
গত বৃহস্পতিবার কাবুল বিমানবন্দরে হামলা চালায় জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস)। এখনো উত্তপ্ত অবস্থায় রয়েছে কাবুল বিমানবন্দরের পরিস্থিতি। আজও সেখানে হামলা হতে পারে বলে আশঙ্কা করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। জো বাইডেন বলেন, ‘আফগানিস্তানের পরিস্থিতি এখন খুবই বিপজ্জনক অবস্থায় রয়েছে। মার্কিন সামরিক বাহিনীর কমান্ডাররা জানিয়েছে, আগামী ২৪ থেকে ৩৬ ঘণ্টার মধ্যে কাবুল বিমানবন্দরে ফের হামলা হতে পারে।’
এদিকে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, তালেবান কাবুল বিমানবন্দরের নিয়ন্ত্রণ নিতে ‘চূড়ান্ত অনুমোদনের’ অপেক্ষায় রয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক তালেবানের এক কর্মকর্তা রোববার বার্তা সংস্থা রয়টার্সকে বলেছেন, কাবুল বিমানবন্দর নিয়ন্ত্রণে নিতে তালেবানের ইঞ্জিনিয়ার ও টেকনিশিয়ানরা প্রস্তুত রয়েছে। কাবুল বিমানবন্দরে পূর্ণ নিয়ন্ত্রণ পেতে আমরা যুক্তরাষ্ট্রের কাছ থেকে চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায় আছি। যুক্তরাষ্ট্র কাবুল বিমানবন্দরের নিয়ন্ত্রণ দ্রুত তালেবানের হাতে বুঝিয়ে দিতে ও তালেবান দ্রুত কাবুল বিমানবন্দরের নিয়ন্ত্রণ যুক্তরাষ্ট্র থেকে বুঝে নিতে প্রস্তুত।
প্রসঙ্গত, আফগানিস্তানের রাজধানী কাবুলের বিমানবন্দরে গত বৃহস্পতিবারের হামলার ঘটনায় এ পর্যন্ত প্রাণ গেছে ১৭৫ জনের। হামলার দায় স্বীকার করেছে জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস)।
কাবুল বিমানবন্দরে হামলার পর যুক্তরাষ্ট্রের ড্রোন হামলায় আফগানিস্তানে ইসলামিক স্টেট জিহাদি গোষ্ঠীর দুই শীর্ষ জঙ্গি নিহত হন।
শনিবার এক বিবৃতিতে প্রেসিডেন্ট জো বাইডেন বলেন, ‘এই ড্রোন হামলা এটাই শেষ নয়। জঘন্য হামলাকারীদের খুঁজতে আমরা অভিযান অব্যাহত রাখব এবং তাঁদের চড়া মূল্য দিতে হবে।’
উল্লেখ্য, তালেবান আফগানিস্তানের ক্ষমতা দখলের পর এখনো প্রত্যাবাসন প্রক্রিয়া অব্যাহত রেখেছে যুক্তরাষ্ট্র। তবে সকল সেনা, কূটনীতিক ও কর্মকর্তাদের এরই মধ্যে কাবুল থেকে সরিয়ে নিয়েছে যুক্তরাজ্য।

গত বৃহস্পতিবার কাবুল বিমানবন্দরে হামলা চালায় জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস)। এখনো উত্তপ্ত অবস্থায় রয়েছে কাবুল বিমানবন্দরের পরিস্থিতি। আজও সেখানে হামলা হতে পারে বলে আশঙ্কা করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। জো বাইডেন বলেন, ‘আফগানিস্তানের পরিস্থিতি এখন খুবই বিপজ্জনক অবস্থায় রয়েছে। মার্কিন সামরিক বাহিনীর কমান্ডাররা জানিয়েছে, আগামী ২৪ থেকে ৩৬ ঘণ্টার মধ্যে কাবুল বিমানবন্দরে ফের হামলা হতে পারে।’
