Ajker Patrika

কিউবায় জ্বালানির তীব্র সংকট, মে দিবসের প্যারেড বাতিল

আপডেট : ০১ মে ২০২৩, ১৪: ১৫
কিউবায় জ্বালানির তীব্র সংকট, মে দিবসের প্যারেড বাতিল

জ্বালানির তীব্র সংকটে ধুঁকছে কিউবা। এমন বাস্তবতায় ঐতিহ্যবাহী মে দিবসের প্যারেড বাতিল করেছে দেশটির সরকার। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম গার্ডিয়ান।

প্রতিবছর আন্তর্জাতিক শ্রমিক দিবসে হাভানার বিপ্লব চত্বরে কয়েক লাখ মানুষ মিছিল নিয়ে হাজির হয়। ১৯৫৯ সালের বিপ্লবের পর প্রথমবারের মতো অর্থনৈতিক কারণে কিউবায় শ্রমিক দিবসের উদ্‌যাপন বাতিল হলো। এর আগে ২০২০ ও ২০২১ সালে করোনা মহামারির কারণে মে দিবসের প্যারেড বাতিল হয়েছিল দেশটিতে। 

সাম্প্রতিক সপ্তাহগুলোতে জ্বালানির জন্য দেশটির পেট্রোল স্টেশনগুলোতে দীর্ঘ সারি দেখা গেছে। চালকেরা সেখানে কয়েক দিন ধরে জ্বালানির জন্য অপেক্ষা করেন। 

চলতি মাসের শুরুর দিকে কিউবার প্রেসিডেন্ট মিগুয়েল দিয়াজ-কানেল বলেছিলেন, দেশটি প্রয়োজনীয় জ্বালানির মাত্র দুই-তৃতীয়াংশ পাচ্ছে। সরবরাহকারীরা চুক্তিভিত্তিক বাধ্যবাধকতা পূরণে ব্যর্থ হচ্ছে বলে জানান তিনি। 

বিবিসির প্রতিবেদনে জানা যায়, কিউবার সবচেয়ে বড় জ্বালানি সরবরাহকারী ভেনেজুয়েলা। সাম্প্রতিক বছরগুলোতে উচ্চমানের অপরিশোধিত পণ্যের সরবরাহ ৫০ শতাংশ কমিয়ে দিয়েছে দেশটি। আর এতে কিউবায় যে জ্বালানির সংকট দেখা দিয়েছে, তাতে চাপে পড়েছে সাধারণ নাগরিকেরা। 

বিশ্লেষকেরা বলছেন, ভেনেজুয়েলা নিজেই নানা সমস্যার সম্মুখীন। ফলে সমাজতান্ত্রিক মিত্র দেশ কিউবাকে ভর্তুকি দেওয়া তাদের জন্য কঠিন হয়ে পড়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সিলেটে বিএনপি নেতা মানিক সেনাবাহিনীর হাতে আটক

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি বংশোদ্ভূত নারীকে টেনেহিঁচড়ে গাড়ি থেকে তুলে নিয়ে গেল অভিবাসন পুলিশ

পরিচালক পদ থেকে কেন নাজমুলকে সরিয়ে দিতে পারেনি বিসিবি

১৬ মাসের শিশুকে সেতু থেকে নদীতে ছুড়ে ফেলে থানায় গেলেন মা

যুক্তরাষ্ট্রের ভিসা স্থগিতের আওতায় কারা পড়বে না, জানাল স্টেট ডিপার্টমেন্ট

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত