আজকের পত্রিকা ডেস্ক

অস্ট্রেলিয়ার তাসমানিয়া রাজ্যের অন্যতম প্রাচীন বাতিঘর কেপ ব্রুনি লাইটহাউস থেকে ১২২ বছর পুরোনো একটি ‘বোতল বার্তা’ আবিষ্কৃত হয়েছে। সম্প্রতি ঐতিহ্য হিসেবে তালিকাভুক্ত বাতিঘরটির ল্যান্টার্ন কক্ষে রক্ষণাবেক্ষণের কাজ করতে গিয়ে এটি খুঁজে পান বিশেষজ্ঞ চিত্রশিল্পী ব্রায়ান বারফোর্ড। ল্যান্টার্ন কক্ষে একটি ক্ষয়প্রাপ্ত দেয়ালের ভেতর অস্বাভাবিক কিছু মনে হলে সেখানে একটি কাচের বোতল দেখতে পান ব্রায়ান। এর ভেতরেই ছিল একটি হাতে লেখা দুই পৃষ্ঠার চিঠি।
যুক্তরাজ্য-ভিত্তিক ইনডিপেনডেন্ট জানিয়েছে, চিঠিটি ১৯০৩ সালের ২৯ জানুয়ারিতে লেখা। লেখক ছিলেন জেমস রবার্ট মিচ, যিনি তখন হোবার্ট মেরিন বোর্ডের লাইটহাউস পরিদর্শক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। ওই চিঠিতে লাইটহাউসটিতে হওয়া বড় ধরনের সংস্কারের বিবরণ রয়েছে, যেমন—কাঠের সিঁড়ির পরিবর্তে নতুন লোহার পাকানো সিঁড়ি, নতুন কংক্রিটের মেঝে এবং নতুন ল্যান্টার্ন কক্ষ স্থাপনসহ বিভিন্ন উন্নয়নের কথা বলা হয়েছে।
এ ছাড়া আলো জ্বলার নতুন রীতির কথাও লিখেছেন মিচ। চিঠিতে প্রকল্পে অংশগ্রহণকারী কর্মীদের নাম সহ খরচের পরিমাণ উল্লেখ করা হয়েছে ২ হাজার ২০০ পাউন্ড। এই পরিমাণ অর্থ আজকের দিনে প্রায় ৪ লাখ ৭৪ হাজার অস্ট্রেলিয়ান ডলারের সমান (বাংলাদেশি মুদ্রার মানে তা পৌনে চার কোটি টাকার বেশি)।
তাসমানিয়া পার্কস অ্যান্ড ওয়াইল্ডলাইফ সার্ভিসের (পিডব্লিউএস) ঐতিহাসিক ঐতিহ্য বিভাগের ব্যবস্থাপক আনিতা ওয়াগহোর্ন বলেন, ‘চিঠিটি যখন বেরিয়ে এল, তখন কক্ষটিতে উত্তেজনার কমতি ছিল না।’ তাসমানিয়ান মিউজিয়াম অ্যান্ড আর্ট গ্যালারির সংরক্ষণ বিশেষজ্ঞরা এটিকে খুব সাবধানে খুলে আর্দ্রতা প্রয়োগ করে সংরক্ষণের জন্য প্রস্তুত করেন। ভবিষ্যতে চিঠিটি জনসাধারণের প্রদর্শনীর জন্য রাখা হবে। তরে এর জন্য নির্দিষ্ট কোনো স্থান এখনো নির্ধারিত হয়নি।
উল্লেখ্য, কেপ ব্রুনি লাইটহাউস প্রথম জ্বলে ১৮৩৮ সালে এবং ১৫০ বছরেরও বেশি সময় ধরে এটি অস্ট্রেলিয়ার সবচেয়ে বিপজ্জনক জলপথে জাহাজ চলাচলে দিকনির্দেশনা দিয়েছে। ১৯৯৬ সালে এটির কার্যক্রম বন্ধ করে পাশেই সৌরশক্তিচালিত আরেকটি বাতিঘর বসানো হয়।
এই আবিষ্কারকে স্থানীয় ইতিহাসবিদেরা ‘সাম্প্রতিক সময়ে লাইটহাউস-সংক্রান্ত সবচেয়ে গুরুত্বপূর্ণ খোঁজ’ বলে আখ্যা দিয়েছেন।

