Ajker Patrika

আইএসের শীর্ষ অর্থ জোগানদাতা জাবুরি গ্রেপ্তার 

আপডেট : ১২ অক্টোবর ২০২১, ০৩: ৩০
আইএসের শীর্ষ অর্থ জোগানদাতা জাবুরি গ্রেপ্তার 

জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট-আইএসের কথিত শীর্ষ অর্থ সরবরাহকারী সামি জসিম আল-জাবুরিকে গ্রেপ্তার করেছে ইরাকের গোয়েন্দা বাহিনী। সোমবার ইরাকের প্রধানমন্ত্রী মোস্তফা আল-খাদেমি এ ঘোষণা দেন। 

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, এক টুইট বার্তায় ইরাকের প্রধানমন্ত্রী লিখেছেন, সীমান্ত এলাকা থেকে ইরাকের গোয়েন্দা বাহিনী জাবুরিকে গ্রেপ্তার করে। তাঁকে কোন এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে সে বিষয়ে নির্দিষ্ট করে কিছু বলেননি তিনি। প্রধানমন্ত্রী বলেছেন যে জাবুরিকে জটিল অভিযানের মাধ্যমে গ্রেপ্তার করা হয়েছে।

এর আগে মার্কিন পররাষ্ট্রদপ্তর জসিমসহ কয়েকজন চিহ্নিত আইএস নেতাদের সন্ধানের জন্য পুরস্কার ঘোষণা করে। তাঁকে গ্রেপ্তারের জন্য ৫০ লাখ ডলার পুরস্কারও ঘোষণা করা হয়েছিল।

মার্কিন গোয়েন্দা সংস্থার প্রতিবেদনে বলা হয়েছে, ‘নিজেদের দখলকৃত অঞ্চলের অর্থনৈতিক বিষয়গুলোর পাশপাশি তেল, গ্যাস ও অন্যান্য খনিজ সম্পদ উত্তোলন ও বিক্রির বিষয়টি তদারকের দায়িত্বে আছেন জাবুরি।’

২০১৭ সালে ইরাকে এবং পরের বছর সিরিয়ায় পরাজয়ের পরও হাজার হাজার জঙ্গি সেখানে সক্রিয় রয়েছে বলে বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

খালেদা জিয়ার ছায়াসঙ্গী ফাতেমার সন্তানেরা কী করেন, ১৬ বছর কেমন কেটেছে

ছেড়ে দিলে কী আর করার: মোস্তাফিজ

ভেনেজুয়েলায় নজিরবিহীন সামরিক আগ্রাসন চালিয়ে মাদুরো ও তাঁর স্ত্রীকে ‘ধরে নিয়ে গেল’ যুক্তরাষ্ট্র

মোস্তাফিজকে দলে নেওয়ায় শাহরুখ খানের ক্ষমা চাওয়া উচিত: সর্বভারতীয় ইমাম সংগঠনের সভাপতি

মোস্তাফিজকে ছেড়েই দিল কলকাতা

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত