
একটি ভালুক জাপানের উত্তরাঞ্চলীয় শহর আকিতার একটি সুপারমার্কেটে ঢুকে পড়ে একজন কর্মীকে আক্রমণ করে। এরপর দুই দিন ধরে ভালুকটি দোকানের মাংসের সেকশনে তাণ্ডব চালায়। এ সময় এটি কিছু তাক নষ্ট করে। শেষ পর্যন্ত ওই সুপার মার্কেট থেকেই ওটাকে ফাঁদ পেতে ধরা সম্ভব হয়।
গত শনিবার আকিতা শহরের একটি দোকানে ভালুকটি ঢুকে ৪৭ বছর বয়সী এক কর্মীকে আক্রমণ করে। যার ফলে তার মাথায় হালকা আঘাত লাগে বলে পুলিশ জানিয়েছে। আর আজ সোমবার একে আটক করা সম্ভব হয়।
মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এসব তথ্য নিশ্চিত করে।
এ ঘটনাটি সাম্প্রতিক সময়ে জাপানে ভালুক ও মানুষের মধ্যে বাড়তে থাকা সংঘর্ষের আরেকটি উদাহরণ। বিশেষ করে দেশটির উত্তরাঞ্চল, যেখানে পাহাড় ও ঘন বনভূমি ভালুকের জন্য আদর্শ বাসস্থান, সেখানে ভালুকের আক্রমণ দেশটির জন্য একটি বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে।
কিছু বিশেষজ্ঞ বলছেন, জলবায়ু পরিবর্তনের কারণে ফুল ফোটা এবং পরাগায়নের সময়সূচি বদলে যাচ্ছে, যা ভালুকের স্বাভাবিক খাবারের উৎসের ক্ষতি করছে। এর ফলে তারা খাবারের সন্ধানে শহর এবং লোকালয়ে আসতে বাধ্য হচ্ছে।
ভালুকটি প্রায় ৩ ফুট লম্বা এবং কর্মীকে আক্রমণের পর দোকানের ভেতরে রয়ে গিয়েছিল। রোববার, কর্তৃপক্ষ ভালুকের অবস্থান শনাক্ত করতে একটি ড্রোন ব্যবহার করে। সুরক্ষিত পোশাক ও ঢাল হাতে পুলিশ কর্মকর্তারা প্লাস্টিক দিয়ে ঢেকে রাখা একটি প্রবেশপথ দিয়ে দোকানে প্রবেশ করেন।
ভালুকটিকে পরে গুদামে খুঁজে পাওয়া যায়। এরপর কর্মীরা একটি বাক্সে ফাঁদ তৈরি করেন, যেখানে মধু ও আপেল রাখা হয় ভালুকটিকে আকর্ষণ করার জন্য। সোমবার ভালুকটি ফাঁদে ধরা পড়ে।
আকিতা সিটি হলের একজন মুখপাত্র সিএনএনকে জানিয়েছেন, ভালুকটিকে পরে মেরে ফেলা হয়।
আকিতা অঞ্চলে ভালুকের আক্রমণ গত বছর সর্বোচ্চ সংখ্যায় পৌঁছে। এ বছরও স্বাভাবিকের তুলনায় ভালুকের আক্রমণের হার বেশি। এ ছাড়া, চলতি অর্থ বছরে (মার্চে শেষ হওয়া) ভালুকের আক্রমণে সবচেয়ে বেশি আহতের ঘটনা ও সম্পত্তির ক্ষতি হয়েছে।

একটি ভালুক জাপানের উত্তরাঞ্চলীয় শহর আকিতার একটি সুপারমার্কেটে ঢুকে পড়ে একজন কর্মীকে আক্রমণ করে। এরপর দুই দিন ধরে ভালুকটি দোকানের মাংসের সেকশনে তাণ্ডব চালায়। এ সময় এটি কিছু তাক নষ্ট করে। শেষ পর্যন্ত ওই সুপার মার্কেট থেকেই ওটাকে ফাঁদ পেতে ধরা সম্ভব হয়।
গত শনিবার আকিতা শহরের একটি দোকানে ভালুকটি ঢুকে ৪৭ বছর বয়সী এক কর্মীকে আক্রমণ করে। যার ফলে তার মাথায় হালকা আঘাত লাগে বলে পুলিশ জানিয়েছে। আর আজ সোমবার একে আটক করা সম্ভব হয়।
মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এসব তথ্য নিশ্চিত করে।
