গহিন বনে পথ হারিয়ে যেভাবে ১৩ দিন বেঁচে ছিলেন হাইকার

অনলাইন ডেস্ক
আপডেট : ০৮ জানুয়ারি ২০২৫, ১৯: ৫০
Thumbnail image
অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলসের কোসিস্কো ন্যাশনাল পার্কে প্রায় দুই সপ্তাহ নিখোঁজ ছিলেন হাদি নাজারি। ছবি: বিবিসি

অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলসের কোসিস্কো ন্যাশনাল পার্কে প্রায় দুই সপ্তাহ ধরে নিখোঁজ থাকার পর এক অভিযাত্রীকে জীবিত উদ্ধার করা হয়েছে। বনের বেরি ফল এবং মুসলি বার (ফল, বাদাম, বীজ, চকলেটের সমন্বয়ে তৈরি বার) খেয়ে পুরো সময়টি তিনি টিকে ছিলেন।

বুধবার বিবিসি জানিয়েছে, ২৩ বছর বয়সী মেডিকেল ছাত্র হাদি নাজারি সম্প্রতি বক্সিং ডে উপলক্ষে তাঁর বন্ধুদের সঙ্গে হাইকিং করতে গিয়ে পথ হারান। মূলত বন্ধুদের কাছ থেকে আলাদা হয়ে তিনি ছবি তুলতে গেলেই এ অঘটন ঘটে।

এ অবস্থায় হাদিকে খুঁজতে অভিযান শুরু করেন কয়েক শ মানুষ। এঁদের মধ্যে হাদির পরিবার ও বন্ধুরাও ছিলেন।

অবশেষে স্থানীয় সময় আজ বুধবার কয়েকজন অভিযাত্রী যখন হাদিকে দেখতে পান, তখন তিনি সাহায্যের জন্য চিৎকার করছিলেন এবং প্রচণ্ড তৃষ্ণার্ত ছিলেন। পরে অভিযাত্রীরা জরুরি পরিষেবার সঙ্গে যোগাযোগ করে তাঁকে উদ্ধার করেন।

একটি হেলিকপ্টার হাদিকে পরে উদ্ধার শিবিরে নিয়ে নিয়ে আসে। সেখানে প্যারামেডিকরা তাঁর শারীরিক অবস্থা পরীক্ষা করেন এবং হাসপাতালে পাঠান।

স্থানীয় পুলিশ সুপারিনটেনডেন্ট অ্যান্ড্রু স্প্লিয়েট জানিয়েছেন, উদ্ধারের সময় হাদি ভালো অবস্থায় ছিলেন। সচেতন এবং কথা বলতে পারছিলেন তিনি। তাঁর শরীরে কোনো বড় ধরনের আঘাতের চিহ্ন ছিল না।

জানা গেছে, হাদি একটি পরিত্যক্ত পাহাড়ি কুটির থেকে দুটি মুসলি বার খুঁজে পেয়েছিলেন। এটাই ছিল তাঁর প্রধান খাদ্যসামগ্রী। এ ছাড়া তিনি ঝরনা থেকে পানি সংগ্রহ করেন এবং বনের বেরি খেয়ে বেঁচে ছিলেন।

পরিবারের সদস্যরা উদ্ধার শিবিরে হাদিকে জড়িয়ে ধরে আনন্দ প্রকাশ করেন। তাঁরা জানান, হাদি পুরোপুরি সুস্থ আছেন। স্থানীয় গণমাধ্যমকে পরিবারের পক্ষ থেকে বলা হয়—এটি তাদের জীবনের সবচেয়ে খুশির দিন।

হাদিকে ব্লু লেকের কাছে পাওয়া যায়। এই স্থানটি তাঁর বন্ধুদের সঙ্গে দেখা করার নির্ধারিত ক্যাম্প গ্রাউন্ড থেকে প্রায় ১০ কিলোমিটার দূরে ছিল।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত