আজকের পত্রিকা ডেস্ক

জাপানের উচ্চকক্ষের নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে, যেখানে প্রধানমন্ত্রী শিগেরু ইশিবার ক্ষমতাসীন জোট সংখ্যাগরিষ্ঠতা হারানোর ঝুঁকিতে রয়েছে। নির্বাচনের আগে একাধিক জরিপে এমন আভাস পাওয়া গেছে। গত অক্টোবর মাসে নিম্নকক্ষের আকস্মিক নির্বাচনে লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) ইতিমধ্যেই সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছে। এখন মূল্যস্ফীতি, রাজনৈতিক কেলেঙ্কারি ও অভিবাসন বিরোধী মনোভাবের উত্থানের কারণে তাদের ওপর জন অসন্তোষ আরও বাড়ছে।
বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, ক্ষমতাসীন জোট এলডিপির উচ্চকক্ষে নিয়ন্ত্রণ ধরে রাখতে ১২৫টি আসনের মধ্যে ৫০টি আসনে জয়লাভ করা প্রয়োজন। কিন্তু কিয়োডো, ইয়োমিউরি এবং নিক্কেই পরিচালিত জরিপ অনুযায়ী, এলডিপি ও তাদের জোটের ছোট অংশীদার কোমেইতো এই আসন অর্জনে ব্যর্থ হতে পারে। যদি এমনটা হয়, তাহলে জাপানের আর্থিক ও রাজনৈতিক পরিস্থিতি মারাত্মকভাবে প্রভাবিত হবে। এই মুহূর্তে টোকিওর প্রেসিডেন্ট ট্রাম্পের নতুন শুল্ক নীতির কারণে যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি বাণিজ্য চুক্তি করার চেষ্টা করছেন। তিনি নির্বাচনে হেরে গেলে এই চুক্তি ভেস্তে যাবে বলে আশঙ্কা করা হচ্ছে।
এই নির্বাচন প্রধানমন্ত্রী ইশিবার রাজনৈতিক ভবিষ্যৎও নির্ধারণ করে দেবে। গত বছরের মতো বড় ধরনের পরাজয় তাঁকে পদত্যাগে বাধ্য করতে পারে এবং এলডিপির মধ্যে ক্ষমতার লড়াই শুরু হতে পারে। ছোট ছোট বিরোধী দলগুলো, যারা প্রচলিত ব্যবস্থার বিরোধী বার্তা দিচ্ছে, তারা ক্ষমতাসীনদের সমর্থন কমিয়ে দিতে পারে। যদি জোট উভয় কক্ষেই সংখ্যাগরিষ্ঠতা হারায়, তাহলে জাপান এক নতুন রাজনৈতিক অচলাবস্থার মধ্যে প্রবেশ করবে। কারণ এলডিপি ১৯৫৫ সালে প্রতিষ্ঠার পর থেকে শুধু মাঝখানে মাত্র কয়েক বছর বাদে প্রায় টানা ক্ষমতায় রয়েছে।
এদিকে, উগ্র ডানপন্থী পপুলিস্ট সানসেইতো পার্টির উত্থান এই নির্বাচনকে আরও জটিল করে তুলেছে। একসময় এটি একটি প্রান্তিক আন্দোলন ছিল, যা কোভিড-১৯ মহামারির সময় ইউটিউবে টিকাদান এবং বৈশ্বিক অভিজাতদের নিয়ে ষড়যন্ত্র তত্ত্ব ছড়াতো। এখন দলটি তাদের ‘জাপানিজ ফার্স্ট’ স্লোগান এবং অভিবাসন, বিশ্বায়ন ও বিদেশি পুঁজির সমালোচনার মাধ্যমে জনপ্রিয়তা লাভ করছে।
বিশ্লেষকেরা বলছেন, সানসেইতো ১০টিরও বেশি আসনে জয়লাভ করতে পারে। বিশেষ করে তরুণ পুরুষ ভোটারদের কাছে তারা ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে। দলটির নেতা সোসেই কামিয়াকে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প এবং জার্মানির উগ্র ডানপন্থী দল ‘অলটারনেটিভ ফর জার্মানি’র (এএফডি) সঙ্গে তুলনা করা হচ্ছে।

