
আফগানিস্তানের উত্তরাঞ্চলে রাস্তার পাশে বোমা বিস্ফোরণে অন্তত সাতজন নিহত হয়েছেন। আজ মঙ্গলবার সকালে এ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। স্থানীয় কর্মকর্তাদের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক গণমাধ্যম আল-জাজিরা।
স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, দেশটির উত্তরাঞ্চলে মাজার-ই-শরিফ শহরে একটি রাস্তার পাশে আজ সকাল ৭টায় এ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। নিহতরা একটি পেট্রোলিয়াম কোম্পানির কর্মচারী বলে জানা গেছে।
মাজার-ই-শরিফের বলখ পুলিশ বিভাগের আসিফ ওয়াজিরি বলেছেন, বোমাটি রাস্তার পাশে রাখা ছিল। কর্মচারীদের বহনকারী পেট্রোলিয়াম কোম্পানির গাড়িটি ওই বোমার রাখার জায়গায় আসার সঙ্গে সঙ্গে বোমাটি বিস্ফোরিত হয়। আল জাজিরা জানিয়েছে, এ হামলার পেছনে কারা জড়িত, তা এখনো জানা যায়নি।
কয়েক দশকের যুদ্ধর পর গত বছরের আগস্টে মার্কিন সেনাদের হটিয়ে আফগানিস্তানে ফের ক্ষমতায় বসেছে কট্টর ইসলামপন্থী গোষ্ঠী তালেবান। তারা আফগানিস্তানে নিরাপত্তা আনতে বারবার প্রতিশ্রুতি দিয়েছে। এর আগে ২০০১ সালে তালেবানদের রাষ্ট্রীয় ক্ষমতা থেকে সরিয়ে দিয়েছিল মার্কিন বাহিনী।
গত মাসে আফগানিস্তানের বলখ প্রদেশের আইবাক শহরের একটি স্কুলে বিস্ফোরণে কমপক্ষে ১৯ জন নিহত এবং ২৪ জন আহত হয়েছিলেন। এ ছাড়া গত মে মাসে মাজার-ই-শরিফে ধারাবাহিক বিস্ফোরণে কমপক্ষে নয়জন নিহত হন। রাজধানী কাবুলের একটি মসজিদে একযোগে হামলায় আরও দুজন নিহত হয়েছিলেন।
মে মাসে মাজার-ই-শরিফে হামলার দায় স্বীকার করেছিল জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটস (আইএস)। তবে তারা কাবুল বিস্ফোরণের দায় স্বীকার করেনি।

আফগানিস্তানের উত্তরাঞ্চলে রাস্তার পাশে বোমা বিস্ফোরণে অন্তত সাতজন নিহত হয়েছেন। আজ মঙ্গলবার সকালে এ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। স্থানীয় কর্মকর্তাদের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক গণমাধ্যম আল-জাজিরা।
স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, দেশটির উত্তরাঞ্চলে মাজার-ই-শরিফ শহরে একটি রাস্তার পাশে আজ সকাল ৭টায় এ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। নিহতরা একটি পেট্রোলিয়াম কোম্পানির কর্মচারী বলে জানা গেছে।
মাজার-ই-শরিফের বলখ পুলিশ বিভাগের আসিফ ওয়াজিরি বলেছেন, বোমাটি রাস্তার পাশে রাখা ছিল। কর্মচারীদের বহনকারী পেট্রোলিয়াম কোম্পানির গাড়িটি ওই বোমার রাখার জায়গায় আসার সঙ্গে সঙ্গে বোমাটি বিস্ফোরিত হয়। আল জাজিরা জানিয়েছে, এ হামলার পেছনে কারা জড়িত, তা এখনো জানা যায়নি।
কয়েক দশকের যুদ্ধর পর গত বছরের আগস্টে মার্কিন সেনাদের হটিয়ে আফগানিস্তানে ফের ক্ষমতায় বসেছে কট্টর ইসলামপন্থী গোষ্ঠী তালেবান। তারা আফগানিস্তানে নিরাপত্তা আনতে বারবার প্রতিশ্রুতি দিয়েছে। এর আগে ২০০১ সালে তালেবানদের রাষ্ট্রীয় ক্ষমতা থেকে সরিয়ে দিয়েছিল মার্কিন বাহিনী।
গত মাসে আফগানিস্তানের বলখ প্রদেশের আইবাক শহরের একটি স্কুলে বিস্ফোরণে কমপক্ষে ১৯ জন নিহত এবং ২৪ জন আহত হয়েছিলেন। এ ছাড়া গত মে মাসে মাজার-ই-শরিফে ধারাবাহিক বিস্ফোরণে কমপক্ষে নয়জন নিহত হন। রাজধানী কাবুলের একটি মসজিদে একযোগে হামলায় আরও দুজন নিহত হয়েছিলেন।
মে মাসে মাজার-ই-শরিফে হামলার দায় স্বীকার করেছিল জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটস (আইএস)। তবে তারা কাবুল বিস্ফোরণের দায় স্বীকার করেনি।

মিনেসোটায় মার্কিন সরকারের অভিবাসনবিরোধী অভিযানের বিরুদ্ধে শুরু হওয়া বিক্ষোভ চরম আকার ধারণ করেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আলাস্কাভিত্তিক সেনাবাহিনীর ১১তম এয়ারবোর্ন ডিভিশনের দুটি পদাতিক ব্যাটালিয়নকে ‘প্রিপেয়ার-টু-ডিপ্লয়’ বা মোতায়েনের জন্য প্রস্তুত থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
৬ ঘণ্টা আগে
রয়টার্স নয়াদিল্লির একটি জ্যেষ্ঠ সরকারি সূত্রের বরাতে জানিয়েছে, ভারতকে এই বৈশ্বিক শান্তি উদ্যোগের অংশ হওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে। তবে ভারত এই জোটে আনুষ্ঠানিকভাবে যোগ দেবে কি না, তা নিয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত বা প্রতিক্রিয়া জানায়নি দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়।
৬ ঘণ্টা আগে
গ্রিনল্যান্ড দখলে বাধা দেওয়ায় ইউরোপের আটটি দেশের ওপর ১০ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্পের এই পদক্ষেপের জবাব দেওয়ার প্রস্তুতি নিচ্ছে ইউরোপীয় ইউনিয়ন।
৯ ঘণ্টা আগে
চীনের প্রস্তাবিত এই দূতাবাস হবে ইউরোপে তাদের বৃহত্তম কূটনৈতিক মিশন। তবে এই প্রকল্পের নকশা নিয়ে নিরাপত্তা বিশেষজ্ঞদের মধ্যে গভীর উদ্বেগ রয়েছে। ২০ হাজার বর্গমিটার এলাকাজুড়ে বিস্তৃত এই কমপ্লেক্স লন্ডনের প্রধান আর্থিক কেন্দ্র ও গুরুত্বপূর্ণ ডেটা কেব্লের খুব কাছে অবস্থিত। বিরোধীদের দাবি, এটি কেবল
১১ ঘণ্টা আগে