
শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষে আজ বৃহস্পতিবার থাইল্যান্ডে পৌঁছাবেন এবং সেখানে তিনি সাময়িকভাবে থাকবেন বলে ধারণা করা হচ্ছে। দুটি নির্ভরযোগ্য সূত্রের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। তবে আজ কখন তিনি সিঙ্গাপুর থেকে ব্যাংককে পৌঁছাবেন সে ব্যাপারে স্পষ্ট কিছু জানায়নি রয়টার্সের সূত্র।
এদিকে থাইল্যান্ডের কর্মকর্তারা বলেছেন, গোতাবায়া রাজাপক্ষে রাজনৈতিক আশ্রয় চাওয়ার ইচ্ছা ব্যক্ত করেননি। তিনি কেবল অস্থায়ীভাবে থাইল্যান্ডে থাকবেন।
থাই প্রধানমন্ত্রী প্রায়ুথ চান ওচা বুধবার সাংবাদিকদের বলেছেন, ‘গোতাবায়ার সমস্যা একটি মানবিক সমস্যা। অস্থায়ীভাবে থাকার জন্য আমাদের একটি চুক্তি রয়েছে।’ গোতাবায়া থাইল্যান্ডে থাকার সময় কোনো ধরনের রাজনৈতিক কর্মকাণ্ডে অংশ নিতে পারবেন না বলেও জানিয়েছেন প্রায়ুথ চান ওচা।
পররাষ্ট্রমন্ত্রী ডন প্রমুদউইনাই বলেছেন, কূটনৈতিক পাসপোর্টের অধীনে শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্টকে ৯০ দিন থাইল্যান্ডে থাকার অনুমতি দেওয়া হবে। তাঁর ব্যাংককে আশ্রয় নেওয়াকে শ্রীলঙ্কার বর্তমান সরকার সমর্থন করেছে বলেও জানিয়েছেন থাই পররাষ্ট্রমন্ত্রী।
রয়টার্স জানিয়েছে, এ ব্যাপারে মন্তব্যের জন্য গোতাবায়ার সঙ্গে যোগাযোগ করতে পারেনি তারা। শ্রীলঙ্কা ছাড়ার পর থেকে এখন পর্যন্ত গোতাবায়া প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি।
নজিরবিহীন গণবিক্ষোভের মুখে গত ১৩ জুলাই শ্রীলঙ্কা থেকে মালদ্বীপে পালিয়ে যান গোতাবায়া রাজাপক্ষে। এর এক দিন পর মালদ্বীপ থেকে সিঙ্গাপুরে যান তিনি। এত দিন তিনি ‘ভিজিট ভিসার’ আওতায় সিঙ্গাপুরে ছিলেন। আজ সিঙ্গাপুর থেকে থাইল্যান্ডে যাওয়ার কথা তাঁর।
এর আগে গত ১৪ জুলাই সিঙ্গাপুরে পৌঁছানোর পরপরই শ্রীলঙ্কার পার্লামেন্ট স্পিকারের কাছে ই-মেইলে পদত্যাগপত্র পাঠান রাজাপক্ষে। ১৫ জুলাই দেশটির পার্লামেন্টে আনুষ্ঠানিকভাবে তাঁর পদত্যাগপত্র গৃহীত হয়।

শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষে আজ বৃহস্পতিবার থাইল্যান্ডে পৌঁছাবেন এবং সেখানে তিনি সাময়িকভাবে থাকবেন বলে ধারণা করা হচ্ছে। দুটি নির্ভরযোগ্য সূত্রের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। তবে আজ কখন তিনি সিঙ্গাপুর থেকে ব্যাংককে পৌঁছাবেন সে ব্যাপারে স্পষ্ট কিছু জানায়নি রয়টার্সের সূত্র।
এদিকে থাইল্যান্ডের কর্মকর্তারা বলেছেন, গোতাবায়া রাজাপক্ষে রাজনৈতিক আশ্রয় চাওয়ার ইচ্ছা ব্যক্ত করেননি। তিনি কেবল অস্থায়ীভাবে থাইল্যান্ডে থাকবেন।
থাই প্রধানমন্ত্রী প্রায়ুথ চান ওচা বুধবার সাংবাদিকদের বলেছেন, ‘গোতাবায়ার সমস্যা একটি মানবিক সমস্যা। অস্থায়ীভাবে থাকার জন্য আমাদের একটি চুক্তি রয়েছে।’ গোতাবায়া থাইল্যান্ডে থাকার সময় কোনো ধরনের রাজনৈতিক কর্মকাণ্ডে অংশ নিতে পারবেন না বলেও জানিয়েছেন প্রায়ুথ চান ওচা।
পররাষ্ট্রমন্ত্রী ডন প্রমুদউইনাই বলেছেন, কূটনৈতিক পাসপোর্টের অধীনে শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্টকে ৯০ দিন থাইল্যান্ডে থাকার অনুমতি দেওয়া হবে। তাঁর ব্যাংককে আশ্রয় নেওয়াকে শ্রীলঙ্কার বর্তমান সরকার সমর্থন করেছে বলেও জানিয়েছেন থাই পররাষ্ট্রমন্ত্রী।
রয়টার্স জানিয়েছে, এ ব্যাপারে মন্তব্যের জন্য গোতাবায়ার সঙ্গে যোগাযোগ করতে পারেনি তারা। শ্রীলঙ্কা ছাড়ার পর থেকে এখন পর্যন্ত গোতাবায়া প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি।
নজিরবিহীন গণবিক্ষোভের মুখে গত ১৩ জুলাই শ্রীলঙ্কা থেকে মালদ্বীপে পালিয়ে যান গোতাবায়া রাজাপক্ষে। এর এক দিন পর মালদ্বীপ থেকে সিঙ্গাপুরে যান তিনি। এত দিন তিনি ‘ভিজিট ভিসার’ আওতায় সিঙ্গাপুরে ছিলেন। আজ সিঙ্গাপুর থেকে থাইল্যান্ডে যাওয়ার কথা তাঁর।
এর আগে গত ১৪ জুলাই সিঙ্গাপুরে পৌঁছানোর পরপরই শ্রীলঙ্কার পার্লামেন্ট স্পিকারের কাছে ই-মেইলে পদত্যাগপত্র পাঠান রাজাপক্ষে। ১৫ জুলাই দেশটির পার্লামেন্টে আনুষ্ঠানিকভাবে তাঁর পদত্যাগপত্র গৃহীত হয়।

ইরান সরকার যদি বিক্ষোভকারীদের ফাঁসি দিতে শুরু করে, তাহলে ‘অত্যন্ত কঠোর ব্যবস্থা’ নেওয়ার হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই হুমকির পর মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ ঘাঁটিগুলো থেকে সেনা সরিয়ে নিচ্ছে যুক্তরাষ্ট্র। মার্কিন হামলার আশঙ্কায় সতর্ক অবস্থান নিয়েছে ইরান।
৪ ঘণ্টা আগে
ইউক্রেনের নতুন প্রতিরক্ষামন্ত্রী মিখাইলো ফেদোরভ জানিয়েছেন, দেশটির সেনাবাহিনীতে প্রায় দুই লাখ সেনা অনুমতি ছাড়াই নিজ নিজ অবস্থান ত্যাগ করেছেন। পাশাপাশি সামরিক আইন এড়ানোর অভিযোগে প্রায় ২০ লাখ ইউক্রেনীয় নাগরিক বর্তমানে ‘ওয়ান্টেড’ হিসেবে তালিকাভুক্ত।
৪ ঘণ্টা আগে
বাংলাদেশসহ ৭৫টি দেশের নাগরিকদের জন্য সব ধরনের মার্কিন ভিসা প্রক্রিয়াকরণ স্থগিত করতে যাচ্ছে ট্রাম্প প্রশাসন। আজ বুধবার (১৪ জানুয়ারি) যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের একজন মুখপাত্রের বরাতে বার্তা সংস্থা রয়টার্স এ খবর দিয়েছে।
৫ ঘণ্টা আগে
তুরস্কের গোয়েন্দা সংস্থা এমআইটি সম্প্রতি ইরানের বিপ্লবী গার্ড বাহিনীকে (আইআরজিসি) এ বিষয়ে সতর্ক করেছে। ইতিমধ্যে সীমান্ত এলাকায় কুর্দি যোদ্ধাদের সঙ্গে ইরানি বাহিনীর রক্তক্ষয়ী সংঘর্ষের খবরও পাওয়া গেছে।
৫ ঘণ্টা আগে