Ajker Patrika

আহমেদাবাদে উড়োজাহাজ বিধ্বস্ত হওয়ার ঘটনার তদন্ত চাইলেন অমিতাভ বচ্চন

কলকাতা সংবাদদাতা
আপডেট : ১৫ জুন ২০২৫, ১৮: ২৩
আহমেদাবাদে উড়োজাহাজ বিধ্বস্ত হওয়ার ঘটনার তদন্ত চাইলেন অমিতাভ বচ্চন
অমিতাভ বচ্চন। ছবি: সংগৃহীত

ভারতের পশ্চিমাঞ্চলীয় রাজ্য গুজরাটের আহমেদাবাদে গত বৃহস্পতিবার ঘটে যাওয়া ভয়াবহ উড়োজাহাজ দুর্ঘটনার স্বচ্ছ তদন্তের দাবি তুলেছেন বলিউডের বর্ষীয়ান অভিনেতা অমিতাভ বচ্চন। দুর্ঘটনার পর নিজের প্রতিক্রিয়ায় শুধু আতঙ্কের নয়, গভীর প্রশ্নও তুলেছেন এই মহাতারকা।

দুর্ঘটনার পর টুইটারে এক আবেগঘন বার্তায় অমিতাভ লেখেন, ‘এমন দৃশ্য কখনো দেখিনি। শুধুই ঈশ্বরের নাম জপ করছিলাম। এমন কিছু যেন আর কখনো না ঘটে।’

তবে পরে আরও এক টুইটে তাঁর বক্তব্যে উঠে আসে অন্য সুর, ‘এই ঘটনায় যেভাবে প্রযুক্তিগত ব্যর্থতা ও মানবিক ত্রুটি উঠে আসছে, তাতে বিস্মিত। নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্ত হওয়া উচিত। সত্য প্রকাশ্যে আসা দরকার।’

এরপর থেকেই বলিউডের আরও একাধিক তারকা সামাজিক মাধ্যমে এই দুর্ঘটনা নিয়ে প্রতিক্রিয়া জানাতে শুরু করেছেন। কেউ শোক প্রকাশ করেছেন, কেউ আবার উড়োজাহাজের রক্ষণাবেক্ষণ ও নিয়ন্ত্রণ ব্যবস্থাপনার ওপর প্রশ্ন তুলেছেন।

প্রসঙ্গত, ওই দিন আহমেদাবাদ বিমানবন্দর থেকে উড্ডয়নের কিছুক্ষণের মধ্যেই উড়োজাহাজটির ইঞ্জিনে সমস্যা দেখা দেয়। মাত্র ২৭ সেকেন্ডের মধ্যে কন্ট্রোল টাওয়ারে ‘লস অব থ্রাস্ট’ সংকেত পাঠান পাইলট। তারপরই ঘটে ভয়াবহ দুর্ঘটনা। এখন পর্যন্ত সরকারি হিসাবে মৃতের সংখ্যা ২৭৯। দুর্ঘটনাস্থল থেকে এক কিশোরের মোবাইলে ধারণ করা ভিডিও ইতিমধ্যে ভাইরাল। তদন্তের স্বার্থে তাকে জিজ্ঞাসাবাদও করেছে পুলিশ।

ভারতের বেসামরিক উড়োজাহাজ পরিবহন মন্ত্রণালয় জানিয়েছে, ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু হয়েছে। বোয়িং ৭৮৭ উড়োজাহাজগুলোর নিরাপত্তা ও রক্ষণাবেক্ষণ ব্যবস্থা পুনর্মূল্যায়ন করা হবে বলেও জানানো হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের হামলায় র‍্যাব কর্মকর্তা নিহত

প্রার্থিতা ফিরে পেতে বিএনপির প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর রিট

জঙ্গল সলিমপুরে সশস্ত্র সন্ত্রাসীকে গ্রেপ্তার করে ফেরার পথে হামলার মুখে পড়ে র‍্যাব, গুলিবিদ্ধ হন মোতালেব

প্রশাসনে রদবদল হয়েছে লটারির মাধ্যমে, পক্ষপাতের সুযোগ নেই— এনসিপিকে প্রধান উপদেষ্টা

৮টি যুদ্ধ থামিয়েও নোবেল পুরস্কার পাইনি, শান্তির আর তোয়াক্কা করি না: ট্রাম্প

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত