্ফোরণে অন্তত চারজন নিহত হয়েছেন। আহত হয়েছন প্রায় ১৪ জন।’
বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, রাজধানীর পশ্চিমাঞ্চলীয় এলাকার আবদুল রহিম শহীদ উচ্চবিদ্যালয়ের বাইরে দুটি ইম্প্রোভাইজড বিস্ফোরক ডিভাইস রাখা হয়েছিল। একজন প্রত্যক্ষদর্শী বলেছেন, শিক্ষার্থীরা যখন তাদের সকালের ক্লাস থেকে বের হচ্ছিল, তখন বিস্ফোরণ ঘটে।
এদিকে ভারতীয় বার্তা সংস্থা এএনআই এক প্রতিবেদনে জানিয়েছে, কাবুলের পশ্চিমাঞ্চলে অবস্থিত বিদ্যালয়টির নাম মুমতাজ স্কুল। প্রথম হামলাটি সেখানেই ঘটে। পরে দাশত-ই-বারচি জেলায় আরেকটি স্কুলের কাছে দ্বিতীয় হামলা ঘটেছে। একজন প্রত্যক্ষদর্শী বলেছেন, ‘এই হামলায় বেশ কয়েকজন আহত হয়েছেন।’
রয়টার্স জানিয়েছে, বিস্ফোরণের কারণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি। এখন পর্যন্ত কেউ দায় স্বীকার করেনি। হামলা হওয়া এলাকার পাশেই সংখ্যালঘু শিয়া জনগোষ্ঠী হাজারা সম্প্রদায়ের বহু মানুষ বসবাস করে থাকে।
কাবুল পুলিশের মুখপাত্র খালিদ জাদরান টুইটারে লিখেছেন, পর পর তিনটি বিস্ফোরণ কাবুলের স্কুল কেঁপে উঠেছে। এটি মূলত শিয়া হাজারা সম্প্রদায় অধ্যুষিত একটি অঞ্চল। এখানে আইএস গোষ্ঠী প্রায়ই হামলা করে থাকে।
আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রতাহারের পর থেকে দেশটিতে প্রায়ই হামলার ঘটনা ঘটছে। তবে তালেবান সরকার দাবি করেছে, গত আগস্টে ক্ষমতাগ্রহণের পর থেকে তারা দেশটির সুরক্ষা নিশ্চিত করেছে। আন্তর্জাতিক বিশ্লেষকেরা মনে করেন, আফগানিস্তানে সন্ত্রাসবাদের পুনরুত্থানের ঝুঁকি রয়ে গেছে।

২০২৫ সালে ভারতে সংখ্যালঘুদের বিরুদ্ধে ঘৃণাত্মক বক্তব্যের এক নতুন নজির স্থাপন করেছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক একটি গবেষণা সংস্থা। ওয়াশিংটন ডিসিভিত্তিক ‘সেন্টার ফর দ্য স্টাডি অব অর্গানাইজড হেট’ পরিচালিত ‘ইন্ডিয়া হেট ল্যাব’ (আইএইচএল) এর এক নতুন প্রতিবেদনে বলা হয়েছে—গত বছর জুড়ে ভারতে মুসলিম
১ ঘণ্টা আগে
ইরানের গোয়েন্দা সংস্থা দাবি করেছে, দেশটির বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে একাধিক বাড়ি থেকে যুক্তরাষ্ট্রের অস্ত্র ও বিস্ফোরক সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। সংস্থাটি জানায়, এসব অস্ত্র ও বিস্ফোরক তথাকথিত ‘সেল সদস্যরা’ গোপনে নিজেদের বাড়িতে লুকিয়ে রেখেছিল।
২ ঘণ্টা আগে
ইরানে চলমান অস্থিরতায় প্রায় দুই হাজার মানুষের মৃত্যু হয়েছে বলে স্বীকার করেছেন দেশটির একজন ঊর্ধ্বতন কর্মকর্তা। আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি) বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ তথ্য জানান। দেশজুড়ে টানা দুই সপ্তাহ ধরে চলা বিক্ষোভ ও কঠোর দমন-পীড়নে মৃত্যুর এই সংখ্যা প্রথমবারের মতো কর্তৃপক্ষ
৩ ঘণ্টা আগে
ভারতের সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী বলেছেন, বাংলাদেশে চলমান পরিস্থিতির ওপর নয়াদিল্লি নিবিড়ভাবে নজর রাখছে এবং কোনো ধরনের ‘ভুল-বোঝাবুঝি বা ভুল ব্যাখ্যা’ এড়াতে দুই দেশের সামরিক বাহিনীর মধ্যে যোগাযোগের সব চ্যানেল খোলা রাখা হয়েছে। আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি) বিকেলে ভারতীয় সশস্ত্র বাহিনীর বার্ষিক সং
৩ ঘণ্টা আগে