
ভারতের প্রতিরক্ষাপ্রধান ও সাবেক সেনাপ্রধান জেনারেল বিপিন রাওয়াত ও তাঁর স্ত্রী মাধুলিকা রাওয়াতসহ ১৩ জন হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে মারা গেছেন। গতকাল বুধবার ভারতের তামিলনাড়ুতে এই দুর্ঘটনা ঘটে। এ ঘটনার একজন প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, হেলিকপ্টার বিধ্বস্তের পর পানি খেতে চেয়েছিলেন বিপিন রাওয়াত। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে এমনটি বলা হয়েছে।
শিবকুমার নামের এক কন্ট্রাক্টর এনডিটিভিকে জানান, দুর্ঘটনার সময় তিনি তাঁর ভাইয়ের সঙ্গে দেখা করতে একটি চা-বাগানে যাচ্ছিলেন।
শিবকুমার বলেন, ‘তিনটি দেহ পড়ে থাকতে দেখেছি। এর মধ্যে একজন ছিলেন জীবিত। সে পানি চাইছিল। আমরা একটি বেডশিট দিয়ে মুড়িয়ে দিই। পরে তাঁকে উদ্ধারকর্মীরা নিয়ে যান।
এ ঘটনার তিন ঘণ্টা পর একজন শিবকুমারকে জানান যে তাঁর কাছে যে পানি চেয়েছিল, তিনিই বিপিন রাওয়াত। সেই সঙ্গে বিপিন রাওয়াতের একটি ছবি বের করে দেখান।
শিব কুমার বলেন, ‘আমি বিশ্বাস করতে পারছিলাম না যে এই লোকটি দেশের জন্য এত কিছু করেছে । এমনকি তাকে পানিও খাওয়াতে পারিনি। আমি সারা রাত ঘুমাতে পারিনি।’
হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন জেনারেল রাওয়াত।
গতকাল বুধবার দুপুর ১২টা ২০ মিনিটে হেলিকপ্টারটি উড্ডয়নের কিছুক্ষণ পরই তামিলনাড়ুর নীলগিরিতে বিধ্বস্ত হয়। ১৪ জনের মধ্যে ছিলেন—জেনারেল রাওয়াত, তাঁর স্ত্রী, প্রতিরক্ষা সহকারী, নিরাপত্তা কমান্ডো ও বিমানবাহিনীর কর্মীরা। এ দুর্ঘটনায় একজন মাত্র ব্যক্তি বেঁচে আছেন। তাঁর নাম বরুণ সিং। তিনি ভারতীয় সেনাবাহিনীর পাইলট।

ভারতের প্রতিরক্ষাপ্রধান ও সাবেক সেনাপ্রধান জেনারেল বিপিন রাওয়াত ও তাঁর স্ত্রী মাধুলিকা রাওয়াতসহ ১৩ জন হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে মারা গেছেন। গতকাল বুধবার ভারতের তামিলনাড়ুতে এই দুর্ঘটনা ঘটে। এ ঘটনার একজন প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, হেলিকপ্টার বিধ্বস্তের পর পানি খেতে চেয়েছিলেন বিপিন রাওয়াত। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে এমনটি বলা হয়েছে।
শিবকুমার নামের এক কন্ট্রাক্টর এনডিটিভিকে জানান, দুর্ঘটনার সময় তিনি তাঁর ভাইয়ের সঙ্গে দেখা করতে একটি চা-বাগানে যাচ্ছিলেন।
শিবকুমার বলেন, ‘তিনটি দেহ পড়ে থাকতে দেখেছি। এর মধ্যে একজন ছিলেন জীবিত। সে পানি চাইছিল। আমরা একটি বেডশিট দিয়ে মুড়িয়ে দিই। পরে তাঁকে উদ্ধারকর্মীরা নিয়ে যান।
এ ঘটনার তিন ঘণ্টা পর একজন শিবকুমারকে জানান যে তাঁর কাছে যে পানি চেয়েছিল, তিনিই বিপিন রাওয়াত। সেই সঙ্গে বিপিন রাওয়াতের একটি ছবি বের করে দেখান।
শিব কুমার বলেন, ‘আমি বিশ্বাস করতে পারছিলাম না যে এই লোকটি দেশের জন্য এত কিছু করেছে । এমনকি তাকে পানিও খাওয়াতে পারিনি। আমি সারা রাত ঘুমাতে পারিনি।’
হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন জেনারেল রাওয়াত।
গতকাল বুধবার দুপুর ১২টা ২০ মিনিটে হেলিকপ্টারটি উড্ডয়নের কিছুক্ষণ পরই তামিলনাড়ুর নীলগিরিতে বিধ্বস্ত হয়। ১৪ জনের মধ্যে ছিলেন—জেনারেল রাওয়াত, তাঁর স্ত্রী, প্রতিরক্ষা সহকারী, নিরাপত্তা কমান্ডো ও বিমানবাহিনীর কর্মীরা। এ দুর্ঘটনায় একজন মাত্র ব্যক্তি বেঁচে আছেন। তাঁর নাম বরুণ সিং। তিনি ভারতীয় সেনাবাহিনীর পাইলট।

ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে যুক্তরাষ্ট্রকে ‘শয়তান’ হিসেবে অভিহিত করে বলেন, ইরানি জাতি বরাবরের মতোই শত্রুদের হতাশ করবে।
২ মিনিট আগে
ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, মেয়র হিসেবে প্রথম দিনেই মামদানি তাঁর আসল চেহারা দেখিয়েছেন। তিনি ইহুদি-বিদ্বেষের আন্তর্জাতিক সংজ্ঞা (আইএইচআরএ) বাতিল করেছেন এবং ইসরায়েল বয়কটের ওপর থেকে বিধিনিষেধ তুলে নিয়েছেন। এটি নেতৃত্ব নয়, বরং এটি খোলা আগুনে ইহুদি-বিদ্বেষী ঘি ঢালার সমান।
১ ঘণ্টা আগে
গত মাসে এসটিসি এই অঞ্চলটি দখলের পর সৌদি জোটের পক্ষ থেকে এটিই প্রথম সরাসরি প্রাণঘাতী হামলা। এর আগে সৌদি-সমর্থিত সরকারি বাহিনী হাজরামাউতের সামরিক স্থাপনাগুলো ‘শান্তিপূর্ণভাবে’ নিয়ন্ত্রণে নেওয়ার ঘোষণা দেয়। কিন্তু ওই ঘোষণা দেওয়ার কয়েক মিনিটের মধ্যেই বিমান হামলা শুরু হয়।
২ ঘণ্টা আগে
রাশিয়ার টানা ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় ইউক্রেনের জ্বালানি অবকাঠামো বিপর্যস্ত। তবে বিদ্যুৎ ও গ্যাস সরবরাহে দীর্ঘস্থায়ী সংকটের মধ্যেও জীবন থেমে থাকেনি দেশটির মানুষের। বরং অন্ধকার, শীত আর অনিশ্চয়তার সঙ্গে লড়াই করে তারা নতুন নতুন উপায়ে টিকে থাকার পথ খুঁজে নিচ্ছে।
৩ ঘণ্টা আগে