অস্ট্রেলিয়ার তাসমানিয়া রাজ্যের অন্যতম প্রাচীন বাতিঘর কেপ ব্রুনি লাইটহাউস থেকে ১২২ বছর পুরোনো একটি ‘বোতল বার্তা’ আবিষ্কৃত হয়েছে। সম্প্রতি ঐতিহ্য হিসেবে তালিকাভুক্ত বাতিঘরটির ল্যান্টার্ন কক্ষে রক্ষণাবেক্ষণের কাজ করতে গিয়ে এটি খুঁজে পান বিশেষজ্ঞ চিত্রশিল্পী ব্রায়ান বারফোর্ড। ল্যান্টার্ন কক্ষে একটি ক্ষয়প্রাপ্ত দেয়ালের ভেতর অস্বাভাবিক কিছু মনে হলে সেখানে একটি কাচের বোতল দেখতে পান ব্রায়ান। এর ভেতরেই ছিল একটি হাতে লেখা দুই পৃষ্ঠার চিঠি।
যুক্তরাজ্য-ভিত্তিক ইনডিপেনডেন্ট জানিয়েছে, চিঠিটি ১৯০৩ সালের ২৯ জানুয়ারিতে লেখা। লেখক ছিলেন জেমস রবার্ট মিচ, যিনি তখন হোবার্ট মেরিন বোর্ডের লাইটহাউস পরিদর্শক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। ওই চিঠিতে লাইটহাউসটিতে হওয়া বড় ধরনের সংস্কারের বিবরণ রয়েছে, যেমন—কাঠের সিঁড়ির পরিবর্তে নতুন লোহার পাকানো সিঁড়ি, নতুন কংক্রিটের মেঝে এবং নতুন ল্যান্টার্ন কক্ষ স্থাপনসহ বিভিন্ন উন্নয়নের কথা বলা হয়েছে।
এ ছাড়া আলো জ্বলার নতুন রীতির কথাও লিখেছেন মিচ। চিঠিতে প্রকল্পে অংশগ্রহণকারী কর্মীদের নাম সহ খরচের পরিমাণ উল্লেখ করা হয়েছে ২ হাজার ২০০ পাউন্ড। এই পরিমাণ অর্থ আজকের দিনে প্রায় ৪ লাখ ৭৪ হাজার অস্ট্রেলিয়ান ডলারের সমান (বাংলাদেশি মুদ্রার মানে তা পৌনে চার কোটি টাকার বেশি)।
তাসমানিয়া পার্কস অ্যান্ড ওয়াইল্ডলাইফ সার্ভিসের (পিডব্লিউএস) ঐতিহাসিক ঐতিহ্য বিভাগের ব্যবস্থাপক আনিতা ওয়াগহোর্ন বলেন, ‘চিঠিটি যখন বেরিয়ে এল, তখন কক্ষটিতে উত্তেজনার কমতি ছিল না।’ তাসমানিয়ান মিউজিয়াম অ্যান্ড আর্ট গ্যালারির সংরক্ষণ বিশেষজ্ঞরা এটিকে খুব সাবধানে খুলে আর্দ্রতা প্রয়োগ করে সংরক্ষণের জন্য প্রস্তুত করেন। ভবিষ্যতে চিঠিটি জনসাধারণের প্রদর্শনীর জন্য রাখা হবে। তরে এর জন্য নির্দিষ্ট কোনো স্থান এখনো নির্ধারিত হয়নি।
উল্লেখ্য, কেপ ব্রুনি লাইটহাউস প্রথম জ্বলে ১৮৩৮ সালে এবং ১৫০ বছরেরও বেশি সময় ধরে এটি অস্ট্রেলিয়ার সবচেয়ে বিপজ্জনক জলপথে জাহাজ চলাচলে দিকনির্দেশনা দিয়েছে। ১৯৯৬ সালে এটির কার্যক্রম বন্ধ করে পাশেই সৌরশক্তিচালিত আরেকটি বাতিঘর বসানো হয়।
এই আবিষ্কারকে স্থানীয় ইতিহাসবিদেরা ‘সাম্প্রতিক সময়ে লাইটহাউস-সংক্রান্ত সবচেয়ে গুরুত্বপূর্ণ খোঁজ’ বলে আখ্যা দিয়েছেন।

গ্রিনল্যান্ড দখলে বাধা দেওয়ায় ইউরোপের আটটি দেশের ওপর ১০ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্পের এই পদক্ষেপের জবাব দেওয়ার প্রস্তুতি নিচ্ছে ইউরোপীয় ইউনিয়ন।
৩ ঘণ্টা আগে
চীনের প্রস্তাবিত এই দূতাবাস হবে ইউরোপে তাদের বৃহত্তম কূটনৈতিক মিশন। তবে এই প্রকল্পের নকশা নিয়ে নিরাপত্তা বিশেষজ্ঞদের মধ্যে গভীর উদ্বেগ রয়েছে। ২০ হাজার বর্গমিটার এলাকাজুড়ে বিস্তৃত এই কমপ্লেক্স লন্ডনের প্রধান আর্থিক কেন্দ্র ও গুরুত্বপূর্ণ ডেটা কেব্লের খুব কাছে অবস্থিত। বিরোধীদের দাবি, এটি কেবল
৫ ঘণ্টা আগে
দীর্ঘ ২৫ বছরের আলোচনার পর অবশেষে আলোর মুখ দেখল ইউরোপীয় ইউনিয়ন ও দক্ষিণ আমেরিকার বাণিজ্যিক জোট মার্কোসুরের মুক্ত বাণিজ্য চুক্তি। গতকাল শনিবার প্যারাগুয়েতে আয়োজিত এক অনুষ্ঠানে ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লিয়েন এবং মার্কোসুরভুক্ত দেশগুলোর (আর্জেন্টিনা, ব্রাজিল, প্যারাগুয়ে ও উরুগুয়ে)
৬ ঘণ্টা আগে
পাকিস্তানের করাচি শহরের অন্যতম ব্যস্ত বাণিজ্যিক এলাকা এম এ জিন্নাহ রোডের গুল প্লাজা শপিং মলে এক ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ছয়জন নিহত হয়েছেন। শনিবার গভীর রাতে শুরু হওয়া এই আগুন আজ রোববার দুপুরে পুরোপুরি নিয়ন্ত্রণে আসে।
৬ ঘণ্টা আগে