
মেক্সিকোতে কুখ্যাত মাফিয়া মাদকসম্রাট এল চাপোর ছেলে গুজম্যান লোপেজকে গ্রেপ্তারের জেরে দেশটির সিনালোয়া রাজ্যের কুলিয়াকান শহরে রক্তক্ষয়ী দাঙ্গা চলছে। মেক্সিকো সরকারের বরাতে আজ শুক্রবার এএফপি জানায়, রক্তক্ষয়ী দাঙ্গায় ১০ সেনাসহ ২৯ জন নিহত হয়েছে।
মেক্সিকো সরকারের বরাতে এএফপি জানায়, সড়ক বন্ধ করে যানবাহনে আগুন দিয়েছে দাঙ্গাকারীরা। দাঙ্গাকারীরা স্থানীয় বিমানবন্দরে সন্ত্রাসী হামলা চালিয়েছে। এতে তিনটি উড়োজাহাজ ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে বিমানবন্দরে কেউ হতাহত হয়নি।
মেক্সিকোর প্রতিরক্ষামন্ত্রী লুয়িস ক্রেসেনসিও সান্দোভাল বলেন, রক্তক্ষয়ী দাঙ্গায় দায়িত্ব পালন করার সময় দুর্ভাগ্যজনকভাবে ১০ সেনা প্রাণ হারিয়েছে। আহত হয়েছে ৩৫ সেনা। এ সময় ১৯ দাঙ্গাকারীও নিহত হয়। বন্দুকধারী ২১ দাঙ্গাকারীকে গ্রেপ্তার করা হয়েছে।
বিবিসির প্রতিবেদনে বলা হয়, এল চাপোর ছেলে গুজম্যান লোপেজ নিজেকে তাঁর বাবার সাবেক অপরাধী চক্র ‘সিনালোয়া কার্টলের’ নেতা বলে দাবি করতেন।
লুয়িস ক্রেসেনসিও সান্দোভাল বলেন, গুজম্যান লোপেজ কুখ্যাত সিনালোয়া কার্টলের একটি উপদলের নেতৃত্বে ছিলেন। এটি বিশ্বের অন্যতম বৃহৎ মাদক পাচারকারী দল।
মার্কিন গোয়েন্দাদের সহায়তায় গুজম্যান লোপেজকে দীর্ঘ ৬ মাসের নজরদারির পর গ্রেপ্তার করা হয় বলে জানান মেক্সিকোর প্রতিরক্ষামন্ত্রী লুয়িস ক্রেসেনসিও সান্দোভাল।
এর আগে ২০১৯ সালের দিকে গুজম্যান লোপেজকে গ্রেপ্তার করা হয়েছিল। তবে সহিংসতা এড়াতে সে সময় তাঁকে ছেড়ে দেওয়া হয়।
উল্লেখ্য, ২০১৯ সালে দোষী সাব্যস্ত হওয়ার পর থেকে যুক্তরাষ্ট্রে যাবজ্জীবন কারাদণ্ড ভোগ করছেন গুজম্যান লোপেজের বাবা কুখ্যাত মাদকসম্রাট এল চাপো। তাঁর বিরুদ্ধে মাদক ও অর্থ পাচারের অভিযোগ আনা হয়েছে।

মেক্সিকোতে কুখ্যাত মাফিয়া মাদকসম্রাট এল চাপোর ছেলে গুজম্যান লোপেজকে গ্রেপ্তারের জেরে দেশটির সিনালোয়া রাজ্যের কুলিয়াকান শহরে রক্তক্ষয়ী দাঙ্গা চলছে। মেক্সিকো সরকারের বরাতে আজ শুক্রবার এএফপি জানায়, রক্তক্ষয়ী দাঙ্গায় ১০ সেনাসহ ২৯ জন নিহত হয়েছে।
মেক্সিকো সরকারের বরাতে এএফপি জানায়, সড়ক বন্ধ করে যানবাহনে আগুন দিয়েছে দাঙ্গাকারীরা। দাঙ্গাকারীরা স্থানীয় বিমানবন্দরে সন্ত্রাসী হামলা চালিয়েছে। এতে তিনটি উড়োজাহাজ ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে বিমানবন্দরে কেউ হতাহত হয়নি।
মেক্সিকোর প্রতিরক্ষামন্ত্রী লুয়িস ক্রেসেনসিও সান্দোভাল বলেন, রক্তক্ষয়ী দাঙ্গায় দায়িত্ব পালন করার সময় দুর্ভাগ্যজনকভাবে ১০ সেনা প্রাণ হারিয়েছে। আহত হয়েছে ৩৫ সেনা। এ সময় ১৯ দাঙ্গাকারীও নিহত হয়। বন্দুকধারী ২১ দাঙ্গাকারীকে গ্রেপ্তার করা হয়েছে।
বিবিসির প্রতিবেদনে বলা হয়, এল চাপোর ছেলে গুজম্যান লোপেজ নিজেকে তাঁর বাবার সাবেক অপরাধী চক্র ‘সিনালোয়া কার্টলের’ নেতা বলে দাবি করতেন।
লুয়িস ক্রেসেনসিও সান্দোভাল বলেন, গুজম্যান লোপেজ কুখ্যাত সিনালোয়া কার্টলের একটি উপদলের নেতৃত্বে ছিলেন। এটি বিশ্বের অন্যতম বৃহৎ মাদক পাচারকারী দল।
মার্কিন গোয়েন্দাদের সহায়তায় গুজম্যান লোপেজকে দীর্ঘ ৬ মাসের নজরদারির পর গ্রেপ্তার করা হয় বলে জানান মেক্সিকোর প্রতিরক্ষামন্ত্রী লুয়িস ক্রেসেনসিও সান্দোভাল।
এর আগে ২০১৯ সালের দিকে গুজম্যান লোপেজকে গ্রেপ্তার করা হয়েছিল। তবে সহিংসতা এড়াতে সে সময় তাঁকে ছেড়ে দেওয়া হয়।
উল্লেখ্য, ২০১৯ সালে দোষী সাব্যস্ত হওয়ার পর থেকে যুক্তরাষ্ট্রে যাবজ্জীবন কারাদণ্ড ভোগ করছেন গুজম্যান লোপেজের বাবা কুখ্যাত মাদকসম্রাট এল চাপো। তাঁর বিরুদ্ধে মাদক ও অর্থ পাচারের অভিযোগ আনা হয়েছে।

চীনের প্রস্তাবিত এই দূতাবাস হবে ইউরোপে তাদের বৃহত্তম কূটনৈতিক মিশন। তবে এই প্রকল্পের নকশা নিয়ে নিরাপত্তা বিশেষজ্ঞদের মধ্যে গভীর উদ্বেগ রয়েছে। ২০ হাজার বর্গমিটার এলাকাজুড়ে বিস্তৃত এই কমপ্লেক্স লন্ডনের প্রধান আর্থিক কেন্দ্র ও গুরুত্বপূর্ণ ডেটা কেব্লের খুব কাছে অবস্থিত। বিরোধীদের দাবি, এটি কেবল
১ ঘণ্টা আগে
দীর্ঘ ২৫ বছরের আলোচনার পর অবশেষে আলোর মুখ দেখল ইউরোপীয় ইউনিয়ন ও দক্ষিণ আমেরিকার বাণিজ্যিক জোট মার্কোসুরের মুক্ত বাণিজ্য চুক্তি। গতকাল শনিবার প্যারাগুয়েতে আয়োজিত এক অনুষ্ঠানে ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লিয়েন এবং মার্কোসুরভুক্ত দেশগুলোর (আর্জেন্টিনা, ব্রাজিল, প্যারাগুয়ে ও উরুগুয়ে)
৩ ঘণ্টা আগে
পাকিস্তানের করাচি শহরের অন্যতম ব্যস্ত বাণিজ্যিক এলাকা এম এ জিন্নাহ রোডের গুল প্লাজা শপিং মলে এক ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ছয়জন নিহত হয়েছেন। শনিবার গভীর রাতে শুরু হওয়া এই আগুন আজ রোববার দুপুরে পুরোপুরি নিয়ন্ত্রণে আসে।
৩ ঘণ্টা আগে
সম্প্রতি দক্ষিণ কোরিয়ার এই বাসিন্দা অবাক হয়ে দেখেন, তাঁর বয়সী পুরুষেরা ইন্টারনেটে উপহাসের পাত্র হয়ে উঠেছেন। জেন-জি এবং তুলনামূলক তরুণ মিলেনিয়ালদের ফ্যাশন অনুকরণ করার জন্যই তাঁদের নিয়ে ঠাট্টা করা হচ্ছে।
৩ ঘণ্টা আগে