
যুক্তরাষ্ট্রসহ অন্য দেশগুলোকে আফগানিস্তানের বর্তমান সরকারকে বৈধতা দেওয়ার আহ্বান জানিয়েছে তালেবান। গতকাল শনিবার তালেবান এই আহ্বান জানায়। তালেবান বলছে, যদি বিশ্বের দেশগুলো তালেবানকে স্বীকৃতি দিতে ব্যর্থ হয়, যদি আফগানিস্তানের তহবিলগুলো ধারাবাহিকভাবে আটকে দেওয়া হতে থাকে সেক্ষেত্রে শুধু আফগানিস্তান নয় সমস্যার সম্মুখীন হবে গোটা বিশ্ব। বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্বের কোনো দেশই এখনো তালেবান সরকারকে আনুষ্ঠানিক স্বীকৃতি দেয়নি। আফগানিস্তান যখন গভীর অর্থনৈতিক ও মানবিক সংকটে তখন আফগানিস্তানের শত শত কোটি ডলারের সম্পদ আটকে দেওয়া হয়েছে। গত আগস্টে আশরাফ গনির সরকার হটিয়ে তালেবান ক্ষমতা দখলে নিলে পশ্চিমা দেশগুলো এসব অর্থ আটকে দেয়।
তালেবানের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ গতকাল শনিবার সংবাদ সম্মেলনে বলেন, যুক্তরাষ্ট্রের প্রতি আমাদের বার্তা হচ্ছে, যদি তালেবান সরকারকে স্বীকৃতি দেওয়া না হয় তাহলে আফগানিস্তানে সমস্যা চলতেই থাকবে। এটি আঞ্চলিক সমস্যাG তবে এটি বিশ্ব সমস্যায় রূপ নিতে পারে।
জাবিহুল্লাহ মুজাহিদ আরও বলেন, আন্তর্জাতিক স্বীকৃতি পাওয়া আফগানিস্তানের জনগণের অধিকার।
সংবাদ সম্মেলনে জাবিহুল্লাহ মুজাহিদ যুক্তরাষ্ট্রকে স্মরণ করিয়ে দেন, শেষবার যখন তালেবান ও যুক্তরাষ্ট্র যুদ্ধে জড়িয়েছিল তখন দুই দেশের আনুষ্ঠানিক কূটনৈতিক সম্পর্ক ছিল না। যে সমস্যাগুলো যুদ্ধের কারণ, সেগুলো আলোচনার মাধ্যমে সমাধান করা যেত, রাজনৈতিক সমঝোতার মাধ্যমেও সেগুলো সমাধান করা যেত।
উল্লেখ্য, আনুষ্ঠানিক স্বীকৃতি না দিলেও আফগানিস্তানের অবকাঠামো উন্নয়নে অর্থায়ন করার এবং প্রতিবেশী পাকিস্তানের মাধ্যমে কাবুলের পণ্য চীনা বাজারে রপ্তানির প্রবেশাধিকার দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে চীন।

যুক্তরাষ্ট্রসহ অন্য দেশগুলোকে আফগানিস্তানের বর্তমান সরকারকে বৈধতা দেওয়ার আহ্বান জানিয়েছে তালেবান। গতকাল শনিবার তালেবান এই আহ্বান জানায়। তালেবান বলছে, যদি বিশ্বের দেশগুলো তালেবানকে স্বীকৃতি দিতে ব্যর্থ হয়, যদি আফগানিস্তানের তহবিলগুলো ধারাবাহিকভাবে আটকে দেওয়া হতে থাকে সেক্ষেত্রে শুধু আফগানিস্তান নয় সমস্যার সম্মুখীন হবে গোটা বিশ্ব। বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্বের কোনো দেশই এখনো তালেবান সরকারকে আনুষ্ঠানিক স্বীকৃতি দেয়নি। আফগানিস্তান যখন গভীর অর্থনৈতিক ও মানবিক সংকটে তখন আফগানিস্তানের শত শত কোটি ডলারের সম্পদ আটকে দেওয়া হয়েছে। গত আগস্টে আশরাফ গনির সরকার হটিয়ে তালেবান ক্ষমতা দখলে নিলে পশ্চিমা দেশগুলো এসব অর্থ আটকে দেয়।
তালেবানের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ গতকাল শনিবার সংবাদ সম্মেলনে বলেন, যুক্তরাষ্ট্রের প্রতি আমাদের বার্তা হচ্ছে, যদি তালেবান সরকারকে স্বীকৃতি দেওয়া না হয় তাহলে আফগানিস্তানে সমস্যা চলতেই থাকবে। এটি আঞ্চলিক সমস্যাG তবে এটি বিশ্ব সমস্যায় রূপ নিতে পারে।
জাবিহুল্লাহ মুজাহিদ আরও বলেন, আন্তর্জাতিক স্বীকৃতি পাওয়া আফগানিস্তানের জনগণের অধিকার।
সংবাদ সম্মেলনে জাবিহুল্লাহ মুজাহিদ যুক্তরাষ্ট্রকে স্মরণ করিয়ে দেন, শেষবার যখন তালেবান ও যুক্তরাষ্ট্র যুদ্ধে জড়িয়েছিল তখন দুই দেশের আনুষ্ঠানিক কূটনৈতিক সম্পর্ক ছিল না। যে সমস্যাগুলো যুদ্ধের কারণ, সেগুলো আলোচনার মাধ্যমে সমাধান করা যেত, রাজনৈতিক সমঝোতার মাধ্যমেও সেগুলো সমাধান করা যেত।
উল্লেখ্য, আনুষ্ঠানিক স্বীকৃতি না দিলেও আফগানিস্তানের অবকাঠামো উন্নয়নে অর্থায়ন করার এবং প্রতিবেশী পাকিস্তানের মাধ্যমে কাবুলের পণ্য চীনা বাজারে রপ্তানির প্রবেশাধিকার দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে চীন।

অভিযুক্তদের বিরুদ্ধে ব্রিজিতের লৈঙ্গিক পরিচয় নিয়ে মিথ্যা তথ্য ছড়ানো এবং এই দম্পতির মধ্যকার ২৪ বছরের বয়সের ব্যবধান নিয়ে ‘বিদ্বেষমূলক মন্তব্য’ করার অভিযোগ আনা হয়েছিল।
২ ঘণ্টা আগে
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যদি ডেনমার্কের অধীনস্থ দ্বীপ গ্রিনল্যান্ডে সামরিক হামলা চালান, তবে তা ন্যাটো জোটের শেষ পরিণতি ডেকে আনবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ডেনমার্কের প্রধানমন্ত্রী মেটে ফ্রেডেরিকসেন।
২ ঘণ্টা আগে
এই ঘটনায় প্রতিক্রিয়া জানিয়ে মাচাদো ফক্স নিউজকে বলেন, নতুন অন্তর্বর্তী প্রেসিডেন্ট দেলসি রদ্রিগেজ, যিনি মাদুরোর ভাইস প্রেসিডেন্ট ছিলেন, তাঁকে ‘বিশ্বাস করা যায় না’।
৩ ঘণ্টা আগে
ভেনেজুয়েলায় আমেরিকা যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা এবং প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে বিচারের জন্য নিউইয়র্কে ধরে নিয়ে যাওয়ার পর, দেশটিতে নিজেদের স্যাটেলাইট ট্র্যাকিং স্টেশন ও অন্যান্য স্পর্শকাতর প্রযুক্তিগত অবকাঠামো হারানোর ঝুঁকিতে পড়েছে চীন। হংকংভিত্তিক ইংরেজি দৈনিক সাউথ চায় মর্নিং...
৫ ঘণ্টা আগে