এ ঘটনাটি সাম্প্রতিক সময়ে জাপানে ভালুক ও মানুষের মধ্যে বাড়তে থাকা সংঘর্ষের আরেকটি উদাহরণ। বিশেষ করে দেশটির উত্তরাঞ্চল, যেখানে পাহাড় ও ঘন বনভূমি ভালুকের জন্য আদর্শ বাসস্থান, সেখানে ভালুকের আক্রমণ দেশটির জন্য একটি বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে।
কিছু বিশেষজ্ঞ বলছেন, জলবায়ু পরিবর্তনের কারণে ফুল ফোটা এবং পরাগায়নের সময়সূচি বদলে যাচ্ছে, যা ভালুকের স্বাভাবিক খাবারের উৎসের ক্ষতি করছে। এর ফলে তারা খাবারের সন্ধানে শহর এবং লোকালয়ে আসতে বাধ্য হচ্ছে।
ভালুকটি প্রায় ৩ ফুট লম্বা এবং কর্মীকে আক্রমণের পর দোকানের ভেতরে রয়ে গিয়েছিল। রোববার, কর্তৃপক্ষ ভালুকের অবস্থান শনাক্ত করতে একটি ড্রোন ব্যবহার করে। সুরক্ষিত পোশাক ও ঢাল হাতে পুলিশ কর্মকর্তারা প্লাস্টিক দিয়ে ঢেকে রাখা একটি প্রবেশপথ দিয়ে দোকানে প্রবেশ করেন।
ভালুকটিকে পরে গুদামে খুঁজে পাওয়া যায়। এরপর কর্মীরা একটি বাক্সে ফাঁদ তৈরি করেন, যেখানে মধু ও আপেল রাখা হয় ভালুকটিকে আকর্ষণ করার জন্য। সোমবার ভালুকটি ফাঁদে ধরা পড়ে।
আকিতা সিটি হলের একজন মুখপাত্র সিএনএনকে জানিয়েছেন, ভালুকটিকে পরে মেরে ফেলা হয়।
আকিতা অঞ্চলে ভালুকের আক্রমণ গত বছর সর্বোচ্চ সংখ্যায় পৌঁছে। এ বছরও স্বাভাবিকের তুলনায় ভালুকের আক্রমণের হার বেশি। এ ছাড়া, চলতি অর্থ বছরে (মার্চে শেষ হওয়া) ভালুকের আক্রমণে সবচেয়ে বেশি আহতের ঘটনা ও সম্পত্তির ক্ষতি হয়েছে।

এনডিটিভি জানিয়েছে, সীতামাড়ির ঝাঝিহাট গ্রামে সপ্তম শ্রেণির ছাত্র রিতেশ কুমার (ডাকনাম গোলু) সকালে যখন কোচিং ক্লাসে যাচ্ছিল, সে সময় এক দ্রুতগতির পিকআপ ভ্যান তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই প্রাণ হারায় ওই ছাত্র। খবর পেয়ে রিতেশের পরিবার ও স্থানীয় বাসিন্দারা ঘটনাস্থলে ছুটে যায়।
৩৭ মিনিট আগে
কানাডা ও চীন বৈদ্যুতিক যান (ইভি) এবং ক্যানোলা (সরিষার মতো তেলবীজ) পণ্যের ওপর শুল্ক কমাতে একটি প্রাথমিক বাণিজ্য চুক্তিতে পৌঁছেছে। আজ শুক্রবার চীন সফররত কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি এ কথা জানিয়েছেন। দুই দেশই বাণিজ্য বাধা দূর করা এবং নতুন কৌশলগত সম্পর্ক গড়ে তোলার অঙ্গীকার করেছে।
২ ঘণ্টা আগে
ভেনেজুয়েলার নেতা নিকোলাস মাদুরোর কড়া সমালোচক মাচাদো গত বছর ‘গণতন্ত্র পুনরুদ্ধারের’ আন্দোলনের জন্য এই পুরস্কার জিতেছিলেন। এখন তিনি সেই পদক হোয়াইট হাউসে রেখে গেলেন এই আশায়, এই সৌজন্যের বিনিময়ে হয়তো আরও মূল্যবান কিছু মিলবে।
২ ঘণ্টা আগে
দক্ষিণ কোরিয়ার আদালত দেশটির সাবেক প্রেসিডেন্ট ইউন সুক ইওলকে পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছেন। ২০২৪ সালের ডিসেম্বর মাসে ক্ষমতার অপব্যবহার করে সামরিক আইন (মার্শাল ল) ঘোষণা করার অভিযোগে দায়ের করা মামলায় তাঁকে দোষী সাব্যস্ত করা হয়েছে।
৩ ঘণ্টা আগে