জাপানের উচ্চকক্ষের নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে, যেখানে প্রধানমন্ত্রী শিগেরু ইশিবার ক্ষমতাসীন জোট সংখ্যাগরিষ্ঠতা হারানোর ঝুঁকিতে রয়েছে। নির্বাচনের আগে একাধিক জরিপে এমন আভাস পাওয়া গেছে। গত অক্টোবর মাসে নিম্নকক্ষের আকস্মিক নির্বাচনে লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) ইতিমধ্যেই সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছে। এখন মূল্যস্ফীতি, রাজনৈতিক কেলেঙ্কারি ও অভিবাসন বিরোধী মনোভাবের উত্থানের কারণে তাদের ওপর জন অসন্তোষ আরও বাড়ছে।
বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, ক্ষমতাসীন জোট এলডিপির উচ্চকক্ষে নিয়ন্ত্রণ ধরে রাখতে ১২৫টি আসনের মধ্যে ৫০টি আসনে জয়লাভ করা প্রয়োজন। কিন্তু কিয়োডো, ইয়োমিউরি এবং নিক্কেই পরিচালিত জরিপ অনুযায়ী, এলডিপি ও তাদের জোটের ছোট অংশীদার কোমেইতো এই আসন অর্জনে ব্যর্থ হতে পারে। যদি এমনটা হয়, তাহলে জাপানের আর্থিক ও রাজনৈতিক পরিস্থিতি মারাত্মকভাবে প্রভাবিত হবে। এই মুহূর্তে টোকিওর প্রেসিডেন্ট ট্রাম্পের নতুন শুল্ক নীতির কারণে যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি বাণিজ্য চুক্তি করার চেষ্টা করছেন। তিনি নির্বাচনে হেরে গেলে এই চুক্তি ভেস্তে যাবে বলে আশঙ্কা করা হচ্ছে।
এই নির্বাচন প্রধানমন্ত্রী ইশিবার রাজনৈতিক ভবিষ্যৎও নির্ধারণ করে দেবে। গত বছরের মতো বড় ধরনের পরাজয় তাঁকে পদত্যাগে বাধ্য করতে পারে এবং এলডিপির মধ্যে ক্ষমতার লড়াই শুরু হতে পারে। ছোট ছোট বিরোধী দলগুলো, যারা প্রচলিত ব্যবস্থার বিরোধী বার্তা দিচ্ছে, তারা ক্ষমতাসীনদের সমর্থন কমিয়ে দিতে পারে। যদি জোট উভয় কক্ষেই সংখ্যাগরিষ্ঠতা হারায়, তাহলে জাপান এক নতুন রাজনৈতিক অচলাবস্থার মধ্যে প্রবেশ করবে। কারণ এলডিপি ১৯৫৫ সালে প্রতিষ্ঠার পর থেকে শুধু মাঝখানে মাত্র কয়েক বছর বাদে প্রায় টানা ক্ষমতায় রয়েছে।
এদিকে, উগ্র ডানপন্থী পপুলিস্ট সানসেইতো পার্টির উত্থান এই নির্বাচনকে আরও জটিল করে তুলেছে। একসময় এটি একটি প্রান্তিক আন্দোলন ছিল, যা কোভিড-১৯ মহামারির সময় ইউটিউবে টিকাদান এবং বৈশ্বিক অভিজাতদের নিয়ে ষড়যন্ত্র তত্ত্ব ছড়াতো। এখন দলটি তাদের ‘জাপানিজ ফার্স্ট’ স্লোগান এবং অভিবাসন, বিশ্বায়ন ও বিদেশি পুঁজির সমালোচনার মাধ্যমে জনপ্রিয়তা লাভ করছে।
বিশ্লেষকেরা বলছেন, সানসেইতো ১০টিরও বেশি আসনে জয়লাভ করতে পারে। বিশেষ করে তরুণ পুরুষ ভোটারদের কাছে তারা ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে। দলটির নেতা সোসেই কামিয়াকে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প এবং জার্মানির উগ্র ডানপন্থী দল ‘অলটারনেটিভ ফর জার্মানি’র (এএফডি) সঙ্গে তুলনা করা হচ্ছে।

গাজায় ভয়াবহ শীতকালীন ঝড়ে ইসরায়েলি হামলায় ক্ষতিগ্রস্ত ভবনগুলো ধসে পড়ে অন্তত পাঁচ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এ ছাড়া তীব্র ঠান্ডায় প্রাণ হারিয়েছে আরও অন্তত ছয় শিশু। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা ও তুরস্কের রাষ্ট্র পরিচালিত সংবাদ সংস্থা আনাদোলুর প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
২ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, তিনি ইরানি কর্মকর্তাদের সঙ্গে সব ধরনের বৈঠক বাতিল করেছেন। একই সঙ্গে তেহরানের দমনপীড়নের মুখে বিক্ষোভকারীদের ‘আপনাদের প্রতিষ্ঠানগুলো দখল করে নিন’ বলে আহ্বান জানিয়েছেন। বিক্ষোভকারীদের ‘আশ্বাস দিয়ে’ বলেছেন, ‘সাহায্য আসছে।’
৩ ঘণ্টা আগে
মুসলিম ব্রাদারহুডের মিসর ও জর্ডান শাখাকে সন্ত্রাসী সংগঠন হিসেবে এবং লেবাননের শাখাকে আরও কঠোর শ্রেণি ভুক্তি অনুযায়ী ‘বিদেশি সন্ত্রাসী সংগঠন’ হিসেবে ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। মঙ্গলবার (১৩ জানুয়ারি) এই সংক্রান্ত ঘোষণা দেয় মার্কিন পররাষ্ট্র দপ্তর।
১২ ঘণ্টা আগে
ইরানের সঙ্গে বাণিজ্য করা দেশগুলোর ওপর যুক্তরাষ্ট্র ২৫ শতাংশ শুল্ক আরোপ করতে পারে—এমন ঘোষণা দিয়ে নতুন করে আন্তর্জাতিক বাণিজ্য ও ভূরাজনীতিতে আলোড়ন সৃষ্টি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানে সরকারবিরোধী বিক্ষোভ দমন ও মানবাধিকার পরিস্থিতির অবনতির প্রেক্ষাপটে এই হুঁশিয়ারি দিয়েছেন তিনি।
১৩ ঘণ্টা আগে