
ঢাকা: নেপালের প্রেসিডেন্ট বিদ্যা দেবী ভান্ডারি জাতীয় সংসদ ভেঙে দিয়ে নির্বাচনের ঘোষণা দিয়েছেন। এমন একটি সময়ে এ ঘোষণা এলো যখন দেশটিতে করোনার প্রকোপ নতুন করে বাড়তে শুরু করেছে। তাই এমন পরিস্থিতিতে নির্বাচনের ঘোষণা ও সংসদ ভেঙে দেওয়ায় দেশটিতে রাজনৈতিক অস্থিরতা দেখা দিয়েছে।
বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, শুক্রবারের (২১ মে) মধ্যে নতুন সরকার গঠনের সময়সীমা বেধে দেন প্রেসিডেন্ট বিদ্যা দেবী ভান্ডারি। কিন্তু তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী কে. পি. শর্মা অলি বা বিরোধীদলের নেতা শের বাহাদুর দেউবার কেউই বেঁধে দেওয়া সময়ের মধ্যে নতুন সরকার গঠনের মতো সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারেননি। এ কারণে শুক্রবার মধ্যরাতে হঠাৎ করে সংসদ ভেঙে দিয়ে আগামী নভেম্বর সাধারণ নির্বাচনের ঘোষণা দেন দেশটির প্রেসিডেন্ট বিদ্যা দেবী ভান্ডারি।
প্রেসিডেন্ট বিদ্যা দেবীর পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়, আগামী ১২ নভেম্বরের মধ্যে সাধারণ নির্বাচনের প্রথম ধাপ ও ১৯ নভেম্বরের মধ্যে দ্বিতীয় ধাপের নির্বাচন সম্পন্ন করার আদেশ দিয়ে হাউস অব রিপ্রেজেনটেটিভ ভেঙে দিলেন প্রেসিডেন্ট।
বিবৃতিতে আরও বলা হয়, তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী কে. পি. শর্মা অলির নেতৃত্বাধীন মন্ত্রিসভার সুপারিশক্রমে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর আগে গত বছরের ডিসেম্বরে অলির সংসদ ভেঙে দেওয়ার সিদ্ধান্তকে ঘিরে নেপালে সপ্তাহব্যাপী বিক্ষোভ-সহিংসতার ঘটনা ঘটে। পরবর্তীতে সুপ্রিম কোর্ট তাঁর এই সিদ্ধান্তকে অসাংবিধানিক বলে রায় দেন।
জাতীয় সংসদ ভেঙে দেওয়া ও নির্বাচনের ঘোষণার বিষয়ে রাজনৈতিক দলগুলো এখনও পর্যন্ত কোনো মন্তব্য করেনি।
এদিকে করোনার দ্বিতীয় ঢেউয়ে নেপালে করোনা সংক্রমণ বাড়ছে। দেশটিতে প্রতিদিন গড়ে আট হাজারের বেশি নতুন করোনা রোগী শনাক্ত হচ্ছেন। পরিসংখ্যান নিয়ে কাজ করা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের সর্বশেষ তথ্য অনুযায়ী, নেপালে এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৪ লাখ ৯৭ হাজার ৫২ জন মানুষ আর মারা গেছেন ৬ হাজার ২৪ জন।

ঢাকা: নেপালের প্রেসিডেন্ট বিদ্যা দেবী ভান্ডারি জাতীয় সংসদ ভেঙে দিয়ে নির্বাচনের ঘোষণা দিয়েছেন। এমন একটি সময়ে এ ঘোষণা এলো যখন দেশটিতে করোনার প্রকোপ নতুন করে বাড়তে শুরু করেছে। তাই এমন পরিস্থিতিতে নির্বাচনের ঘোষণা ও সংসদ ভেঙে দেওয়ায় দেশটিতে রাজনৈতিক অস্থিরতা দেখা দিয়েছে।
বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, শুক্রবারের (২১ মে) মধ্যে নতুন সরকার গঠনের সময়সীমা বেধে দেন প্রেসিডেন্ট বিদ্যা দেবী ভান্ডারি। কিন্তু তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী কে. পি. শর্মা অলি বা বিরোধীদলের নেতা শের বাহাদুর দেউবার কেউই বেঁধে দেওয়া সময়ের মধ্যে নতুন সরকার গঠনের মতো সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারেননি। এ কারণে শুক্রবার মধ্যরাতে হঠাৎ করে সংসদ ভেঙে দিয়ে আগামী নভেম্বর সাধারণ নির্বাচনের ঘোষণা দেন দেশটির প্রেসিডেন্ট বিদ্যা দেবী ভান্ডারি।