এদিকে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, তালেবান কাবুল বিমানবন্দরের নিয়ন্ত্রণ নিতে ‘চূড়ান্ত অনুমোদনের’ অপেক্ষায় রয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক তালেবানের এক কর্মকর্তা রোববার বার্তা সংস্থা রয়টার্সকে বলেছেন, কাবুল বিমানবন্দর নিয়ন্ত্রণে নিতে তালেবানের ইঞ্জিনিয়ার ও টেকনিশিয়ানরা প্রস্তুত রয়েছে। কাবুল বিমানবন্দরে পূর্ণ নিয়ন্ত্রণ পেতে আমরা যুক্তরাষ্ট্রের কাছ থেকে চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায় আছি। যুক্তরাষ্ট্র কাবুল বিমানবন্দরের নিয়ন্ত্রণ দ্রুত তালেবানের হাতে বুঝিয়ে দিতে ও তালেবান দ্রুত কাবুল বিমানবন্দরের নিয়ন্ত্রণ যুক্তরাষ্ট্র থেকে বুঝে নিতে প্রস্তুত।
প্রসঙ্গত, আফগানিস্তানের রাজধানী কাবুলের বিমানবন্দরে গত বৃহস্পতিবারের হামলার ঘটনায় এ পর্যন্ত প্রাণ গেছে ১৭৫ জনের। হামলার দায় স্বীকার করেছে জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস)।
কাবুল বিমানবন্দরে হামলার পর যুক্তরাষ্ট্রের ড্রোন হামলায় আফগানিস্তানে ইসলামিক স্টেট জিহাদি গোষ্ঠীর দুই শীর্ষ জঙ্গি নিহত হন।
শনিবার এক বিবৃতিতে প্রেসিডেন্ট জো বাইডেন বলেন, ‘এই ড্রোন হামলা এটাই শেষ নয়। জঘন্য হামলাকারীদের খুঁজতে আমরা অভিযান অব্যাহত রাখব এবং তাঁদের চড়া মূল্য দিতে হবে।’
উল্লেখ্য, তালেবান আফগানিস্তানের ক্ষমতা দখলের পর এখনো প্রত্যাবাসন প্রক্রিয়া অব্যাহত রেখেছে যুক্তরাষ্ট্র। তবে সকল সেনা, কূটনীতিক ও কর্মকর্তাদের এরই মধ্যে কাবুল থেকে সরিয়ে নিয়েছে যুক্তরাজ্য।

প্রায় সিকি শতাব্দী ধরে রাশিয়ার ক্ষমতার কেন্দ্রবিন্দুতে অবস্থান করছেন ভ্লাদিমির পুতিন। বিশ্ব রাজনীতির অন্যতম প্রভাবশালী এই নেতার মুখ ও বক্তব্য অহরহ দেখা গেলেও তাঁর ব্যক্তিগত জীবন আজও রয়ে গেছে কঠোর গোপনীয়তার আড়ালে। রাষ্ট্রীয় প্রচারণা যন্ত্রের ছাঁকনি পেরিয়ে পুতিনের পারিবারিক জীবনের খুব কম তথ্যই জনসমক্ষ
১ ঘণ্টা আগে
ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে যুক্তরাষ্ট্রকে ‘শয়তান’ হিসেবে অভিহিত করে বলেন, ইরানি জাতি বরাবরের মতোই শত্রুদের হতাশ করবে।
১ ঘণ্টা আগে
ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, মেয়র হিসেবে প্রথম দিনেই মামদানি তাঁর আসল চেহারা দেখিয়েছেন। তিনি ইহুদি-বিদ্বেষের আন্তর্জাতিক সংজ্ঞা (আইএইচআরএ) বাতিল করেছেন এবং ইসরায়েল বয়কটের ওপর থেকে বিধিনিষেধ তুলে নিয়েছেন। এটি নেতৃত্ব নয়, বরং এটি খোলা আগুনে ইহুদি-বিদ্বেষী ঘি ঢালার সমান।
২ ঘণ্টা আগে
গত মাসে এসটিসি এই অঞ্চলটি দখলের পর সৌদি জোটের পক্ষ থেকে এটিই প্রথম সরাসরি প্রাণঘাতী হামলা। এর আগে সৌদি-সমর্থিত সরকারি বাহিনী হাজরামাউতের সামরিক স্থাপনাগুলো ‘শান্তিপূর্ণভাবে’ নিয়ন্ত্রণে নেওয়ার ঘোষণা দেয়। কিন্তু ওই ঘোষণা দেওয়ার কয়েক মিনিটের মধ্যেই বিমান হামলা শুরু হয়।
৪ ঘণ্টা আগে