প্রেসিডেন্ট বিদ্যা দেবীর পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়, আগামী ১২ নভেম্বরের মধ্যে সাধারণ নির্বাচনের প্রথম ধাপ ও ১৯ নভেম্বরের মধ্যে দ্বিতীয় ধাপের নির্বাচন সম্পন্ন করার আদেশ দিয়ে হাউস অব রিপ্রেজেনটেটিভ ভেঙে দিলেন প্রেসিডেন্ট।
বিবৃতিতে আরও বলা হয়, তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী কে. পি. শর্মা অলির নেতৃত্বাধীন মন্ত্রিসভার সুপারিশক্রমে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর আগে গত বছরের ডিসেম্বরে অলির সংসদ ভেঙে দেওয়ার সিদ্ধান্তকে ঘিরে নেপালে সপ্তাহব্যাপী বিক্ষোভ-সহিংসতার ঘটনা ঘটে। পরবর্তীতে সুপ্রিম কোর্ট তাঁর এই সিদ্ধান্তকে অসাংবিধানিক বলে রায় দেন।
জাতীয় সংসদ ভেঙে দেওয়া ও নির্বাচনের ঘোষণার বিষয়ে রাজনৈতিক দলগুলো এখনও পর্যন্ত কোনো মন্তব্য করেনি।
এদিকে করোনার দ্বিতীয় ঢেউয়ে নেপালে করোনা সংক্রমণ বাড়ছে। দেশটিতে প্রতিদিন গড়ে আট হাজারের বেশি নতুন করোনা রোগী শনাক্ত হচ্ছেন। পরিসংখ্যান নিয়ে কাজ করা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের সর্বশেষ তথ্য অনুযায়ী, নেপালে এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৪ লাখ ৯৭ হাজার ৫২ জন মানুষ আর মারা গেছেন ৬ হাজার ২৪ জন।

গত বছরের নভেম্বরে ইউরোপের বাইরে ১৯টি দেশের নাগরিকদের সব ধরনের ভিসা আবেদন স্থগিত করে যুক্তরাষ্ট্র। এর মধ্যে গ্রিন কার্ড ও মার্কিন নাগরিকত্বের আবেদনও ছিল। জাতীয় নিরাপত্তা ও জননিরাপত্তার উদ্বেগ দেখিয়ে ট্রাম্প প্রশাসন এ সিদ্ধান্ত নেয়। তালিকায় আফ্রিকার একাধিক দেশও ছিল।
১৫ মিনিট আগে
ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, নিহত ব্যক্তির নাম আমিরহোসাম খোদায়ারি ফার্দ (২১)। তিনি ইরানের আধা সামরিক বাহিনী বাসিজের সদস্য ছিলেন। তবে বিক্ষোভ দমন করতে গিয়ে তিনি প্রাণ হারান বলে দাবি করা হলেও বার্তা সংস্থা রয়টার্স স্বতন্ত্রভাবে এ তথ্যের সত্যতা যাচাই করতে পারেনি।
১ ঘণ্টা আগে
বিশ্বমঞ্চে আরেকটি গুরুত্বপূর্ণ মাইলফলকে পৌঁছেছে ভারতের অর্থনীতি। দেশটির সরকারের বার্ষিক অর্থনৈতিক পর্যালোচনা অনুযায়ী, মোট দেশজ উৎপাদন (জিডিপি) বিবেচনায় ভারত জাপানকে ছাড়িয়ে বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনীতিতে পরিণত হয়েছে। বর্তমানে ভারতের জিডিপির আকার দাঁড়িয়েছে প্রায় ৪.১৮ ট্রিলিয়ন মার্কিন ডলার।
২ ঘণ্টা আগে
তলানিতে নামা জন্মহার টেনে তুলতে এবার এক বিচিত্র কৌশল নিয়েছে চীনা সরকার। আজ বৃহস্পতিবার (১ জানুয়ারি) থেকে দেশটিতে কনডমসহ সব ধরনের জন্মনিয়ন্ত্রণসামগ্রীর ওপর ১৩ শতাংশ বিক্রয় কর বা ভ্যাট কার্যকর করা হয়েছে। বিপরীতে, শিশুর যত্ন, বিবাহসংক্রান্ত ও বয়স্কদের সেবাকে ভ্যাটমুক্ত ঘোষণা করেছে বেইজিং।
২ ঘণ্টা আগে